31-10-2025, 04:23 PM
(30-10-2025, 09:03 PM)ধূমকেতু Wrote: বেশি কিছু বলে লাভ নেই, এক কথায় নিখুঁত।
পড়তে খুব ভালো লাগছিলো, একেবারে স্মুথ বর্ণনা।
কথোপকথনে কোনো জড়তা ছিল না, প্রাঞ্জল একটা অনুভুতি ছিল। কোথাও মনে হয় নি কোনো কথা জোর করে বলানো। সবকিছু গোছগাছ করা, আর ম্যাটিকুলাস ভাবে চিন্তা করা।
বাবার কিছু হবে না, প্রে করি। রাজীবকে আর কষ্ট পেতে দেখতে ভালো লাগে না। হি ডিজার্ভস বেটার। কিন্তু আপনি ঘোষণা দিয়েই রেখেছেন, বেচারাকে সাফার করাবেন। কিন্তু অনুরোধ থাকবে ওর প্রতি কঠোর থেকেন না, বুকের ভেতর চিনচিনে ব্যথা হয় কষ্টে (আমি একটু আবেগী কি না, লোল)।
ভালোবাসা নেবেন।
ধন্যবাদ ভাই , আপনার কাছ থেকে "নিখুঁত" শব্দটা সত্যি ই আমার জন্য প্রেরণা দায়ক ।
না এতো ছোট এটাকে রহিমের মনে হয় না কিছু হবে ।
রাজীবের সাফারিং এর জন্য আমাকে দায়ি করলেন ভাইয়া!!! ওকে ঠিক আছে , আমি আই অপবাদ থেকে মুক্তি চাই , এর জন্য আমি রাজীব কে কিছু টিপস দিবো ,যদি ও আমার কথা শোনে তাহলে এক সপ্তার মাঝে ওর সাফারিং এর শেষ হবে ।
১/ কারো কথা ভাবতে হবে না , নিজেকে নিয়ে ভাবো । বাকি সবাই যে যারটা বুঝে নিক ? বিশেষ করে রানী।
২/ বাবা কে চাপ দাও বাড়িটা যেন কোন কম্পানি কে দিয়ে ডেভ্লপ করে নেয় । এেতে প্রচুর টাকা হাতে আসবে , অনেক ফ্ল্যাট ও পাওয়া যাবে , মাসে মাসে প্রচুর ভাড়া , বাবাকে আর কাজ ও করতে হবে না।
৩/ নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করো , পরিবারের জন্য টাকা উপার্জন নয় , এতে তুমি বেশি সাকসেস পাবে ।
৪/রানী যদি এর পর উল্টো পাল্টা কিছু করে , ওকে বলো " গো টু হেল"
৫/ তোমাকে যেসব ব্যাপার গুলো রানীর প্রতি তোমার বিশেষ দায়িত্ব আছে শিখিয়েছে , সেগুলো ভুলে যাও , একেবারে কবর দিয়ে দাও ।
৬/জান্নাতের ব্যাপারে তোমার মন কি বলে সেটা করো , তোমার বড় আব্বু জয়নাল কি ভাববে সেটা নিয়ে এতো ভেবে কাজ নেই ।আর যদি মনে করো একেবারেই পারবে না , তাহলে ছেড়ে দাও , আশেপাশে দেখো , তোমার জন্য কত মেয়ে বসে আছে , লাইফ এঞ্জয় করো ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঃ কোন কিছু করার আগে সব সময় নিজেকে নিয়ে ভাববে ,যদি দেখন নিজের জন্য ভালো হচ্ছে ,তখন কার কি হচ্ছে এসব ভাববে না ।
দেখেন রাজীব আমার কথা শোনে কিনা
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)