(16-11-2025, 01:56 PM)রাত জাগা পাখি Wrote: ছোট পর্ব![]()
বড় পর্বের অপেক্ষায় ছিলাম![]()
(16-11-2025, 02:26 PM)gungchill Wrote: রাব্বিল যেমন বউ মিম এর অতীত জানতে পেরে দুঃখ পেয়েছিলো , তেমনি মিম যদি রাব্বিলের বর্তমান জেনে দুঃখ পায় ? রাব্বিল যতই এটাকে ছেলেমানুষী বলুক ,শাশুড়ি জামাইয়ের এই বেহায়াপোনা আর ছেলে মানুষীতে সীমাবদ্ধ আছে বলে মনে হচ্ছে না একদমরাত জাগা পাখি আমার দুনিয়ায় প্রবেশ করুন। বিচরণ করুন। কল্পনা শক্তি বাড়ান। আপনার উদ্দেশ্য সফল হবে। এটা গল্প/উপন্যাস না। এটা সিরিজ---যার শুরু হয়েছে, কিন্তু শেষ বলে কিছু নেই। তাড়াহুড়োই আনন্দ শেষ অবধি থাকবেনা।
Gungchill আমার দুনিয়ায় লাস্ট অনাকাঙ্ক্ষিত সেই মঙ্গলবার ই ছিলো শেষ কষ্টের দিন। এর পর আর কস্ট কেউ পাবেনা। কেউ প্রতারিত হবেনা। কেউ ব্যথিত হবেনা। অন্তত নিজেদের করা ভুলে।
আমার দুনিয়া হবে স্বর্গ। আর তাই অনেক প্রশ্নের হিসেব এখনি পাওয়া যাবেনা। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, দিন মাস কিংবা বছর।
আমার দুনিয়া
অসমাপ্ত আত্মজীবনী
*******************************



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)