Yesterday, 01:38 AM
(13-11-2025, 05:08 PM)Alex Rutherfurd Wrote: আমি রানা, একুশ বছরের তরতাজা যুবক। কলেজের পড়াশোনা শেষ করে এখন শুধু বাড়িতে বসে সরকারি চাকরির চেষ্টায় থাকি। যে ঘটনাগুলো লিখতে চলেছি, সেগুলোর শুরু আরও বছর খানেক আগে।bhalo. chaliye jan.
ফেলে আসা দিনগুলো:
ডিসেম্বরের সকাল সাড়ে ছ’টা। চারদিকে ঘন কুয়াশা, দুধের মতো ঝাপসা। শীতের হাওয়া গায়ে কাঁটা দিয়ে ঢুকে যাচ্ছে জামার ভিতর। সূর্যের প্রথম আলো কুয়াশার পর্দার আড়ালে লুকিয়ে। টিনের ছাদে শিশির জমে ছোট ছোট বিন্দু হয়ে ঝিকমিক করছে। কমল কাকা চায়ের দোকানে চুল্লি জ্বালায়, কাঠের ধোঁয়া আর চায়ের গন্ধ মিলে গ্রাম জাগে, কাকিমারা মুরগির খোঁয়াড় খোলে, ডিম সংগ্রহ করে, বাচ্চারা সোয়েটার পরে কলেজের ব্যাগ গুছিয়ে, মা রান্নাঘরে চা বানায়, গরম ভাতের গন্ধ ছড়ায়।
ডিসেম্বরের শীতে বাবা-দাদা ভোপালে গেছে, বাড়ি শুনশান, শুধু আমি আর মা।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)