Thread Rating:
  • 30 Vote(s) - 2.93 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery আমার দুনিয়া ✍️Relax--Session with শাশুড়ি✍️
#7
Heart 
(২)


নতুন জীবনের সূচনাঃ একটা প্রাইভেট ক্লিনিকের বেডে সুয়ে আছি। পাশে সালাম চাচা বসে। উনি পেশায় রিক্সাচালক---কিন্তু মানবতার দিক দিয়ে অনেক উচু মানের একজন মানুষ। এক্সিডেন্টের সময় আশাপাশের সবাই দৌড়ে আসলেও ক্লিনিক অবধি পৌছানোর দায়িত্বটা সালাম চাচাই কাধে নিয়েছেন। এক মুদির দোকানের হাতে নিজের রিক্সার চাবিটা দিয়ে সিএনজি ভাড়া করে উনি আমাকে ক্লিনিকে নিয়ে আনেন।
 
শুকরিয়া যে জ্ঞান হারাইনি। মাথায় আঘাতের চেয়ে পায়ের হাটুতেই আঘাতটা বেশি। হাটুর উপরের দুই থালা যেন নাই।
“বাপজান তোমার বাসাই কে কে আছে?” সালামা চাচা এ প্রথম আমাকে কিছু প্রশ্ন করলো। নয়তো এতক্ষণ শুধুই ডাক্তার আর আমার আদেশ ই পালন করে গেছে। এটা আনা—সেটা আনা ইত্যাদি।
“চাচা, আমার বউ আর শাশুড়ি।“ মুচকি হেসে উত্তর দিলাম।
“আর বাবা মা?”
“উনারা দেশের বাসাই থাকে চাচা। আমি এখানেই থাকি। এখানেই শ্বশুর বাড়ি। এখনো পড়াশোনাই করছি।“
“তোমার ফোন, মানিব্যাগ সবকিছুই, বাবা ঐযে পাশের টেবিলে আছে।“ উনি আংগুল দিয়ে পাশের টেবিল ইশারা করলেন।
“চাচা আমাকে ফোনটা একটু এনে দিবেন?”
চাচা ফোন আনলে ফোন চেক করি। দেখি ফোন বন্ধ। স্কিন ফেটে চৌচির। চাচাকে বললাম, চাচা আপনার ফোন আছে?
চাচা পকেট থেকে একটা বাটান  ফোন এগিয়ে দিলেন। মিমকে ফোন দিতে হবে। ওরা নিশ্চিত এতক্ষণে টেনশনে শেষ।
বউ এর নাম্বারে কল দিলাম। ফোন রিসিভের পর হ্যালোর পরিবর্তে কান্নাও আওয়াজ পাচ্ছি। বউ কান্না করছে। কোনো মতে বললো,” কে?”
“বউ, আমি রাব্বী।“
“তুমি কোথায়? কি হয়েছে তোমার? ফোন বন্ধ কেন পাচ্ছি তোমার? তোমার কিছু হয়নি তো?” এক দমে বলে গেলো। পাশ থেকে শাশুড়ি কি যেন বলতে শুনলাম। বুঝলাম না। উনি ফোনটা নিয়েই---“বাবা আমি দুঃখিত। আমার জন্যই আজ তুমি নিজেকে ছোট্র করছো। ভুলটা তো আমার ই। তুমি কেন নিজেকে ছোট করছো বলো তো বাবা? আমি তোমার মায়ের মত। মা-ই তো। জানো তুমি চলে যাবার পর থেকে বাসাই মরাকান্না চলছে। তারপর তুমি ফোন বন্ধ করে দিলা। মিম আমাকে সবিই বলেছে।তুমি নিজেকে ছোট ভাবছো। তাইনা বাবা?”
আমার শ্বাশুড়ি গড়গড় করে অনেক কিছুই বললেন। খুব মায়া লাগলো উনার কথা শুনে। বেচারা। এ যেন একজন মায়ের আকুতি। আমি শেষ-মেস উনাকে থামালাম।
 
“আম্মা আমি ক্লিনিকে ভর্তি আছি। বাইক এক্সিডেন্ট করেছি। আপনারা খামোখা উল্টাপাল্টা ভাবছেন। আমার ফোন ভেঙ্গে গেছে।“
ভাবলাম শাশুড়িকে সত্যটা বলে থামালাম। কিন্তু একি! তিনি এবার আহাজারি শুরু করে দিলেন। এ-কান্না কি সে-কান্না। ---"রাব্বী বেটা তুমি কোন ক্লিনিকে আছো? তুমি ঠিক আছো তো বাবা? তোমার কিছু হয়নি তো বাবা?” মা মেয়ের আবারো কান্নার রোল পরে গেলো।
 
কোনো মতে ক্লিনিক, সাথে রুম নাম্বার বলে ফোনটা রেখে দিলাম। পাশ থেকে সালাম চাচা হা করে সব শুনছেন। উনার চোখও ছল ছল করছে।
“চাচা কত টাকা খরচ করলেন ওষুধে?”
“না বাবা থাক। আপনেরে টেকা দেওয়ান লাগতো না। আপনে ঠিক আছেন আল্লাহর কাছে এইটাই হাজার শুকুর।“
সালাম চাচা আজ সারাদিন আমার ভাঙা মনটা বারবার জয় করেই যাচ্ছেন। চাচা আপনে এত ভালো কেমনে? কোন শিক্ষক আপনেরে এই শিক্ষা দিলো চাচা?
 
“চাচা আপনি আমার জন্য যা করেছেন সেটা অমুল্য। কিন্তু চাচা খরচের বেপারটা প্লিজ আমাকে দিতে দিন। চাচা আমি নিজেও ইনকাম করি। সমস্যা নাই।“
“এনকামের জইন্যে বলছিনা বাপজান। খুব বেশি খরচ হয়নি। আপনেরে দেওয়ান লাগতো না। আপনার বাড়িল লোকজনে এহন আসতেসে, আপনি রেস্ট নেন। আমি জায়গা। ঐহানেই আমার রিক্সা পড়ে আছে।“
চাচা উঠে দাড়ালেন। এক কথার মানুষ উনি। কথার মাঝে প্যাচ নাই। সাদামনের।
“চাচা একটু আমার পাশে বসবেন?”
“কিছু বলবেন বাপজান?”
“একটু আসেন। বসেন।“
 
চাচা বসলেন। উনার হাত টা নিজের হাতের মুঠোই নিলাম। নিজের গালে ঠেকালাম। কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমার আব্বা থাকলে এমনটাই করতেন নিজ সন্তানের জন্য---নিঃশ্বার্থ ভালোবাসা। আজ আমার এই বিপদে আব্বাকে পাশে না পেলেও উপরওয়ালা আমাকে আরেকজন আব্বারে পাশে দিসেন। আল্লাহ তুমি মহান।
“বাপজান আপনে কাদেন?”
“না চাচা। এমনিই। আপনাকে দেখে নিজের আব্বার কথা মনে পরলো।“ চোখ দুইটা মুছলাম।
“বাপজনা, কাইদেন না। আল্লাহই বিপদ দিসে। আল্লাহই রহম দিবেন। আল্লহর উপর ভরসা রাইখেন।“
“চাচা আপনার এই ছেলে যদি একটা অনুরোধ করে রাখবেন?”
“কি বাপজান?”
মানি ব্যাগে কিছু টাকা ছিলো। গুনলাম না। পুরো টাকাটাই উনার হাতে ধরিয়ে বললাম, “ চাচা মনে করেন এই ছোট্র উপহারটুকু সন্তান তার বাবাকে দিচ্ছে।সন্তানের উপহার না করে দিবেন?”
 
সরল মনের চাচা। বুঝলাম কথার ফান্দে পরে গেছে।
“বাপজান আপনে অনেক ভালা মানুশ।“
তিনি আর কিছুই বললেন না। টাকাটা নিয়ে পকেটে রেখে দিলেন। আমার দুই গালে হাত দিয়ে, কপালটাকে সামনে এনে মিসমিল্লাহ সহিত কয়েকবার ফু দিলেন। বললেন, আল্লাহ দুরুতই আপনেরে ভালো করে দিবেন।
 
চাচার প্রস্থান লক্ষ করছি। ছোট এই দুনিয়ায়, কত রকমের মানুষের বাস। দিনে আনে দিন খাই মানুষটার মানবতা আজ আমার কাছে মহামূল্যবান ছিলো। মাঝে মাঝে পরিবারের বাইরের কেউ এসে আমাদের জীবনে পরিবারের চাইতেও আপন হয়ে যাই। দিয়ে যাই অফুরান্ত ভালোবাসা। রেখে যাই বুকভরা কিছু স্মৃতি—যা নিয়েই হয়তো সারা জীবন বেঁচে থাকা যাবে।
 
যাক, এতো চিন্তা করা যাবেনা। মাথার পেছন সাইড ব্যাথা করছে প্রচুর। ডাক্তার ব্যাথানাশক ইনিজেকশন দিয়ে গেছেন। ২০ মিনিট পার হয়ে গেছে। তবুও ব্যাথা কমছেনা। শুধুই এক্সিডেন্টের আঘাতের ব্যাথা হলে বোধায় এতক্ষণ কমে যেত!
.................................।।
আধা ঘণ্টার মধ্যে আমার শ্বশুরাল পরিবার হাজির। বউ আর শাশুড়ি।
না আসাটাই ভালো ছিলো। এভাবে কেউ ঝাপটে ধরে? দম আটকে মরেই যাবো বাড়া!
হাইরে মরা কান্না!বাপমরা কান্না। বাপের মৃত্যুতেও এমন কেদেছে কিনা সন্দেহ। বউ এসেই বুকে লেপটে গেছে। মরার কান্না চলছে। শাশুড়ি পাশে দাঁড়িয়ে আমার বাম হাতখানা ধরে আঙ্গুল গুলি নারাচারা করছেন। বউএর মরা কান্নার চোদনে শাশুড়ির মৃদু কান্না চাপা পরে গেছে। কান্নার আওয়াজে কিছুক্ষণের মধ্যেই নার্স এসে হাজির---“আপনারা কি শুরু করেছেন বলেন তো! পুরো ক্লিনিক আপনাদের কান্নার আওয়াজে ভরে গেছে। দয়া করে চুপ করুন। উনি মারা যাননি। বরঞ্চ শুকরিয়া হন যে উনি তেমন ক্ষতির স্বীকার হননি।“
“আমার বরের জন্য আমি কাদবো, তাতে কার কি!” বউ মাথাটা তুলে বিরবির করে বলে আবারো কান্না শুরু করলো। কান্ডো দেখে হাসিও পেলো।
 
“আম্মা আপনি বসেন।“ এতক্ষণ উনার উপস্থিতি কেউ গুরুত্ব দিইনি। বউ এর কান্নার মাঝে উনার চুপিসরে কান্না তেমন প্রকাশ পাইনি কারো কাছে।
“না বাবা ঠিক আছে।“ উনি পায়ের হাটুর কাছে গিয়ে বসলেন। ব্যান্ডেজের উপর হাত রাখলেন। “বাবা খুব বেশিই কি ক্ষতি হয়েছে?”
“না আম্মা। ঐ একটু চামড়া উঠে গেছে। ডাক্তার বেধে দিয়েছেন। ঠিক হয়ে যাবে।“
“বাবা আমাকে মাফ করে দাও। আমার জন্যেই আজ তোমাকে এত কষ্ট পেতে হলো।“ উনি পায়ে এক হাত দিয়ে  মুখ নিচু করে কথাগুলি বললেন।“
“ছি ছি আম্মা আপনি এসব কি বলেন। পা থেকে হাত সরান প্লিজ আম্মা। নয়তো আমার পাপ হয়ে যাবে।“
হাটু থেকে একটু উপরে উনার চোখের দুফোটা পানি পড়লো। উনি নিচ দিকে মুখ করেই চোখের জল ফেলছেন।
“আম্মা আপনি আমাকে পাপের মধ্যে ফেলে দিচ্ছেন।“ আপনি নিজেকে কেন দোষারোপ করছেন বলেন তো?” আমার নিজের ই অসাব্ধানতার জন্য এক্সিডেন্ট করেছি।“
দুনিয়া বড়ই অদ্ভত। তার চেয়েও বড় অদ্ভত মানুষের মন। নিজের মন ছাড়া কার মনে কি চলে, শালা কেউ বলতে পারেনা। উনারা যদি আমার মনের বর্তমান ব্যথাটা বুঝতো তাহলে কি এসব প্রশ্ন করতো? করতো না।
“সোনা তুমি আম্মাকে ক্ষমা করে দাও প্লিজ।“ বউ আমার মুখের কাছে মুখ এনে কাদতে কাদতে বললো।
“জানো, তুমি বাসা থেকে চলে আসার পর আমি আম্মাকে বলেছি যে তুমি লজ্জা পেয়ে চলে গেলে। আর তখন থেকেই আম্মা নিজেকে অপরাধি করে বসে আছে। প্লিজ সকালের ঘটনার জন্য মন খারাপ করোনা। আর লজ্জা পাবার কি দরকার? উনি কি আমাদের পর? উনি তো আমাদের আম্মা---যেই মা আমাদের নিজ হাতেই মানুষ করেছে। তাই প্লিজ সোনা আম্মার সকালের ঘটনার জন্য নিজেকে আর কষ্ট দিওনা। আম্মা তোমার জন্য কত কান্না করেছো জানো? তুমি ফোন ধরোনা, তারপর ফোন বন্ধ---আম্মা তো পারেনা যে কাদতে কাদতে বেহুস হয়ে যাই!”
আচ্ছা আমার আজকের এই পরিস্থিতির জন্য সকালের ঘটনা দায়ী? নাকি অন্য কিছু? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। উত্তর জানা।
“আমার খুব খিদা পেয়েছে। আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো।“ পরিস্থিতি হালকা করার দরকার। উপাই না পেয়ে দুজনকেই কাজে ব্যস্ত করে ফেললাম।
“আম্মু তুমি তোমার জামাই এর কাছে থাকো, আমি এখনি বাইরে থেকে কিছু খাবার কিনে আনছি।“ বউ আমার এক চুল দেরি না করে বাইরে চলে গেলো।
শাশুড়ি আমার এখনো পায়ের কাছেই বসে আছেন। মুখ তুলেন নি এখনো। ডাক দিলাম, “আম্মা।“
উনি মুখ তুললেন। চোখ লাল। জলে টলমল করছে। দেখেই বুকটা হুহু করে উঠলো। ইশ, নিস্পাপ চেহারা। আমার জন্যেই কেদে কেদে নিজেকে নিস্তেজ করে ফেলেছেন।
“আম্মা এদিকে আসেন।“ আমি একটু সরে গেলাম। বাম পাশে  জায়গা করে দিলাম।
“থাক বাবা। আমি এখানেই থাকি।“ উনি পাশে আসতে ইতস্তত বোধ করছেন। লজ্জাই নয়তো অপরাধবোধে।
“আপনি না আসলে আমি রাগ করবো কিন্তু।“ ইমোশনাল গুলি মারলাম।
তাতে কাজ হলো। উনি আমার পাশে আসলেন। বসলেন। আমি উনার ডান হাতটা নিলাম। বুকে সাথে চেপে ধরলাম। বললাম,”আম্মা এখানে আমার আপনারা ছাড়া কে আছে বলেন? আপনিই আমার মা। আপনিই আমার বাবা। আপনিই আমার সব। সকালের ঘটনাটা যদি আমার নিজ মায়ের সাথে ঘটতো তাহলে কি আমি আমার মার থেকে লজ্জাই পালিয়ে বেরাতাম? আপনি বলেন আম্মা?”
উনি ফিস করে উত্তর দিলেন,”না।“
“তাহলে এখানে আপনিও তো আমার একজন মা। নাকি আমাকে আপন সন্তান ভাবতে পারেন না?”
“না বাবা কি বলো তুমি? তুমি তো আমার নিজ ছেলের মতই।“ তিনি তরিঘরি উত্তর দিলেন।
“তাহলে আম্মা আপনিই বলেন, সকালের ঘটনার জন্য যদি সেখানে আমার নিজের মা থাকতো তাহলে তো আমি এমন করতাম না, সেখানে আপনাকেও তো আমি নিজের মা মনেই করি তাহলে কেন আপনার সেই ব্যাপারটার জন্য আমি এমনটা করতে যাবো?” দিলাম লম্বা যুক্তি মেরে।
উনি যুক্তির সাথে সহমত। তবুও , নারির মন তো!
“তবুও বাবা, আমার উচিৎ ছিলো নক করে রুমে ঢোকা।“
উনি দেখছি কথা তুলে ধরলেন। যাক, উনার কথার রেস ধরেই কথা এগোনো উচিৎ। তাতেও যদি উনার মেয়ের অতীত কার্যকলাপের স্মৃতি থেকে নিজেকে কিছুটা সময় দূরে রাখতে পারি।
এক্সিডেন্টের আঘাত আমার কাছে এখন তুচ্ছ–মিমের অতীত মেমোরীর যন্ত্রনার থেকে। ভাবা যাই! কেমনে পারে একজন ছেলে এতো সুন্দর একটা মেয়ের সাথে ভালোবাসার নামে নস্টামি করতে? আমি তাদের কথোপকথোনের যতটা পেয়েছি তাতে ছেলেটির মধ্যে ভালোবাসা নামের কিছুই পাইনি। তার প্রতি কথাতেই একটা যৌন নেশার আভাস ছিল। যেন সে সারাক্ষণ ই যৌনতার জগতে থাকতো। মিমের থেকে প্রতিটা ছবি নেবার পেছনে ছিলো ইমোশনাল ব্লাকমেইল। আর এদিকে গরুর বাচ্চা গরু তার প্রতিটা টোপে পা ফেলতো।
“কি হলো বাবা, আবার মন খারাপ করে নিলে?” শাশুড়ি আমার চিন্তায় ছেদ ফেললেন। বর্তমানে ফিরে আসলাম।
“আচ্ছা আম্মা একটা প্রশ্ন করতে পারি?”
“হ্যাঁ বাবা করো।“
বাইরে থেকে মিমের কন্ঠ শুনতে পাচ্ছি। কার সাথে ফোনে কথা বলতে বলতে আসছে। আমি ফিস ফিস করে আমার শাশুড়িকে বললাম,”আম্মা এসব কথা আমরা আলদা কোনো এক সময় করবো। এখন না। আপনার মেয়ে আসছে। সে শুনলে লজ্জা পাবে। বুঝেন ই তো সেই মুহুর্তে সে কেমন অবস্থাই ছিলো। আসল সত্য কি জানেন---সকলের ঘটনাই সবচেয়ে বেশি লজ্জা পেয়েছে আপনার মেয়ে। কিন্তু সে আপনার সাথে অভিনয় করে চলছে যাতে আপনি বুঝতে না পারেন। আমি বাইরে চলে আসার মূল কারণ ই আপনার মেয়ে। সে এতটাই লজ্জার মধ্যে পরেছিলো যে তাকে কিছুক্ষণ আপনার সাথে একা রাখার জন্যেই বাইরে আসা। ভাবলাম আমি জামাই মানুষ, কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। আর দেখেন এসেই এক্সিডেন্ট করলাম। তাছারা আরো ম্যালা কথা আছে এখন বলা যাবেনা। আপনার মেয়ে শুনলে আরো লজ্জায় শেষ হয়ে যাবে। আর শুনেন, আমি তার এসব গোপন কথা আপনাকে বলে দিয়েছি, মিমকে প্লিজ বইলেন না। বেচারি তাহলে লজ্জাই মরেই যাবে। সকালে আসলেই মিমের কোনোই দোষ ছিলোনা। প্রথমে এসে দেখলেন তো সে ঘুমাচ্ছিলো। কিন্তু আমিই দরজা খোলা রেখে বেহুশের মত তাকে…..” পাগলের মত কি বলছি নিজেও জানিনা। মানসিক ও শারিরীক দুই আঘাতে মাথা বোধায় গেছে!
“ঠিকাছে বাবা, এসব কথা বাড়িতে গিয়ে আলোচনা কইরো।”
“তখন আপনি আমাদের এই অবস্থায় দেখার পর আপনার মেয়ে কি বলছিলো জানেন?”
আমি আবারো তরিঘরি প্রশ্নটা ছুরে দিলাম। পাগলের প্রলাপ বকছি। তবে কি বকছি নিজেও বুঝছিনা।  এখনো মিম রুমে ঢুকেনি।
“কি বলছিলো?”
শাশুড়ির মনের মধ্যে টানটান উত্তেজনা। সাথে লজ্জা। লজ্জামিশ্রিত প্রশ্নসুলভ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি বলেছিলো তার মেয়ে তা জানার জন্য।। আমি মনে মনে হাসলাম। শালার দুঃখের দিনেও হাসি পাচ্ছে। কি বলতে কি বলে ফেললাম। এখন কি উত্তর দিব তাই তো মনে আসছেন। উপাই না পেয়ে—
শাশুড়িকে হাতের ইশারা দিয়ে চুপ থাকতে বললাম। কারণ মিম দরজার সামনে।
শাশুড়ি চুপ। আমিও চুপ। দুজনের ঠোটের কোণে এক চিলকি হাসি। মেয়ে আসছে দেখে আমার হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিলেন। মনে হয় লজ্জা পেলেন। তবে মনে হলো উনার মন থেকে অপরাধবোধটা চলে গেছে। 
 
এই ভালো কাজটা করতে পেরে নিজের ও ভালো লাগছে। হোকনা তা মিত্থের আশ্রয় নিয়ে। আমার একটা মিত্থেতে যদি একজন মানুষের মনের ভেতর বিরাট এক মিত্থা অপরাধবোধ দূর হয়---তবে সেই মিত্থা আমি হাজারো বার বলতে রাজি।
..........................................।।
“যে নাম্বার থেকে তুমি ফোন করেছিলে সেই নাম্বার থেকে একটা ফোন এসেছিলো। বললো ওখানে নাকি একটা ব্যাগ ছিলো।” 
রুমে ঢুকেই মিম বললো।
 
“সর্বনাশ!!! আমার ব্যাগ! আমি তো ভুলেই গেছিলাম। ব্যাগে আমার ল্যাপটপ, আম্মার ফোন, আরো কতকি যে আছে! দেখি তোমার ফোনটা দাও জলদি।”
 মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেলো। ল্যাপটপ হারালে সব শেষ। অনেক ডকুমেন্ট হারাই যাবে—যা এখনো ড্রাইভে নাই।
 
মিমের থেকে ফোনটা নিয়ে উক্ত নাম্বারে আবার কল করলাম। দেখলাম সালাম চাচার কণ্ঠ।
“চাচা ব্যাগটা কি ঠিকঠাক আছে?”
“হ্যাঁ বাপজান। পাশের যে দোকানে তোমার হুন্ডা(বাইক) রেখেছো সে দোকানদার রাস্তা থেকে তুলে রেখেছিলো। আমি আইতাসি বাপজান তোমার ব্যাগ লইয়া।” 
 
 
উফফফ, যাক বাঁচলাম। চাচা আপনে মানুষ নন। ফেরেস্তা। মনে মনে শুকরিয়া আদায় করলাম।
বউ বললো, “নাও ব্যাগের চিন্তা বাদ দাও। আগে খেয়ে নাও।”
 
মিম বেদানার ফল গুলি দুইটা দুইটা করে আমার মুখে দিচ্ছে। আমি খাচ্ছি। মাঝে মধ্যে একবার গালে হাত দিচ্ছে। চুলে হাত দিচ্ছে। কপালে একটা ছোট্র ব্যান্ডেজ আছে—সেটাতে আসতে করে হাত দিচ্ছে। কত কি যে করছে। সাথে বিরবির করছে—-ইশশ কত লেগেছে আমার বরটাকে। কত করে বললাম বাইরে যেওনা। শুনলোনা আমার কথা। এখন এত যে কষ্ট পেলে, এই কষ্টটা কে ভোগ করছে? আমার লজ্জাবতী স্বামিটা………।
 
বউ আমার নিজ মনে বিরবির করেই যাচ্ছে। বউ এর কথাই ঠিক। বাইরে না গেলে আজ আমার জীবনটা এমন হয়ে যেতনা। এক্সিডেন্টের আঘাতের কাছে আমার মনের আঘাত আজ মাথা তুলে দাড়াতোন। 
আমার সাজানো স্বপ্নগুলি এলোমেলো হতোনা। যে মানুষটাকে কলিজার মধ্যে বসিয়ে রাখছিলাম,সে মানুষটাকে আজ সেই কলিজাই কল্পনা করতে কলিজাতে ব্যাথা অনুভব করতাম না। বউ আমার ঠিক ই বলেছে—-বাইরে না গেলে এত কষ্ট আমার জীবনে আসতোনা।
 
আজ থেকে ঠিক এক বছর আগেই এই নিষ্পাপ মেয়েটি অন্য এক ছেলের বাহুডোরে সুয়ে ছিলো। উলঙ্গ হয়ে। কতটা বিশ্বাস অর্জন হলে একজন মেয়ে তার ১৮ বছরের যৌবন নি:সঙ্কচে, নির্ভয়ে অন্য এক পুরুষের হাতে–---তাও আবার বিয়ে বহির্ভুত–---তুলে দিতে পারে!
ছবিতে বাকগ্রাউন দেখে মনে হইছিলো তারা কোনো এক  হোটেলে উঠেছিলো সময় কাটানোর জন্য। না না, নস্টামির জন্য। ছবিগুলো একদম জীবন্ত ছিলো। দুজনের মুখে ছিলো বিশ্ব জয়ের ছাপ। দুধ গুলো যেমন দেখলাম ছবিতে,,বাসর রাতে তেমনি ছিলো দুধের সেপ। ৫মাস সম্পর্কের পর আজ দুই মাস চলছে আমাদের সংসার। তবুও একটি বারের জন্যেও টের পাইনি যে মিম তার এক্সের সাথে এতো কিছু করেছে–---না শরিরে, না মনে।
এতোটা নিয়ন্ত্রণে কিভাবে থাকতে পারে একটা মেয়ে!
 
শুনেছি, মেয়েরা যাকে প্রথমবার মন দিয়ে ফেলে তাকে কোনোদিন ও ভুলেনা। সেখানে শরীর পর্যন্ত বিলিয়ে দিয়েছে। হ্যা এটাকে শরীর দেওয়াই বলে। সেক্স মানে শুধু ভাজাইনাল ওয়ালে লিঙ্গ সঞ্চালন-ই না। সেক্স মানে এর বাইরেও আরো অনেক কিছু। এতো কিছু হবার পরেও এই ৭ মাসে তার মুখ থেকে কখনোই তাদের অতীত ভালোবাসার কোনো কথা শুনিনি। অনেকবার ই তার সাথে তার এক্স নিয়ে মজা করেছি। কই কখনো তো তাকে সে ব্যাপারে চুপ ই থাকতে দেখেছি।
 
কি ভাবছি উলটা পালটা সব। মেয়ে তার এমন জঘন্য অতীত কিভাবে স্বমির সাথে বলবে? কোনোদিন ই তারা তা করবেনা। বলা উচিত ও না। কিন্তু আজ আমার সাথে যেটা ঘটে গেলো–---তা? এটাকে আমি কিভাবে সামলাবো? এতকিছু দেখার পরেও মিমকে আবার আগের নজরে দেখবো কিভাবে? 
 
ঢাবিতে পড়াশোনা করেও---যেখানে আধুনিকতার জোয়ার বইছে---সেখানে ৪টি বছর থেকেও একটা প্রেম করিনি। প্রেম করে বিয়ে হচ্ছে এমনটা নজির খুব কম আমাদের সমাজে।
তাহলে যাকে বিয়েই করতে পারবোনা তাকে প্রেম করবো কেন??? মন কি এতই সস্তা? এক মন কজন মানুষকে দেওয়া যাই??? এমন উল্টাপাল্টা ম্যালা যুক্তি মাথায় ঘুরতো গত চারবছর। মিমের সাথে সম্পর্ক হবার পেছনে তার বিয়ের প্রোপোজাল। সাথে বাচ্চাসুলভ ফেস। এছারাও তার অতীতের কাহিনি শুনতে শুনতে একটা সময় তার প্রতি এক ধরনের সিমপ্যাথি তৈরি হয়ে গেছিলো। 
 
 
শুনে বুঝে মনে হলো–-কনজার্ভেটিভ পরিবারের মেয়ে, লুকিয়ে হয়তো প্রেমটেম করেছে---কি আর করেছে---মাকে লুকিয়ে মায়ের ফোন থেকেই দুচারটা কথা বলেছে। মিমের গল্প শুনে আমার এমনটাই মনে হয়েছিলো। কিন্তু তলে তলে যে এত কিছু---কে জানতো!
নিজের মনকে যতুই এদিক সেদিক ঘোরানোর চেস্টা করিনা কেন, বারবার একটা চিন্তাই মাথাই ঘুরছে----আচ্ছা, মিমের অতীত নিজ চোখে দেখার পর আর আগের মত তাকে গ্রহন করতে পারবো তো?
পারবো তো তার শরির ছুতে? শরির ছুয়ে ফিল নিতে? এই দুইটা মাসে যে শরিরটা ছিলো আমার সুখের জান্নাত। আজকের পর থেকে সেই জান্নাতকে আর জান্নাত ভাবতে পারবো তো! হাদিস কোরান নাকি বলে---তোমরা যেমন, তেমন সঙ্গী হবে তোমাদের। আজ এসবের পর ঐসব কথা আর বিশ্বাস হবে? নাকি বিশ্বাস করা উচিত?
 
আল্লাহ কোন পাপের শাস্তি আমাকে দিলো? ঢাকা শহরে এরা দুজন ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। সারা জীবন এদের সামনেই থাকতে হবে। পারবো তো আগের মত তাদের সাথে মিশতে? গলাটা ভারি হয়ে আসছে খুব। মা পাশে থাকলে মাকে জরিয়ে ধরে কাদতাম খুউউউব। আমার কান্না দরকার। চিৎকার দিয়ে কান্না। হুমায়ুন আহমেদ বলেছে কাদলে নাকি মন হালকা হয়। বুকের মধ্যে এক পাহাড় সমাস ভাড়ি। এসব ভাবলে শ্বাস নিতেও গলা জরিয়ে আসে। চোখ ছল ছল করে উঠে।
 
“সোনা তুমি আবারো চোখের জল ফেলছো? তুমি আর একবার চোখের জল ফেললে দেখো আমি নিজেকে কিভাবে শেষ করি! তোমার কিছুই হয়নি সোনা। সব ঠিক হয়ে যাবে। আমার ই ভুল হয়েছে তোমাকে বাইরে আসতে দিয়ে। জোর করে আটকানো দরকার ছিলো। তুমি আর এক ফোটাও চোখের জল ফেলবেনা। আম্মা তোমাকে নিজের সন্তানের মত দেখে। তাই সকালের ঘটনার জন্য আম্মার কাছে লজ্জা পাবার কিছু নাই।” 
 
মিমের হাতের একটা বেদানা প্রাই শেষ। ওড়নার আচল দিয়ে আমার চোখ দুটো মুছে দিলো। কপালে একটা চুমো খেলো–---”আমার লক্ষ্মী সোনা। তোমার কিছুই হয়নি। সব ঠিক হয়ে যাবে। একটু উঠে বসো তোমার জন্য ফেবারিট একটা খাবার এনেছি”। বলেই মিম মুচকি হাসলো।
 
“কি এনেছো?”
“গেস করো তো।”
“গেস করার মত মাথা হয়ে নাই।”
“ওয়েট।” মিম খাবারের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলো। কাচ্চির প্যাকেট। সত্যিই আমার পছন্দের একটা আইটেম। কাচ্চি দেখে জিবে জল এসে গেলো। শালার কি আছে জীবনে–----আগে পেটের শান্তি দরকার। সারাদিন কিছুই খাইনি।
 
উঠে বসতে যাবো,দেখি শাশুড়ি আমার পায়ের শেষপ্রান্তে গিয়ে বসে আছে। পায়ের আংগুল গুলি নেরেচেরে দিচ্ছেন।
 
“আম্মা আপনি পায়ের কাছে আবার চলে গেছেন। এদিকে আসেন তো। আপনি পায়ের কাছে থাকলে আমার পাপ হবে।”
 
“থাক বাবা, তুমি খেয়ে নাও। আমার সমস্যা নাই।”
 
আপনার সমস্যার কথা কে বললো??? আমাকেই অসস্থি লাগছে। তার বাচ্চামি দেখে  নিজেরি অসস্থি লাগছে।
 
 
“আম্মা আপনি এখানে এসে বসেন।” পাশে জায়গা করে দিলাম।
 
মিম প্যাকেটটা খুলে আমাকে খাওয়ে দিলো। এরি মাঝে সালাম চাচা হাজির।
 
“আপনের পরিবার চলে এসেছে দেখছি।” 
“আসেন চাচা ভেতরে। আম্মা, উনি হচ্ছেন সালাম চাচা। উনিই আমাকে ক্লিনিকে এনে ভর্তি করিয়েছেন। অনেক ভালো মানুষ উনি।” আম্মাকে বললাম।
 
আম্মা উঠে দাড়ালেন। সালাম চাচাকে সালাম দিলেন। বসতে বললেন।
 
সালাম চাচা ব্যাগটা আম্মার হাতে দিলেন।
“বাপজান, এহন শরিরটা কেমন আপনার?” সালাম চাচা জানতে চাইলেন।
“চাচা এখন আলহামদুলিল্লাহ। একটু পর চলে যাবো।”
 
এই ফাকে শাশুড়ি কথা শুরু করলেন—”আপবার প্রতি অনেক অনেক কৃতক্ষতা ভাইসাব। আপনি আমার জামাইকেই শুধু বাচাননি। আমাদের পরিবারকেই বাচিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইসাব।
 
সালাম চাচার মত লোকেরা “ধন্যবাদ” শব্দটা বুঝেনা। তারা নগদে সাহায্য করতে ভালোবাসে। প্রতিদানে কিছুই চাইনা–---না পারিশ্রমিক, না ধন্যবাদ। খোদাতালা এই মানুষদের অন্যরকম কলিজা দিয়ে পাঠিয়েছে। সার্টিফিকেট ধারি বহুসংখ্যক ইতোরদের মাঝে এই পৃথিবীকে ব্যালেন্স করতে সালাম চাচাদের মত কিছু মানবতা সম্পন্ন কিছু মানুষ দিয়েছেন। এরা পৃথিবীতে আছেন বলেই পৃথিবী ব্যালেন্সে চলছে।
নয়তো পাপের ভরে দুনিয়ে উলটে যেত।
 
ধন্যবাদ শুনে সালাম চাচা কিছু বললেন না। তিনি চলে যেতে চাইলেন। বাইরেই রিক্সা রেখে এসেছে। শাশুড়ি আবারো উনাকে আটকালেন।
 
“ভাইসাব এখানে আপনার বাসা কোথায়? থাকেন কোথায়?”
“আপা আমার বাসা নাই। ঐ সামনের ফ্লাইওভাবের নিচে সুই।”
 
ইশশ, অথচ এই মানুষটার থাকার জায়গাটাও নেই????? কি নিদারুণ নিয়ম এই দুনিয়ায়। ইতোর প্রাণিদের থাকার জায়গায় অভাব নাই। অথচ এই লোকের ঘুমানোর জায়গাই নাই???
 
“আপনি কি করেন?” 
“আপা আমি রিক্সা চালাই। ভাড়াই। সন্ধ্যা হলে অফিসে জমা দিয়ে দিই।”
 
 
“আর আপনার দেশের বাসা?”
 
“ময়মনসিংহ।”
 
“আপনার পরিবারে কেউ নাই।”
 
“বিবি ছিলো,  ৭মাস হলো মারা গেছে।”
 
“আর আপনার ছেলে মেয়ে?”
 
“ওদের খোজ জানিনা আপা।”
 
“জানেন না মানে?”
 
“ওরা আমাদের সাথে থাকেনা। আলাদাই থাকে। দুই ছেলে। আলাদা খাই। আমরা দুই বুড়াবুড়ি বাসাই একাই থাকতাম। এলাকাই বুড়া লোককে কেউ কাজে নেইনা। তাই এক বছর হলো ঢাকাই আইসি। এখানে কাজের অভাব নাই।”
 
নিজের অজান্তেই বুক ভারি হয়ে আসলো আমার নিজেরি। চাচা কি শুনালো এসব! চাচার কেউ নাই? নিজ সন্তানেরাও খেতে দেইনা??? এই রকম একজন ফেরেস্তাকে নিজ সন্তান কিভাবে এমন অমানবিক কাজ করতে পারে? আমরা ৩টা মানুষ চাচার দিকে তাকিয়ে। শুনছি উনার জীবনের কথা। কি নির্মম এই দুনিয়া। নিজ জীবনের গল্প বলতে বলতে চাচার চোখে জল এসে গেছে।
দেখলাম শাশুড়ি শাড়ির আচল দিয়ে চোখ মুছলেন। অনেক নরমমনা আমার শাশুড়ি।
“ভাইসাব, একটা অনুরোধ করবো, রাখবেন?”
 
শাশুড়ি আবার চাচাকে কি অনুরোধ করবে?
 
“জি আপা বলেন।”
 
“আগে কথা দিতে হবে, আপনি আমার অনুরোধটা রাখবেন।”
 
“আচ্ছা আপা বলেন।”
 
 
“ভাইসাব আপনি আজ থেকে আমার বাসাতেই খাবেন। ৩বেলা। সময় করে আসবেন, এসে খেয়ে যাবেন। আর রাত্রে ওইখানে শোয়ার দরকার নাই। আমার বাসাই অনেক রুম ফাকাই পরে থাকে। রাত করে আমাদের বাসাতেই থেকে যাবেন।এটা আমার অনুরোধ। প্লিজ না করবেন না।”
 
ভেতরটা যেন হালকা হয়ে গেলো শাশুড়ির কথা শুনে। মনে হলো দৌড়ে গিয়ে শাশুড়ির পায় ছুয়ে সালাম করে আসি। সত্যিই মনটা হালকা হয়ে গেছে শাশুড়ির এমন সিদ্ধান্ত শুনে। মিমের দিকে তাকিয়ে ঠোটের কোণে একটা হাসি দিলাম। ইশারাই বুঝাই দিলাম—শাশুড়ি চমৎকার এক সিদ্ধান্ত নিয়েছে।
 
বউ আমার ইশারা বুঝতে পেরে নিজেও মায়ের সাথে যোগ দিলো—”হ্যা চাচা, প্লিজ না করবেন না। আজ থেকে আপনি আমাদের বাসাতেই খাবেন,থাকবেন। নিজের মানুষ ই ভাববেন আমাদের।”
 
সালাম চাচা আমার দিকে তাকালেন। আমি হ্যা সূচক মাথা ঝাকিয়ে ইশারা দিলাম। 
 
সালাম চাচা নিরুপাই হয়ে “আচ্ছা ঠিকাছে” বলে শাশুড়ির অনুরোধ মেনে নিলেন।
 


আমার দুনিয়া
অসমাপ্ত আত্মজীবনী
*******************************
party2.gif
[+] 8 users Like Ra-bby's post
Like Reply


Messages In This Thread
RE: আমার দুনিয়া - by Helow - 28-10-2025, 03:51 PM
RE: আমার দুনিয়া - by Ra-bby - 28-10-2025, 04:49 PM
RE: আমার দুনিয়া (দিনদিন প্রতিদিন) । - by Ra-bby - 28-10-2025, 08:16 PM



Users browsing this thread: Amipavelo, Ayaat, 12 Guest(s)