06-11-2025, 05:10 PM
আজ রিতমের মনে বাড়ি ফিরে যাওয়ার চাপা উত্তেজনা। মধুমিতার কথাই মনে পরছিলো শুধু।
সেই কবে রিতম ওকে শেষ বারের মতো সামনে থেকে দেখছে, হাতে হাত রেখেছে, ওর শরীরের চাঁপা ফুলের গন্ধ পেয়েছে। সে অনেক দিন আগে। যতোই ভিডিও কল করুক, সেগুলো কৃত্রিম, বিপরীত পাশে থাকা রিতমের হৃদয়ের তৃষ্ণা কখনো মেটে নি।
কলকাতায় এখন কটা বাজে? ভোর ঘনিয়ে আসছে হয়তো। মধুমিতা নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন।
মধুমিতা কি অনুভব করতে পারে রিতম ওর কথা কত ভাবে? কতটা ব্যাকুল ও? রিতম যে তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা করছে মধুমিতাকে সামনের থেকে দেখতে মধুমিতা কি বুঝতে পারে এটা?
রিতমের বুক শঙ্কায় কেঁপে ওঠে। ওর মন ফিসফিস করে বলে ওঠে, মধুমিতা কিছুই বুঝতে পারে না।
আর একটা দিনই তো। রিতম কাল একেবারে ওর সামনে গিয়ে দাঁড়াবে। মধুমিতা নিশ্চয়ই তখন আর রাগ করে থাকবে না। দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করবে রিতমকে। এই আশাতেই ছটফট করতে থাকে ও। মধুমিতার কোমল স্পর্শ পাওয়ার জন্য বুক শুকিয়ে মরুভূমির মতো খাঁখাঁ করছে।
আর মাত্র কিছু ঘন্টা, এই বলে প্রবোধ দেয় নিজেকে।
****
This is a glimpse of the update i am working on.
My brother Slayer@@ requested to give a glimpse before posting the full update.
I will post that tomorrow after 11 of night.
Thankyou.
সেই কবে রিতম ওকে শেষ বারের মতো সামনে থেকে দেখছে, হাতে হাত রেখেছে, ওর শরীরের চাঁপা ফুলের গন্ধ পেয়েছে। সে অনেক দিন আগে। যতোই ভিডিও কল করুক, সেগুলো কৃত্রিম, বিপরীত পাশে থাকা রিতমের হৃদয়ের তৃষ্ণা কখনো মেটে নি।
কলকাতায় এখন কটা বাজে? ভোর ঘনিয়ে আসছে হয়তো। মধুমিতা নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন।
মধুমিতা কি অনুভব করতে পারে রিতম ওর কথা কত ভাবে? কতটা ব্যাকুল ও? রিতম যে তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা করছে মধুমিতাকে সামনের থেকে দেখতে মধুমিতা কি বুঝতে পারে এটা?
রিতমের বুক শঙ্কায় কেঁপে ওঠে। ওর মন ফিসফিস করে বলে ওঠে, মধুমিতা কিছুই বুঝতে পারে না।
আর একটা দিনই তো। রিতম কাল একেবারে ওর সামনে গিয়ে দাঁড়াবে। মধুমিতা নিশ্চয়ই তখন আর রাগ করে থাকবে না। দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করবে রিতমকে। এই আশাতেই ছটফট করতে থাকে ও। মধুমিতার কোমল স্পর্শ পাওয়ার জন্য বুক শুকিয়ে মরুভূমির মতো খাঁখাঁ করছে।
আর মাত্র কিছু ঘন্টা, এই বলে প্রবোধ দেয় নিজেকে।
****
This is a glimpse of the update i am working on.
My brother Slayer@@ requested to give a glimpse before posting the full update.
I will post that tomorrow after 11 of night.
Thankyou.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)