11-11-2025, 03:37 PM
(10-11-2025, 06:33 PM)sarkardibyendu Wrote:দীপ্তকে সপ্রতিভ লাগছে না। লাগছে প্রগলভ। তাকে সপ্রতিভ দেখাতে গেলে বুদ্ধির বিচ্ছুরণ চাই।সেটা একেবারেই অদৃশ্য রয়েছে।।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
দীপ্তর ঘোর যেনো কাটছে না, ও আবার বলে, " উ: তুমি কিন্তু আরো সুন্দরী হয়ে গেছো..... সেই ছোটবেলাতেই তোমাকে দেখে ক্রাশ খেয়ে যেতাম, এখনো তাই.... "
অনামিকা ঠোঁটের কোনে চিলতে হাসি এনে চোখ বড়ো করে...., " এখনো ফাজিল রয়ে গেছিস তুই, পাল্টাবি না? "
" ধুর কি হবে পালটে? আমার ফাজলামোতে তোমার মত সুন্দরীরা যদি একটু আনন্দ পায় তাহলে সেটাই আমার পুরোষ্কার। "
" আমি দিদি হই না তোর....? " অনামিকা কপট রাগে তাকায়। একটা হাসি খুশী ছেলেকে সামনে পেয়ে মনটা একটু হালকা লাগছে অনামিকার।
" বাব্বা..... আমার মায়ের বৌদির বোনের মেয়ে তুমি.... সম্পর্ক খুঁজতে গেলে হারিয়ে যাবো.... আমরা বন্ধুই ভালো। " দীপ্ত হেসে ওঠে।
হাসি পায় অনামিকারও। এবার বলে, " যা তোর কাজের দেরী হচ্ছে না? "
" দরকারো নেই, এমনিতেই এখানে ৯৫ ভাগ পুরুষের চোখ তোমার উপরে..... " হেসে গড়িয়ে পড়ে দীপ্ত।
মন্ খারাপ থাকলেও ওর কথাতে হাসি পায় অনামিকার। দীপ্তর মত লোকেরা মানুষের খারাপ মনকেও ভালো করে দিতে পারে শুদু নিজের ব্যাবহার দিয়ে। কিছু সময়ের জন্য সব ভুলে থাকা যায়।
" তার মানে কিছু খাও ও নি এখনো? একটু বোসো আমি আসছি..... " দীপ্ত ঝট করে উঠে দাঁড়ায়।
উচ্ছ্বল দীপ্ত হঠাৎ শান্ত হয়ে অনামিকার একটা হাতে হাত রাখে, " বাড়ি থেকে অশান্তি করে এসেছো না? "
অনামিকা অবাক চোখে দীপ্তর দিকে তাকায়। এই ধরনের চঞ্চল ছেলেরা যখন শান্ত হয়ে যায় তখন তাদের চোখকে ফাঁকি দেওয়া কঠিন। ও আবার মাথা নীচু করে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)