Thread Rating:
  • 72 Vote(s) - 3.49 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান
।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।। 




অনামিকার আশঙ্কা সত্যি করে সেদিন রাতেই ঘোর জ্বর আসলো দীপ্তর।  একেবারেই ঠান্ডা লাগা জ্বর।  সামান্য কিছু খাওয়ার মুখে দিয়েই তারপর শুয়ে পড়ে দীপ্ত। গরমেও গায়ে টেন নেয় মোটা চাদর।  অনামিকা ওর কপালে হাত রেখে দেখে বেশ ভালো গরম আছে গা। নিজের উপরে রাগ হচ্ছিলো অনামিকার।  ইশ নিজের ছেলেমানুষীর কারণে অকারণে ভিজে ছেলেটা অসুস্থ হয়ে পড়লো।

ঠান্ডাটাও বেশ ভালো ধরে গেছে।  মনে হয় ভেজা অভ্যাস নেই।  তার উপর গায়েই শুকিয়েছে জামা কাপড়।  দীর্ঘ সময় ধরে ঠান্ডাটা লেগেছে।

দীপ্তর পাশে এসে বসে অনামিকা। দীপ্ত চোখ বুজে একেবারে কাঁচুমাচু হয়ে শুয়ে আছে পা মুড়ে একদিকে কাত হয়ে।  একেবারে ছোট শিশুর মত লাগছে ওকে।  অনামিকা ওর মাথায় হাত বুলিয়ে দেয়।  রাত বেশী না হলে জ্বরের ওষুধ যোগার করা যেতো।  এখন ঘর খুঁজে দেখতে হবে কোথাও ওষুধ আছে কিনা।  অনামিকা কয়েকবার দীপ্তকে ডাকার চেষ্টা করে কিন্ত সাড়া পায় না।  অসুস্থ আর ক্লান্ত দীপ্তকে আর না ডেকে ও একাই ঘর খুঁজতে শুরু করে।  এর আগে দীপ্তর ঘরে ঢুকলেও সেভাবে কিছু ঘেঁটে দেখে নি অনামিকা। আজ প্রথমবার দীপ্তর ড্রয়ার,  ওয়ারড্রোব,  সব জায়গা হাতাতে লাগলো...... এটা ঠিক না সেটা জানে তবে কিছু করার নেই,  ওষুধ পেটে না পড়লে জ্বর নামবে বলে মনে হচ্ছে না।

ড্রয়ারে আর ওয়ারড্রোবে কিছু নেই।  এককোনে একটা কাঠের পুরোনো আলমারী আছে কিন্তু তাতে তালা দেওয়া। অনামিকা এদিক ওদিক খুঁজে ড্রয়ারে একটা চাবি পায়।  সেটা লাগাতেই খুলে যায় আলমারী.... পুরোনো কাঠের পাল্লা ক্যাঁচ ক্যঁচ শব্দে খুলে যায়।  ভিতরে বেশ কিছু পুরাতন জামা কাপড়ের সাথে একটা প্লাস্টিকের বড় বক্স রাখা আছে।  অনামিকা সেটা টেনে নিয়ে খোলে,  ভিতরে একগাদা ওষুধ পত্রর সাথে একটা ভাঁজ করা কাগজ...... এতো সব কিসের ওষুধ?  অনামিকা নাম পড়তে থাকে কিন্তু কিছুই বুঝতে অয়ারে না,  শুধু একটা প্যারাসেটামল পেয়ে সেটা নিয়ে আবার বক্স বন্ধ করে তুলে রাখে।

প্যারাসেটামল টা নিয়ে ও দীপ্তর কাছে আসে।  তখনো দীপ্ত অঘোরে ঘুমাচ্ছে। কপাল আগুনের মত গরম। 

অনামিকা দীপ্তর কানের কাছে মুখ নিয়ে ওকে ডাকে।  কিন্তু ওর জাগার কোন লক্ষণ নেই।  বেশ কয়েকবার ডাকার পর একটু চোখ খুলে তাকায় ও।  অবামিকা ওকে ধরে উঠিয়ে বসায়৷ চোখ লাল দীপ্তর...... সম্পূর্ণ ঘোরের মধ্যে আছে ও।

অনামিকা ট্যাবলেট টা ওর মুখে দিয়ে জল খাইয়ে দেয়।  সেটা খেয়েই আবার শুয়ে পড়ে ও। 

অনামিকা আর যায় না।  ওর বিছানায় পা তুলে বসে।  ওর  চুলের মধ্যে হাত ঢুকিয়ে বিলি কাটতে থাকে।  দীপ্তর শিশুওসুলভ মুখটা দেখে মন ভরে ওঠে৷ 

ছোটবেলায় ওদের সাথে দীপ্তদের বাড়ির বেশ ভালো সম্পর্ক ছিলো।  শুধু আত্মীয় বলেই না,  এমনিতেও দীপ্তর বাবা আর অনামিকার বাবা অনেকদিনের বন্ধু ছিলেন।  সেই সুবাদেই ওদের বাড়ির সব অনুষ্ঠানে দীপ্তর হাজিরা অবশ্যম্ভাবী ছিলো।  অনামিকার থেকে তিন বকছরের ছোট দীপ্ত দারুন ছটফটে ছেলে ছিলো। সারাক্ষন হাসি ঠাট্টাতে মজে থাকতো।


রাতে শোয়ার সময় হলে দীপ্ত অনামিকা ছাড়া আর কারো পাশে শুতো না।  ওরা সব ভাইবোন এক ঘরে শুতো ঢালা বিছানা করে।  সেখানে অনামিকার পাশে দীপ্ত।  সকালে দেখা যেতো অনামিকাকে জড়িয়ে ধরে ওর গায়ে পা তুলে ঘুমাচ্ছে দীপ্ত।  সুন্দর ছটফটে মিস্টি ছেলেটাকে বরাবর পছন্দ করতো অনামিকা।  তাই ওর এই আচরনে তেমন কিছু মনে করতো না।


একদিন সকালে মা ওভাবে ঘুমাতে দেখে অনামিকাকে আড়ালে ডেকে নিয়ে যায়। চাপা স্বরে বলে,  " এসব কি রে মনি?  এতো বড় ছেলে তোর গায়ে পা তুলে ঘুমাচ্ছে আর তুই কিছু বলিস না?  "

অনামিকা পাত্তা দেয় না ব্যাপারটা,  " ধুর...... ও তো বাচ্চা ছেলে...... আমার থেকে কত ছোট,  ওর কি বুদ্ধি হয়েছে নাকি?  "

"  না..... বুদ্ধি হয় নি?  সব জানো তুমি?  এই বয়সের ছেলেরা বাবা মার কাছেও শোয় না আর তুই ওকে কোলে লরে ঘুমাচ্ছিস?  " মা মুখ ঝামটি দিয়ে ওঠে।

মার ইঙ্গিত বুঝে খারাপ লাগে অনামিকার।  দীপ্ত একেবারে সরল ছেলে,  মা কেন বোঝে না কে জানে।  কই..... সারারাত এ তো ও একফোঁটাও খারাপ আচরন করে নি..... শুধু শুধু মার স্বভাব সব কিছুকে খারাপ চোখে দেখা। ও রেগে গিয়ে বলে,  " আহহ..... মা তুমি না সব ব্যাপারে বাড়াবাড়ি করো..... এসব তোমাকে ভাবতে হবে না। "

" না ভাববে না? ...... শোন.... আজ রাতে তুই আলাদা ঘুমাবি,  ওরা একসাথে ঘুমাবে.... আমি বলে দিলাম " মা গট গট করে বেরিয়ে যায়।

সেদিন রাতে অনামিকা আলাদা ঘরে ঘুমায়।  পরের দিনই দীপ্তর বাড়ি ফেরার কথা।  তাই ও এখানেও আসে অনামিকার পাশে ঘুমাতে কিন্তু ওকে নিরাশ করে অন্য ঘরে যেতে বলে অনামিকা। দীপ্ত জেদ করে...... ও অনুদির সাথেই থাকবে।  শেষে অনামিকার মা এসে ওলে ধমক দেয়। দীপ্ত মাথা নীচু করে সেখান থেকে চলে যায়,  একটাও কথা না বলে। পরেরদিন যাওয়ার আগে পর্যন্ত দীপ্ত আর কোন কথা বলে নি অনামিকার সাথে।  অনামিকার সেদিন দীপ্তর জন্য খুব কষ্ট হয়েছিলো আর মায়ের উপর চরম রাগ।


অনামিকার বিয়েতে দীপ্ত আসে,  কিন্তু ব্যাস্ততার মাঝে আলাদা ভাবে ওর সাথে আর কথা হয় নি সেভাবে।  আর দীপ্তও বেশীক্ষণ থাকে নি।  বিয়ের পরও মাত্র দু এক বার দেখা হয়।  তখন দীপ্ত কিশোর বেলা পার করে সদ্য যুবক হয়ে উঠছে। ততদিনে সেই সব স্মৃতিও মন থেকে বিলীন হয়ে এসেছে।  বিয়ের এতো বছর পার করে যে ওর সাথে আবার এভাবে ঘনিষ্ঠতা হয়ে যাবে সেটা বোঝে নি।  ভালোই হলো....... জীবনের নতুন মোড়ে এসে এক পুরোনো সাথীকে পাশে পাওয়ার চেয়ে আনন্দের আর কি আছে? 

সারদিনের ক্লান্তির পর দু চোখ বুজে আসছে অনামিকার।  কিন্তু অসুস্থ দীপ্তকে এভাবে রেখে ঘুমাতে যেতেও মন চাইছে না। 

ওর কপালে হাত রাখে অনামিকা।  অষুধের ফলে জ্বর কিছুটা নেমেছে কিন্তু এখনো গা গরম।  অনামিকা ওর পাশে আধশোয়া হয়ে চোখ বোজে...... ক্লান্ত শরীরে চোখ বুজে থাকাতেও আরাম লাগে।  একেবারে সকালে ঘুম ভাঙ্ব অনামিকার।  জানালার পাশে পাখির ডাকে। 

চোখ মেলে দেখে কাল ওভাবেই ঘুমিয়ে পড়ে ও।  দীপ্ত এখনো গভীর ঘুমে।  গায়ের চাদর ফেলে দিয়েছে। একটা হাত অনামিকার পেটের উপরে রাখা।  সেই ছোটবেলার মত....... অনামিকা ওর গায়ে হাত দিয়ে দেখে।  জ্বর আর নেই। 



অনামিকা ওকে ঘুমাতে দিয়ে বাথরুম সেরে ছাদে আসে।  এখানে সকালটা খুব মনোরম।  চারিদিকে মিস্টি হালকা রদ্দুর...... একটু বেলা বাড়লেই  এই রদ্দুরের তাপ প্রখর হয়ে আসবে,  তখন আর বাইরে দাঁড়ানো যাবে না। অনামিকা ছাদটা ঘুরে ঘুরে দেখছিলো।  পুরো বাড়ীটা পাঁচিল দিয়ে ঘেরা।  দুই পাশে কিছুটা খোলা জায়গার পর আবার বাড়ি...... এতো দূরে দুরে বাড়ি যে প্রতিবেশী বলে মনেও হয় না,  তাছাড়া এখানে স্থানীয় আদিবাসী,  বিহারী আর বাঙলী একত্রে বাস করে...... তাই সেভাবে সামাজিক যোগাযোগ গড়ে ওঠে না,  বেশীরভাগ জায়গাই ফাঁকা অনুর্বর জমি.......।

হঠাৎ অবামিকার চোখ যায় নীচে পাঁচিলের কোনে। অনামিকার দৃষ্টিশক্তি বরাবর ভালো,  তবুও ও ছাদের কার্নিষ থেকে ঝুঁকে জিনিসটা দেখতে যায়,  লাল মাটির মাঝে পড়ে আছে বলে দূর থেকে চোখে পড়ছে। 


অনামিকা দ্রুতো পায়ে ছাদ থেকে নেমে বাইরে আসে। পাঁচিল ঘেঁষে এগোতেই চোখে পড়ে,  এবার আর কোন সন্দেহ নেই ওর........ দুটো ব্যাবহৃত কন্ডোম পড়ে আছে।  বিস্ময়ে হতবাক হয় ও।  এখানে কন্ডোম কে ফেললো?  আশে পাশে তো কোন বাড়ি নেই  সেখান থেকে কেউ ছুঁড়ে ফেলবে?  আর এই কদিন অনামিকা এখানেই আছে,  তাই দীপ্ত কারো সাথে যৌনতায় লিপ্ত হয়েছে এটাও সম্ভব না..... কোন কিছুই মাথায় ঢোকে না অনামিকার।  ও ঘরে চলে আসে।

দীপ্ত এখনো ঘুমাচ্ছে।  আজ রবিবার,  তার উপরে শরীর খারাপ,  তাই দশটার আগে উঠবে না বলেই মনে হচ্ছে। অনামিকা ধীর  পায়ে দীপ্তর ঘরে ঢোকে,  এদিক ওদিক খোঁজে....... কোথাও কিছুই নেই, 

আবার সেই কাঠের আলমারীটা খোলে।  ভিতরে সেই বাক্স।  সেটার ভিতর থেকে ভাঁজ করা কাগজটা বের করে আনে...... একটা প্রেস্ক্রিপশন।  কোন সাইক্রিয়াটিস্টের...... তার মানে?  দীপ্ত মানসিক রোগী?  কিভাবে সম্ভব?


এই কদিনে তো একবারও ওর দীপ্তর আচরণে অস্বাভাবিক কিছু মনে হয় নি...... তবে?  অনামিকা এটা ওটা ঘাটতে থাকে....... ঘাটতে ঘাটতেই কাপড়ের তলা থেকে বেরিয়ে আসে একটা ছোট কাগজের বক্স।  বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে অনামিকা...... একটা কন্ডমের বক্স....... আর তার থেকে দুটো ব্যাবহার করা হয়েছে।


তার মানে অনামিকার অগোচরে দীপ্ত কারো সাথে যৌনতায় লিপ্ত হয়?  কে সে?  আর এতো লুকোচুরি বা কেনো?  সব থেকে বড় প্রশ্ন হলো কখন সেটা?  এই কদিনে তো অনামিকা একবারের জন্যই বাইরে গেছে আর সেটা কাল....... সেখানে তো দীপ্ত ওর সাথে ছিলো। 


তাহলে কি কালকে দীপ্তর কোন পরিচিত ওদের অবর্তমানে এখানে আসে আর অদের অবর্তমানে সারাদিন কাটিয়ে যায়?  অনামিকা খারাপ ভাববে বলে ওকে সেটা জানায় নি?  হু....... এটা হতে পারে। ...... এই ব্যাপারে কি দীপ্তকে কিছু জিজ্ঞাসা করা উচিত?  না থাক.......ও নিজে থেকে জানায়নি মানে লজ্জা পেয়েছে তাই অযথা ঘাটিয়ে লাভ নেই.......কিন্তু ওর মানসিক সমস্যার কথা?  সেটা?  এটাও তো ও অনামিকার থেকে লুকিয়ে গেছে।





নীচু হয়ে বুক সেল্ফ এর নীচের তাকে বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলো পল্লবী।  বিছানায় শুয়ে আড়চোখে মাঝে মাঝে সেদিকে তাকাচ্ছিলো অনীক।  এলহন প্রায় সুস্থ ও,  শুধু তলপেটে ব্যাথাটা একটু আছে,  ছড়ে কেটে যাওয়া জায়গা গুলো প্রায় শুকিয়ে গেছে।  সেদিনের পর রোজ পল্লবী এখানে এসে নিয়ম করে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে গেছে।  ও আসলে অনীককে উঠতে দেয় না।  পরের দিনই এসে খোঁজ নেয় যে অনীক ক্ষতস্থানে ঠিক ঠাক ওষুধ লাগাচ্ছে কিনা।  

আবার নিজেই না লাগাতে যায় তাই ভয়ে অনীক তাড়াতাড়ি মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়।  সেদিনের পর অর দিকে তাকাতে বেশ লজ্জা লাগছিলো।  হাজার হলেও,  স্বল্প পরিচিত যুবতী মেয়ের সামমে নিজের নগ্নতা বেশ লজ্জা কর ব্যাপার।  যতই ও অসুস্থ হোক না কেনো।  তবে পল্লবীর কথাবার্তায় কোন জড়তা ছিলো না,  ও এতো সাবলীল যে খুব দ্রুতো সেই লজ্জা কাটিয়ে উঠতে পেরেছে অনীক।  


' বাব্বা, এতো বই পড়েন কখন? " পল্লবী প্রশ্ন করে।

' অবসর কাটানোর এর চেয়ে সহজ উপায় আমার আর জানা নেই যে....... ' অনীক হেসে উত্তর দেয়।

পল্লবী আজ একটা সাদা শার্ট পরেছে,  হাত গোটানো..... সাথে ফিটিং ডেনিম জিন্স.... শার্টের উপরের বোতাম অসাবধানে খুলে যাওয়ায় সেখান দিয়ে ব্রা দেখা যাচ্ছে,  আর স্তনের উপরের অংশ.... গা শিরশির করে ওঠে অনীকের।  ও চোখ সরিয়ে নেয়।  পল্লবী দেখলে কি ভাববে?  

বই গুছিয়ে অনীকের কাছে আসে পল্লবী।  একটা চেয়ার টেনে পাশে বসে।  তারপর গলা তুলে বলে,  " মাসী,  দুটো চা বানাও। "

অনীক বলে,  " উঠে বসতে পারি?  আর শুয়ে থাকতে পারছি না যে। "

" হ্যাঁ,  এখন পারেন...... আপাতত আমি ডাক্তার আর আপনি পেশেন্ট কিনা। "

দুজনেই একসাথে হেসে ওঠে।

পল্লবী বোতাম লাগিয়ে নিয়েছে শার্টের।  কাটা কাটা নাক চোখ পল্লবীর।  অনেক মেয়ে আছে না যাকে দেখলে মারাত্বক সেক্সী লাগে........ পল্লবী সেই ক্যাটাগোরীর। কোন সাজ গোছ ছাড়াই সুন্দরী ও।  ঠোঁটে শুধু হালকা লিপ্সটিক। আর কিছুই নেই।


" আচ্ছা সেদিন যারা আক্রমন করলো তারা আবার করতে পারে তাই না?  " অনীক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।

ঘাড় নাড়ে পল্লবী....." হুঁ.....সেতো করতেই পারে,  তবে থানায় এফ আই আর করা আছে আর উপর মহলে জানানো আছে...... এবার এতো সাহস পাবে না,  বাকিটা নিজেদের সাবধানে থাকতে হবে। "

মাথা নেড়ে একটু ভাবে অনীক....' আপনার বাড়ীতা তো এখান থেকে বেশ কিছুটা,  সন্ধ্যার আগে ফিরে যাবেন..... না হলে সিকিউরিটি কে ডেকে নেবেন "

পল্লবী হাসে, " থ্যানক্স...... আমায় নিয়ে চিন্তা করার জন্য,  তবে আপনি আগে ঠিক হন...... আগামী পরশু হসপিটাল চালু হবে। "

' না না.......একদম ভাববেন না,  আমি কিন্তু সুস্থ। '

মাসী  দু কাপ চা রেখে যায়।  পল্লবী চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির আওয়াজ করে।  

এইটুকু সময়ের জন্য অনীক এই কদিন অপেক্ষা করে থাকে।  যতক্ষন পল্লবী থাকে ততক্ষন কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতে পারে না। ও চলে গেলে তখন আর সময় কাটে না,  কিন্তু আগে এমন কখনো হয় নি।  একজন ছাড়া আর কোন মেয়েই ওর জীবনে দাগ কাটতে পারে নি।  ভেবেছিলো হয়তো আর কোনদিন প্রেম ট্রেম হবে না,  ভালো লাগবে না কাউকে। যার কারনেই এই প্রত্যন্ত অঞ্চলে আসা।  কে জানতো এখানেই সারাদিন অপেক্ষা করে থাকবে কারো এক ঝলকের জন্য?

চা শেষ করে উঠে দাঁড়ায় পল্লবী, " আজ আসি...... আবার কাল দেখা হবে,  আর ওষুধটা খাবেন ঠিক মতো। "

বিছানা থেকে নামতে যায় অনীক।  বাধা দেয় পল্লবী, " থাক..... আর আসতে হবে না,  আমি চলে যাচ্ছি। "

" উ:..... আপনি কেনো বিশ্বাস করছেন না যে আমি এখন সুস্থ,  " জোর করে উঠে দাঁড়ায় অনীক।  তারপর পল্লবীর সাথে সাথে বাইরে আসে।  একটু পরেই অন্ধকার নেমে যাবে।  

গেট খুলে রাস্তায় নেমে একবার তাকায় পল্লবী,  তারপর বলে " আসি "

ঘাড় নেড়ে মৃদু হাসে অনীক।  পল্লবীর হেঁটে যাওয়া পথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে।  

প্রেম কিনা জানে না,  তবে ও পছন্দ করতে শুরু করেছে পল্লবীকে এটা ভালো করেই বুঝতে পারছে।  





পরবর্তী আপডেট বেশ কিছুদিন পর দেবো........ আমি বেশ কিছুদিন বাইরে যাচ্ছি,  আশা করি আপনারা আগ্রহ হারাবেন না...... ধন্যবাদ।। 
Deep's story
[+] 8 users Like sarkardibyendu's post
Like Reply


Messages In This Thread
RE: এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান - by sarkardibyendu - 20-11-2025, 06:37 PM



Users browsing this thread: 2 Guest(s)