02-11-2025, 06:06 PM
(This post was last modified: 02-11-2025, 06:12 PM by ধূমকেতু. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-11-2025, 05:17 PM)gungchill Wrote: পুরুষ মানুষ যদি দূর দেশে যায়, এবং বলে পরিবারের কথা ভেবে কষ্ট করছি । এর চেয়ে বড় মিথ্যা আর দুনিয়াতে নেই বলেই মনে হয় আমার । (যদিও সেই পুরুষ নিজে বিশ্বাস করেই এমনটা বলে থাকে)
দূর দেশে গিয়ে রিতম কষ্ট করছে , এর পেছনে রিতমের স্ট্রং মোটিভেশন আছে ।রিতম ভাবে , ও এটা ওর পরিবার আর ভালোবাসার মানুষের জন্য করছে । কিন্তু যে দেশে থাকে , তার কোন মোটিভেশন থাকার কথা নয় । ভালোবাসার , সাধানা এসব খুব একটা স্ট্রং মোটিভেশন নয় , বলেই মনে হয় আমার।
ভাই ধূমকেতু আপনার একটা কমেন্টে দেখছিলাম আপনি বলেছিলেন , মেহুল মধুমিতার উপর প্রতিশোধ কিছুটা নেবে । আমার মনে হয় এটা করে মেহুল ভুল করবে । প্রতিশোধ নেয়াই আমি ঠিক মনে করি না ।যদি একান্ত নিতেই হয় , সেটা মেহুলের উচিৎ হবে , দিহানের উপর নেয়া । আর রিতম চাইলে মধুমিতার উপর নিতে পারে ।
সামনে কি হয় দেখার জন্য অপেক্ষায় আছি , মধুমিতা কি রিতম ঠকিয়ে যাবে (যদিও রিতমের সমান দোষ আছে , কারন পার্টনার নিষেধ করার পর ওে চলে যায় সে কিছুতেই লয়ালিটি আশা করতে পারে না ) নাকি সে নিজের পথ দ্রুত বেছে নেবে ।
লেখাটা বেশ বড় হয়ে গেছে, অনেক সময় আগের পার্টে কি লেখেছি মনে থাকে না, পূর্ববর্তী পার্টে গিয়ে খোঁজাও ঝামেলার।
কিন্তু আমার মনে হয় না রিতম কখনো মধুমিতা কে সরাসরি বলেছে তোমার জন্য গিয়েছি। এটা কখনো ইস্টাব্লিশও করতে চায় নি। এটা মধুমিতা মনে মনে ভাবে বা ওর পারিপার্শ্বিক পরিবেশ ওকে এটা ভাবতে বাধ্য করে।
তবে এটা সত্য যে গিয়েছে নিজের তাড়ানায়, বউকে ভালো রাখবে তাই। এখন এর পেছনে তো নিশ্চয়ই নিজের ক্যারিয়ার চিন্তা আছেই। সেটা বড় ফ্যাক্ট নয়।
বড় ফ্যাক্টর হলো মধুমিতা কিভাবে নিয়েছে এটাকে। প্রথম তেমন খারাপ ভাবে নেয় নি, ধীরে ধীরে ওর মনোভাব পাল্টেছে।
আর মেহুলের কথাটা এখন বলবো না, গভীর ভাবে ভাবিনি এখনো।
আর রিতমের দোষ আছে, এটাই পোর্ট্রেট করার চেষ্টা করছি শেষ দুই পোস্টে। না হলে মধুমিতা তো লক্ষী বউ ছিলো। রিতম যতই ভালো হোক না কেন, মধুমিতার এই দুরাবস্থার জন্য ওই দায়ী।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)