13-11-2025, 07:01 PM
(13-11-2025, 06:40 PM)Ra-bby Wrote: দায়িত্ববোধ, সামাজিকতা, দায়বদ্ধতা, সম্মানরক্ষার্থে এবং বিবেক --- এই জিনিসগুলি অনেক সময় আমাদেরকে দ্রুত খারাপ সিদ্ধান্ত নিতে বাধা দেই। আর তাই এমনটা ঘটে----বিয়েছাড়া প্রেমে অল্পতেই ব্রেকাপ বনাম বৈবাহিক প্রেমে ভয়ংকর অপরাধ হলেও তা সমাধানে আসা।
শহরের হাজারো সংসার শুরুতে গিয়ে ভাঙ্গতে লেগেও ভাঙ্গেনি---উপরোক্ত কারনগুলির জন্য। একটা সময় পর গিয়ে ওরা অবশ্য ভালোই হাসিখুসিতে সংসার চালাই।
বিপরীতে, অহরহ প্রেমের সমাধি হচ্ছে অল্পকিছুতেই। কারণ ঐ গুলিই। এক বন্ধনে থাকে।অন্য বন্ধনে থাকেনা।
রাব্বীলের দুনিয়ায় তা কিছুটা হিন্স পেলেও আশা রাখছি এই ব্যাপারগুলি তার দুনিয়া থেকেই ধিরে ধিরে ফুটে আসবে।
আবার এই বন্ধন গুলই অনেক মানুষ কে জীবন্মৃত করে রেখছে , বাইরে থেকে সে সুখী , ভেতরে ভেতরে , সুধু সেই জানে। সব কিছুর ই দুটো দিক আছে ।নিজেদের জন্য জন্য সঠিক দিকটা বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ ।
আচ্ছা আমি মনে হয়একটা ব্যাপার মিস করে গেছি ,যদি কষ্ট করে বলেন তবে আমার আবার পড়তে হবে না ,রাব্বিলের শাশুড়ির কেসটা কি শ্বশুর মরার আগে ?
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)