8 hours ago
কিছু সম্পর্কঃ ৮ ( ঝ) এর শেষ অং...
জান্নাত বিছানায় শুয়ে আছে , বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে , এখনো ঘুম আসছে না । বার বার সুধু রাজীবের কথাই মনে আসছে , চোখের সামনে রাজীবের সেই দৃষ্টি , আর শরীরে মেখে আছে , আরামদায়ক উষ্ণতা । প্রিয় মানুষের চোখে ওর প্রতি আকর্ষণ দেখে , এক আনন্দময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ মন । ‘ আমি ওর চোখে আকর্ষণীয় , ও আমাকে কামনা করে , আমাকে চায় , আমি ওর কাছে বিশেষ কেউ’ এই ভাবনা গুলো বার বার ফিরে আসে মনে ,
এদিকে রাজিব , কনফিউসড হয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে , ও বুঝতে পেড়েছে জান্নাত কি বলতে চেয়েছে ।কিন্তু রাজিব বুঝতে পারছে না , জান্নাতের মত একটা মেয়ে কিভাবে ওর মত একটা ছেলেকে এমন ভাবে ভালোবাসতে পারে , কিভাবে সম্ভব।
জান্নাত বিছানায় শুয়ে আছে , বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে , এখনো ঘুম আসছে না । বার বার সুধু রাজীবের কথাই মনে আসছে , চোখের সামনে রাজীবের সেই দৃষ্টি , আর শরীরে মেখে আছে , আরামদায়ক উষ্ণতা । প্রিয় মানুষের চোখে ওর প্রতি আকর্ষণ দেখে , এক আনন্দময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ মন । ‘ আমি ওর চোখে আকর্ষণীয় , ও আমাকে কামনা করে , আমাকে চায় , আমি ওর কাছে বিশেষ কেউ’ এই ভাবনা গুলো বার বার ফিরে আসে মনে ,
তবে মনের এক কোনে একটা কিছু বার বার ওকে বিচলিত ও করে , সেটা হচ্ছে রাজীব নিশ্চয়ই ভীষণ চাপের মাঝ দিয়ে যাচ্ছে । জান্নাত যেটুকু রাজীব কে চেনে , তাতে জান্নাতের মনে হয় রাজীব নিজেকে নিজে দোষারোপ করছে এমন কাজের জন্য । তখনি ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় , জান্নাত রাজীবের চোখে ভীষণ লজ্জা আর পরাজয়ের গ্লানি দেখতে পেয়েছিলো ।
জান্নাত ভাবে _ রাজীব নিশ্চয়ই ওর আমন আচরণ কে , আমার জন্য অপমানকর ভেবে নিয়েছে । ব্যাটা বুদ্ধু তো জানে না , ও আমার মনে কোন স্থান দখল করে আছে ।
জান্নাত মোবাইল হাতে নেয় , মনে মনে ভাবে - ভালোবাসার মানুষের কাছে নিজের মনের ভাব লুকাতে নেই , মনের কথা নিজের অবস্থানের কথা খুলে বলতে হয় , রাজীব আমাকে না ভালোবাসুক আমি তো বাসি । আমি কেন ওকে কষ্টে রাখবো ।
জান্নাত টেক্সট করে ,
জান্নাতঃ ঘুমিয়েছিস?
রাজীব ও নিজের বিছানায় এসেছে এই মাত্র , মনটা একেবারে ফাঁকা হয়ে আছে । ও জানে আজ থেকে ও জান্নাতের কাছে নিজের সম্মান হারিয়েছে । এই যখন ভাবছিলো , তখন ঠিক ঐ মুহূর্তে ওর মোবাইল বেজে ওঠে ,
রাজীব নিজের মোবাইল হাতে নেয় , স্ক্রিনে জান্নাতের নাম দেখে , অবাক হয়ে যায় । ভাবে জান্নাত হয়তো ওকে কিছু কথা শোনাবে এজকের কাজের জন্য , হয়তো বা বলবে জান্নাতের পক্ষে ওর মত পারভারট এর সাথে কাজ করা সম্ভব নয় । রাজীব চ্যাট এর এপস ওপেন করে , মনে মনে ভাবে , বলুক , ওর বলার অধিকার আছে , আর আমার জন্য ও সঠিক সাঁজা হবে ।
রাজীবঃ নাহ
জান্নাতঃ কেনো ? আজকে তো আর কোন কাজ নেই ?
রাজীবঃ ঘুম আসছে না , মাঝে মাঝে মানুষ এমন সব কাজ করে , যার ফলে নিজেকে নিজেই আর সম্মান করতে পারে না ।
জান্নাতঃ রাজিব তুই কি ভাবছিস , তুই আমার সাথে এমন কিছু করেছিস?
রাজীবঃ হ্যা
জান্নাতঃ তুই এর আগেও আমার সাথে অন্যায় আচরণ করেছিস রাজিব , তখন কি তোর ঘুম এসেছিলো?
রাজীবঃ জান্নাত তুই কি বলতে চাইছিস!!! আমি , না না আমি আর কোনদিন … এমন করিনি
জান্নাতঃ (মৃদু হাসির ইমোজি) মজার ব্যাপার হলো , যেটাকে অন্যায় ভেবে তুই ঘুমাতে পারছিস না , সেটা আমার কাছে অন্যায় ই নয় । আর যখন আমার প্রতি সত্যি কারের অবিচার করেছিলি , তখন তুই বুঝতেই পারিস নি , যে তুই অবিচার করেছিস । ঘুমা রাজিব , আজকে তো তোর ভালো ঘুম হওয়ার কথা , সেদিন যখন ঘুমাতে পেরেছিলি , আজকে তো নাক ডেকে ঘুমাতে পারবি ।
রাজীবঃ আমি সত্যি বুঝতে পারছি না , প্লিজ একটু খুলে বল
জান্নাতঃ এসব কথা খুলে সুধু একবার ই বলা যায় , আমি সেটা বলেছিলাম , তুই বুঝিসনি , এখন ঘুমা , আমাকেও ঘুমাতে দে , কাল দেখা হবে ।
জান্নাত মোবাইল রেখে দেয় , আগের মত এখন আর খুশি নয় ও । ভেতরে সেই উষ্ণ ভালোলাগাটা দখল করে নিয়েছে , চাপা ব্যাথা । “ তুই কি সত্যি বুঝিস না ? নাকি না বুঝার ভান করে থাকিস? তুই বুঝিস না , আমি তোকে ভালোবাসি , তুই কোথায় তাকালি , কিভাবে তাকালি এসব আমার কাছে কিছুই নয় , তুই আমাকে আপন ভাবতে পারিস কি না সেটাই আমার জন্য মুক্ষ” বিড়বিড় করে বলে জান্নাত ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)