8 hours ago
(This post was last modified: 8 hours ago by gungchill. Edited 1 time in total. Edited 1 time in total.)
কিছু সম্পর্কঃ ৮ (ঝ) এর বাকি অংশ
চিৎকার শোনার আগে রাজীব জেগেই ছিলো । আজ নিজের আচরণে বেশ বিরক্ত রাজীব । তাই ঘুম আসছিলো না । বেশ কয়েকটি কারনে রাজীব নিজের উপর বিরক্ত ।
চিৎকার শোনার আগে রাজীব জেগেই ছিলো । আজ নিজের আচরণে বেশ বিরক্ত রাজীব । তাই ঘুম আসছিলো না । বেশ কয়েকটি কারনে রাজীব নিজের উপর বিরক্ত ।
প্রথমত , নিজের উপর কন্ট্রোল না থাকায় রাজীব খুব অবাক হয়েছে , এতদিন রাজীব ভাবতো ওর নিজের উপর কন্ট্রোল আছে , কিন্তু আজকে সেই বিশ্বাস কিছুটা হলেও কমেছে । ঐ বিশেষ মুহূর্তে রাজীব নিজের ইচ্ছা কে কন্ট্রোল করতে পারেনি ।
দ্বিতীয়ত , রাজীব ভাবছে ওর মাঝে সংবেদনশীলতা কমে গেছে , এক দুর্ঘটনার কথা শুনে বাসায় এসেছিলো ও , যদিও বাসায় এসে দেখছে সব কিছু আন্ডার কন্ট্রোল , তবুও ঐ পরিস্থিতিতে ওর অমন আচরণ , সুধু ওর সংবেদনশীলতার অভাব ই নয় , মানুষ হিশেবেও নিজের কাছে নিজেকে ছোট করে ফেলছে ।
তৃতীয় যে কারণটা রাজীব কে ভোগাচ্ছে সেটা হচ্ছে , রাজীবের শরীর বার বার জেগে উঠছে , যতবার সেই দৃশটা চোখের সামনে ভেসে উঠেছে , রাজীবের শরীর রিয়েক্ট করেছে । এমন নয় যে এর আগে রাজীব কোনদিন জৈবিক চাহিদা অনুভব করেনি । একজন স্বাভাবিক মানুষ হিসেবে রাজীব এর আগেও জৈবিক চাহিদা বোধ করেছে , এবং একজন সাধারন ভার্জিন ছেলে যেভাবে নিজের জৈবিক চাহিদা মেটায় রাজীব ও তাই করেছে । কিন্তু আজকে রাজীব যে পরিমান গ্লানি বোধ করছে এর আগে কোনদিন করেনি ।
আর সবচেয়ে বড় যে ব্যাপারটা রাজীব কে ভোগাচ্ছে সেটা হচ্ছে । জান্নাত যখন নিজে যেচে এসে ওকে সুযোগ দিয়েছিলো , সেই সুযোগ পেয়েও যখন জান্নাত কে আপন করে নেয়ার সাহস ওর হয়নি । তখন কি করে জান্নাতের একটা বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে ? জান্নাত কে এভাবে ট্রিট করা রাজীবের চোখে জান্নাতের জন্য বড় ধরনের অপমান । আর জান্নাতের মত মেয়ে এমন অপমান প্রাপ্য নয় , সুধু জান্নাত কেন কোন মেয়েই এই ধরনের আচরণ ডিজারব করে না । ভালবাসা ছাড়া কামনা আর যাই হোক সম্মানজনক কিছু নয় ।
রাজীবের মনে হচ্ছিলো , দিন দিন ও একটা সংবেদন হীন , অনুভূতিহীন জীবজন্তুতে রুপান্তরিত হচ্ছে , যার মাঝে মানবিক গুণাবলীর বদলে রয়েছে সুধুই পাশবিক চাহিদা । আর এভাবেই যখন রাজীব নিজেকে শাসন করছিলো ঠিক তখনি একটা চিৎকারের শব্দ শুনতে পায় , চিৎকার টা খুব লাউড না হলেও রাজীব রানীর গলা চিনতে পারে । তড়াক করে লাফিয়ে ওঠে বিছানা থেকে , প্রথমে রানীর ঘরে যায় , কিন্তু সেখানে রানী নেই , নিচে নামে লাফিয়ে লাফিয়ে , রান্না ঘরে দেখে , সেখানেও নেই , বাথরুম খোঁজে , সেখানেও নেই ।
রাজীব ভেবে পায় না , কি হলো , এতো রানী চিৎকার করলো কেন ? আর গেলোও বা কোথায় ? কি মনে করে রাজীবের মনে হলো একবার ছাঁদে দেখেবে , ভাবা মাত্র রাজীব ছাঁদে গেলো , গিয়েই ও অবাক হয়ে গেলো , রানী দাড়িয়ে আছে, ছাদের প্রায় মাঝামাঝি। হতভম্ব হয়ে রাজীব জিজ্ঞাস করলো , “ চিৎকার করলি কেন ? তুই এখানে কি করছিস? কি হয়েছে?” রাজীবের মাথা কাজ করছে না , এতো রাতে , রানী ছাঁদে , তার উপর চিৎকার দিলো , রাজীব আশেপাশে তাকায় , কোন কিছু বা কাউকে দেখতেও পায় না।
রানীও চুপ হয়ে দাড়িয়ে আছে , কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না , প্রচণ্ড ভয় পেয়ে গেছে ও । ভাবছে রাজীব যদি সন্দেহ করে? তাহলে কি হবে ?
রাজীব চারপাশ একবার দেখে সন্তুষ্ট হয় না , রাজীব চারপাশের কার্নিশ গুলো চেক করে , পুরনো দিনের বিল্ডিং গুলোতে বড় বড় কার্নিশ থাকে , আর রাতের বেলা সেখানে চোর লুকিয়ে থাকে । বিশেষ করে , নিচু বিল্ডিং গুলোয় । রাজীবদের দোতলা বাড়ির কার্নিশে এর আগেও চোর ধরা পড়েছিলো ।
এদিকে রানী এখনো ভাবছে কি উত্তর দেয়া যায় , মনে মনে জয়ের উপর ভীষণ ক্ষেপে আছে , কেন যে অমন করতে গেলো , না হলে তো ওর চিৎকার করার দরকার হতো না । আর কত সাহস , রাজীব ডাকার পর ও যায় নি , ঠায় দাড়িয়ে ছিলো , দাঁত বের করে হাসছিলো , রানীর এখন সেই হাসি মনে পরে গা জ্বলে ওঠে । সেই সাথে একটা চোরা ভালো লাগাও অনুভুত হয় । এই মহাবিপদের মাঝেও রানীর ঠোঁটে একটা হাসি চলে আসে । “পাগল একটা” , আপনা থেকেই রানীর মুখ থেকে বেড়িয়ে আসে,
“হাসছিস কেন?” রাজীব ততক্ষণে ওর কাছে চলে এসেছে , ওর একটা হাত কনুই এর কাছথেক ধরেছে , “ চল নিচে চল, ইস কি ঠাণ্ডা হয়ে আছে , তোর কি বুদ্ধি সুদ্ধি কোনদিন ই হবে না” রাজীব রানীকে হাত ধরে নিচে নিয়ে আসে ।
রানীর রুমে ঢুকে , রাজীব জিজ্ঞাস করে “ এখন বল এই রাতে ছাঁদে গিয়েছিলি কেন?” রাজীব নিজেও শীতের পোশাক ছাড়া , আর এই অল্প সময়েই ওর অবস্থা খারাপ হয়ে গেছে । একটু কাঁপুনি ও লাগছে । তাই ওর কণ্ঠে একটু বিরক্তিভাব আছে , সুধু কণ্ঠেই না , রাজীব মনে মনে বেশ বিরক্ত। রানীর এমন আচরণের কোন অর্থই খুজে পাচ্ছে না ও ।
“ মন ভালো ছিলো না , তাই গিয়েছিলাম” রানী মিথ্যা খুজে না পেয়ে সত্যি ই বলে । তবে অর্ধেক সত্যি ।
চট করেই রাজীবের মাথা গরম হয়ে ওঠে , কঠিন একটা কথা বলতে গিয়েও নিজেকে সামলে নেয় । হাত দুটো মুষ্টি বদ্ধ হয়ে আসে । রাজীব নিজের রাগ টের পায় , একটু আগে ও এ কথাই ভাবছিলো , নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে ও । রাজীব চোখ বন্ধ করে , একটা লম্বা শ্বাস নেয় , আর ছাড়ে । রাজীবের হাত দুটো বুকের কাছে ভাজ করা ছিলো , সেখান থেকে একটা হাত ছুটিয়ে কপালের কাছে নিয়ে এসে , দু আঙ্গুলে কপালে মালিস করে । রাজীব নিজের উপর কন্ট্রোল ফিরে পেতে চেষ্টা করে।
রানী চুপ করে বসে আছে বিছানার কিনারায় পা ঝুলিয়ে , রাজীবের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে ও রাগ হচ্ছে । নিজেকে তৈরি করে নেয় লেকচার শোনার জন্য । তবে আজকে আর ফাইট করার ইচ্ছে নেই । আজকে ওর মন বেশ ভালো , তা ছাড়া একদিনের জন্য যথেষ্ট নাটক হয়েছে বলে মনে হয় ওর ।
কিন্তু রাজীব লেকচার দেয় না , এই পরিস্থিতিতে কি করতে হবে , সেটা ও জানে , অনেক আগেই ওকে শেখানো হয়েছিলো , এবং যে শিখিয়েছিলো সে খুব যত্নের সাথে শিখিয়েছিলো ।
“শীতের পোশাক পরে গেলেই হতো , কেমন শীত পরেছে দেখছিস , এমন ভাবে গেলে তো আবার অসুস্থ হয়ে যাবি” রাজীব রানীর পাশে বসতে বসতে একেবারে শান্ত গলায় বলে ।
রাজীবের এমন আচরণে বেশ অবাক হয় রানী , ও ভেবেছিলো রাজীব এখন রেগে গিয়ে লেকচার দেবে , এবং সেই মত প্রস্তুত হয়েই ছিলো রানি । কিন্তু রাজীবের উল্টো আচরনে অবাক হয়ে গেছে । অবাক হলেও মনে মনে খুশি ই হয়েছে । রাজীব রাগ করেনি বা কিছু সন্দেহ করেনি দেখে , নিজেকে নির্ভার লাগছে ।
“এই দ্যাখ পায়েও কিছু পরে যাসনি , কিছুদিন আগেও না তুই নিউমোনিয়া থেকে উঠলি? এবার হলে কিন্তু বেশ সমস্যা হবে” এই বলে রাজীব রানীর একটা পা তুলে , পায়ের পাতা হাত দিয়ে ঝেড়ে দেয় , তারপর অন্যটা । তারপর বলে , “ নে কম্বলের নিচে যা , এই রাতে আর পা ধুতে হবে না,”
রানীও রাজীবের কথা মত পায়ের উপর কম্বল দিয়ে দেয় , ভাবে শুয়ে পরবে , কিন্তু রাজীব যায় না । রাজীব কে দেখেই বোঝা যায় এখনো ওর প্রশ্ন করা শেষ হয়নি , তাই রানি শোয় না , বসে থাকে ।
“ চিৎকার করেছিলি কেন ? কিছু দেখে ভয় পেয়েছিস?” রাজীব নরম গলায় জিজ্ঞাস করে । আসলে রাজীব চিন্তাও করতে পারে না , রানী এই রাতে এমন অবস্থায় কোন ছেলের সাথে ছাঁদে গিয়েছিলো , তাই ঐ ধরনের চিন্তা ওর মাথায় ই আসে না ।
এদিকে রাজীবের প্রশ্ন শুনে রানীর ঘাম দিয়ে জ্বর নামার মত হয় , কারন ওকে আর বানিয়ে কিছু বলতে হবে না, রাজীব ই বলে দিয়েছে কি দেখে ও ভয় পেয়েছিলো । রানি সুধু মাথা নাড়ায় ।
রাজীব উঠে দাড়ায় , রানীর ঘরেই একটা ইলেক্ট্রিক ওয়াটার হিটার ব্যাগ আছে। মাঝে মাঝে রানীর এটা দরাকার পরে , তলপেটে গরম সেঁক দেয়ার জন্য । রাজীব সেটা নেয় , ভেতরে পানি দেয়াই আছে , রাজীব ব্যগের তারটা প্লাগিন করে দেয় ।
তারপর ওয়ারড্রপ এর সাথে হেলান দিয়ে দাড়িয়েই জিজ্ঞাস করে “ কি দেখে ভয় পেয়েছিলি?” রাজীবের মুল লক্ষ্য রানী নিজের মন খারাপের কথা বলায় ওর সাথে কিছুক্ষন কথা বলা ।
এবার রানী বিপদে পরে আবার , কি বলবে ? মনে মনে ভাবে মিথ্যা বলার একশো এক টেকনিক এই বইটা কিনতে হবে । কিন্তু রাজীব ওকে আবার বাঁচিয়ে দেয় । নিজেই বলে , “ ছায়া টায়া দেখেছিস?”
রানী অনেক কষ্টে নিজের হাসি লুকায় , মনে মনে ভাবে রাজীব কি বোকা , নিজেই উত্তর সব ওকে শিখিয়ে দিচ্ছে । রানী আবার মাথা নাড়ায় । মুখে একটা ইনোসেন্ট ভাব বজায় রাখে রানী , যেন রাজীব ওর ভেতরের হাসি টের না পায় ।
“ আরে ও কিছু না , জোছনা রাতে হয়তো উপর দিয়ে প্যাঁচা উড়ে গেছে , সেই ছায়া পরেছে” একটু হেসে বলে রাজীব , রানীকে আশ্বস্ত করার চেষ্টা করে ।
ঠোঁট চেপে হাসি লুকিয়ে রানী মাথা দুলায় , যেন রাজীবের কথায় শ্বায় দিচ্ছে , কিন্তু মনে মনে বলে ‘ প্যাঁচা নয় , বান্দর এসেছিলো একটা, ভীষণ পাজি একটা বান্দর’
আর বেশ কিছুক্ষন রাজীব , এটা ওটা বলে , ওয়াটার ব্যাগ টা নিয়ে রানীর পায়ের কাছে কম্বলের নিচে দিয়ে দেয় । তারপর বলে “ ঘুমা , এবার যেন আর শরীর খারাপ না হয় , গতবারের তোর রেজাল্ট কিন্তু ভালো ছিলো না” এবার কিন্তু সি জি পি এ ভালো করতে হবে , নইলে কিন্তু পরে আর টেনে তুলতে পারবি না , বুঝছিস?”
“ হু” রানী ছোট্ট করে উত্তর দেয় , ভাবে তারাতারি বিদায় হলেই ও বাঁচে । কারন ওর পেট ফেটে হাসি আসছে , রাজীব গেলেই ও হাসবে ।
“ এর পর রাত বিরাতে মন খারাপ হলে , ছাঁদে যেতে ইচ্ছে হলে , আমাকে ডাকবি , তুই আমি দুজনে মিলে ভুতেদের সাথে আড্ডা দিয়ে আসবো , বুঝলি?” রাজীব বেড়িয়ে আসার আগে একটু ফানি হওয়ার চেষ্টা করে । হেসে হেসে কথাগুলো বলে ।
রানী শুয়ে শুয়ে ভাবলেশ হীন ভাবে মাথা নাড়ায় ।
রাজীব বেড়িয়ে গিয়ে দরজা বন্ধ করার সময় আবার বলে “ আমার দরজা খোলাই রাখবো , ভয় পেলে ডাকিস “ রাজীব রানীর দরজা ও পুরোপুরি লাগায় না , কিছুটা ফাঁকা রেখে দেয় ।
রাজীব নিচে নামে , ছাদের চাবি ঠিক জায়গা মতন রাখার জন্য , মাঝে মাঝে সকাল বেলা ওর আব্বু ছাঁদে যায় । চাবি জায়গা মতন রেখে , কিচেনে যায় , ঘুম যে আসবে না ওর জানা হয়ে গেছে , তাই এক কাপ চা বানায় , নিচে বসে বসেই চায়ে চুমুক দেয়। রাজীবের কাছে মনে হয় , আসলে ও মানুষ নয় , বরং একটা রোবট , যেভাবে ওকে প্রগ্রাম করা আছে , ও সেভাবেই আচরণ করে। এই যে একটু আগে রানীর সাথে ও যা যা করে এলো , এ সব ই খুব যত্নের সাথে ওর মাথায় প্রগ্রাম করা আছে । একজন খুব সুনিপুন ভাবে এই প্রগ্রাম করে রেখে গিয়েছে । তাই রাজীব তৎক্ষণাৎ বুঝে যায় কি করতে হবে , কি করতে হবে না।
“বড্ড স্বার্থপর তুমি… আমাকে রোবট বানিয়ে ফেলেছো। কী ক্ষতি হতো তোমার, যদি অন্তত কিছুটা আমিকে আমার মাঝে রেখে যেতে? তাহলে হয়তো আমি আজ এভাবে অন্যদের কাছে হেরে যেতাম না।আমি জয়ের কাছে হেরেছিলাম, আজ জান্নতের কাছেও হারলাম।তুমি কি এমনটাই চেয়েছিলে? চেয়েছিলে আমি যেন একা হয়ে যাই?
তাহলে তোমার কাজ সহজ হতো, তাই না?হয়েছে তাই ,একটু আগেই তো দেখলে… খুশি হয়েছো তুমি?”
তাহলে তোমার কাজ সহজ হতো, তাই না?হয়েছে তাই ,একটু আগেই তো দেখলে… খুশি হয়েছো তুমি?”
কথাগুলো বলে রাজীব চুপচাপ অর্ধেক খালি চায়ের কাপের দিকে তাকিয়ে থাকে।চোখের কোণ বেয়ে একফোঁটা জল গড়িয়ে পড়ে সেই পেয়ালায়।নিঃশব্দ, নিঃসঙ্গ রাতে , টুপ করে পড়া সেই শব্দ রাজীবের কানে ধ্বনিত হয়।মনে হয়, যেন কেউ তাকে বলে দিচ্ছে —[i]“[/i]তুই একা… তোর চারপাশ কোলাহলহীন, শান্ত, নীরব।”
“সেই কচি বয়স থেকেই তুমি এসব ভাবনা এমনভাবে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আর কিছু ভাবার সুযোগই পাইনি। অন্য কোনো সম্পর্কের দাবি কীভাবে পূরণ করতে হয়, জানি না। তুমি আমাকে মানসিকভাবে অচল করে দিয়েছো…ঠিক আছে, আমি একাই থাকবো।তবুও তুমি খুশি থেকো…কারো না কারো তো খুশি থাকা উচিত।”
****
টুং……
জয়ঃ তোর ভাইয়ের লেকচার শেষ হয়েছে?
রানীঃ হুম , তুমি এতো নিখুত ভাবে টাইমিং করলে কি করে ?
জয়ঃ ঐ শালাকা কে আমি হাড়ে হাড়ে চিনি , (হাসির ইমোজি)
রানীঃ এই খবরদার গালি দিবে না , তুমি ঐ সময় অমন না করলেই তো হতো , আমি চিৎকার ও দিতাম না আর রাজীব ও এসে ঢুকত না । (এংরি)
জয়ঃ আমি গালি দিলাম কোথায় ( কনফিউসড) , ও তো আমার শালা ই হয় । আর চিৎকার দিয়েছিস , ভালো করেছিস , এখন থেকেই প্র্যাকটিস কর , জীবনে এরকম চিৎকার আরো অনেক দিতে হবে ( mischivous)
রানীঃ কেন? চিৎকার কেন করতে হবে ?
জয়ঃ তুই বুঝবি না , তুই এখনো ছোট , তোকে পেলে পুষে বড় করতে হবে…… (sly grin) আর শোন , কাল থেকে আমার সাথে ক্যাম্পাসে যাবি , এই দুইদিন আমি একটু বিজি থাকবো পার্টির কাজে । তাই হয়তো তোকে একা বাসায় আসতে হবে , তারপর থেকে আমার সাথেই আসবি ।
রানীঃ ওকে …
রানীর মুখে হাসি ফুটে ওঠে , কাল থেকে জয়ের সাথে বাইকে করে ……… ভাবতেই ওর কেমন কেমন জানি লাগে … রানীর মনে হয় , আর কোন কিছু নিয়েই ওকে আর কোন চিন্তা করতে হবে না , ওর হয়ে সব জয় ই করে দেবে । ও সুধু ভাবনাহীন ভাবে উড়ে বেড়াবে , আর …… লজ্জা পায় রানী , বুকের কাছের কম্বল মুঠি করে ধরে , চোখ বন্ধ করে আর বলে “ সুধু তোমাকে ভালোবাসবো”
****


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)