03-11-2025, 06:50 PM
আপডেট - ৩
সেদিন আর কিছু ঘটল না। পরদিন রঞ্জন আর বীণার ভর্তি হয়ে গেল। তারা একাদশ শ্রেণিতে ভর্তি হলো। তাদের কলেজও এক সপ্তাহ পর শুরু হবে। শিব বাজারে ঘুরতে গেল কাজ খুঁজতে। হাঁটতে হাঁটতে এক জায়গায় একটা বোর্ড দেখল, যেখানে কাজের জন্য ছেলে চাওয়া হচ্ছে। এটা ছিল একটা জিম। সে সেখানে গেল। জিমটা খালি ছিল। অফিসে একজন লোক বসে ছিল।
শিব: “আমি কি ভেতরে আসতে পারি?”
লোকটি: (শিবকে মাথা থেকে পা পর্যন্ত দেখে) “এসো।”
শিব: “ধন্যবাদ, স্যার। আমি বাইরে বোর্ড পড়লাম, আপনার কাজের জন্য ছেলে চাই।”
লোকটি: “হ্যাঁ, চাই। তুমি কে?”
শিব: “স্যার, আমার নাম শিব।”
লোকটি: “কোথায় থাকো?”
শিব: “জানকীদাস আশ্রমে।”
লোকটি: (অবাক হয়ে) “তুমি অনাথ?”
শিব: “জি, স্যার।”
লোকটি: “তাহলে তোমাকে কাজ দিতে পারব না।”
শিব: “কেন, স্যার?”
লোকটি: “আমার এমন ছেলে চাই, যে এখানে সব সামলাতে পারে, টাকার লেনদেন করতে পারে। তুমি টাকা নিয়ে পালালে কে গ্যারান্টি নেবে?”
শিব: “স্যার, কেউ গ্যারান্টি নিলেও যদি সে চুরি করে পালায়, তবে গ্যারান্টারের দোষে আপনার ক্ষতি পুষিয়ে দেবে না। আমার কেউ গ্যারান্টি নেবে না বলে কি আমি কোথাও কাজ করতে পারব না? একটা মানুষের কোনো মূল্য নেই? আপনি বড়, অভিজ্ঞ। কাউকে চিনতে পারেন না? আমি বছরের পর বছর এখানে আছি। আশ্রমে জিজ্ঞাসা করতে পারেন আমি কেমন। তবে ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করবেন না, সে ভালো মানুষ নয়। আমার আগের কলেজের যেকোনো শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারেন।”
লোকটি: (শিবকে গভীরভাবে দেখে হাসল) “কতদূর পড়েছ?”
শিব: “স্যার, দশম শ্রেণি পাশ করেছি। এখন একাদশ শ্রেণিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছি।”
লোকটি: “তাহলে পার্ট-টাইম কাজ খুঁজছ। ভালো কথা। এখানে সকাল আর সন্ধ্যায় আসতে হবে। মাসে ২৫০০ টাকা বেতন। কে কখন এল, কে গেল, কার টাকা জমা, কার বাকি এসব হিসাব রাখতে হবে। পারবে?”
শিব: “জি, পারব। ধন্যবাদ, স্যার।”
লোকটি: “কাল সকাল ছটায় চলে আসবি, আর সন্ধ্যায় সাতটায়। বাকি কাল বুঝিয়ে দেব।”
শিব: “জি, স্যার। (দ্বিধা করে) আপনার নাম জানতে পারি?”
লোকটি: (হেসে) “আমার নাম পবন।”
শিব: “ধন্যবাদ, স্যার। কাল থেকে আসব।”
শিব আশ্রমে ফিরে লতাকে এই খুশির খবর দিল। লতাও খুব খুশি হলো। রাতে খাবারের প্রস্তুতি চলছিল। শিব আর মেয়েরা বাচ্চাদের সঙ্গে খেলছিল।
শিব: (রঞ্জন আর বীণার দিকে) “তোদের ভর্তি হয়ে গেছে। এখন পড়াশোনায় মন দিতে হবে।”
রঞ্জন: “তুই বলেছিলি আমাদের সাহায্য করবি।”
শিব: “হ্যাঁ, কী সাহায্য চাই?”
রঞ্জন: “রোজ আমাদের সঙ্গে পড়তে বসবি।”
শিব: “ঠিক আছে, কাল থেকে রোজ আমার সঙ্গে পড়তে বসবি।”
লতা আর সরিতা কথা বলছিল। লতা যখন বলল শিব কাজ পেয়েছে, সবাই খুশি হলো।
সরিতা: “লতা, তোর মনে হয় না শিব আমাদের সবার থেকে আলাদা?”
লতা: (প্রশ্নবিদ্ধ চোখে) “না, কেন মনে হচ্ছে?”
সরিতা: “দেখ, আমাদের দেখে মনে হয় আমাদের মা-বাবা গরিব পরিবারের ছিল, যারা আমাদের দেখাশোনা করতে পারেনি। কিন্তু শিবকে দেখে মনে হয় কোনো বড়লোকের ছেলে। তার রং-রূপ, লম্বা গড়ন, সব এমন যেন কোনো বড় বাড়ির দীপ। আমরা তো তার সামনে কিছুই না। তবে তুই আলাদা। তুই দেখতে ভালো, রঙও ফর্সা। কিন্তু শিবের কথাই আলাদা।”
লতা: (ভাবনায় পড়ে) “তুই ঠিক বলছিস। আমি যতদূর জানি, ওর মা-বাবার খোঁজার অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। জানি না ওর কুন্ডলীতে কী লেখা আছে যে ও এখানে এসেছে।”
সরিতা: (মজা করে হেসে) “ওর কুন্ডলী জানি না, কিন্তু আমাদের কুন্ডলী ভালো যে ও আমাদের সঙ্গে আছে।”
লতা: (চোখ দেখিয়ে) “কী বলতে চাস?”
সরিতা: “আরে, ও এমন সুন্দর, সজ্জন যুবক আমাদের সঙ্গে। আমাদের ভাগ্য ভালো যে ও আমাদের সঙ্গে। আমাদেরও ভাগ্যের সুযোগ নেওয়া উচিত।”
লতা: “দুষ্টু, এমন অশ্লীল কিছু ভাবিস না। ও খুব ভালো ছেলে।”
সরিতা: “ভালো হলে কি কারো সঙ্গে কিছু করবে না? ও যদি আমার সঙ্গে শুত, তাহলে এতদিনে আমি তাকে আমার ওপর তুলে নিতাম।”
লতা: “লজ্জা করে না এমন কথা বলতে?”
সরিতা: “আরে, যে লজ্জা করে তার কপাল ফাটে। আমি এমন সুযোগ ছাড়ব না। ও যদি আমাকে বলে, আমি তো পাজামার দড়ি খুলে দেব। এমন ছেলে আমার মতো মেয়ের কপালে কোথায় মিলবে? ও এত লম্বা, ওর সবকিছুই নিশ্চয় লম্বা। এটা ভাবলেই আমার শরীরে শিহরণ হয়। কী চমৎকার হতো যদি ও আমার দিকে মন দিত।”
লতা: “এবার মার খাবি, যদি আমার শিবের ব্যাপারে এমন বলিস।”
সরিতা: “ওহো, আমার শিব?”
লতা: (তাড়াহুড়ো করে) “দুষ্টু, আমার মানে আমার ভাইয়ের ব্যাপারে এমন বললে।”
সরিতা: “তুই কেন ওর বোন হয়ে গেলি? এই ভুল করিস না। তোর ভাগ্য ভালো যে ও তোর জীবনে এসেছে। সুযোগ হাতছাড়া করিস না। ওকে তোর ওপর তুলে নে। তোর এই সুন্দর যৌবন দিয়া কী আচার বানাবি?”
লতা: (সরিতার কথা শুনে একবার মনে হলো শিব তার ওপর উঠে গেছে। এই ভেবে তার শরীরে একটা ঝড় উঠল। পায়ের মাঝে একটা সাড়া জাগল। কোনোমতে নিজেকে সামলে বলল) “দুষ্টু, তোর নোংরা চিন্তা তোর কাছেই রাখ। ও আমার ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্ক তো আছে।”
সরিতা: “কেন ভাগ্যকে পায়ে ঠেলছিস? ও এখন বড় হয়েছে। ছেলে বড় হলে তারও একটা মেয়ের সঙ্গ দরকার। যদি ওর বাইরে কেউ পছন্দ হয়ে যায়, তাহলে তুই হাত মলতে থাকবি। এবার তোর ইচ্ছা।”
লতা: “এই বাজে কথা বন্ধ করে কাজে মন দে।”
দুজনে কাজে লেগে গেল। রাতের খাবার খেয়ে সবাই নিজের নিজের জায়গায় ঘুমোতে গেল। আশ্রম বড় ছিল, ঘুমানোর কোনো সমস্যা ছিল না। বাচ্চাদের ঘরে বা আলাদা ঘরে সবাই নিজের মতো ঘুমোত। শিব আর লতা ছোটবেলা থেকে একসঙ্গে ঘুমোয়, এটা এখনো চলছে। আজ লতা ঘরে এসে চুপিচুপি শিবকে দেখছিল। সরিতার কথাগুলো যেন তার মনে জাদু করেছে। সে এখন পুরো যুবতী, তাই তার মনে কোনো পুরুষের প্রতি আকর্ষণ জাগা স্বাভাবিক। কিন্তু সে এর আগে এসব ভাবেনি। আজ সরিতার কথায় তার মন বিগড়ে গেছে। সে অদ্ভুত দৃষ্টিতে শিবকে দেখছিল। তার মনে যেন যুদ্ধ চলছিল। শিব লক্ষ করল লতা দিদি অদ্ভুত আচরণ করছে। যখনই তার দৃষ্টি যায়, লতা চোখ নামিয়ে নেয়।
শিব: “কী হলো, দিদি?”
লতা: “ক-কিছু না। কিছুই তো নয়।”
শিব: “কিছু তো হয়েছে। তুমি আমাকে এই ভাবে দেখছ কেন?”
লতা: (গলা শুকিয়ে গেল) “ক-কেমন দেখছি?”
শিব উঠে লতার কাছে গিয়ে তাকে দেখল। লতাও তাকে একদৃষ্টে দেখছিল। শিব তাকে জড়িয়ে ধরল। লম্বা শিবের সঙ্গে লতা যেন ছোট্ট মেয়ে। তার মাথা শিবের বুক পর্যন্ত পৌঁছাচ্ছিল। শিব তাকে বুকে জড়াতেই লতার চোখ বন্ধ হয়ে গেল। তার হাত শিবের কোমর জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবেই কাটল। লতা যেন অন্য জগতে।
শিব: (আদরের সুরে) “কী হলো, দিদি?”
লতা: “তুই… তুই আমাকে ছেড়ে যাবি না তো?”
শিব: (আরও জোরে জড়িয়ে) “কী বলছো দিদি, আমি কেন তোমাকে ছাড়ে যাবো?”
লতা: (আরও জোরে জড়িয়ে) “তোর বিয়ে হয়ে গেলেও?”
শিব: (হেসে) “কী দিদি, তুমি এই সব কী কী ভাবছ! আমি এখনো এত বড় হইনি যে তুমি এসব ভাবছ। আর তুমি তো জানো, আমাদের মতো মানুষকে কেউ বিয়ে করবে না।”
লতা: “আমাদের কথা আলাদা। কিন্তু তোর ব্যাপার আলাদা।”
শিব: “এই কথার কী মানে?”
লতা: “তুই এত সুন্দর, এত ভালো। তোর জন্য মেয়েরা লড়াই করবে। তোর বিয়ে নিশ্চয় হবে।”
শিব: “তাও আমি তোমাকে আমার সঙ্গে রাখব। আর আমার বিয়ে হলে তোমারও তো হবে।”
লতা: “আমাদের মতো মেয়েদের কে বিয়ে করবে?”
শিব: “কেন, দিদি? তুমিও তো এত সুন্দর। তোমারও বিয়ে হবে।”
লতা: “যদি না হয়?”
শিব: “তাহলে আমি তোমাকে আমার সঙ্গে রাখব।”
লতা: “যদি তোর বউ না মানে?”
শিব: (বিরক্ত হয়ে) “কী ফালতু কথা বলছো দিদি, আজ তুমি কী খেয়েছ যে এসব নিয়ে বসে গেছ? চলো, আমার ঘুম পাচ্ছে।”
দুজনে আলাদা হয়ে বিছানায় শুয়ে পড়ল। শিব চোখ বন্ধ করে ঘুমোতে লাগল। কিন্তু লতার ঘুম কোথায়? সে শিবকে একদৃষ্টে দেখছিল। আজ প্রথমবার সে তাকে একজন মেয়ের দৃষ্টিতে দেখছিল।
লতা: (মনে মনে) “সরিতা ঠিকই বলছিল। আমার ভাই কত মিষ্টি।”
‘ভাই’ শব্দটা মনে আসতেই সে নিজের ওপর লজ্জা পেল। কিন্তু তার মনের ওপর যেন তার নিয়ন্ত্রণ ছিল না। সে শিবের একটা হাতের ওপর মাথা রাখল। শিব তাকে বুকে জড়িয়ে নিল। এটা নতুন কিছু নয়, প্রায়ই হতো। কিন্তু আজ লতার মনে একটা অদ্ভুত শান্তি ছিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল।
সকালে উঠে দেখল শিব গভীর ঘুমে। তার মুখে শান্তি। লতা ঝুঁকে তার কপালে চুমু খেল। তারপর তার ঠোঁটের দিকে তাকাল। সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সামলে নিল। শিবকে ডেকে তুলল, কারণ আজ তাকে কাজে যেতে হবে। শিব উঠে তৈরি হয়ে জিমে চলে গেল।
সকাল ৫:৪৫-এ শিব জিমের বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর পবন স্যার এলেন। শিব তাকে গুড মর্নিং বলল। তারাও গুড মর্নিং বলে ভেতরে গেলেন। জিমটা চমৎকার। সব যন্ত্র ছিল। বড় বড় আয়না লাগানো। পবন স্যারের একটা কেবিন ছিল। প্রবেশপথে রিসেপশন, যেখানে একটা কোণার টেবিল আর চেয়ার ছিল, পেছনে দুটো লকার। যন্ত্রের জন্য একটা বড় ঘর, আরেকটা ঘর খালি, যেখানে কার্পেট পাতা, সেখানেও আয়না। এছাড়া একটা চেঞ্জিং রুম আর স্টোররুম ছিল। সব মিলিয়ে বড় জিম।
পবন: “ভেতরে আয়। নাম কী বলেছিলি?”
শিব: “জি, স্যার, শিব।”
পবন: “দেখ, শিব, এখানে অনেক ধনী লোক আসে। তাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবি। দুজন ট্রেনার আছে, তারা এখন আসবে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ফি স্ট্রাকচারের ফাইল আছে, একটু পরে বুঝিয়ে দেব। আমরা কী কী সুবিধা দিই, তার ব্রোশার আছে। ভালো করে পড়ে নিস। আজ আমি সব সামলাব, তুই শুধু দেখবি।”
শিব: “জি, স্যার।”
এমন সময় একটা মেয়ে এল। পবন স্যারকে গুড মর্নিং বলে শিবের দিকে একবার তাকিয়ে চেঞ্জিং রুমে গেল। বেরিয়ে এলো জ্যাকেট খুলে, টাইট ব্যায়ামের পোশাকে। শিব এমন পোশাকের মেয়ে কখনো দেখেনি। তার শরীরের সব উঁচুনিচু স্পষ্ট। শিব দু-এক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার মুখে লজ্জা দেখে মেয়েটি হাসল। সে ২১-২২ বছরের, ফর্সা, সুন্দরী। শিবের থেকে সামান্য ছোট। চুল পনিটেল করা। পবন স্যার এসে পরিচয় করালেন।
পবন স্যার: “জুহি, এ শিব। আজ থেকে রিসেপশন আর অন্য কাজ দেখবে।”
জুহি: (শিব তাকে হ্যালো বলল, সে হেসে উত্তর দিল। শিবকে মাথা থেকে পা পর্যন্ত দেখল।) “এবার মেয়ে নিলেন না কেন, স্যার?”
পবন স্যার: “জুহি, তুমি জানো, মেয়েরা সকালে সহজে আসে না। বিবাহিত হলে ঘরের কাজ থাকে। অবিবাহিত হলে বিয়ে বা অন্য কারণে চলে যায়। তাদের শেখাতে যে পরিশ্রম হয়, তা আবার করতে হয়। তাই এবার ছেলে নিলাম।”
জুহি: “ঠিক ভেবেছেন।”
এমন সময় কিছু মহিলা এলেন। কেউ বয়স্ক, কেউ তরুণী। তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল তারা ধনী ঘরের। সবাই জুহি ম্যাডামকে গুড মর্নিং বলল। জুহি হেসে উত্তর দিলেন। তিনি একটা রেজিস্টার বের করলেন। সবাই নাম, সই আর সময় লিখলেন। কেউ কেউ চেঞ্জিং রুমে গেলেন। কেউ ব্যায়ামের পোশাক পরে এসেছিলেন, ব্যাগে সাধারণ পোশাক নিয়ে। কেউ সাধারণ পোশাক পরে এসে ব্যায়ামের পোশাক নিয়েছিলেন। কিছুক্ষণ পর আরও মহিলা আর মেয়ে এল। সবাই শিবকে একবার দেখছিল, কারণ সে নতুন। তবে কেউ বিশেষ প্রতিক্রিয়া দেখাল না। কেউ খালি ঘরে, কেউ যন্ত্রের ঘরে গেল। সব জায়গায় স্বচ্ছ দরজা আর আয়না ছিল, তাই শিব সব দেখতে পাচ্ছিল। এমন দৃশ্য সে কখনো দেখেনি। তবু সে উপেক্ষা করার চেষ্টা করল। ব্রোশার পড়তে শুরু করল। মাসিক, তিন মাস, ছয় মাস, এক বছরের ফি আর লকারের ভাড়া লেখা ছিল। সে মন দিয়ে পড়ছিল। এক ঘণ্টা কীভাবে কেটে গেল বুঝলাম না। মহিলারা একে একে বেরিয়ে চেঞ্জিং রুমে পোশাক বদলে চলে গেল। তারা কথা বলছিল, সই করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর পুরুষ আর ছেলেরা আসতে লাগল। একই রুটিন। সবাই সই করল, পোশাক বদলে ব্যায়াম শুরু করল। শিব দেখল, একজন সবাইকে গাইড করছে। পবন স্যার তার কাছে এলেন।
পবন স্যার: “কেমন লাগল, শিব? এখানে কাজ করতে পারবি?”
শিব: “জি, স্যার।”
পবন স্যার: “এই ব্যাচ সকাল আটটায় শেষ। তারপর একটু পরিষ্কার-পরিচ্ছন্নতা করে, যন্ত্র ঠিক জায়গায় রাখার পর তুই ফ্রি।” (ইশারায় গাইডকে ডাকলেন।) “এ শিব, রিসেপশন আর অন্য কাজের জন্য। আর এ মদন।”
শিব: “হ্যালো, স্যার।” (মদনও পেশিবহুল, গড়নে মাঝারি। হেসে শিবের পিঠে চাপড় দিলেন।)
পবন স্যার: “ব্যায়ামে শখ থাকলে ফাঁকা সময়ে করতে পারিস।”
শিব: “ধন্যবাদ, স্যার।”
সময় হয়ে গেল। শিব সব গুছিয়ে পরিষ্কার করল। জিমটা এসি ছিল, ধুলোর সমস্যা ছিল না। সব শেষ করে সে আশ্রমে ফিরল।
#পরবর্তী পর্ব কী হবে? শিবের নতুন কাজ কেমন চলবে? লতার মনের ঝড় কোন দিকে যাবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান।
বি:দ্র: টেলিগ্রামে সার্চবারে স্পেস ছাড়া @sStory69 লিখে সার্চ করুন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)