28-10-2025, 02:53 PM
এবার বুঝেছি ভাই , তবে এবারো আমার উত্তর একি থাকবে । একজন rebel teenage ছেলে বা মেয়ের দৃষ্টি থেকে যদি দেখেন , তাহলে কিন্তু খুব বেশি খারাপ লাগবে না , আমিও অনেক বার আমার বাবা মায়ের উপদেশ গুলো কে ব্যাঙ্গ করে লেকচার বলেছি । এর জন্য বাবার হাতে মাইর ও খেয়েছি । তবে রানী আর রাজীবের ক্ষেত্রে একটু অন্য রকম লাগছে কারন । রাজিব ওর বাবা নয় , ভাই , তাও প্রায় সমবয়সি ভাই। রাজীবের জন্য এই ধরনের আচরন সহ্য করা বাদ্ধতামুলক নয় । তবুও বেচারা করছে । আমার বাবা তো আমাকে মাইর দিতে পেড়েছে , রাজিব সেটাও পারছে না । এর জন্য আপনার রাজীবের প্রতি সাহানুভুতি জাগা স্বাভাবিক ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)