14-11-2025, 05:13 PM
(This post was last modified: 14-11-2025, 05:16 PM by sarkardibyendu. Edited 1 time in total. Edited 1 time in total.)
।। এক নিষিদ্ধ প্রেমের উয়াখ্যান.।।
অনীকের দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে গেলো। পল্লবী অবাক হয়ে যায়। অনীক কি রাস্তার দিকে তাকিয়ে বসে ছিলো? না হলে বুঝল কি করে যে অনামিকা এসেছে?
ডাক্তারদের থাকার জন্য আলাদা কোয়ার্টার করা হয়েছে। সেখানেই আছে অনীক। হাসপাতালের প্রায় লাগোয়া এই কোয়ার্টার। এর এগে একদিন আসলেও ভিতরে যায় নি পল্লবী।
" আসুন....গুড ইভিনিং .ম্যাডাম, আপনার অপেক্ষাতেই ছিলাম। " ঝকঝকে হেসে অভ্যরথনা জানায় অনীক। একটা হাফ স্লিভ ডার্ক টী শার্টের সাথে এশ কালারের ট্রাউজার পরা অনীকের। বেশ ভালোই মানিয়েছে ওকে। পল্লবী বেশী সাজগোজ কখনোই করে না, আজও একটা বেগুনী কুর্তি পাজামা পরে এসেছে, মুখে হালকা মেক আপ, আর লিপ্সটিক ছাড়া আর কিছু নেই।
" গুড ইভিনিং " প্রত্তুত্তর দিয়ে ঘরে পা রাখে পল্লবী। মাঝারী মাপের দুটী ঘর সাথে কিচেন আর বাথরুম। এখনো সেভাবে কোন আসবাব নেই। কটা প্লাস্টিকের চেয়ার, একটা টেবিল আর একটা বইপত্রের জন্য র্যাক ছাড়া আর কিছু নেই সামনের ঘরে।
একটা চেয়ার এগিয়ে দিয়ে অনীক বলে, " বসুন.... " তারপর পল্লবীর চোখ অনুসরণ করে বলে, " এখনো কিছুই সেভাবে গোছাতে পারি নি, তবে বেশী কিছু তো আর লাগে না.... একা মানুষ, বুঝতেই পারছেন। "
পল্লবী কিছু না বলে হাসে। ও একটা চেয়ারে বসার পর অনীক একটা চেয়ার টেনে সামনে বসে।
"মাসী..... সরবত নিয়ে আসো। " অনীক উঁচু স্বরে বলে। একটু পরে ভিতর থেকে একজন আদিবাসী পৌড়া ট্রেতে দুটো কাঁচের গ্লাসে সরবত নিয়ে ঢোকে। সামনে টেবিলে নামিয়ে রেখে ভিতরে চলে যায়।
" ইচ্ছা করলে তো শহরে প্রাকটিস করতে পারতেন, এই প্রত্যন্ত এলাকায় এলেন কেনো? " পলবী প্রশ্ন করে।
" আপনি কেনো এলেন? " অনীক প্রশ্নের জবাব না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করে।
" হয়তো এইসব এলাকা, মানুষজন আমার ভালোলাগে তাই " পল্লবী মৃদু হাসে।
" আর আমি শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি চাই..... একা মানুষ চলে যাওয়ার মতো মায়না এখানে পাবো, এর বেশী কিছু চাই না। " অনীক একটু গম্ভীর হয়ে যায়।
" বাবা..... মা....? " পল্লবী জানতে চায়।
" নেই.... সবাই বিদায় নিয়েছে, কোনো পিছুটান নেই আমার... " হাসে অনীক।
" ও....সরি.... " পল্লবী একটু বিব্রত হয়। এভাবে বলাটা ঠিক হয় নি।
" আপনিও তো বাবা মার উপরে রাগ করে এখানে পড়ে আছেন। "
" না ঠিক রাগ করে নয়...... রাগ জিনিসটা ভালোবাসা থেকে আসে, আসলে আমার প্রতি তাদের কোন ভালোবাসা নেই, না আমার আছে তাদের প্রতি..... তাই তাদের উপরে রাগ করে এখানে আছি সেটা ঠিক না। "
এর মধ্যেই ওই পৌড়া একটা প্লেটে কিছু স্থানীয় মিস্টি আর সিঙারা রেখে যায়।
" নিন.... একটু মিস্টিমুখ করুন। " অনীক প্লেট এগিয়ে দেয়।
" সরবত টা ঠিক আছে তবে আর কিছু আমার চলবে না.... সরি কিছু ভাববেন না। " পল্লবী হেসে বলে।
" প্রথম বার আমার বাড়ি এলেন আর মিস্টিমুখ করবেন না? "
" সরি ডক্টর....... এভাবে ফরমালিটির প্রয়জোন নেই, আমি খুব ক্যাসুয়াল.... আমি তাদের সাথেই ফ্রী যারা আমার মতই ক্যাসুয়াল..... মিস্টি না খাওয়ালে আমি নিজেকে বিশাল অপমানিত বোধ করিতাম না। " হেসে ওঠে পল্লবী।
অনীকও হাসিতে যোগ দেয়, " যাক বাঁচালেন.....আসলে লোক দেখানো রিতিনীতি আমারো পছন্দ না, আপনার সাথে আমার জমবে ভালো।"
সরবত শেষ করে অনীক বলে, " চলুন আমরা ছাদে গিয়ে দাঁড়াই..... মাসী এদিকে রান্নাটা শেষ করুক। "
অনীকের কোয়ার্টারের ছাদের একপাশে দুজনে দাঁড়ায়। এখান থেকে হাসপাতালের আলো ঝলমলে বিল্ডিং দেখা যাচ্ছে। অনীক একটা সিগারেট এগিয়ে দেয় পল্লবীর দিকে, নিজেও একটা ধরায়। প্পল্লবী ছাদের কার্নিসে ঝুঁকে রাস্তার দুকে তাকিয়ে ছিলো। ওর ফিটিংস কুর্তিতে শরীরের বক্রতা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। কেউ কেউ আছে যাদের সব ধরনের পোষাকে ভালো লাগে। পল্লবী সেই ক্যাটাগরীর মেয়ে। সরু কোমরের সাথে চওড়া ও ভারী নিতম্ব আবার চওড়া কাঁধ ওকে আলাদা বৈশিষ্ট প্রদান করেছে।
" মেয়ে হয়ে এভাবে প্রত্যন্ত জায়গায় একা পড়ে থাকতে ভালো লাগে? মানে একটা সঙ্গী তো দরকার.....? " অনিক ধোঁয়া ছেড়ে বলে।
" ছেলেরা পারলে মেয়েরা কেনো পারবে না? আর সঙ্গীর তো অভাব নেই, এখানে আমার সাথে কাজ করা প্রত্যেকেই আমার সঙ্গী..... এদের নিয়েই কেটে যায়..... " পল্লবী একটু গাঢ় স্বরে বলে। অনীকের কথার মানে ও ধরতে পেরেছে।
অনীকও বোধহয় বুঝেছে যে প্রশনটা সঠিক হয় নি। ও তাড়াতাড়ি বলে, " সরি.... আমি কিন্তু অন্যভাবে কিছু মীন করি নি.....ভুল ভাববেন না।"
" না না...... তা, আপনি বিয়ে করেননি কেনো? এখানে কিন্তু আপনার যোগ্য মেয়ে পাওয়া যাবে না। " হাসে পল্লবী।
" প্রেম, বিয়ে, এগুলোর উপর টান থাকলে তো শহরেই থাকতাম, নিজেকে এগুলো থেকে দূরে রাখবো বলেই তো এখানে চলে এসেছি......নিজের মত করে জীবনটা কাটাতে চাই। "
নীচ থেকে ডাক আসে খাওয়ার জন্য। ওরা দুজনেই নীচে নেমে আসে। খাওয়ার আগে একটু বাথরুমে না গেলে হয় না পল্লবীর, অনীককে বলতেই ও বাথরুমটা দেখিয়ে দেয়। একেবারে নতুন চকচকে বাথরুম, ভিতরে একটা পুরুষালি গন্ধ...... পল্লবী ছোট বাথরুম সেরে লেগিংসটা আবার ঠিক করে পরে নেয়, হাত মুখ ধুয়ে বাইরে এসে খাওয়ার টেবিলে বসে। অনীকও একসাথেই বসেছে।
খাওয়ার আয়োজন খুব বেশী না হলেও খারাপ না.....কষা মাংস, আলু মটর পনীরের একটা পদ, রাইস, আর একটা সব্জী..... সাথে স্যালাড, চাটনী আর মিস্টি....।
খাওয়ার দেখে হাসে পল্লবী, " বাবা, এতো বিয়েবাড়ির পদ রান্না করে ফেলেছেন.... এতো কিছু খাওয়া যায়? "
" না না.... এখানে তো সেভাবে কিছু পাওয়া যায় না, তাই সামান্যই.... " অনীক বলে।
খেতে খেতে হঠাৎ থমকে যায় পল্লবী। তলপেটে ব্যাথা করছে। এই ব্যাথা ওর চেনা, মুহূর্তের মধ্যে ওর চোখমুখ লাল হয়ে আসে, যন্ত্রনায় বিকৃত হয়ে আসে মুখ..... পেট চেপে টেবিলেই মাথা রেখে যন্ত্রনায় গোঙিয়ে ওঠে ও।
অনীক খাওয়া রেখে তাড়াতাড়ি উঠে এসে ওকে ধরে।
" কি সমস্যা পল্লবী? ...... "
পল্লবী কথা বলার অবস্থায় নেই। ও অনীকের হাত চেপে ধরে কিছু বলতে গিয়েও পারে না।
অনীক ওকে তুলে পাঁজাকোল করে ভিতরের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। তখনো যন্ত্রনায় কাতর পল্লবী। পেটে হাত দিয়ে চেপে আছে। মুখ লাল হয়ে গ্বছে।
অনীক দ্রুতো নিজের ব্যাগ খুলে একটা ডিক্লোফেনাক ইঞ্জেক্সন বের করে ওর হাতের মাসলে দেয়।
একটু বাদে ব্যাথা সামান্য করে আসে পল্লবীর। অনীক তখন ওর কুর্তি পেটের উপরে তুলে পেট আলগা করে দিয়েছে, সারা পেটে হালকা চাপ দিয়ে ও জিজ্ঞেস করে, " ঠিক কোন জায়গায় ব্যাথা বলুন? "
ব্যাথা একটু কমে আসায় পল্লবী ধাতস্থ হয়েছে। ওর পেটে অনীকের হাত, শরীরে একটা অস্বস্তি হয় ওর। অনীক ওর নাভির চারপাশে হাত দিয়ে আলতো চাপ দিচ্ছে..... কিন্তু পল্লবী ব্যাথার সঠিক জায়গাটা বুঝতে পারছে না।
অনীক ওর হআত নাভির যত নীচে নামায় তত লজ্জায় লাল হয়ে আসে পল্লবীর মুখ। নাভির প্রায় চার পাঁচ আঙুল নীচে অনীক হাত রাখে। সেখানে হালকা চাপ দিতেই ব্যাথা টের পায় পল্লবী..... এলহন ব্যাথা প্রায় কমে গেছে, তাই স্পর্শকাতর জায়গায় অনীকের হাত ওলে স্বস্তি দিচ্ছে না, কিন্তু বলার কিছু নেই....... অনীক একজন ডাক্তার আর এখানে লজ্জা পেয়ে লাভ নেই।
অনীক ভালো করে পল্লবীর পেট পরীক্ষা করে। পল্লবীর স্কিন টাইট লেগিংস এমন ভাবে শরীরে আটকে আছে যে ওর নাভীর নীচের ত্রিকোন জায়গাটা অতি স্পষ্ট, নীচে প্যান্টি না থাকলে হয়তো চেরা জায়গাটাও ধরা পড়ে যাতো....ওর প্যান্ট থাইএর সাথে একেবারে সেঁটে আছে।
অনীক কি ইচ্ছা করে দেরী করছে। পল্লবী উসখুস করে। ওর কুর্তি বুকের পাঁজর পর্যন্ত গোটানো...... মসৃন সমতল পেট একেবারে খোলা..... মাঝখানে অপার সৌন্দর্য্য নিয়ে তাকিয়ে আছে নাভির গর্ত।
এতোক্ষন পল্লবীকে পরীক্ষা করতে গিয়ে ওর এই সৌন্দর্য্যের দিকে খেয়াল পড়ে নি অনীকের। পরীক্ষা শেষ করতেই চোখ আটকে যায় নিম্নাঙ্গের অপার সৌন্দর্য্যময় তরঙায়িত অংশে...... দ্রুতো চোখ সরিয়ে পল্লবীর কুর্তি নামিয়ে দেয় ও। পল্লবীর খোলা পেটের ক্ষণিকের সৌন্দর্য্য অনীকের চিন্তাধারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। শরীরে একটা শিরশিরে অনুভুতি জাগে।
" চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি " অনীকের প্রস্তাবে আর না বলে না পল্লবী। ওর বাড়ি এখান থেকে প্রায় পনের মিনিটের হাঁটা পথ। রাস্তায় আলো কোথাও নেই। এই রাতে প্রায় ফাঁকা জনবসতিহীন রাস্তায় বিপদ হতেই পারে। সাহসী হলেও পল্লবী সাধারণত একা রাতে বাইরে বেরোয় না।
দুজনে রাস্তায় পা রাখে। এখন আর ব্যাথাটা নেই, তবে এভাবে অনীকের সামনে বিব্রত হয়ে পড়বে সেটা ভাবে নি পল্লবী।
" টেস্ট গুলো করিয়ে নেবেন..... আর একটু বেশী করে জল পান করতে হবে কিন্তু। "
পল্লবী মাথা নেড়ে সম্মতি জানায়। এখানে রাস্তা একেবারে শুনসান, একপাশে ফাঁকা ধু ধু মাঠ, আর একপাশে শাল গাছের জঙ্গল.... তবে কৃষ্ণপক্ষ হলেও আকাসে সামান্য আলো আছে। হাসপাতালের বিল্ডিং ছাড়িয়ে আরো এগিয়ে আসে ওরা। অনীকের হাতে একটা টর্চ। ওরা ক্রমশ চড়াই ভেঙে উপরে উঠছে, পল্লবীর প্রায় গা ঘেঁশেই হাঁটছে অনীক, মাঝে মাঝে ওর হাতে স্পর্শ করছে অনীকের হাত। কারো মুখেই কোন কথা নেই। অনীক দুই একবার কথা শুরু করলেও পল্লবী চুপ থাকায় ও নিজেও চুপ করে গেছে।
হঠাৎ পিছনে গাড়ীর লাইটের আলো চোখে পড়ে। একটা বাইক চড়াই ভেঙে উঠে আসছে। ওরা রাস্তার পাশের দিকে সরে যায়। বাইকটা ওদের সামান্য সামনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যায়। দুজন আরোহী। পল্লবী চিনতে পারে, গয়ারাম আর আনসারী।
গয়ারাম বাইক চালাচ্ছে আর আনসারী পিছনে বসে। ওকে দেখে গুঠখা খাওয়া দাঁত বের করে হাসে আনসারী, " কা মাডাম? ....... রাত তো ঘুমনে নিকলে? সাহাব ভি হ্যায়? ...... বড়িয়া.... বড়িয়া.... "
গা জ্বলে যায় পলবীর। এরা দুজনেই স্থানীয় মস্তান। এই প্রজেক্ট এর থেকে কমিশন চায়, এখানে প্রজেক্ট করার জন্য এদেরকে সিকিউরিটি মানি দিতে হবে......পল্লবীর কাছে এর আগেও এসেছে কয়েকবার, কিন্তু পল্লবী উপরমহলের সাথে কথা বলবে বলে ভাগিয়ে দিয়েছিল, আসলে এদেরকে টাকা দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ওদের সংস্থা অলাভজনক কাজ করে, এখানে কেনো টাকা দিতে হবে? কদিন আগে সেই কথাই এদের কে বোঝায় কিন্তু কোনো ফল হয় না..... টাকা না পেলে ভালো হবে না বলে শাশিয়ে যায়।
এই ব্যাপারে ও স্থানীয় প্রভাবশালী দু একজনের সাথেও কথা বলে। তারা মুখে ব্যাপারটা দেখার আশ্বাস দিলেও বাস্তবে এদেরকে ভয় পায় বলেই ধারণা পল্লবীর। কিন্তু এই অন্যায়ের সাথে আপোশ ও অন্তত করবে না।
পল্লবী ওদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। অনীক কিছু বুঝতে পারছে না। ও পল্লবীর সাথে সাথে এগোয়।
এবার ওরা বাইক নিয়ে রাস্তা গার্ড করে আঁড়ায়।
" কা.... ম্যাডাম আপ হামে ভাও হি নেহী দেএ রহে হ্যায়? হাম রোকে আপসে হালচাল পুছনে ওউর আপ বিনা বাত করে যা রহি হ্যায়? "
এবার অনীক বুঝতে পারে এ এরা সুবিধার লোক না। ও পল্লবীর হাত চেপে ধরে বলে, " আপনারা নিজের রাস্তায় যান..... ওনার শরীর খারাপ, এভাবে অসভ্যের মত রাস্তা গার্ড করে কেনো দাঁড়ালেন। "
এবার গয়ারাম কোমর থেকে একটা দেশী রিভলবার বের করে, " কা, ডাক্তার সাহেব, বহত চর্বি জম গায়ে কা? গান্ড মে ইতনা গোলি ভর দেঙ্গে কি হাগনা বন্ধ হো জায়েগা...... হামসে পাঙ্গা মত লিজিয়ে। "
পল্লবী আর থাকতে পারে না, ও বলে, " আপ লোগো কি আউকাত হ্যায় তো দিন মে অফিস আকে সবকে সামনে বাত করনা..... রাত কে আন্ধেরে মে রাস্তা আটাক কর ক্যায়া মর্দাঙ্গি দিখা রাহে হো?
" আরে মাডাম, মর্দাঙ্গি আপনে দেখি কাহা? চলিয়ে মেরে সাথ.......ইতনা মর্দাঙ্গি দিখায়েঙ্গে কে আপ খুশ হো জাওগে.... খি খি খি খি. " আনসারীর অশ্লীল ইঙ্গিতে মাথায় আগুন ধরে যায় পল্লবীর, অনীকের হাত ছাড়িয়ে ও সাঁটিয়ে একটা চড় মারে আনসারীকে।
ওরা এতোটা সাহস বোধহয় ভাবে নি। ঘটনায় বিস্ময়ের ঘোর কাটতেই চেঁচিয়ে ওঠে আনসারী, " শালী রেন্ডী..... হাম পর হাথ উঠাতী? আজ তেরি ইজ্জত না উতারি তো মেরা নাম আনসারী নেহী। "
অনীক বিপদ বুঝে পল্লবীকে পিছনে ঠেলে দিয়ে নিজে সামনে দাঁড়ায়। গয়ারামের রিভলবার অনীকের মাথায় ঠেকায়, " ক্যা রে? তেরা রাখেল লাগতা হ্যায় কা? শালী কো আজ নাঙ্গা করকে চুত মারেঙ্গে....ক্যা কর লেগা তু?
আনসারী গালে হাত বুলাতে বুলাতে বলে, " এয়সে তো মাল বহত বড়িয়া হ্যায়..... আগের রুপিয়াকে বদলে চোদনে দে তো ভি চলেগী...... হি হি হি হি.... "
গয়ারামের একটা ঘুসী অনীকের মুখে পড়তেই ও ছিটকে পড়ে। আনসারী এসে পল্লবীর হাত চেপে ধরে। শক্তিতে আনসারী অনেক্ বেশী, পল্লভী চেষ্টা করেও ছাড়াতে পারে না নিজেকে। এদিকে অনীক মাটিতে পড়ে যেতেই গয়ারাম তাকে তিন চারটে লাথি কষায়।
এমন সময় একটা বাইকের আওয়াজ আসে। দুজন লোক বাইকে এদিকেই আসছে। গয়া আর আনসারী ওদের ছেড়ে বাইকে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে যায় দ্রুতো। পল্লবী দেখে হাসপাতালের সিকিউরিটি গার্ড উধম সিং আর লখাই।
ওরা কোনমতে বাইক স্ট্যান্ড করে নেমে আসে। উধম সিং উত্তেজিত গয়ে বলে, " ক্যায়া মাডাম, বো লোগ সাহাব কো পিটা? ...... ভাগ নেহী যাতা তো উসকা আজ খের নেহী থা। "
মাটিতে পড়ে আছে অনীক। বোধহয় জ্ঞান নেই। ওর পেট আর প্যান্টের উপর দিকে রক্তের দাগ।
লখাই ভালো করে দেখে বলে, " মাডাম, উনকে জুতে কে নীচে কাঁটে জ্যাইসা কুছ হ্যায়..... ইসিলিয়ে সাহাব কো জখম আয়া.... "
ওরা তিনজনে মিলে অনীককে তুলে আবার নেমে আসে অনীকের বাড়ির দিকে। অনীক তখনো অচৈতন্য।
এখনো হাসপাতাল চালু হয় নি। ডাক্তার বলতে অনীক একাই। সেখানে নিয়ে কিছু হবে না। ওরা ধরাধরি করে বাড়িতেই বিছানায় শুইয়ে দেয়৷ অনীকের বাড়িতে কোথায় কি আছে সেটা না পল্লবী, কাজের মাসীও জানে না। পল্লবী উধমকে বলে, " তোমরা আমার বাড়ি গিয়ে বেটাডিন লোশন, আর তুলো নিয়ে এসো..... তাড়াতাড়ি। "
ওরা বেরিয়ে যায়। পল্লবী অনীকের দিকে তাকায়। পেট আর তলপেটে লাথি মেরেছে বেশ কয়েকটা, সেখানেই আঘাত টা লেগেছে। কতটা সেটা বোঝা যাচ্ছে না।
ভয়ে আর ব্যাথায় জ্ঞান হারিয়েছে অনীক। পল্লবী ওর চোখেমুখে হালকা জলের ঝাপটা দেয়। অনীক একটু তাকিয়ে আবার চোখ বুজে ফেলে৷ নিজের অভিজ্ঞতা থেকে ওর পালস দেখে পলবী, সামান্য বেশী। এখান থেকে হাসপাতাল অনেক দূর। যদি তেমন সিরিয়াস কিছু হয় তাহলে সেখানে নেওয়া ছাড়া আর উপায় নেই। আপাতত ওর আঘাত কতটা সেটা দেখতে হবে।
পল্লবী অনীকের টি শার্ট তুলে দেয়। নাভীর কাছে লম্বা লম্বা চেরা দাগ, বেশী গভীর না তবে রক্ত বেরোচ্ছে সামান্য, এবার একটু ইতস্তত করে পল্লবী, এর নীচে কতটা আঘাত আছে জানে না..... কিন্তু কিছু করার নেই, পল্লবীর কুর্তি ওঠানোর সময়ও অনীক লজ্জা সরিয়ে রেখেছিল.....।
পল্লবী অনীকের প্যান্টের হুক খুলে সেটাকে টেনে নামায়, ভিতরে জাঙিয়া পরা। অপেক্ষা না করে সেটাকেও নামিয়ে হাঁটুর কাছে আনে...... অনীকের বুক পেট থেকে যৌনাঙ্গ পর্যন্ত পাতলা লোমে ঢাকা। ওর শান্ত শিথিল লিঙ্গ কাত হয়ে আছে, সামান্য ডার্ক ওর লিঙ্গ চেহারার থেকে। একেবারে ইঁদুরের মত লাগছে। এমন শিথিল লিঙ্গ এর আগে সেভাবে দেখে নি পল্লবী, ওর কাছে বেশ অদ্ভুত লাগছে। ভালো করে দেখে লিঙ্গের গায়েও আঘাতের চিহ্ন, পুরুষাঙ্গের উপরের দিকে তলপেটে বেশ ভালো আঘাত.... মূলত ছড়ে যাওয়ার মত কাটা।
পল্লবী মাসীকে জল গরম করতে বলে। এর মধ্যে উধম আর লখাই ওষুধ নিয়ে ফিরে এসেছে। পল্লবী ওদের বাইরে অপেক্ষা করতে বলে গরম জলে বেটাডিন মিশিয়ে আগে ভালো করে ক্ষতগুলো পরিষ্কার করে। তারপর বেটাডিন লাগাতে যাবে এমন সময় অবীকের জ্ঞান পুরো ফিরে আসে।
নিজেকে পল্ললবীর সামনে এই অবস্তায় দেখে সব ভুলে ত্বড়াতাড়ি প্যান্ট তুলতে যায়। বাধা দেয় পল্লবী, মুখ গম্ভীর করে ও বলে, " লজ্জার কিছু নেই...... আপনার প্যান্টে রক্তের দাগ দেখে ভয় করছিলো যে আঘাত গভীর কিনা...... তাই বাধ্য হয়ে এটা খুলতে হয়েছে। "
অনীক তবুও প্যান্ট টেনে উপরে তুলে নিতে চায়, " আচ্ছা.... বাকিটা আমি নিজেই করে নেবো, " ওর চোখমুখ লজ্জায় লাল হয়ে আছে।
" আপনি না ডাক্তার! এভাবে লজ্জা পেলে ডাক্তারী করবেন কিভাবে? এখন আপনি আহত, এখানে লজ্জার কোন ব্যাপার নেই...... ছাড়ুন হাত। "
পল্লবীর ধমকে অনীক হাত ছেড়ে দেয়। পল্লবী যত্ন করে সব ক্ষত জায়গায় অষুধ লাগিয়ে দেয়, ওর লিঙ্গে হাত দিয়ে ওষুধ লাগানোর সময় অনীক চোখ বুজে ফেলে।
" শুনুন...... আপনাকে উপদেশ তো দিতে পারি না, তবুও বলছি প্যান্ট ছেড়ে পাতলা লুঙ্গী জাতীয় কিছু পরুন না হলে কষ্ট হবে পরে....। " পল্লবী বেরিয়ে আসে ঘর থেকে।
" উধম সিং, ছোটুকো বুলাও..... একবার ইন্সপেক্টার সাহাব সে মিলকে আতে হ্যায়।
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)