25-11-2025, 12:49 PM
লাস্ট আপডেটের পর পায় হাজার খানেক ভিউ হয়েচছে । এর মাঝে সবাই যে গল্পটা পড়েছেন এমন নয় , অনেকেই সুধু দেখে চলে গেছেন , অনেকের এই ফোরামে আইডি নেই । তাদের বাদ দিয়ে যারা পড়েছেন, তাদের মাঝে ,১ জন লাইক দিয়েছেন,১ জন লাইক এবং কমেন্ট করেছেন , আর একজন সুধু কমেন্ট করেছেন । বাকি যারা পড়েছেন তারা নিশ্চয়ই ডিজেপয়েন্টেড হয়েছেন , তাই লাইক অথবা কমেন্ট করা থেকে নিজেকে বিরত রেখছেন ।
আমি সেই সব পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ,ক্ষমা চাচ্ছি আপনাদের হতাশ করার জন্য ।
আমি সেই সব পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ,ক্ষমা চাচ্ছি আপনাদের হতাশ করার জন্য ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)