Thread Rating:
  • 20 Vote(s) - 2.75 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
কিছু সম্পর্কঃ ৯ ()

 
প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই জান্নাত মোবাইলটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে সাতটা ভয়েস আর একটা টেক্সট।
গতরাতে বেশ দেরি করে ঘুমিয়েছে ও। সাধারণত নয়টার মধ্যেই বিছানা ছাড়ে, আজ সোয়া দশটা বেজে গেছে। রাতে রানী পাশে ছিল, তাই মোবাইল সাইলেন্ট করে রেখেছিলোএলার্মও বাজেনি।
শুয়ে শুয়েই জান্নাত ফোন আনলক করে দেখে কে কে মেসেজ দিয়েছে। যেমনটা ভেবেছিলো, তেমনইআবরার পাঠিয়েছে সাতটা ভয়েস রেকর্ড। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে জান্নাতের। মনে মনে ভাবে………ভালোই হয়েছে মোবাইলটা সাইলেন্ট করেছিলাম, নইলে আবরার ঘুমাতেই দিতো না।
বাকি একটাই টেক্সট রাজীবের। খুব বেশি আগের না,  চল্লিশ মিনিট হবে।
রাজীব লিখেছে— “আব্বুর অবস্থা উন্নতি হয়েছে। আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ।
জান্নাত ছোট করে উত্তর দেয়— “আমি আসছি, কিছুক্ষণ পর।
তারপর এক লম্বা নিঃশ্বাস নিয়ে আবরারের ভয়েসগুলো খুলে শোনে। ও জানে, আবরার নিশ্চয়ই নাটক শুরু করেছে।
প্রথম ভয়েসেই আবরার বলে
ভাই, আমার নামের আগে কি শহীদবসানোর ইচ্ছা হয়েছে তোমার? প্রথম কাজেই জয় সাহেবের মুখোমুখি! আমি কি অপরাধ করেছি বলো ভাই? অপরাধ থাকলে ক্ষমা করে দাও ভাই, কিন্তু বাপের দান এই জীবনটা তো আর খোয়াতে পারবো না।”    
বাকি ভয়েসগুলোতেও একই আক্ষেপ, একই নাটক। সব শুনে জান্নাত নির্লিপ্ত গলায় একটা ভয়েস পাঠায়—“তোমার যদি এত ভয় লাগে, করো না। আমিই করে নেবো।” , যদিও জান্নাত ভাব নিয়েছে ওর কোন সমস্যা হবে না , আসলে মনে মনে চাইছে কাজটা যেন আবরার করে , নইলে ওর উপ বেশ চাপ হয়ে যায় ।
 
কিছুক্ষণের মধ্যেই আবার ভয়েস আসে আবরারের কাছ থেকেঅভিযোগের সুরে বলে , “এটা কিন্তু ঠিক হলো না বস! প্রথম কাজেই অগ্নিপরীক্ষা! অন্তত একটা সুযোগ তো পাওয়া উচিত ছিল নিজেকে প্রমাণ করার।
 
জান্নাত  হালকা হাসে, তারপর একটু দৃঢ় গলায় গাম্ভীর্যের সাথে  উত্তর দেয়— “এই লাইনে নিজেকে প্রমাণ করার সেরা উপায় হলো সাহস। ভয় পাচ্ছো কেন? আমি তো আছি।শেষের কথা গুলো বলার সময় কিছুটা আশ্বস্ত করার চেষ্টাও করে ।
 
কিন্তু আবরার প্রায় সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয়ওর কণ্ঠে কিছুটা ব্যাঙ্গ মেশানো ,  “বস, আপনার আমি আছিকথার মানে তো গতকালই ভালোভাবে জেনে গেছি।
 
এবার জান্নাতের মুখের হাসি মিলিয়ে যায়। আবরারের খোঁচা দেয়া কথা শুনে , একটু রাগ হয় , বেশ  কড়া আর শীতল  স্বরে ভয়েস পাঠায়— “তুমি আছো কিনা সেটা আগে বলো। গতকালই তো বলেছিলে—‘পিঠে সয়, কিন্তু পেটে সয় না। এখন পিঠে একটু চাপ পড়লেই ভয় পাচ্ছো?”
 
 সময় পাড়িয়ে যায় । জান্নাত ভাবে, এবার হয়তো আবরার পিছিয়ে যাবে।তবে ওকে ভুল প্রমাণ করে আবরার নতুন ভয়েস পাঠায়—  “আচ্ছা বস আপনি যা বলেন, তবে  একটা প্রশ্ন ছিলো ,  রাজীব ভাই তো এডিট করবে?  উনি কি জানেন রানী আর জয় সাহেবের ব্যাপারটা? আমি কি এমনভাবে লিখব যাতে উনি বুঝতে না পারেন? …আর একটা ছোট অনুরোধপিঠে চটের বস্তা বাঁধার জন্য যেন একটু সময় পাই।”   প্রথম দিকের কথা গুলো সিরিয়াস ভাবে বললেও শেষের দিকে আবরারের স্বভাবমতো  রসিক ভাব ফুটে ওঠে।  
 
 
জান্নাত হেসে ফেলে। স্বস্তির একটা ছায়া নামে মুখে। তারপর ভয়েস পাঠায়

রাজীব এডিট করবে, কিন্তু ও জানে না রানী আর জয়ের ব্যাপারটা। আমরা কারো নাম বলব নাআমাদের উদ্দেশ্য কাউকে এক্সপোজ করা না, বরং পুরো হল সিস্টেমটা দেখানো। তবে তোমার সাথে যা ঘটেছে, সেটা ব্যবহার করতে হবেবুঝলে?
আর হ্যাঁ, পিঠে চটের বস্তা বাঁধার জন্য সময় পাবা, চটও আমিই দেব। চিন্তা করো না, বস হিসেবে আমার কিছু দায়বদ্ধতা অবশ্যই আছে।
 
আবরারের ভয়েসে এবার নতুন এনার্জি টের পায় জান্নাত

ওকে বস! জয় সাংবাদিকতার জয়, জয় জান্নাত ম্যাডামের জয়! …ওহ, এই দেখো , যা করি তাতেই ঐ ভয়ংকর নামটা চলে আসে! যাক, কাজে নেমে পরি। যা থাকে কপালে , প্রয়োজনে শহীদ হয়ে যাবো , কিন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো হা হা হা,
ওহ ভুলেই গিয়েছিলাম রানীর আব্বু এখন কেমন আছেন?”  
 
হেসে ফেলল জান্নাত। তারপর ভয়েস পাঠায়
এই তো, এখন লাইনে আসছো। গুড লাক! ছোট আব্বুকে আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ। ওকে, বাইপরে কথা হবে।
 
জান্নাত যখন হেসে হসে বলছিলো ওকে, বাই, পরে কথা হবেতখনি রানী  বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো গতকাল অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল বলে আজ তার ঘুম ভেঙে গেল বেশ সকালে ঘুম ভাঙতেই প্রথমেই হসপিটালে থাকা রাজীব কে কল করে , রহিমের ব্যাপারে খোঁজ নিয়েছিলো।  রাজীবের কাছ থেকে সুসংবাদটা পেয়ে বেশ হালকা বোধ হচ্ছিলো বলে আরো কিছুক্ষন বিছানায় গড়িয়ে নেয়ার চিন্তা করেছিলো একবার চোখ  বুজেও এসেছিলো, তবে সেটা বেশি সময়ের জন্য নয় নটার দিকে ফোনে টুং করে একটা নোটিফিকেশন ভেসে উঠল

জয় এর মেসেজআর তাতেই যেন রানীর তন্দ্রা শুধু ভাঙল না, পুরোপুরি উড়ে গিয়েছিলো 
 
কিগো আমার রানী, ঘুম ভেঙেছে?কেমন লাগছে, এক ছাদের নিচে? আমার কিন্তু সারারাত ঘুম হয়নিতুই সারারাত সপ্নে এসে আমাকে শুধু জ্বালিয়েছিস! এখন এসে একটু ঘুম পাড়িয়ে দে না (কিস) (কিস) (কিস) 
 
মেসেজটা পড়েই রানীর গাল গরম হয়ে উঠেছিলো মনে হচ্ছিলো যেন জয় সত্যিই পাশে আছে, কানে কানে বলছে কথাগুলো এমন কি কানে হলকা সুড়সুড়ি অনুভুত হচ্ছিলো যেন । ঠোঁটের কোণে এক চিলতে হাসি, বুকের ভেতর তীব্র  শিহরণসেই থেকেই ওর মনটা যেন প্রতিটা মুহূর্তেই কেমন জানি করছেলজ্জা পাচ্ছে, আবার ভালোও লাগছে এর আগেও এই ঘরে অসংখ্য রাত কাটিয়েছে , গত রাতেও এমন কিছু মনে হয়নি । কিন্তু জয়ের টেক্সট টা দেখার পর থেকেই , এই বাড়ির প্রটিতা কোনে কোনে যেন জয়ে কে দেখছে , মেঝেতে প্রতিটা পদক্ষেপে জয় যেন ওর পায়ের তালুতে সুড়সুড়ি দচ্ছে , হাত দিয়ে যাই ধরছে , তাতেই যেন জয়ের তপ্ত হাতের ছোঁয়া পাচ্ছে । এমন কি প্রতিটা নিঃশ্বাসের সাথে যে বাতাস ওর বুকে যাচ্ছে , তাতেও জয়ের উষ্ণ শ্বাস মিশে আছে । এমন কি বাথরুমে জাওয়ার সময় ও মোবাইল সাথে করে নিয়ে গিয়েছিলো । ভাবছিলো জান্নাত যদি দেখে ফেলে। ( যদিও সেটা সম্ভব নয়)
 
 
তবে বাথরুম থেকে বেড়িয়ে জান্নাত কে জাগ্রত দেখে , রানী জয়ের উপস্থিতির যে অনুভূতি ছিলো সেট কিছুটা কম টের পায় । তবে গালের লালিমা এখনো কিছুটা রয়ে গেছে , বুকের ভেতর গরম ভাপ ও কিছুটা টের পাচ্ছে । নিজেকে আর স্বাভাবিক করার জন্য জান্নাতের সাথে কথা বলা শুরু করে রানী
 
 কিরে হাসছিস কেন একা একা ?  কার সাথে কথা বলছিস?”  
 
আবরারের সাথে…” বলার সময় ও জান্নাতের ঠোঁটে হাসি কিছুটা লেগে থাকে  , কিন্তু বলার পর দেখে আবরারের নাম শোনার পর ই রানীর মুখ কিছুটা মলিন হয়ে গেছে । ওর মনে পরে যায় , রানী আবরারের সাথে ওর মেশা ঠিক পছন্দ করে না । তাই এক্সপ্লেইন করার মত করে বলে তুই ভাবিস না আমি আবার তোর বন্ধু হাইজ্যাক করেছি , ও আমার চ্যানেলে কাজ করে সুধু
 
কি যাতা বলছিস , আমি এমন মনে করবো কেন?” রানী ভ্রু কুঁচকে , সাথে সাথেই প্রতিবাদ করে ওঠে । তবে আবরারের নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে , রানীর মনে কিছুটা অনুতাপ  জেগে উঠেছিলো , আবরার ওকে বেশ কিছুদিন যাবত কিছু একটা বলার চেষ্টা করছে , কিন্তু ও সারাক্ষণ আবরার কে এড়িয়ে চলছে , ক্যাম্পাসে দেখা হলে বলে পরে কথা বলবো , ফোন করলেও খুব একটা রিসিভ করে না ।
 
ওমা , রানী !!!! তুই তো বিরাট পল্টিবাজজান্নাত যেন আকাশ থেকে পরেছে , রানীর কথা শুনে । এইতো কয়দিন আগেও আবরারের সামনে যাওয়া আমার জন্য নিষেধ ছিলো, আর এখন বলছিস আমি যা তা বলছি!!!!” জান্নাতের কণ্ঠ থেকে অবাক ভাবটা কাটে না , তারপর ব্যাঙ্গ করে বলে  “  তুই এখানে কি করছিস ভাই? যা জয়ের সাথে রাজনীতি জয়েন কর , তোর ভবিষ্যৎ ওখানেই  উজ্জ্বল ,এমন পল্টিবাজ লোকজন ই রাজনৈতিক লোকজন খুজে”    
 
যাহ, আমি ওসব কবে বললাম ?, তোর ইচ্ছা হলে তুই ওকে চাকরি দে , না হলে যা ইচ্ছা তাই কর তাতে আমার কি?”   
 
আর তা শুনে জান্নাত হেসে লুটিয়ে পরে পরে , হাসতে হাসতে বলে সুধু পল্টিবাজ না তুই তো বিরাট মিথ্যা বাদিওএই বলে জান্নাত দাড়িয়ে রানীকে সম্মান জানানোর ভঙ্গি করে বলে  আমাদের ভবিষ্যৎ প্রধান মন্ত্রী তো আমার সামনে দাড়িয়ে আছে, কি সৌভাগ্য আমার
 
আরে না না , মিথ্যা বলবো কেনো ? ধুর আমার কোন সমস্যাই নেইরানী বেশ লজ্জা পেয়ে বলে , তারপর কথা অন্যদিকে ফেরানোর জন্য হঠাত করে বলে সুধু চাকরি কেন , তুই যদি চাস , আবরারের গলায় ও ঝুলে পরতে পারিস , ছেলে কিন্তু ভালোরানী যেন নিজেকে নির্দোষ প্রমানের জন্য এই প্রস্তাব দেয় ।
 
 হ্যাঁ ভালো ছেলে , কিন্তু…… আমার টাইপ না”  জান্নাত বলতে চাইছিলো অন্য কথা , কিন্তু সেটা চেপে গেলো , রানী সবে মাত্র একটা শক থেকে উঠেছে , তাই ওকে হার্ট করতে বা মানসিক কোন চাপ দিতে চাইছিলো না । তাই রানীর দুষ্টুমির মুড টা ঠিক রেখেই বলল ।
 
তা তোমার কেমন ছেলে পছন্দ ,মিস জান্নাত”  বলতে বলতে রানী জান্নাতের পাশে এসে বসে , নিজের কাঁধ দিয়ে জান্নাত কে একটা ধাক্কা দেয় ।
 
 
 জেনে তুই কি করবি , আমার জন্য ঘটকালী করবি?” জান্নাত হেসে বলে , ওর কাছে মনে হয় রানী যেন আজ একটু বেশিই ভালো মুডে আছে ,
 
হ্যাঁ করতেই পারি , তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না”  রানী নিজের গলায় গাম্ভীর্য টেনে বলার চেষ্টা করে , কিন্তু ওর চোখে মুখে হাসির ঝিলিক ।
 
তাহলে কি তুই আমাকে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিস , যেন আমি তোকে ভাবি ডাকি!!!” জান্নাত ভ্রু উঁচিয়ে রানীর দিকে তাকিয়ে হাসে
 
এক রাশ লজ্জা এসে রানী কে ঘিরে ধরে , ও এই চিন্তা করে কথাটা বলেনি , জান্নাতের কাঁধে একটা থাপ্পড় বসিয়ে দেয় , লজ্জা রাঙ্গা মুখে বলে ধ্যাত , তোদের মুখে কোন কথা আটকায় না , তোরা একেকটা নির্লজ্জএই বলে রানী উঠে রানীর ঘর থেকে বেড়িয়ে যেতে নেয় , আর জান্নাত ওর হাত ধরে টেনে রাখে ,
 
আরে আমার ভাবি , যাচ্ছিস কোথায় , দাড়া দাড়া ভাবি ননদ মিলে দুটো সুখ দুঃখের কথা বলিজান্নাত হাসতে হাসতে বলতে থাকে ,
 
এদিকে রানীর অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাচি , বার বার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে , প্রথমে জয়ের টেক্সট আর এখন জন্নাতের ভাবি ডাক ।  সাথে সাথে এই নিয়েও দুসচিন্তায় পরে যায় , কেউ শুনেছে কিনা , “ জান্নাত ঠিক হচ্ছে না কিন্তু, ছাড় আমাকে, ছাড় বলছিরানী কাতর স্বরে অনুরধ করে ,  কিন্তু জান্নাত ওকে ছাড়ার নাম নেয় না , আরো শব্দ করে হাসতে থাকে , এক সময় রানী রেগে যায় । কিন্তু তাতেও কাজ হয় না , রানী যত রাগ করে জান্নাত তত হাসে ।    
 
এক সময় রানী নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় , জান্নাতের ঘর থেকে বেড়িয়ে যায় , যাওয়ার আগে জান্নাতের ব্যাবহার করা একটা টপস হাতের কাছে পেয়ে সেটাই ছুড়ে মারে ।
 
জান্নাত প্রস্তুত ছিলো , তাই রানীর ছুড়ে দেয়া টপস হাওয়ায় থাক্তেই ধরে ফেলে ।  রানী চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত জান্নাত হাসতে থাকে । কলেজে থাকাকালিন এরকম রানীকে অনেক খেপাতো জান্নাত , রানীকে খেপানো খুব সহজ । কলেজের কোন ছেলে কে আর রানীকে নিয়ে কোন কিছু বললেই রানী রেগে যেতো । এখন আর সেই চান্স নেই যদিও । আগে জান্নাত রানী কে আর যেকোনো ছেলেকে মিলিয়ে অশ্লীল অশ্লীল কথা বলে খেপাতো । এখন যেহেতু জয় ওর ভাই , সেই সুযোগ জান্নাত আর পায় না।
 
****  
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 21-11-2025, 08:53 PM



Users browsing this thread: 1 Guest(s)