6 hours ago
(Yesterday, 11:32 PM)mukta02 Wrote: রাণীর সব খানেই রাজীবকে লাগে, রাজীব ছাড়া অচল, আবার ওই সব সময় রাজীবকে অবজ্ঞা করে, চুচ্ছ তাছিল্য করে। সরাসরিতো করেই মোনে মোনেও করে। এটা আমার হৃদয়ে বেদনার জন্ম দিলো অনেক। তবে রাজীব আসলেই এতো অপমান ডিজার্ভ করেনা।
নারে ভাই , আমার মনে হয় আপনি রানীকে একটু ভুল বুঝেছেন , তুচ্ছ তাচ্ছিল্য নয় । লাস্ট আপডেটে তো নয় ই ।ঐ যে বোকা বলেছে সেটা তুচ্ছ করে বলেনি । আমরা নিজদের অতি পরিচিত কাছের মানুষ ,যাদের আমরা ভালোবাসি , তাদের কিন্তু একটু বোকাই মনে করি । একটু ভেবে দেখবেন আমার এই পয়েন্ট টা ।
যেমন আমার কথাই ধরেন না ,আমার যখন ১৫-১৬ বছর বয়স তখন থেকেই আমি আমার মা কে বোকা মনে করি । কারন অনায়েসে আমি তাকে বোকা বানাতে পারি ।এমন কি আমার চেষ্টা ও করতে হয় না , উনি নিজেই বোকা বনে যায়। এমন এমন কাজ আমি করি , যা উনি বিশ্বাস ই করবে না আমি করতে পারি । এর জন্য তো আমি তাকে তুচ্ছ করি না । বরং আহ্লাদ করে বোকা ভাবি । সে কি বোকা ? না সে ভীষণ বুদ্ধিমান ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)