Thread Rating:
  • 30 Vote(s) - 2.93 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery আমার দুনিয়া ✍️Relax--Session with শাশুড়ি✍️
#67
Heart 
(১০)




“বেটা এই নাও চা খাও। মিটিং শেষ হলে নাস্তা দিচ্ছি। নাকি অল্প কিছু দিব এখানে এনে?”

শাশুড়ির কথা শুনে মাথার ঘোর কাটলো। কখন যেন মিম ঘুম থেকে উঠেগেছে বুঝতে পারিনি। রুমেও দেখছিনা।
“আম্মা নাস্তা পরেই খাবো। আপনার মেয়ে কোথায় গেলো?”
“মিম খাচ্ছে বেটা। কলেজ যাবে নাকি, নোট আনতে।“
“অহ। আচ্ছ আম্মা। আপনি খেয়ে নেন। আমি কাজ শেষ করেই খাচ্ছি।“
 
“না বাবা তুমি কাজ শেষ করো। আমরা এক সাথেই খেয়ে নিব।“
 
মানুষটাকে কদিন থেকে যত দেখছি অবাক হচ্ছি।পড়াশোনার কারনে ছোট্ট থেকে বাইরে থেকেছি। সন্তান একটু বড় হলেই মায়ের ভালোবাসা কেমন  হয় সেটা কাছ থেকে বুঝিনি। ছুটিতে বাসাই যেতাম। ততটা থাকা হতনা। বয়স হয়ে এই প্রথম টানা দুইমাস কোনো একজন মা-এর সাথে থাকছি,দেখছি। আল্লাহ এমন মা যেন প্রতিটা ঘরে ঘরে দেন। আমার দুনিয়ায় আমরা মাত্র ৩জন মানুষ। ওরা দুজন ই আমার দেখা সেরা মেন্টালিটির। আমি আমার দুনিয়ায় চরমতম সুখি এক রাজা-যার রাজ্য সুখের সাগরে ভরা।
“আচ্ছা আম্মু।“ এই প্রথম আমার মুখ থেকে “আম্মু” ডাক বের হলো। এতদিন “আম্মা” বলেই ডাকতাম। নিজের অজান্তেই “আম্মু” ডাক ভেতর থেকে বেরিয়ে এলো।
 
কি যেন ভেবে শাশুড়ি আরেকটু আমার কাছাকাছি আসলেন। দরজার দিকে চোখ বাকিয়্র দেখলেন, তারপর ফিসফিস করে বললেন, “আচ্ছা বেটা,কাল তো আমি তেলের শিশি তোমার রুমেই রেখে চলে গেছিলাম। মিম দেখে তোমাকে আবার কিছু জিজ্ঞেসা-টিজ্ঞেসা করেনি তো!?!”
 
“কি বলেন আম্মু! আমি কি পাগল নাকি যে ঐখানেই শিশি রেখে দিব? আমি এখন আপনার ছেলে। আপনার মতই আমারো এখন বুদ্ধি হয়েছে। তাই বুদ্ধি খাটিয়ে, আপনার মেয়ে আসার আগেই, শিশিটা বেডের নিচে লুকিয়ে রেখেছি। হা হা হা।” 
 
আমার হাসি দেখে শাশুড়িও হাসলেন।
“আচ্ছা বেটা কাযে বসো। আমি যাই। মিমের বোধাই খাওয়া শেষ।”
“আম্মু?”
 
“হ্যা বেটা বলো।”
“নাহ, থাক আম্মু। দরকার নাই।” আমি বলতে দ্বিধাবোধ করলাম।
 
“কেন বেটা, থাকবে কেন? কি বলতে চাচ্ছিলা বলো।”
“এমনিতেই আম্মু। বাদ দেন। আপনি আবার কি ভাবতে পারেন। দরকার নাই।”
 
“রাব্বী তোমাকে বলতে বলছি বলো।তুমি আমার ছেলে। তোমার কোনো কথাতে আমি কেন কি ভাবতে যাবো!?!” শাশুড়ি জোর করে মুখ দিয়ে কথা বের করেই ছারবেন।
“আসলেই আম্মু, আজ যখন আপনি পানি দিয়ে গা মোছা করছিলেন তখন তো ঘুমাই গেলাম। স্বপ্নে দেখি আমার মা। একটু সুন্দর বেনারশি শাড়ি পরেছে। বিয়ের সাজে সেজেছে। সেজে আমার রুমে এসেছে আমাকে দেখাতে। আমি দেখে এতটাই যে খুশি হয়েছি! ঘুম ভেঙ্গেই দেখি মা নাই। আমি জ্বরে। আপনার পাশেই মাথা দিয়ে সুয়ে আছি আর…….।”
 
আমার কথা শেষ হয়নি তখনিই আমার মিটিং কল আসলো। শাশুড়িকে “বাদ দেন” বলেই মিটিং এটেন্ড করলাম। আমার শাডুড়ি নিরুপায় হয়ে “আচ্ছা” বলে চলে গেলেন।
 
***********++**********
 
“শুনো, কাজ শেষ করে খেয়ে নিও।” মিম কলেজ যাবার জন্য রেডি। আমার মিটিং শেষ। কিন্তু কাজ চলছে। আধা ঘন্ঠা লাগবে। এই ফাকে শাশুড়ি আসলেন ট্রে-তে কিছু ফলটল নিয়ে। “আর হ্যা তোমার কি কি লাগবে আম্মুকে বলিও।” এবার মিম শাশুড়ির দিকে তাকিয়ে, “আম্মু, তুমি সারাদিন একাএকা বদ্ধ রুমে না বসে থেকে আমি না থাকলে তোমার জামাই এর সাথে তো গল্প করতে পারো!” মিম যেন আজ অভিবাবকের ন্যায় কথা বলছে।
 
“তোমাকে এতো ভাবতে হবেনা। তোমার কলেজ দেরি হুয়ে যাচ্ছে। কলেজ যাও। আর তোমার চাচ্চুকে বলে দিব তোমাকে নিয়ে চলে আসবে।” শাশুড়ি বললেন।
 
শাশুড়ি আমার পাশে ট্রেটা রাখলেন। মিম বিদাই জানিয়ে চলে গেলো। শাশুড়ি বাইরের দরজা লাগাতে মিমের পেছন পেছন চললেন।
 
দরজা লাগিয়ে আমার রুমে আসলেন। বললেন, “বেটা তোমার কাজের আর কতক্ষণ?”
 
আমি ল্যাপটপ থেকে মুখ তুললাম। শাশুড়ির দিকে তাকালাম। উনার ঠোটে হাসি। আমিও ঠোটে হাসি আনলাম। বললাম, “আম্মু আপনার মেয়েকে দেখেছেন কত বড় হয়ে গেছে। মায়ের জন্য চিন্তা করা শিখে গেছে। শুধুই আপনার মেয়েই না। আমিও চাই আপনি সারাদিন হাসি খুশি থাকেন। একা নিজেকে বদ্ধ করে দিয়েন না। বাসাই তো মাত্র ৩টি প্রাণ। সব সময় এক সাথে থাকবেন। গল্প করবেন।”
 
“কই বাবা আমি একা থাকি। বাসাতেই তো থাকি। তোমরা বাসাই থাকলে আমার বুক ভরে থাকে।”
 
কখন মানুষ একা থেকেও একা থাকেনা??? যখন মানুষটির হাতে ফোন থাকে। এতদিন মানুষটির হাতে ফোন ছিলো। আর দুদিন থেকে ফোন নাই---কিন্তু আমি আছি। মানুষটি কি আসলেই এতদিন একা ছিলেন।
 
“আম্মু, তবুও। আমরা দুজনেই চাই,আমাদের আম্মুটা সব সময় হাসি খুশি থাকুক। দেখি আম্মা আপনার ছেলের কাছে আসেন তো  একবার।” 
আমি সিরিয়াস মুডে শাশুড়িকে কাছে ডাকলাম। উনি আসলেই পাশ থেকে আমি উনাকে জোরিয়ে ধরলাম। আমি বসে।উমি দাঁড়িয়ে। আমার মুখ খানা উনার বুক বরাবর। বললাম, “আম্মা কথা দেন, আপনি সব সময় হাসি খুশি থাকবেন। ওপার থেকে আমার শ্বশুর আব্বা যেম দেখেন আপনি আপনার সন্তানদের সাথে ভালো আছেন। তাহলে উনি কবর থেকেও ভালো থাকবেন।”
 
শাশুড়ি দুই হাত দিয়ে আমার মাথাটা তার বুকে চেপে ধরলেন। “বেটা আমি অনেএএএক ভালো আছি। তোমার মতন ছেলে পেয়েছি। মিম আছে। তোমাদের নিয়ে আমি অনেক অনেক ভালো আছি।”
 
“আচ্ছা আম্মু এখন যান গিয়ে খেয়ে নেন। আর সালাম চাচ্চুকে খাবার দিয়েছেন?”
 
“না বাবা, তোমার চাচ্চু বাড়ির পেছনে গেছেন। গাছ গুলিকে মেরামত দরকার নাকি, এসব বলে পেছনে গেলেন।”
 
আমার শাশুড়ির বাড়ির পেছনটা একটা বাঙ্গলোর সমান বড়। বিশাল পাচিল দিয়ে ঘেরা। পুরো এড়িয়া বিভিন্ন রকম গাছ গাছলিতে ভরপুর। বাড়ির এড়িয়া থেকে পাচিল পর্যন্ত যেতে সরু একটা রাস্তা করা। রাস্তার দুধারে গাছের সাড়ি। এসব নাকি আমার শাশুড়ির লাগানো। ছোট থেকেই গাছ লাগানো ভালোবাসতেন।
 
“সালাম চাচাকে পেয়ে আমাদের অনেক ভালো হয়েছে, কি বলেন আম্মা?”
“হ্যা বেটা। ভাবছি একটু পর যখন বাজার যাবে, হাতে কিছু টাকা বেশি দিব। উনার জন্য কিছু পোশাক কিনে আনতে বলবো। গায়ের পোশাক গুলি কেমন যেন ময়লা হয়ে গেছে।”
 
ইশশ, আম্মাজান আপনি এতো ভালো কেন? উনাকে আরেকটু শক্ত করে জোরিয়ে ধরলাম।
 
“আম্মু, ভালো বল্রছেন। ঐ একটা পোশাকেই কদিন থেকে উনাকে দেখছি। আম্মা একটা কথা বলবো, রাখবেন?”
“বলো বেটা।”
 
“আম্মু,  আমি চাচ্ছিলাম সালাম চাচাকে আমি আমার কিছু টাকা দিতে পোশাকের জন্য। আমার অনেক ভালো লাগবে।” ভাবলাম শাশুড়ির কাছে একটু উদার মনা সাজি।
“কি বলো বাবা, সবিই তো এখন তোমাদের। আমাদের যা আছে সবিই তো তোমার আর মিমের। তাহলে তোমাকেই কেন আলাদা ভাবে দিতে হবে।”
 
“আচ্ছা আম্মু আপনি যেটা বলবেন। আপনি আমার গুরুজন। আপনি যেটা ভালো মনে করবেন, আমার কাছেও সেটা ভালো।”
“আচ্ছা বেটা থাকো। কাজ শেষ করো। শেষ হলে আসো খেয়ে নাও।”
আমি উনাকে ছেরে দিলাম।উনি চলে গেলেন।
 
**********++**********


কাজ শেষে খেয়ে আসলাম।আমি আর সালাম চাচা একসাথে খেলাম। আম্মু আমাদের খাওয়া শেষে খাবেন। বললাম খেতে খেলোনা। খাওয়া হলে আম্মু সালাম চাচাকে ৫হাজার টাকা দিলেন। বললেন, মাংস সব্জি কিনে যা বাচবে তা দিয়ে আপনার জন্য কিছু পোশাক কিনে নিতে। সালাম চাচা নিবোনা নিবোনা করলেও শাশুড়ির জোরাজোরির কাছে হার মানলেন।
 
আমি রুমে আসলাম। কি করবো এই সময় টুকুতে? মিম চলে গেলে সবচেয়ে বিরক্তিকর সময় যাই এই সময়টা আমার। মাঝে মাঝে ক্যোড়াতে যাই, ফেসবুকে তো যায়না। একদম ফালতু জায়গা মনে হয়। অবসর সময় টুকুতে ক্যোড়াতেই ব্যয় করি। 
এখন অবস্য একটা স্বস্তি যে শাশুড়ির সাথে সময় কাটানো যায়। উনি সাদামনের মানুষ। শ্বশুর সারাজীবন ডিউটিতে পার করেছেন। শাশুড়িকে নিয়ে ঘুরাঘুরি তেমনটা করেন নি বোঝা যাই। আর তাই শাশুড়ি নিজের বাসাকে করেছেন গার্ডেন। সারাদিন বাসা বাগানেই জীবন পার করলেন। এখন সালাম চাচা এসেছেন, দায়িত্বটা এখন উনার কাধে।
 
“বেটা আছো?” আমার শাশুড়ি আসলেন রুমে। উনাকে দেখে খুসিই হলাম । ল্যাপটপের পর্দাটা ফেলে দিয়ে বললাম, “ আসেন আম্মা।”
 
উনার দিকে তাকালাম। মনে মনে হাসলাম। উনাকে সকালে যে মিত্থা অভিনয়ে আমার মাকে স্বপ্নে শাড়ি পড়তে দেখেছি বলেছিলাম, সেটা কেন বলেছিলাম আমার সাদামনা শাশুড়ি বুঝেন নি। উনি গত দিনের মতই থ্রি পিচ পালটিয়ে অন্য একটা শাড়ি পড়ে এসেছেন।
উনি এসে আমার পাশে, বেডে বসলেন। এদিক ওদিক কি যেন খুজছেন।
“কিছু খুজছেন আম্মা?”
“বেটা তেলের শিশিটা!” উনি এটা বলতে যে লজ্জা পেলেন বুঝলাম।
“আম্মা আমি ড্রয়ারে লুকাই রেখেছি। আপনি বসেন আমি নিয়ে আসছি।“
 
ড্রয়ার খুলে তেলের শিশিটা বের করলাম। পাশের রুম থেকে ফোনের রিংটোনের শব্দ শুনতে পাচ্ছি। শাশুড়িকে বললাম আম্মু কে যেন আপনার ফোনে ফোন দিয়েছে?
 
শাশুড়ি সাথে সাথে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর উনি আসলেন মন খারাপ করে।
“কি  হয়েছে আম্মু? কে ফোন দিয়েছে?”
“বেটা তুমি কিছু মনে করবানা তো?” উনি বলতে কেন জানি দ্বিধাবোধ করছেন। অভয় দিলাম।
“আম্মু আমাকে আপনারা এখনো নিজের সন্তান ভাবতে পারেন নি তাইনা?”
 
“এভাবে বলোনা বেটা। আমার কান্না চলে আসছে।“ উনার চোখ ছলছল করছে, বুঝতে পাচ্ছি।  বেড থেকে উঠে উনার কাছে গেলাম। উনার হাতটা নিজের হাতে নিলাম। সাপর্ট দিলাম। উনাকে কে ফোন করেছে তা জানিনা, তবে উনাকে দেখে মনে হচ্ছে উনার মনের অবস্থা ভালো না।

“আম্মু, কে ফোন দিয়েছে?”
“মিম, বেটা।“ উনি কেদেই দিলেন। মিমের কথা শুনে আমি চিৎকার দিয়ে উঠেছি!
“আম্মু মিমের কি হয়েছে??? ও ঠিক আছে তো?” আমি দৌড়ে গিয়ে বেড থেকে ফোনটা নিলাম। মিম কে ফোন দিতে যাবো, আম্মা বাধা দিলেন।
“বেটা একটু থামো।“
“জি আম্মু।“
 
“বেটা ঐ ছেলেটা মিমের কলেজে গিয়ে ঝামেলা করছে। মিম ফোন দিয়ে এখনি আমাকে ডাকছে। তোমাকে বলতে নিষেধ করছে যদি তুমি শুনে মন খারাপ করো তাই।“
 
আমার সেন্স আর কাজ করছেনা। আমার বউ কে ডিস্টার্ব করছে!!!!? ওরে যদি আমি দুনিয়া থেকে বিদায় না করছি আমার নাম রাব্বীল না।
“আম্মু আপনি থাকেন। আমি এখনি আসছি।" বলেই রুম থেকে দিলাম দৌড়। শাশুড়ি পিছন থেকে কি যেন বলতেই থাকলেন, আমার কানে আসলেও মন আমার এখন মিমের কাছে। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমাকে কেউ এখন আটকাতে পারবেনা। বাইকটা স্টার্ট দিয়েই সৌকত আর নাদিমকে ফোন দিয়ে মিমের কলেজের কাছে ১০ মিনিটের মধ্যে ডাকলাম। বললাম বিরাট ঝামেলা হয়ে গেছে। তোরা জলদি আই। এরা আমার ইউনিভার্সিটির খুউব কাছের বন্ধু। আমরা ৩ গ্যাদা সারাক্ষণ এক সাথেই থাকতাম। বহু স্মৃতি আছে আমাদের ৩জনের ইউনিভার্সিটি লাইফে। ওরা আমাকে এতটাই ভালোবাসে যে, আমার বিপদ শুনলে ওরা জীবন দিয়ে হলেও তা উদ্ধার করবে।
আমার বাড়ি থেকে ২০ মিনিটের রাস্তা। জ্যামের জন্য ৪০ মিনিট লেগে গেলো মিমের কলেজ পৌছাতে। গিয়ে দেখি মিম কলেজ গেটের সামনে অসহাই এর মত দাঁড়িয়ে আছে। তার পাশেই বাইকটা দাড় করিয়ে সোজা প্রশ্ন, “কে ঝামেলা করছিলো তোমার???? যাস্ট দেখাই দাও, আমি যদি ঐ শুয়োরের বাচ্চার জিব না টেনে ফেলছি তো আমার নাম রাব্বীল না।"

মিমের চোখে জল। দৌড়ে এসে আমাকে জোড়িয়ে ধরলো। কান্না যেন থামছেইনা তার। মাথায় হাত বুলিয়ে শান্ত দিলাম, "তোমাকে কি বলেছে সোনা? কই সে? আমি এসে গেছি তোমার আর চিন্তা নাই।"
"তুমি আমাকে এখনিই বাসাই নিয়ে চলো। আর ভালো লাগাছেনা এখানে।" মিম কেদেই যাচ্ছে।

মিমকে বাইকে তুলে চললাম বাসার উদ্দেশ্য। বললাম, "শক্ত করে ধরো।"
গাড়ি কত জোরে চালিয়ে বাড়ি এসেছি নিজেও জনিনা। মাথায় শুধু একটা কথাই ঘুরছিলো---মিমের "অতীত" আবার মিমকে এসে ডিস্টার্ব করছিলো কেন? কোনোই উত্তর নেই আমার কাছে।
আমার দুনিয়া
অসমাপ্ত আত্মজীবনী
*******************************
party2.gif
[+] 9 users Like Ra-bby's post
Like Reply


Messages In This Thread
RE: আমার দুনিয়া - by Helow - 28-10-2025, 03:51 PM
RE: আমার দুনিয়া - by Ra-bby - 28-10-2025, 04:49 PM
RE: আমার দুনিয়া (দিনদিন প্রতিদিন)। - by Ra-bby - 09-11-2025, 12:49 PM



Users browsing this thread: 8 Guest(s)