6 hours ago
(This post was last modified: 6 hours ago by Subha@007. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব -২
“উঠি, অনেকক্ষণ হলো।” মৌসুমী উঠলো এবার। বললো, “বিয়েতে বোলো কিন্তু।” মুখে সেই পরিচিত হাসি।
হঠাৎ করে আমি হাতটা ধরে ফেললাম ওর। “তোমাকে একটা চুমু খাবো মৌ? সেই আগেকার মতো?”
মৌসুমী থমকে গেল। তারপর হাসিমুখে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললো, “সেটা আর সম্ভব নয় সমুদ্র। আমি এখন অন্য কারোর হয়ে গেছি।” তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল ক্যাফের দরজা খুলে।
ভেবেছিলাম মৌসুমীর সাথে আমার এই শেষ দেখা। কিন্তু ভাগ্যদেবতার পরিকল্পনাই সব আলাদা রকমের ছিল। কেন? বলছি।
সেদিন রাতে খেয়েদেয়ে ইন্টারনেট সার্ফিং করেছি। হঠাৎ একটা ফ্রেন্ড রিকুয়েস্ট এলো আমার ফেসবুকে। খুলে দেখি, মৌসুমী দে নামে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে আমায়। প্রোফাইল পিকচারে কিছু ফুলের ছবি, আর কোনো ছবি নেই। মৌসুমী দে বলে কাউকে চিনিনা আমি। যে মৌসুমীর কথা এতক্ষণ বলছিলাম, ওর টাইটেল ছিল গোস্বামী। অবশ্য বিয়ের পর কি হয়েছে জানিনা। তাহলে এই মৌসুমীই কি আমার মৌসুমী? আমি দোনামোনা করে অ্যাকসেপ্ট করলাম ওর রিকোয়েস্ট।
আমার সন্দেহই সঠিক। একটু পরেই মেসেঞ্জারে মেসেজ ঢুকল। “চিনতে পারছো?”
“মৌ?”
“তোমার নম্বরটা নিতে ভুলে গিয়েছিলাম। তারপর ভাবলাম ফেসবুকে খুঁজে দেখি। পেয়েও গেলাম। তোমার নম্বরটা দিও তো!”
আমি নম্বর দিলাম আমার। একটু পরে ওপাশ থেকে আবার মেসেজ এলো, “ঘুমাওনি?”
“নাহ, ঘুমাবো। তুমি?”
“আমিও ঘুমাবো।”
আমি বললাম, “কিন্তু তোমার তো এখন ঘুমানোর কথা না! বরের আদর খাওয়ার কথা এখন।”
মৌসুমী একটা হাসির ইমোজি পাঠালো। বললো, “বরের আদর খেতে খেতেই ঘুমাব।”
কেন জানিনা হঠাৎ আমার বুকের বাঁ দিকটা একটু চিনচিন করে উঠলো। কতদিনের পুরোনো ভালোবাসা আমাদের। এর মধ্যেও কত সম্পর্কে জড়িয়েছি আমি। কিন্তু মৌসুমীর জন্য মনেহয় সবসময় আমার বুকে একটা জায়গা আলাদা করে রাখা ছিল। ওকে অন্য কেউ পেয়ে গেছে, এই কথাটা বিশ্বাস করতেও কষ্ট হয় আমার।
মৌসুমী বললো, “এসো একদিন বাড়িতে। বরের সাথে পরিচয় করিয়ে দিই।”
আমি বললাম, “কি বলে পরিচয় দেবে? পুরোনো প্রেমিক?”
“বন্ধু বললে নিশ্চই মিথ্যে বলা হবে না?”
আমি হেসে ফেললাম। বললাম, “তুমি তো জানো আমার কোথাও যেতে ইচ্ছে করে না। এমনিতেই অফিসের যা কাজ। ছুটির দিনটা বাড়িতেই থাকি। বরং তুমি এসো না একদিন আমার ফ্ল্যাটে।”
“বরকে কি বলবো? পুরোনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছি?” সঙ্গে দুটো হাসির ইমোজী।
আমি মৌসুমীকে নকল করে বললাম, “বন্ধু বললে ভুল হবে না নিশ্চই।”
মৌসুমী হাসলো, “কবে যাব বলো? কবে ফাঁকা থাকবে তুমি?”
“যেদিন খুশি, কালকেও আসতে পারো।”
“কালকেই?”
“হ্যাঁ! কাল তো ছুটি আছে আমার। এসো, জমিয়ে গল্প করা যাবে।”
মৌসুমী হাসলো আবার। মানে, হাসির ইমোজী পাঠালো।
আমি আবার বললাম, “আসছো তো কালকে?”
মৌসুমী বললো, “সত্যি সত্যি নাকি?”
“নয়তো কি? মিথ্যে?”
মৌসুমী হেসে বললো, “আচ্ছা, দেখছি।” তারপর টুক করে অফলাইন হয়ে গেল।
আমিও ফোন অফ করে শুয়ে পড়লাম। মৌ কি সত্যিই আসবে কালকে? যদিও না আসাটাই স্বাভাবিক। একটা ফাঁকা ফ্ল্যাটে একটা ছেলে আর মেয়ে, তার ওপর তারা আবার প্রাক্তন। একটা বিস্ফোরণের সম্ভাবনা থেকেই যায়। যদিও প্রেম করার সময় সেরকম কিছুই হয়নি আমাদের মধ্যে। ওই হালকা চুমু আর গলিতে অন্ধকারের সুযোগে একে অপরের শরীর আবিষ্কার। কলেজে ওঠার পর পার্কে গিয়েও মৌসুমীকে আদর করেছি বেশ কয়েকবার। তারপর তো বিয়েই হয়ে গেল ওর।
নাহ, অনেক বেশি ভেবে ফেলছি আমি। আমি চোখ বুজলাম ঘুমানোর জন্য।
পরদিন আমার ছুটি। একটু দেরী করেই ঘুম থেকে উঠলাম আমি। তারপর মুখ ধুয়ে স্নান করে ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালে রান্নার ঝামেলা আমার নেই। পাশের একটা দোকানে বলা আছে। ব্রেকফাস্ট আর ডিনার ওরাই দিয়ে যায় আমাকে।
খেয়ে দেয়ে শুয়ে শুয়ে ফেসবুক ঘাটছি। মৌসুমী যে আসবে না সেটা বুঝে গেছি আমি। যাক, ভালই হলো। আমিই বোকার মত এক্সপেক্ট করছিলাম খামোখা। হঠাৎ কলিং বেলে শব্দ হলো একটা। আর সঙ্গে সঙ্গে আমার হার্টবিট কয়েকশো গুণ বেড়ে গেল মুহূর্তের মধ্যে।
কাঁপা কাঁপা হাতে দরজা খুললাম আমি। দরজার বাইরে মৌসুমী দাঁড়িয়ে আছে চুপটি করে। মুখে সেই দুষ্টু দুষ্টু হাসি।
সেই দুষ্টু দুষ্টু মুখেই মৌসুমী জিজ্ঞেস করলো, “আসতে পারি?”
“হ্যাঁ হ্যাঁ.. এসো, ভেতরে এসো।” আমি তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম।
মৌসুমী ধীর পায়ে ভেতরে ঢুকলো। অপুর্ব লাগছে মৌসুমীকে। এক নীল রংয়ের শিফনের শাড়ি পরেছে মৌসুমী। সাথে ম্যাচিং করে নীল ব্লাউজ। কপালের ছোট্ট টিপটাও নীলচে রঙের। সিঁথিতে টকটকে লাল লিকুইড সিঁদুর। ঠোঁটে গোলাপি রঙের ম্যাট লিপস্টিক চকচক করছে। মনে হচ্ছে লিপগ্লোসও দেওয়া আছে ঠোঁটে। চোখে যত্ন করে সেই পুরোনো দিনের মতো কাজল দেওয়া। আইলাইনার দেওয়ার জন্য চোখটাকে আরো গভীর লাগছে ওর। এছাড়াও আইল্যাশ আর নীল রঙের আইশ্যাডো লাগিয়েছে ও। গালে ফাউন্ডেশন আর ফেস পাউডারের মিহি প্রলেপ। তার ওপর গোলাপী ব্লাশার দেওয়ার জন্য ওর গালদুটোকে একেবারে কাশ্মীরি আপেলের মতো লাগছে। চুলগুলো একটা হেয়ারপিন দিয়ে স্টাইলিশ করে বাঁধা। নখে নেইল আর্ট করা আছে পর্যন্ত নীল রং দিয়ে। পায়ের নখেও একইভাবে নেইল আর্ট করা ওর। দুহাতে কাঁচের চুড়ি নীল রংয়ের, শাখা পলা তো আছেই। গলায় একটা সোনার পেন্ডেন্ট। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম মৌসুমীর দিকে।
মৌসুমী আমার দিকে তাকিয়ে বললো, “কি দেখছ অমন করে?”
“তুমি অনেক সুন্দর হয়ে গেছ মৌ।”
মৌসুমী হাসলো আর আমার দিকে তাকিয়ে বললো, “ফ্ল্যাটটা এতো অগোছালো করে রাখো কেন! একটু গুছিয়েও তো রাখতে পারো!”
“এখানে আর থাকাই বা হয় কতক্ষন বলো! অফিসেই তো থাকি সারাদিন।”
“তাও..” মৌসুমী আমার বিছানার সামনে এসে দাঁড়াল। “দিয়ে, কজন কে নিয়ে শুলে এখানে?”
আমি হেসে ফেললাম, “কাউকে নিয়েই শোয়া হয়নি এখানে। কেন? তোমার কি শুতে ইচ্ছা করছে নাকি!”
“করছে তো!” মৌ হেসে চিৎ শুয়ে পড়লো আমার বিছানায়। আমি হাসতে হাসতে ওর পাশে এসে বসলাম। “আমিও শোবো নাকি একটু?”
“অ্যাই, খবরদার না।” মৌসুমী চোখ পাকিয়ে বললো। “আমার কিন্তু বর আছে, বরকে বলে দেবো।”
আমি আরেকটু ওর কাছে ঘেঁষে গেলাম। কি অপূর্ব সুন্দর লাগছে মৌসুমীকে! নরম তুলতুলে বুকদুটো উঁচু হয়ে আছে ওর। বললাম, “কি বলবে বরকে?”
“বলবো যে তোমার সম্পত্তিতে অন্য কেউ ভাগ বসাচ্ছে।” মৌসুমী খিলখিল করে হেসে ফেললো এবার।
আমি কনুইয়ে ভর দিয়ে ওর খুব কাছাকাছি চলে গেলাম। “তোমার বর তো সবসময় আদর করে তোমায়, আমি না হয় করলাম একটু। সম্পত্তি তো কমে যাচ্ছে না!”
“অ্যাই তোমার ধান্দা ভালো না তো... মিটিমিটি করে খালি এদিকে আসছো। সরে বসো শিগগির।” মৌসুমী কপট রাগ দেখিয়ে বললো।
আমি মৌসুমীর কথায় পাত্তাই দিলাম না। এবার মৌসুমীর ভীষণ কাছে গিয়ে বললাম, “তোমায় একটু জড়িয়ে ধরবো মৌ?”
“না সমুদ্র, প্লীজ..” মৌসুমী হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল যেন। “আমাদের একটা লিমিটের মধ্যে থাকা উচিত।”
“কিসের লিমিট মৌ?” আমি ঠান্ডা আওয়াজে বললাম। “তোমাকে জড়িয়ে ধরার অধিকারটুকুও কি নেই আমার!”
“ব্যাপারটা অধিকারের নয় সমুদ্র..” মৌ কেঁপে উঠলো একটু। “এসব ঠিক না। যদি কিছু হয়ে যায়!”
“কি হবে!”
“তুমি ঠিক বুঝতে পারছো না সমুদ্র..”
“এখানে বোঝার কিছুই নেই মৌ! তোমার বর তো কত আদর করে তোমায়, আমি কি তোমায় একটু ছুঁয়ে দেখতে পারিনা?”
“ও আমায় আদর করে না সমুদ্র।”
“মানে?” হতচকিয়ে উঠলাম মৌসুমীর কথা শুনে। “কিন্তু তুমি যে বললে..”
“মিথ্যে বলেছিলাম। আমাদের সম্পর্কটা শুধুই কাগজে কলমে, একটা ছাদের তলায় যন্ত্রের মতো সংসার করি আমরা।”
“কি যা তা বলছো তুমি?”
চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন...
ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন।।।
“উঠি, অনেকক্ষণ হলো।” মৌসুমী উঠলো এবার। বললো, “বিয়েতে বোলো কিন্তু।” মুখে সেই পরিচিত হাসি।
হঠাৎ করে আমি হাতটা ধরে ফেললাম ওর। “তোমাকে একটা চুমু খাবো মৌ? সেই আগেকার মতো?”
মৌসুমী থমকে গেল। তারপর হাসিমুখে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললো, “সেটা আর সম্ভব নয় সমুদ্র। আমি এখন অন্য কারোর হয়ে গেছি।” তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল ক্যাফের দরজা খুলে।
ভেবেছিলাম মৌসুমীর সাথে আমার এই শেষ দেখা। কিন্তু ভাগ্যদেবতার পরিকল্পনাই সব আলাদা রকমের ছিল। কেন? বলছি।
সেদিন রাতে খেয়েদেয়ে ইন্টারনেট সার্ফিং করেছি। হঠাৎ একটা ফ্রেন্ড রিকুয়েস্ট এলো আমার ফেসবুকে। খুলে দেখি, মৌসুমী দে নামে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে আমায়। প্রোফাইল পিকচারে কিছু ফুলের ছবি, আর কোনো ছবি নেই। মৌসুমী দে বলে কাউকে চিনিনা আমি। যে মৌসুমীর কথা এতক্ষণ বলছিলাম, ওর টাইটেল ছিল গোস্বামী। অবশ্য বিয়ের পর কি হয়েছে জানিনা। তাহলে এই মৌসুমীই কি আমার মৌসুমী? আমি দোনামোনা করে অ্যাকসেপ্ট করলাম ওর রিকোয়েস্ট।
আমার সন্দেহই সঠিক। একটু পরেই মেসেঞ্জারে মেসেজ ঢুকল। “চিনতে পারছো?”
“মৌ?”
“তোমার নম্বরটা নিতে ভুলে গিয়েছিলাম। তারপর ভাবলাম ফেসবুকে খুঁজে দেখি। পেয়েও গেলাম। তোমার নম্বরটা দিও তো!”
আমি নম্বর দিলাম আমার। একটু পরে ওপাশ থেকে আবার মেসেজ এলো, “ঘুমাওনি?”
“নাহ, ঘুমাবো। তুমি?”
“আমিও ঘুমাবো।”
আমি বললাম, “কিন্তু তোমার তো এখন ঘুমানোর কথা না! বরের আদর খাওয়ার কথা এখন।”
মৌসুমী একটা হাসির ইমোজি পাঠালো। বললো, “বরের আদর খেতে খেতেই ঘুমাব।”
কেন জানিনা হঠাৎ আমার বুকের বাঁ দিকটা একটু চিনচিন করে উঠলো। কতদিনের পুরোনো ভালোবাসা আমাদের। এর মধ্যেও কত সম্পর্কে জড়িয়েছি আমি। কিন্তু মৌসুমীর জন্য মনেহয় সবসময় আমার বুকে একটা জায়গা আলাদা করে রাখা ছিল। ওকে অন্য কেউ পেয়ে গেছে, এই কথাটা বিশ্বাস করতেও কষ্ট হয় আমার।
মৌসুমী বললো, “এসো একদিন বাড়িতে। বরের সাথে পরিচয় করিয়ে দিই।”
আমি বললাম, “কি বলে পরিচয় দেবে? পুরোনো প্রেমিক?”
“বন্ধু বললে নিশ্চই মিথ্যে বলা হবে না?”
আমি হেসে ফেললাম। বললাম, “তুমি তো জানো আমার কোথাও যেতে ইচ্ছে করে না। এমনিতেই অফিসের যা কাজ। ছুটির দিনটা বাড়িতেই থাকি। বরং তুমি এসো না একদিন আমার ফ্ল্যাটে।”
“বরকে কি বলবো? পুরোনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছি?” সঙ্গে দুটো হাসির ইমোজী।
আমি মৌসুমীকে নকল করে বললাম, “বন্ধু বললে ভুল হবে না নিশ্চই।”
মৌসুমী হাসলো, “কবে যাব বলো? কবে ফাঁকা থাকবে তুমি?”
“যেদিন খুশি, কালকেও আসতে পারো।”
“কালকেই?”
“হ্যাঁ! কাল তো ছুটি আছে আমার। এসো, জমিয়ে গল্প করা যাবে।”
মৌসুমী হাসলো আবার। মানে, হাসির ইমোজী পাঠালো।
আমি আবার বললাম, “আসছো তো কালকে?”
মৌসুমী বললো, “সত্যি সত্যি নাকি?”
“নয়তো কি? মিথ্যে?”
মৌসুমী হেসে বললো, “আচ্ছা, দেখছি।” তারপর টুক করে অফলাইন হয়ে গেল।
আমিও ফোন অফ করে শুয়ে পড়লাম। মৌ কি সত্যিই আসবে কালকে? যদিও না আসাটাই স্বাভাবিক। একটা ফাঁকা ফ্ল্যাটে একটা ছেলে আর মেয়ে, তার ওপর তারা আবার প্রাক্তন। একটা বিস্ফোরণের সম্ভাবনা থেকেই যায়। যদিও প্রেম করার সময় সেরকম কিছুই হয়নি আমাদের মধ্যে। ওই হালকা চুমু আর গলিতে অন্ধকারের সুযোগে একে অপরের শরীর আবিষ্কার। কলেজে ওঠার পর পার্কে গিয়েও মৌসুমীকে আদর করেছি বেশ কয়েকবার। তারপর তো বিয়েই হয়ে গেল ওর।
নাহ, অনেক বেশি ভেবে ফেলছি আমি। আমি চোখ বুজলাম ঘুমানোর জন্য।
পরদিন আমার ছুটি। একটু দেরী করেই ঘুম থেকে উঠলাম আমি। তারপর মুখ ধুয়ে স্নান করে ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালে রান্নার ঝামেলা আমার নেই। পাশের একটা দোকানে বলা আছে। ব্রেকফাস্ট আর ডিনার ওরাই দিয়ে যায় আমাকে।
খেয়ে দেয়ে শুয়ে শুয়ে ফেসবুক ঘাটছি। মৌসুমী যে আসবে না সেটা বুঝে গেছি আমি। যাক, ভালই হলো। আমিই বোকার মত এক্সপেক্ট করছিলাম খামোখা। হঠাৎ কলিং বেলে শব্দ হলো একটা। আর সঙ্গে সঙ্গে আমার হার্টবিট কয়েকশো গুণ বেড়ে গেল মুহূর্তের মধ্যে।
কাঁপা কাঁপা হাতে দরজা খুললাম আমি। দরজার বাইরে মৌসুমী দাঁড়িয়ে আছে চুপটি করে। মুখে সেই দুষ্টু দুষ্টু হাসি।
সেই দুষ্টু দুষ্টু মুখেই মৌসুমী জিজ্ঞেস করলো, “আসতে পারি?”
“হ্যাঁ হ্যাঁ.. এসো, ভেতরে এসো।” আমি তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম।
মৌসুমী ধীর পায়ে ভেতরে ঢুকলো। অপুর্ব লাগছে মৌসুমীকে। এক নীল রংয়ের শিফনের শাড়ি পরেছে মৌসুমী। সাথে ম্যাচিং করে নীল ব্লাউজ। কপালের ছোট্ট টিপটাও নীলচে রঙের। সিঁথিতে টকটকে লাল লিকুইড সিঁদুর। ঠোঁটে গোলাপি রঙের ম্যাট লিপস্টিক চকচক করছে। মনে হচ্ছে লিপগ্লোসও দেওয়া আছে ঠোঁটে। চোখে যত্ন করে সেই পুরোনো দিনের মতো কাজল দেওয়া। আইলাইনার দেওয়ার জন্য চোখটাকে আরো গভীর লাগছে ওর। এছাড়াও আইল্যাশ আর নীল রঙের আইশ্যাডো লাগিয়েছে ও। গালে ফাউন্ডেশন আর ফেস পাউডারের মিহি প্রলেপ। তার ওপর গোলাপী ব্লাশার দেওয়ার জন্য ওর গালদুটোকে একেবারে কাশ্মীরি আপেলের মতো লাগছে। চুলগুলো একটা হেয়ারপিন দিয়ে স্টাইলিশ করে বাঁধা। নখে নেইল আর্ট করা আছে পর্যন্ত নীল রং দিয়ে। পায়ের নখেও একইভাবে নেইল আর্ট করা ওর। দুহাতে কাঁচের চুড়ি নীল রংয়ের, শাখা পলা তো আছেই। গলায় একটা সোনার পেন্ডেন্ট। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম মৌসুমীর দিকে।
মৌসুমী আমার দিকে তাকিয়ে বললো, “কি দেখছ অমন করে?”
“তুমি অনেক সুন্দর হয়ে গেছ মৌ।”
মৌসুমী হাসলো আর আমার দিকে তাকিয়ে বললো, “ফ্ল্যাটটা এতো অগোছালো করে রাখো কেন! একটু গুছিয়েও তো রাখতে পারো!”
“এখানে আর থাকাই বা হয় কতক্ষন বলো! অফিসেই তো থাকি সারাদিন।”
“তাও..” মৌসুমী আমার বিছানার সামনে এসে দাঁড়াল। “দিয়ে, কজন কে নিয়ে শুলে এখানে?”
আমি হেসে ফেললাম, “কাউকে নিয়েই শোয়া হয়নি এখানে। কেন? তোমার কি শুতে ইচ্ছা করছে নাকি!”
“করছে তো!” মৌ হেসে চিৎ শুয়ে পড়লো আমার বিছানায়। আমি হাসতে হাসতে ওর পাশে এসে বসলাম। “আমিও শোবো নাকি একটু?”
“অ্যাই, খবরদার না।” মৌসুমী চোখ পাকিয়ে বললো। “আমার কিন্তু বর আছে, বরকে বলে দেবো।”
আমি আরেকটু ওর কাছে ঘেঁষে গেলাম। কি অপূর্ব সুন্দর লাগছে মৌসুমীকে! নরম তুলতুলে বুকদুটো উঁচু হয়ে আছে ওর। বললাম, “কি বলবে বরকে?”
“বলবো যে তোমার সম্পত্তিতে অন্য কেউ ভাগ বসাচ্ছে।” মৌসুমী খিলখিল করে হেসে ফেললো এবার।
আমি কনুইয়ে ভর দিয়ে ওর খুব কাছাকাছি চলে গেলাম। “তোমার বর তো সবসময় আদর করে তোমায়, আমি না হয় করলাম একটু। সম্পত্তি তো কমে যাচ্ছে না!”
“অ্যাই তোমার ধান্দা ভালো না তো... মিটিমিটি করে খালি এদিকে আসছো। সরে বসো শিগগির।” মৌসুমী কপট রাগ দেখিয়ে বললো।
আমি মৌসুমীর কথায় পাত্তাই দিলাম না। এবার মৌসুমীর ভীষণ কাছে গিয়ে বললাম, “তোমায় একটু জড়িয়ে ধরবো মৌ?”
“না সমুদ্র, প্লীজ..” মৌসুমী হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল যেন। “আমাদের একটা লিমিটের মধ্যে থাকা উচিত।”
“কিসের লিমিট মৌ?” আমি ঠান্ডা আওয়াজে বললাম। “তোমাকে জড়িয়ে ধরার অধিকারটুকুও কি নেই আমার!”
“ব্যাপারটা অধিকারের নয় সমুদ্র..” মৌ কেঁপে উঠলো একটু। “এসব ঠিক না। যদি কিছু হয়ে যায়!”
“কি হবে!”
“তুমি ঠিক বুঝতে পারছো না সমুদ্র..”
“এখানে বোঝার কিছুই নেই মৌ! তোমার বর তো কত আদর করে তোমায়, আমি কি তোমায় একটু ছুঁয়ে দেখতে পারিনা?”
“ও আমায় আদর করে না সমুদ্র।”
“মানে?” হতচকিয়ে উঠলাম মৌসুমীর কথা শুনে। “কিন্তু তুমি যে বললে..”
“মিথ্যে বলেছিলাম। আমাদের সম্পর্কটা শুধুই কাগজে কলমে, একটা ছাদের তলায় যন্ত্রের মতো সংসার করি আমরা।”
“কি যা তা বলছো তুমি?”
চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন...
ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন।।।
Subho007


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)