22-11-2025, 12:45 PM
কিছুদিনের অনুপুস্থিতির কারনে কিছুটা পিছিয়ে পরেছি । ধিরে ধিরে মেকাপ করে ফেলবো আশা করি ।
তবে ভাই রাব্বিলের আর শাশুড়ির কর্ম কান্ড পড়তে পড়তে কলেজ জীবনের একটা ঘটনা মনে পরে গেলো । আমাদের কলেজে একজন প্রফেসর ছিলেন , উনি মেয়েদের খুব পছন্দ করতেন । তাদের মা ডাকতেন । আর মা ডেকে পিঠে হাত বুলাতেন । তখন এই স্যার কে খুব খারাপ মনে হতো ।এখন মনে হচ্ছে উনিও হয়তো রাব্বিলের মত ঐ পিঠে হাত দেয়াকে হালকা মজা / ছেলেমানুষি মনে করতেন । কিন্তু কলজের মেয়ে গুলো রাব্বিলের শাশুড়ির মত এতো বুদ্ধিমান ছিলো না , ওরা ছিলো বোকা টাইপ কলেজ ছাত্রী , তাই স্যারের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি ,স্যারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো ।আর দুঃখের সাথে বলতে হচ্ছে আমিও সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম । দুঃখ হয়, আগে যদি রাব্বিলের সাথে পরিচয় হতো , তাহলে হয়তো ঐ বেচারি স্যারের সাথে অমন খারপ আচরণ করা থেকে নিজেকে দূরে রাখতে পারতাম ।
তবে ভাই রাব্বিলের আর শাশুড়ির কর্ম কান্ড পড়তে পড়তে কলেজ জীবনের একটা ঘটনা মনে পরে গেলো । আমাদের কলেজে একজন প্রফেসর ছিলেন , উনি মেয়েদের খুব পছন্দ করতেন । তাদের মা ডাকতেন । আর মা ডেকে পিঠে হাত বুলাতেন । তখন এই স্যার কে খুব খারাপ মনে হতো ।এখন মনে হচ্ছে উনিও হয়তো রাব্বিলের মত ঐ পিঠে হাত দেয়াকে হালকা মজা / ছেলেমানুষি মনে করতেন । কিন্তু কলজের মেয়ে গুলো রাব্বিলের শাশুড়ির মত এতো বুদ্ধিমান ছিলো না , ওরা ছিলো বোকা টাইপ কলেজ ছাত্রী , তাই স্যারের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি ,স্যারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো ।আর দুঃখের সাথে বলতে হচ্ছে আমিও সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম । দুঃখ হয়, আগে যদি রাব্বিলের সাথে পরিচয় হতো , তাহলে হয়তো ঐ বেচারি স্যারের সাথে অমন খারপ আচরণ করা থেকে নিজেকে দূরে রাখতে পারতাম ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)