19-11-2025, 08:49 PM
(19-11-2025, 08:03 PM)PramilaAgarwal Wrote: কুশলী আপডেট। রাজুর ঔষধ সেবন ও লিঙ্গোত্থান পর্বটি বেশ ফ্যান্টাসি। তারপরের ঘটনাটাও। মানুষ জটিল চরিত্রের, এত সরলরৈখিক বোধহয় না। লালীর থেকে রাজু কম বয়সী হবে। তবুও সে বয়োজ্যেষ্ঠ আচরণ করছে। কেন? শহুরে উন্নাসিকতা? লালী উলঙ্গ রাজুর সামনে গেল কেন? নন্দিতা পঁচিশ বছরের? এখানে কিছু ডিটেলের প্রয়োজন ছিল। কি করত ও? কেমন করে তাদের দেখা হয়েছিল? দীপ্তই বা কি করত তখন। তাহলে চরিত্রটি বসত। এখানে মনে হচ্ছে কেবলে দীপ্তের রোম্যান্টিক পবিত্রতা দেখানর জন্যেই নন্দিতা আগমন ও প্রস্থান। তাকে আঁকাও হয়েছে - সাদা কালোয়। মানুষ সাদা কালো নয় - রঙিন।
প্রমীলাদির মন্তব্য প্রণিধান যোগ্য।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)