11-11-2025, 04:01 PM
কিছু সম্পর্কঃ ৯ (গ) এরশেষ অংশ......
জয়নাল আর আয়শা নিজেদের বিছানায় শুয়ে আছে , জয়নাল খুব অস্থির হয়ে আছে , আয়শা পরম মমতায় জয়নালের বুকে হাত বুলিয়ে দিচ্ছে ।
“ বুঝেছো আয়শা” এই বলে জয়নাল একটা বড় নিঃশ্বাস ফেলে , তারপর কয়েক মুহূর্ত বিরতি দিয়ে বলে “ মাঝে মাঝে মনে হয় , শালা চলেই যাক , ভাবি চলে যাওয়ার পর ও যেন থেকেও নেই , শালা স্বার্থপরের মত , একদম গর্তে ঢুকে গেলো, তাই মনে হয় চলে গেলেই মনে হয় ওর শান্তি হবে” কথা গুলো বলে জয়নাল আবার একটা নিঃশ্বাস ফেলে । তারপর আবার বলে …
“ রহিম যে এমন বউ পাগল হবে সেটা ওর বিয়ের পর ও কেউ বুঝতে পারেনি , তোমার মনে আছে আফরোজা ভাবি প্রায় ই বলতো , ও ঠিক মত সময় দেয় না”
“ হুম মনে আছে “ আয়শা নরম স্বরে বলে ,
“ আর সেই শালাই কিনা বউ মরার পর মজনু হয়ে গেলো , ছেলে মেয়ের দিকেও নজর দেয়নি ঠিক মত, অথচ দেখো , ওর ছেলে মেয়ে দুটো ,একদম হীরের টুকরো , এই একটা ব্যাপারে আমার ওর উপর হিংসা হয় জানো?” শেষ দিকে জয়নালের গলার স্বর অভিমানী হয়ে উঠলো ।
“ হ্যাঁ রাজীব আমার শোনার টুকরো ছেলে , রানীও শান্ত মেয়ে , কিন্তু সবাই কি এক রকম হয় , আমাদের জান্নাত কে দেখছো? কেমন এই বয়সেই কত বুদ্ধিমান , আর জয় ও ভালো ছেলে , বয়স হোক দেখবে”
“ ভয় হয় আয়শা , যা দিনকাল পরেছে , মেয়েটাকে নিয়ে বেশি ভয় , সত্যি করে বলি আজকে , আমার মাঝে মাঝে মনে হয় , এই মেয়ে আমার না ……”
জয়নাল কে কথা শেষ করতে না দিয়ে আয়শা বলে উঠলো “ এটা কি বললে তুমি” হতবাক হয়ে উঠে বসেছে ও ।
“ না গো ভুল বুঝো না , আমি ওরকম কিছু বলনি , আমি বলছি , আমার মেয়ে এমন হবে সেটা আমি ভাবিনি , আর এই জন্যই বড় ভয় হয় , মাঝে মাঝে পর পর ও লাগে , মনে হয় আমার মেয়ে এমন না হয়ে জয়ের মত ফুর্তিবাজ হলেই মনে হয় আমি খুশি হতাম , আর মেয়েটাও আমার উপর অভিমান করে থাকে। মনে করে আমি ওকে কন্ট্রোল করতে চাই , ও বুঝে না আসলে আমি ভয় পাই, মেয়ে অনেক দূর চলে যাবে, আবার মাঝে মাঝে গর্ব ও হয়”
“ ছেলে মেয়ে বড় হলে তো দূরে যাবেই ………” আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে , ওর দৃষ্টি যেন দূরে তাকিয়ে আছে
“ না গো , সেই দূরে নয় , আমার কাছে মনে হয় , মেয়ে একদিন এতো বড় হবে যে আমি ওর পিতা , সেই দাবি নিয়ে কিছু বলার সাহস হবে না আমার, এর চেয়ে ভালো মেয়ে যদি সাধারন মেয়ে হতো , তাহলে সব সময় আমাকে সমীহ করতো, সব সময় আমার মেয়ে হয়েই থক্তো”
“ ও এই কথা?” বলে আয়শা হাসে , তারপর বলে “ আমাদের জান্নাত একটুও এমন নয় , মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলতে পারো না ? দেখবে আমাদের মেয়ে কত লক্ষি , আমার সাথে তো আজকাল কত কথা বলে”
“ তাই নাকি?” জয়নাল একটু নড়েচড়ে শোয় , তারপর বলে “ আগে তো দেখতাম তুমি সুধু মেয়েকে সময় পেলেই ঝারি দাও” বলে জয়নাল হাসে ।
“ হু , আমি কবে ওমন ছিলাম” আয়শা অভিমান করে বলে , “ সুধু তো আমার দোষ ই টমার নজরে পরে , আমি বুঝি মেয়েকে আদর করতাম না , ওসব তো বলতাম , কারন ওকে শিখাতে চাইতাম , ভাবতাম মেয়ে পরের ঘরে যাবে , এসব কিছু শিখিয়ে দেই, কিন্তু যত দিন যাচ্ছে , আমি বুঝতে পারছি , এসব শেখানোর কোন দরকার নেই , মেয়ে আমার কোনদিন ই পরের ঘরে যাবে না।”
“ বলো কি আয়শা” জয়নাল চোখ বড় বড় করে জিজ্ঞাস করে , একেবারে শোয়া থেকে বসে পরেছে “ জান্নাত কি বিয়ে টিয়ে করবে না নাকি?”
****
জয়নাল আর আয়শা নিজেদের বিছানায় শুয়ে আছে , জয়নাল খুব অস্থির হয়ে আছে , আয়শা পরম মমতায় জয়নালের বুকে হাত বুলিয়ে দিচ্ছে ।
“ বুঝেছো আয়শা” এই বলে জয়নাল একটা বড় নিঃশ্বাস ফেলে , তারপর কয়েক মুহূর্ত বিরতি দিয়ে বলে “ মাঝে মাঝে মনে হয় , শালা চলেই যাক , ভাবি চলে যাওয়ার পর ও যেন থেকেও নেই , শালা স্বার্থপরের মত , একদম গর্তে ঢুকে গেলো, তাই মনে হয় চলে গেলেই মনে হয় ওর শান্তি হবে” কথা গুলো বলে জয়নাল আবার একটা নিঃশ্বাস ফেলে । তারপর আবার বলে …
“ রহিম যে এমন বউ পাগল হবে সেটা ওর বিয়ের পর ও কেউ বুঝতে পারেনি , তোমার মনে আছে আফরোজা ভাবি প্রায় ই বলতো , ও ঠিক মত সময় দেয় না”
“ হুম মনে আছে “ আয়শা নরম স্বরে বলে ,
“ আর সেই শালাই কিনা বউ মরার পর মজনু হয়ে গেলো , ছেলে মেয়ের দিকেও নজর দেয়নি ঠিক মত, অথচ দেখো , ওর ছেলে মেয়ে দুটো ,একদম হীরের টুকরো , এই একটা ব্যাপারে আমার ওর উপর হিংসা হয় জানো?” শেষ দিকে জয়নালের গলার স্বর অভিমানী হয়ে উঠলো ।
“ হ্যাঁ রাজীব আমার শোনার টুকরো ছেলে , রানীও শান্ত মেয়ে , কিন্তু সবাই কি এক রকম হয় , আমাদের জান্নাত কে দেখছো? কেমন এই বয়সেই কত বুদ্ধিমান , আর জয় ও ভালো ছেলে , বয়স হোক দেখবে”
“ ভয় হয় আয়শা , যা দিনকাল পরেছে , মেয়েটাকে নিয়ে বেশি ভয় , সত্যি করে বলি আজকে , আমার মাঝে মাঝে মনে হয় , এই মেয়ে আমার না ……”
জয়নাল কে কথা শেষ করতে না দিয়ে আয়শা বলে উঠলো “ এটা কি বললে তুমি” হতবাক হয়ে উঠে বসেছে ও ।
“ না গো ভুল বুঝো না , আমি ওরকম কিছু বলনি , আমি বলছি , আমার মেয়ে এমন হবে সেটা আমি ভাবিনি , আর এই জন্যই বড় ভয় হয় , মাঝে মাঝে পর পর ও লাগে , মনে হয় আমার মেয়ে এমন না হয়ে জয়ের মত ফুর্তিবাজ হলেই মনে হয় আমি খুশি হতাম , আর মেয়েটাও আমার উপর অভিমান করে থাকে। মনে করে আমি ওকে কন্ট্রোল করতে চাই , ও বুঝে না আসলে আমি ভয় পাই, মেয়ে অনেক দূর চলে যাবে, আবার মাঝে মাঝে গর্ব ও হয়”
“ ছেলে মেয়ে বড় হলে তো দূরে যাবেই ………” আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে , ওর দৃষ্টি যেন দূরে তাকিয়ে আছে
“ না গো , সেই দূরে নয় , আমার কাছে মনে হয় , মেয়ে একদিন এতো বড় হবে যে আমি ওর পিতা , সেই দাবি নিয়ে কিছু বলার সাহস হবে না আমার, এর চেয়ে ভালো মেয়ে যদি সাধারন মেয়ে হতো , তাহলে সব সময় আমাকে সমীহ করতো, সব সময় আমার মেয়ে হয়েই থক্তো”
“ ও এই কথা?” বলে আয়শা হাসে , তারপর বলে “ আমাদের জান্নাত একটুও এমন নয় , মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলতে পারো না ? দেখবে আমাদের মেয়ে কত লক্ষি , আমার সাথে তো আজকাল কত কথা বলে”
“ তাই নাকি?” জয়নাল একটু নড়েচড়ে শোয় , তারপর বলে “ আগে তো দেখতাম তুমি সুধু মেয়েকে সময় পেলেই ঝারি দাও” বলে জয়নাল হাসে ।
“ হু , আমি কবে ওমন ছিলাম” আয়শা অভিমান করে বলে , “ সুধু তো আমার দোষ ই টমার নজরে পরে , আমি বুঝি মেয়েকে আদর করতাম না , ওসব তো বলতাম , কারন ওকে শিখাতে চাইতাম , ভাবতাম মেয়ে পরের ঘরে যাবে , এসব কিছু শিখিয়ে দেই, কিন্তু যত দিন যাচ্ছে , আমি বুঝতে পারছি , এসব শেখানোর কোন দরকার নেই , মেয়ে আমার কোনদিন ই পরের ঘরে যাবে না।”
“ বলো কি আয়শা” জয়নাল চোখ বড় বড় করে জিজ্ঞাস করে , একেবারে শোয়া থেকে বসে পরেছে “ জান্নাত কি বিয়ে টিয়ে করবে না নাকি?”
জয়নালের অবস্থা দেখে আয়শার হাসি পায় , ওর নিজের ও একি অবস্থা হয়েছিলো , যখন জান্নাত ওকে এই কথা বলেছিলো । পরে জান্নাত ওকে বুঝিয়ে বলেছিলো , আর সেভাবেই আয়শা ও জয়নাল কে বোঝায় ।
“ না না তেমন কিছু না , অবশ্যই বিয়ে করবে , নিজের মন মত সঙ্গি খুজে নিয়ে , আলাদা নতুন ঘর বাধবে “
“ মানে কি , আমি মেয়ের জন্য জামাই ও পছন্দ করতে পারবো না?” জয়নাল হতাশ হয় । আবার আয়শা কে আবারো কথার মাঝে থামিয়ে দেয় ।
“ না , পছন্দ তো মেয়েই করবে , আমরা নিজেদের মতামত দেবো , যদি পছন্দ না হয় তখন মেয়েকে বলবো, কিন্তু সিধান্ত মেয়ে নিবে , কারন জীবনটা ওর , তুমি আমি ওর হয়ে তো সারাটা জীবন ঐ মানুষের সাথে কাটাবো না , ওরই যেহেতু ঐ মানুষের সাথে জীবন কাটাতে হবে , সেহেতু সিধান্ত ওর হবে”
“ এই যে আমার মা তোমাকে পছন্দ করে এনে , দিলো , আর তোমার বাবা মা আমাকে তোমার জন্য পছন্দ করলো , এতে কি আমরা সুখী না ?” জয়নাল এখনো মেনে নিতে পারছে না । তাই নিজেকে দিয়েই যুক্তি দেয়ার চেষ্টা করলো ।
“ হ্যাঁ , অন্তত আমি তো সুখী , কিন্তু আমাদের সময় আর এখনকার সময় তো এক নয় , যুগে যুগে সমাজ পাল্টায় , সেই সাথে নিয়ম , একটা সময় তো ছিলো , মেয়েদের ১০-১১ বছর বয়সে বিয়ে দেয়া হতো , এবং সেটাকেই উত্তম এবং মর্যাদাপূর্ণ মনে করা হতো , তুমি কি তোমার মেয়েকে ১০-১১ বছর বয়সে বিয়ে দিয়েছো?” আয়শা জয়নালের যুক্তির বিপক্ষে জান্নাতের শেখানো একটা যুক্তি উপস্থাপন করলো ।
“ না তা কেন করবো?” জয়নাল বুঝতেপারে ওর যুক্তি টিকবে না ,
“ তেমনি , তোমাদের আমাদের সময় যে নিয়ম ছিলো , এখন সেটা খাটবে কেনো?”
“ তাহলে তুমি যে জয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছো?”
“ হ্যাঁ রেখছি , ইচ্ছা পোষণ করেছি , আমি তো আর জোর করবো না , আমি বলবো , ওরা যদি রাজি হয় , তবে”
“ তখন ওরা যদি বলে আম্রাও নিজেদের নতুন ঘর বানাবো? তখন কি করবে আয়শা?” জয়নাল সুযোগ বুঝে মোক্ষম প্রশ্ন করে ।
“ বানাবে , এতে আমার কোন সমস্যা নেই, আগে ছিলো , এখন নেই, থাকা উচিৎ ও না এটাই প্রকিতির নিয়ম , যদিও মনে হয় খুব কঠিন নিয়ম, ” আয়শা একটা গভির নিঃশ্বাস ফেলে , না একদম হতাশ নয় , তবুও বেড়িয়ে এলো , যেন নিয়তিকে মেনে নেয়ার ঘোষণা করলো ।
“ তাই বলে ভেবো না , আমাদের কাজ শেষ হয়ে যাবে , যতদিন থাকবো , আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে ওদের নতুন ঘর কে সমৃদ্ধ করে যাবো”
জয়নাল কিছুক্ষন চুপ থাকে , তারপর বলে “ শুনতে খারাপ লাগে , বুকে ব্যাথা হয় , কিন্তু একটু ভাবলে মনে হয় , তুইমি ই ঠিক , এমন ই তো হওয়া উচিৎ , এই দেখো না , দুটো পাখি , বাসা বাধে , সেখানে ওদের ছানা পোনা হয় , তারপর ওরা যখন বড় হয় , সেই বাসা থেকে বেড়িয়ে ওরা নিজেদের সঙ্গি বেছে নিয়ে নতুন করে বাসা বাধে , কেউই কোনদিন অন্য কারো বাসায় গিয়ে ওঠে না”
আবারো কিছুক্ষনে নীরবতা , তারপর আবার জয়নাল বলে ‘ আয়শা এই যে তোমাকে আমি অন্য একজনের ঘরে এনে তুলেছিলাম , এতে তোমার মনে কোন দুঃখ আছে?”
আয়শা একটু হাসে , তারপর বলে “ না গো , আমরা অন্যরকম ছিলাম , আমরা সারাজীবন এমন দখেই বড় হয়েছি , আমাদের কাছে এটাই স্বাভাবিক ছিলো , তাই কোন কষ্ট হয়নি” কথা গুলো শেষ করেও আয়শার মুখে হাসি লেগে থাকে , যেন স্বামীকে আশ্বস্ত করতে চায় ।
কিন্তু জয়নাল হাসে না , আয়শার মুখটা ভালো ভাবে খুটিয়ে দেখে , তারপর বলে ‘ তোমাকে সবাই অনেক জ্বালাতন করেছে না ? আম্মা , বড় আপা …… দুঃখিত আয়শা , আমার যতটা সাপোর্ট করা উচিৎ ছিলো , আমি মনে হয় করতে পারিনি , আমি আসলে বুঝতেই পারিনি আসলে কি বলবো ……”
“ থাক আর কিছু বলতে হবে না…” আয়শা জয়নালের কাঁধে হাত রাখে , হাসি মুখে বলে “ যা হওয়ার তো হয়েই গেছে , আর আমার অভ্যাস হয়ে গেছে , এই যে আম্মা কত দিন বাড়ি নেই , আমার ভালো লাগে না , সেই যে গেলো আর আসছে না “
“ আসবে আসবে , মাস দুয়েকের মাঝে আসবে , বড় আপার মেয়ের তাহিয়ার বিয়ে ঠিক হয়েছে , ছেলে ওখানকার , কিন্তু বিয়ে করবে এখানে , এখানকার বিয়ে নাকি ওদের খুব পছন্দ”
“ ওমা …।। বিদেশি ছেলে” আয়শা অবাক হয়ে বলে
আয়শার এমন অবাক হওয়া দেখে জয়নাল হেসে ওঠে , বলে “ তুমিই তো বললে, ছেলে মেয়ে যাকে পছন্দ করবে হা হা হা”
‘ হ্যাঁ তবুও বিদেশি ছেলে… কেমন না?”
আবারো দুজনে হেসে ওঠে , হাসি শেষে , জয়নাল জিজ্ঞাস করে , “ আচ্ছা আয়শা তুমি এতো কথা সিখলে কবে , যখন বিয়ে করে এনেছিলাম তখন তো মুখ দিয়ে কথাই বের হতো না”
“আমার ান্ধবীর কাছ থেকে” আয়শা রহস্য করে বলল ।
“ ওরে বাবা তোমার ান্ধবী দেখি দারুন জ্ঞানী , আমাকেও পরিচয় করিয়ে দাও, আমিও কিছু শিখি” জয়নাল হাসতে হাসতে বলে ।
“ তুমি তো ওকে চেনোই” আয়শা রহস্য করে বলে আবারো ,
“ আমি চিনি……” জয়নাল বুঝতে পারেনা ,
“ আরে এই বাড়িতেই থাকে গো , আমার নতুন ান্ধবী, চাইলে তুমিও বন্ধুত্ব করে নাও , দেখবে কত ভাল লাগে , ভয় ডর সব দূর হয়ে যাবে”
আয়শার হাসি মুখে তাকিয়ে থেকে , জয়নাল অবাক হয়ে বলে “ তুমি জান্নাতের কথা বলছো?”
উত্তর আয়শা মাথা ঝাঁকায় , এখনো হাসছে ও ।
কিন্তু জয়নাল একটা দীর্ঘশ্বাস ফেলে , বলে , “ সেই সময় পেরিয়ে গেছে , যখন সময় ছিলো তখন টাকার পেছনে ছুটেছি । এখন শেষ সময়ে আর মায়া বাড়িয়ে লাভ নেই”
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)