02-11-2025, 05:17 PM
পুরুষ মানুষ যদি দূর দেশে যায়, এবং বলে পরিবারের কথা ভেবে কষ্ট করছি । এর চেয়ে বড় মিথ্যা আর দুনিয়াতে নেই বলেই মনে হয় আমার । (যদিও সেই পুরুষ নিজে বিশ্বাস করেই এমনটা বলে থাকে)
দূর দেশে গিয়ে রিতম কষ্ট করছে , এর পেছনে রিতমের স্ট্রং মোটিভেশন আছে ।রিতম ভাবে , ও এটা ওর পরিবার আর ভালোবাসার মানুষের জন্য করছে । কিন্তু যে দেশে থাকে , তার কোন মোটিভেশন থাকার কথা নয় । ভালোবাসার , সাধানা এসব খুব একটা স্ট্রং মোটিভেশন নয় , বলেই মনে হয় আমার।
ভাই ধূমকেতু আপনার একটা কমেন্টে দেখছিলাম আপনি বলেছিলেন , মেহুল মধুমিতার উপর প্রতিশোধ কিছুটা নেবে । আমার মনে হয় এটা করে মেহুল ভুল করবে । প্রতিশোধ নেয়াই আমি ঠিক মনে করি না ।যদি একান্ত নিতেই হয় , সেটা মেহুলের উচিৎ হবে , দিহানের উপর নেয়া । আর রিতম চাইলে মধুমিতার উপর নিতে পারে ।
সামনে কি হয় দেখার জন্য অপেক্ষায় আছি , মধুমিতা কি রিতম ঠকিয়ে যাবে (যদিও রিতমের সমান দোষ আছে , কারন পার্টনার নিষেধ করার পর ওে চলে যায় সে কিছুতেই লয়ালিটি আশা করতে পারে না ) নাকি সে নিজের পথ দ্রুত বেছে নেবে ।
দূর দেশে গিয়ে রিতম কষ্ট করছে , এর পেছনে রিতমের স্ট্রং মোটিভেশন আছে ।রিতম ভাবে , ও এটা ওর পরিবার আর ভালোবাসার মানুষের জন্য করছে । কিন্তু যে দেশে থাকে , তার কোন মোটিভেশন থাকার কথা নয় । ভালোবাসার , সাধানা এসব খুব একটা স্ট্রং মোটিভেশন নয় , বলেই মনে হয় আমার।
ভাই ধূমকেতু আপনার একটা কমেন্টে দেখছিলাম আপনি বলেছিলেন , মেহুল মধুমিতার উপর প্রতিশোধ কিছুটা নেবে । আমার মনে হয় এটা করে মেহুল ভুল করবে । প্রতিশোধ নেয়াই আমি ঠিক মনে করি না ।যদি একান্ত নিতেই হয় , সেটা মেহুলের উচিৎ হবে , দিহানের উপর নেয়া । আর রিতম চাইলে মধুমিতার উপর নিতে পারে ।
সামনে কি হয় দেখার জন্য অপেক্ষায় আছি , মধুমিতা কি রিতম ঠকিয়ে যাবে (যদিও রিতমের সমান দোষ আছে , কারন পার্টনার নিষেধ করার পর ওে চলে যায় সে কিছুতেই লয়ালিটি আশা করতে পারে না ) নাকি সে নিজের পথ দ্রুত বেছে নেবে ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)