23-11-2025, 06:06 PM
(20-11-2025, 06:37 PM)sarkardibyendu Wrote:রহস্য ঘনীভূত। তবে দীপ্তর সঙ্গে অনামিকার তার বাড়িতে চলে আসাটা সামান্য আনইউজুয়াল ও বেশ অবাস্তব ছিল। দীপ্তর তাকে অফার করাটা তো বটেই।।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
হঠাৎ অবামিকার চোখ যায় নীচে পাঁচিলের কোনে। অনামিকার দৃষ্টিশক্তি বরাবর ভালো, তবুও ও ছাদের কার্নিষ থেকে ঝুঁকে জিনিসটা দেখতে যায়, লাল মাটির মাঝে পড়ে আছে বলে দূর থেকে চোখে পড়ছে।
অনামিকা দ্রুতো পায়ে ছাদ থেকে নেমে বাইরে আসে। পাঁচিল ঘেঁষে এগোতেই চোখে পড়ে, এবার আর কোন সন্দেহ নেই ওর........ দুটো ব্যাবহৃত কন্ডোম পড়ে আছে। বিস্ময়ে হতবাক হয় ও। এখানে কন্ডোম কে ফেললো? আশে পাশে তো কোন বাড়ি নেই সেখান থেকে কেউ ছুঁড়ে ফেলবে? আর এই কদিন অনামিকা এখানেই আছে, তাই দীপ্ত কারো সাথে যৌনতায় লিপ্ত হয়েছে এটাও সম্ভব না..... কোন কিছুই মাথায় ঢোকে না অনামিকার। ও ঘরে চলে আসে।
দীপ্ত এখনো ঘুমাচ্ছে। আজ রবিবার, তার উপরে শরীর খারাপ, তাই দশটার আগে উঠবে না বলেই মনে হচ্ছে। অনামিকা ধীর পায়ে দীপ্তর ঘরে ঢোকে, এদিক ওদিক খোঁজে....... কোথাও কিছুই নেই,
আবার সেই কাঠের আলমারীটা খোলে। ভিতরে সেই বাক্স। সেটার ভিতর থেকে ভাঁজ করা কাগজটা বের করে আনে...... একটা প্রেস্ক্রিপশন। কোন সাইক্রিয়াটিস্টের...... তার মানে? দীপ্ত মানসিক রোগী? কিভাবে সম্ভব?
এই কদিনে তো একবারও ওর দীপ্তর আচরণে অস্বাভাবিক কিছু মনে হয় নি...... তবে? অনামিকা এটা ওটা ঘাটতে থাকে....... ঘাটতে ঘাটতেই কাপড়ের তলা থেকে বেরিয়ে আসে একটা ছোট কাগজের বক্স। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে অনামিকা...... একটা কন্ডমের বক্স....... আর তার থেকে দুটো ব্যাবহার করা হয়েছে।
তার মানে অনামিকার অগোচরে দীপ্ত কারো সাথে যৌনতায় লিপ্ত হয়? কে সে? আর এতো লুকোচুরি বা কেনো? সব থেকে বড় প্রশ্ন হলো কখন সেটা? এই কদিনে তো অনামিকা একবারের জন্যই বাইরে গেছে আর সেটা কাল....... সেখানে তো দীপ্ত ওর সাথে ছিলো।
স্বাভাবিক হত যদি দীপ্ত অনামিকাকে এনিয়ে জিজ্ঞাসা করত। তারপর তারা দুজনে প্রবলেম সল্ভ করত।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)