30-11-2025, 02:28 AM
(29-11-2025, 06:04 PM)sarkardibyendu Wrote:।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
এখানে আসার পর অনীক নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। শহরে থাকলে টাকা পয়সা গাড়ি বাড়ি হয়তো অনায়াসে হয়ে যেতো, কিন্তু মানসিক তৃপ্তিটা কোথাও অধরাই থেকে যেতো। টাকা পয়াসার প্রতি খুব লোভ কোনদিন নেই অনীকের।
প্রায় এক সপ্তাহ হল হাস্পাতালের আউটডোর চালু হয়ে গেছে। অনীক আপাতত একাই সেখানে রোগী দেখছে। এতো বড়ো ডাক্তার বিনা পয়সায় রোগী দেখে, তার উপরে এতো ভালো ব্যাবহার..... এখানকার সাধারন মানুষগুলো এই কদিনেই অনীকের ভক্ত হয়ে উঠেছে। অনীক তাড়াহুড়ো করে না, অনেক সময় নিয়ে ভালো করে পেশেন্টের সাথে কথা বলে ওষুধ দেয়। হাসপাতালের কাজ মিটে গেলে বিকালের দিকে নতুন কেনা বাইকটা নিয়ে বেড়িয়ে পড়ে আশে পাশের ছোট গ্রাম গুলোতে। যেখানেই যায়, মানুষ ওকে ভালোবাসাতে ভরিয়ে দেয়। কেউ কেউ নিজের হাস মুরগী দিতে চায়, তো কেউ ওর জন্য ঘরের থেকে চপ মুড়ি বানিয়ে নিয়ে আসে।
যাক, পুরুষাঙ্গ ৫.৫" রেখেছেন। স্বাভাবিক দৈর্ঘ্য। ১০" বানাননি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)