26-10-2025, 11:41 PM
(This post was last modified: 29-10-2025, 02:19 PM by Subha@007. Edited 3 times in total. Edited 3 times in total.)
পর্ব -৫
দশম অধ্যায় :- বিয়ের দিন
তারিখ :- ১৭ ই নভেম্বর, ২০২৪ রবিবার
সময় :- সকাল ৭ টা
আজ সকাল থেকে দুই বাড়িতেই বেশ ধুমধাম করে পালন হতে শুরু করেছে বিয়ের অনুষ্ঠান। এক এক করে বিয়ের সমস্ত নিয়ম পালন হতে শুরু হয়েছে। দধিমঙ্গল, গায়ে হলুদ, বৃদ্ধি সব এক এক করে হচ্ছে। আদিত্যর বাড়ি থেকে ওর ভাই আর কিছু আত্মীয় মিলে মধুশ্রীদের বাড়িতে নিয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব। মধুশ্রীর বাবা মৃন্ময় বাবু তাদের সবাইকে আপ্যায়ন করছেন। বেশ জমজমাট পরিবেশ মধুশ্রী দের বাড়িতে। এদিকে আদিত্যর বিয়ে হচ্ছে ওর কেনা ফ্ল্যাট থেকেই। আদিত্যর রিসেপশন এর জন্য একটা বড়ো ভবন ভাড়া করা হয়েছে। আর দুদিন পরেই সেই ভবন বিভিন্ন রকম আলোয় চকমক করবে সঙ্গে হবে বহু মানুষের সমাগম। যাইহোক এবার আদিত্য বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আজ গোধূলি লগ্নে আদিত্য আর মধুশ্রীর বিয়ে হবে। সবাই মেতে আছে আজ বিয়ে নিয়ে, সবাই যেন খুব তাড়াহুড়ো করছে। যে যার নিজের পছন্দের সাজ সাজবে। মধুশ্রীর বাড়ির লোকের তো ভীষণ আনন্দ। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঠিক বিকাল সাড়ে চারটের সময় আদিত্য বরের গাড়িতে চেপে বিয়ে করতে বেড়োলো। আর কিছুক্ষনের পরে বরযাত্রীর গাড়িও বেড়িয়ে পড়বে। ঠিক ছয়টায় আদিত্য বরের সাজে পৌঁছে যায় মধুশ্রীর বাড়িতে।
এদিকে বিয়েবাড়িতে তো লোকজনের ভীষণ ভিড়। বনেদি বড়োলোক বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খাবার দাবার এর আয়োজনও হয়েছে প্রচুর। চারিদিকে কত কিছুর স্টল বসেছে। ক্যামেরাম্যানরা ফটো আর ভিডিও শুট করতে ব্যাস্ত। আলোয় ভরে গেছে চতুর্দিক। বর আসার পর তো হৈচৈ আরো বেড়ে গেছে। প্রচুর পটকা বাজি ফাটানো হচ্ছে। আদিত্যকে ওর শাশুড়ি মা বরণ করলেন। তারপর সবাই মিলে আদিত্যকে কাঁধে তুলে বরের বসার ঘরে নিয়ে গেলো। আদিত্যকে ওর সব শালীরা ঘিরে ধরেছে। সব জিজু জিজু করে পাগল। যেন মনে হচ্ছে মধুশ্রীর আগে ওরাই সবাই আদিত্যকে বিয়ে করে নেবে। এদিকে মধুশ্রীও বসে আছে কখন তার হবু স্বামীকে দেখবে সেই আশায়। যদিও ওদের দুজনের দেখাশোনা করেই বিয়ে হচ্ছে। তবুও এই কয়েকমাসে আদিত্যর অনেকটা কাছে চলে এসেছে মধুশ্রী।
বেশ কিছুক্ষন বসার পর আদিত্যর ডাক পড়ে। এদিকে বরযাত্রীর লোকেরাও এক এক করে প্রবেশ করছে। দেখতে দেখতে বিয়ের লগ্ন চলে আসে। এদিকে তার আগে রেজিস্ট্রি ম্যারেজ এর জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসার ও চলে আসেন। দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাবার পর ছাতনা তলার দিকে এগিয়ে যায় ওরা দুজন।
আদিত্য আজ যেন মধুশ্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। একটা লাল রঙের বেনারসী শাড়িতে দুর্দান্ত লাগছে মধুশ্রীকে। ব্রাইডাল মেকআপ এ মধুশ্রীকে আলাদাই সুন্দরী লাগছে দেখতে। ম্যাচিং করে লাল রঙের সব কিছু পড়েছে মধুশ্রী। লাল বেনারসীর সঙ্গে লাল ব্লাউস। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক, তার ওপর দিয়ে জবজবে লিপগ্লোস। পায়ের জুতোটাও লাল। চোখে কাজল, লাইনার, মাসকারা। চোখের পাতায় লাগানো রয়েছে লাল রঙের আই শ্যাডো। আই ল্যাশ ও লাগানো রয়েছে চোখে। মধুশ্রীর গোটা মুখে লাগানো আছে ফাউন্ডেশন আর ফেস পাউডার। তারসাথে ওর গালে লাগানো আছে লাল রঙের ব্লাশার। হাতে সুন্দর করে মেহেন্দি করা, হাতের আঙুলের নখে লাল নেইলপলিশ দিয়ে নেইল আর্ট করা রয়েছে। পায়ের পাতায় লাল আলতা। পায়ের আঙ্গুল গুলোতেও লাল নেইলপলিশ দিয়ে নেইল আর্ট করা রয়েছে। মাথার চুলটা সুন্দর করে খোঁপা করে হেয়ারপিন দিয়ে বাঁধা রয়েছে আর চুলের খোঁপায় লাগানো রয়েছে জুঁই ফুলের মালা। মধুশ্রীর শরীর থেকে মিষ্টি পারফিউমের একটা সুন্দর গন্ধ আসছে। উফঃ কি সেক্সি দেখতে লাগছে মধুশ্রীকে। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়।
আদিত্য যেন মধুশ্রীর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। মধুশ্রীও আদিত্যর দিকে বার বার চোখ ফিরিয়ে দেখছে। দুজন দুই পিঁড়িতে বসে রয়েছে এই মুহূর্তে। এরপর পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়তে শুরু করলেন। এক এক করে আশীর্বাদ, কন্যাদান, সাত পাক ঘোড়া, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান সব হলো। বিয়ে সম্পন্ন হয়ে যাবার পর বর কনে দুজনেই খেতে গেল। তখন অনেকটাই রাত হয়েছে।
তারপর বাসর রাতে অনেকেই অনেক মজা করলো। আদিত্যর শালীরা ওর জুতো লুকিয়ে আদিত্যর কাছ টাকা আদায় করলো। আদিত্যর কিছু বন্ধু আর আদিত্যর ভাই বোনরাও অনেক মজা করলো রাতে। পরের দিন সকালে কন্যা বিদায়ের পালা। মধুশ্রীর বাড়ির সকলের চোখে জল। তাদের পরিবারের একমাত্র আদুরে মেয়ে আজ অন্যের সংসারে চলে যাবে। সে এক অজানা সংসার, কেউ জানে না কি হবে সেখানে। নতুন সংসারে মধুশ্রী কতটা মানিয়ে নিতে পারবে সেটা কেউ জানে না। তবুও এটাই নিয়ম, বরাবরের মতো চলে আসছে। তাই সব দুঃখ ভুলে এখন ভালোয় ভালোয় মেয়েকে বিদায় দিতে হবে। মধুশ্রীরও চোখের কোণে জল এসে গেছে। আদিত্য আর মধুশ্রী এবার গাড়ি করে বেড়িয়ে পড়লো কলকাতার উদ্দেশ্যে।
একাদশ অধ্যায় :- কালরাত্রি
তারিখ :- ১৮ ই নভেম্বর, ২০২৪ সোমবার
সময় :- সকাল ৯ টা বেজে ৩০ মিনিট
পরের দিন ঠিক সকাল সাড়ে নয়টায় আদিত্য আর মধুশ্রী পৌঁছে যায় কলকাতার ফ্ল্যাটে। ফ্ল্যাটের সবাই নববধূকে ঘরে তোলার ব্যবস্থা করে। আদিত্যদের অনেক আত্মীয় এসেছে। নববধূর বরন হবে এবার। আদিত্যর মা অদিতি দেবী মধুশ্রীকে বরন করলেন। দুধে আলতার থালায় পা দিয়ে সাদা কাপড়ের ওপর দিয়ে হেঁটে চলেছে মধুশ্রী। মনে একটু ভয় ভয় পাচ্ছে ও। যদিও মধুশ্রীর এক বোন নৃৎকনে হিসাবে এসেছে ওর সাথে। আদিত্যর ঘরে যেন স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করলো। এরপর সবাই নবদম্পতিকে আশীর্বাদ করলো। ফ্ল্যাটের সব লোক মধুশ্রীকে দেখতে এসেছে। মধুশ্রীর রূপ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। সবাই মধুশ্রীর রূপের প্রশংসা করলো। ফ্ল্যাটের সবাই বলাবলি করছিলো যে আদিত্যর কপাল খুব ভালো তাই মধুশ্রীর মতো মেয়েকে সে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছে। এরপর শ্বশুর বাড়ির এক একটা নিয়ম পালন করলো মধুশ্রী। যেমন দুধ উঠলানো, মাছ ধরা, আংটি খোঁজার খেলা আরো অনেক কিছু। এরপর বর বধূকে আলাদা করে দুজনকে পৃথক ঘরে পাঠানো হলো। আজ কালরাত্রি। বর আর বৌয়ের পরস্পরের মুখ দেখা আজ নিষেধ। মধুশ্রীর সাথে রাতে ওর বোন আর এক ননদ শুলো। রাতে তারা অনেক গল্প করলো। পরের দিন বৌভাতের অনুষ্ঠান আছে বাড়িতে। তাই সবাই কাল খুব ব্যাস্ত থাকবে। খুব বেশি দেরী না করে ওরা সবাই ঘুমিয়ে পড়লো।
চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন...
ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন...
দশম অধ্যায় :- বিয়ের দিন
তারিখ :- ১৭ ই নভেম্বর, ২০২৪ রবিবার
সময় :- সকাল ৭ টা
আজ সকাল থেকে দুই বাড়িতেই বেশ ধুমধাম করে পালন হতে শুরু করেছে বিয়ের অনুষ্ঠান। এক এক করে বিয়ের সমস্ত নিয়ম পালন হতে শুরু হয়েছে। দধিমঙ্গল, গায়ে হলুদ, বৃদ্ধি সব এক এক করে হচ্ছে। আদিত্যর বাড়ি থেকে ওর ভাই আর কিছু আত্মীয় মিলে মধুশ্রীদের বাড়িতে নিয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব। মধুশ্রীর বাবা মৃন্ময় বাবু তাদের সবাইকে আপ্যায়ন করছেন। বেশ জমজমাট পরিবেশ মধুশ্রী দের বাড়িতে। এদিকে আদিত্যর বিয়ে হচ্ছে ওর কেনা ফ্ল্যাট থেকেই। আদিত্যর রিসেপশন এর জন্য একটা বড়ো ভবন ভাড়া করা হয়েছে। আর দুদিন পরেই সেই ভবন বিভিন্ন রকম আলোয় চকমক করবে সঙ্গে হবে বহু মানুষের সমাগম। যাইহোক এবার আদিত্য বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আজ গোধূলি লগ্নে আদিত্য আর মধুশ্রীর বিয়ে হবে। সবাই মেতে আছে আজ বিয়ে নিয়ে, সবাই যেন খুব তাড়াহুড়ো করছে। যে যার নিজের পছন্দের সাজ সাজবে। মধুশ্রীর বাড়ির লোকের তো ভীষণ আনন্দ। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঠিক বিকাল সাড়ে চারটের সময় আদিত্য বরের গাড়িতে চেপে বিয়ে করতে বেড়োলো। আর কিছুক্ষনের পরে বরযাত্রীর গাড়িও বেড়িয়ে পড়বে। ঠিক ছয়টায় আদিত্য বরের সাজে পৌঁছে যায় মধুশ্রীর বাড়িতে।
এদিকে বিয়েবাড়িতে তো লোকজনের ভীষণ ভিড়। বনেদি বড়োলোক বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খাবার দাবার এর আয়োজনও হয়েছে প্রচুর। চারিদিকে কত কিছুর স্টল বসেছে। ক্যামেরাম্যানরা ফটো আর ভিডিও শুট করতে ব্যাস্ত। আলোয় ভরে গেছে চতুর্দিক। বর আসার পর তো হৈচৈ আরো বেড়ে গেছে। প্রচুর পটকা বাজি ফাটানো হচ্ছে। আদিত্যকে ওর শাশুড়ি মা বরণ করলেন। তারপর সবাই মিলে আদিত্যকে কাঁধে তুলে বরের বসার ঘরে নিয়ে গেলো। আদিত্যকে ওর সব শালীরা ঘিরে ধরেছে। সব জিজু জিজু করে পাগল। যেন মনে হচ্ছে মধুশ্রীর আগে ওরাই সবাই আদিত্যকে বিয়ে করে নেবে। এদিকে মধুশ্রীও বসে আছে কখন তার হবু স্বামীকে দেখবে সেই আশায়। যদিও ওদের দুজনের দেখাশোনা করেই বিয়ে হচ্ছে। তবুও এই কয়েকমাসে আদিত্যর অনেকটা কাছে চলে এসেছে মধুশ্রী।
বেশ কিছুক্ষন বসার পর আদিত্যর ডাক পড়ে। এদিকে বরযাত্রীর লোকেরাও এক এক করে প্রবেশ করছে। দেখতে দেখতে বিয়ের লগ্ন চলে আসে। এদিকে তার আগে রেজিস্ট্রি ম্যারেজ এর জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসার ও চলে আসেন। দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাবার পর ছাতনা তলার দিকে এগিয়ে যায় ওরা দুজন।
আদিত্য আজ যেন মধুশ্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। একটা লাল রঙের বেনারসী শাড়িতে দুর্দান্ত লাগছে মধুশ্রীকে। ব্রাইডাল মেকআপ এ মধুশ্রীকে আলাদাই সুন্দরী লাগছে দেখতে। ম্যাচিং করে লাল রঙের সব কিছু পড়েছে মধুশ্রী। লাল বেনারসীর সঙ্গে লাল ব্লাউস। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক, তার ওপর দিয়ে জবজবে লিপগ্লোস। পায়ের জুতোটাও লাল। চোখে কাজল, লাইনার, মাসকারা। চোখের পাতায় লাগানো রয়েছে লাল রঙের আই শ্যাডো। আই ল্যাশ ও লাগানো রয়েছে চোখে। মধুশ্রীর গোটা মুখে লাগানো আছে ফাউন্ডেশন আর ফেস পাউডার। তারসাথে ওর গালে লাগানো আছে লাল রঙের ব্লাশার। হাতে সুন্দর করে মেহেন্দি করা, হাতের আঙুলের নখে লাল নেইলপলিশ দিয়ে নেইল আর্ট করা রয়েছে। পায়ের পাতায় লাল আলতা। পায়ের আঙ্গুল গুলোতেও লাল নেইলপলিশ দিয়ে নেইল আর্ট করা রয়েছে। মাথার চুলটা সুন্দর করে খোঁপা করে হেয়ারপিন দিয়ে বাঁধা রয়েছে আর চুলের খোঁপায় লাগানো রয়েছে জুঁই ফুলের মালা। মধুশ্রীর শরীর থেকে মিষ্টি পারফিউমের একটা সুন্দর গন্ধ আসছে। উফঃ কি সেক্সি দেখতে লাগছে মধুশ্রীকে। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়।
আদিত্য যেন মধুশ্রীর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। মধুশ্রীও আদিত্যর দিকে বার বার চোখ ফিরিয়ে দেখছে। দুজন দুই পিঁড়িতে বসে রয়েছে এই মুহূর্তে। এরপর পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়তে শুরু করলেন। এক এক করে আশীর্বাদ, কন্যাদান, সাত পাক ঘোড়া, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান সব হলো। বিয়ে সম্পন্ন হয়ে যাবার পর বর কনে দুজনেই খেতে গেল। তখন অনেকটাই রাত হয়েছে।
তারপর বাসর রাতে অনেকেই অনেক মজা করলো। আদিত্যর শালীরা ওর জুতো লুকিয়ে আদিত্যর কাছ টাকা আদায় করলো। আদিত্যর কিছু বন্ধু আর আদিত্যর ভাই বোনরাও অনেক মজা করলো রাতে। পরের দিন সকালে কন্যা বিদায়ের পালা। মধুশ্রীর বাড়ির সকলের চোখে জল। তাদের পরিবারের একমাত্র আদুরে মেয়ে আজ অন্যের সংসারে চলে যাবে। সে এক অজানা সংসার, কেউ জানে না কি হবে সেখানে। নতুন সংসারে মধুশ্রী কতটা মানিয়ে নিতে পারবে সেটা কেউ জানে না। তবুও এটাই নিয়ম, বরাবরের মতো চলে আসছে। তাই সব দুঃখ ভুলে এখন ভালোয় ভালোয় মেয়েকে বিদায় দিতে হবে। মধুশ্রীরও চোখের কোণে জল এসে গেছে। আদিত্য আর মধুশ্রী এবার গাড়ি করে বেড়িয়ে পড়লো কলকাতার উদ্দেশ্যে।
একাদশ অধ্যায় :- কালরাত্রি
তারিখ :- ১৮ ই নভেম্বর, ২০২৪ সোমবার
সময় :- সকাল ৯ টা বেজে ৩০ মিনিট
পরের দিন ঠিক সকাল সাড়ে নয়টায় আদিত্য আর মধুশ্রী পৌঁছে যায় কলকাতার ফ্ল্যাটে। ফ্ল্যাটের সবাই নববধূকে ঘরে তোলার ব্যবস্থা করে। আদিত্যদের অনেক আত্মীয় এসেছে। নববধূর বরন হবে এবার। আদিত্যর মা অদিতি দেবী মধুশ্রীকে বরন করলেন। দুধে আলতার থালায় পা দিয়ে সাদা কাপড়ের ওপর দিয়ে হেঁটে চলেছে মধুশ্রী। মনে একটু ভয় ভয় পাচ্ছে ও। যদিও মধুশ্রীর এক বোন নৃৎকনে হিসাবে এসেছে ওর সাথে। আদিত্যর ঘরে যেন স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করলো। এরপর সবাই নবদম্পতিকে আশীর্বাদ করলো। ফ্ল্যাটের সব লোক মধুশ্রীকে দেখতে এসেছে। মধুশ্রীর রূপ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। সবাই মধুশ্রীর রূপের প্রশংসা করলো। ফ্ল্যাটের সবাই বলাবলি করছিলো যে আদিত্যর কপাল খুব ভালো তাই মধুশ্রীর মতো মেয়েকে সে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছে। এরপর শ্বশুর বাড়ির এক একটা নিয়ম পালন করলো মধুশ্রী। যেমন দুধ উঠলানো, মাছ ধরা, আংটি খোঁজার খেলা আরো অনেক কিছু। এরপর বর বধূকে আলাদা করে দুজনকে পৃথক ঘরে পাঠানো হলো। আজ কালরাত্রি। বর আর বৌয়ের পরস্পরের মুখ দেখা আজ নিষেধ। মধুশ্রীর সাথে রাতে ওর বোন আর এক ননদ শুলো। রাতে তারা অনেক গল্প করলো। পরের দিন বৌভাতের অনুষ্ঠান আছে বাড়িতে। তাই সবাই কাল খুব ব্যাস্ত থাকবে। খুব বেশি দেরী না করে ওরা সবাই ঘুমিয়ে পড়লো।
চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন...
ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)