26-10-2025, 05:48 PM
(22-10-2025, 07:43 PM)ajrabanu Wrote: ভারতে ক্রীতদাস প্রথা ছিল না। ক্রীতদাস ব্যাপারটা মধ্যপ্রাচ্যের থেকে আমদানী। সহস্র এক আরব্য রজনীতে এর দেখা মেলে। তাই কেতকী নামটা বেমানান লাগল। সায়রা, কিম্বা জুবেদা হলে মানানসই হত।
কেতকীতে ক্রীতদাসী নয় নিম্ন শ্রেণীর মানুষ বলা হয়েছে । এখনে উলেক্ষ নেই যে কেতকী ঐসব দোকান থেকে এসেছে । তাই আমার মনে হয় না এখানে লেখক বড় কোন গড়বড় করেছেন । তাছাড়া ভারতে সল্প পরিসরে দাস দাসী প্রথা আগেও ছিলো । এবং লেখক উল্লেখ করেছেন ঋণের দায়ে নিজেকে দাসে পরিণত করার ব্যাপারটা । এটা ভারতে আগেও ছিলো । তবে এমন বাজারে বিক্রি হতো কিনা আমার জানা নেই।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)