20-11-2025, 12:04 PM
(19-11-2025, 02:55 PM)sarkardibyendu Wrote:দীপ্তের চরিত্রায়ন বেশ সুন্দর হয়েছে। অনামিকা তার ঘরে থাকছে - তেমন দেখা যায়না গ্রামে। স্বভাব উৎসুক গ্রামের লোকেদের কি বলছে দীপ্ত সেটা যেন এড়িয়ে যাওয়া হয়েছে।।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পর আজ রাজু মোবাইলে কলেজের সন্ধান করছিলো। বাবা মা চলে যাওয়ার পর ওর জীবনটা একেবারে স্বাধীন হয়ে গেছে। কিন্তু সেই সাথ ছন্নছাড়াও। ব্যাংকে অঢেল টাকা......কলকাতার বাড়ি সবেরই একমাত্র মালিকানা ওর, চাইলে এভাবেই বসে বসে জীবন কাটিয়ে দিতে পারে, তাতে বাধা দেএয়ারও কেউ নেই..... কিন্তু প্রথম প্রথম ভালো লাগলেও যত দিন যাচ্ছে নিজের প্রতি বিরক্তি তত বাড়ছে। এই কদিনে এখানকার মানুষের অভাবী জীবন্যাপন ওর চোখ খুলে দিয়েছে। এভাবে যে মানুষ বেঁচে থাকে সেটা কলকাতায় বসে কেউ ভাবতেই পারবে না। এখানে কদিনে রাজু নিজেকে অনেক পরিবর্তিত করে নিয়েছে। পল্লবী দি একদিন ঠিক বলেছিলো, জীবনকে জানতে হলে, তাকে সঠিক ভাবে উপভোগ করতে হলে এখানে আসতে হবে........তবে আর কলকাতা নয়, এবার এখানেই কাছাকাছি কোথাও নিজের গ্রাজুয়েশন শেষ করে এখানকার বাসিন্দা হয়েই কাটাবে ও.......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)