19-11-2025, 06:28 AM
(This post was last modified: 20-11-2025, 03:04 PM by indonetguru. Edited 4 times in total. Edited 4 times in total.)
গল্প: "ছায়ার আড়ালে আগুন" (পার্ট-২: গ্যাংওয়ার)
একচল্লিশতম পরিচ্ছেদ: রুবিনার নতুন বাংলো কেনা এবং সেখানে স্থানান্তরিত হওয়া।
সমাজ, ধর্ম, বয়স—সব বাঁধা পেরিয়ে তিনি রুবিনা অংশুমানকে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। অংশুমান তার জীবনটাই পালটে দিয়েছে।
এই পরিবর্তনের মাঝেই রুবিনা হলফনামায় সব সম্পত্তির হিসেব গুছিয়ে ফেললেন। পুরোনো বাংলোটি—যে বাংলোয় তার জীবনের দীর্ঘ সময় কেটেছে, কষ্ট আর সাহসের গল্প জমা হয়েছে—সেটি তিনি লিখে দিলেন তার বিধবা মেয়ে রোশনীকে। রোশনী প্রথমে কিছুটা অবাক হল, সে বুঝতে পারছে না মাকে কেন নতুন বাংলো নিতে হচ্ছে। কিন্তু সে আর কিছু বলার সাহস করলো না। পুরোনো বাংলো ছাড়াও আরো কিছু টাকা-পয়সা, সম্পত্তি রুবিনা রোশনী এবং তার বাচ্চাদের নামে রেজিস্ট্রি করে দিল। আর নিজে গিয়ে উঠল টালিগঞ্জে কেনা নতুন ফ্ল্যাটে।
রুবিনা যখন নতুন বাংলোর দোরগোড়ায় পা রাখলেন, অংশুমান তার পাশে দাঁড়িয়ে দরজা খুলে দিলেন। ভেতরে ছিল নতুন রঙের গন্ধ, নতুন স্বপ্নের ফিসফাস।
নতুন বাংলোর বারান্দায় দাঁড়িয়ে, হাতে আলতো করে রুবিনার কাঁধ জড়িয়ে অংশুমান বলল,
— “এবার আমাদের জীবনটা নতুন করে শুরু হোক। এখানে আমাদের আর সমাজের ভয় নেই।”
রুবিনা হাসলেন। মাতৃত্বের উষ্ণতা, প্রেমের নীরব আলোর ছটা, আর টালিগঞ্জের সন্ধ্যার বাতাস—সব মিলিয়ে মনে হলো, তাদের জীবনে সত্যিই এক নতুন অধ্যায় শুরু হলো।
একচল্লিশতম পরিচ্ছেদ: রুবিনার নতুন বাংলো কেনা এবং সেখানে স্থানান্তরিত হওয়া।
সমাজ, ধর্ম, বয়স—সব বাঁধা পেরিয়ে তিনি রুবিনা অংশুমানকে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। অংশুমান তার জীবনটাই পালটে দিয়েছে।
এই পরিবর্তনের মাঝেই রুবিনা হলফনামায় সব সম্পত্তির হিসেব গুছিয়ে ফেললেন। পুরোনো বাংলোটি—যে বাংলোয় তার জীবনের দীর্ঘ সময় কেটেছে, কষ্ট আর সাহসের গল্প জমা হয়েছে—সেটি তিনি লিখে দিলেন তার বিধবা মেয়ে রোশনীকে। রোশনী প্রথমে কিছুটা অবাক হল, সে বুঝতে পারছে না মাকে কেন নতুন বাংলো নিতে হচ্ছে। কিন্তু সে আর কিছু বলার সাহস করলো না। পুরোনো বাংলো ছাড়াও আরো কিছু টাকা-পয়সা, সম্পত্তি রুবিনা রোশনী এবং তার বাচ্চাদের নামে রেজিস্ট্রি করে দিল। আর নিজে গিয়ে উঠল টালিগঞ্জে কেনা নতুন ফ্ল্যাটে।
রুবিনা যখন নতুন বাংলোর দোরগোড়ায় পা রাখলেন, অংশুমান তার পাশে দাঁড়িয়ে দরজা খুলে দিলেন। ভেতরে ছিল নতুন রঙের গন্ধ, নতুন স্বপ্নের ফিসফাস।
নতুন বাংলোর বারান্দায় দাঁড়িয়ে, হাতে আলতো করে রুবিনার কাঁধ জড়িয়ে অংশুমান বলল,
— “এবার আমাদের জীবনটা নতুন করে শুরু হোক। এখানে আমাদের আর সমাজের ভয় নেই।”
রুবিনা হাসলেন। মাতৃত্বের উষ্ণতা, প্রেমের নীরব আলোর ছটা, আর টালিগঞ্জের সন্ধ্যার বাতাস—সব মিলিয়ে মনে হলো, তাদের জীবনে সত্যিই এক নতুন অধ্যায় শুরু হলো।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)