Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পিসির ছেলের বিয়েতে
#4
আমরা দুজন একটু ভুল করে ফেলেছিলাম। আসলে আইবুড়ো ভাতের আগের দিন চলে গিয়েছিলাম। যা হোক। আসলে আমরা বিয়ে বলতে আইবুড়ো ভাত থেকে ধরেছিলাম।
দুজনে যখন পৌঁছালাম তখন প্রায় সকাল আটটা।
বিরাট বাড়ী পাঁচিল ঘেরা। আমাদের পোশাক দেখে সিকিউরিটি আটকে দিল।খবর পাঠালো। দেখলাম বড়পিসি এলো।
বড়পিসি: আরে তোরা। আজকে। আচ্ছা আয়।
দেখলাম কেউ সেরকম নেই। বুঝলাম সব পরেরদিন আসবে।
আমাদের হাতে ছোট একটা ব্যাগ তাতেই আমার আর মামীর জামা কাপড় আছে। আসলে যতটা ভালো আছে সেটা এনেছি।
বড়পিসি: গীতা
একজন এসে দাঁড়ালো।
গীতা: হ্যাঁ ম্যাডাম
বড়পিসি: ওদের ঘর দেখিয়ে দাও।
আমরা জানি অত বড়ো বাড়ী একটা ঘর ভালোই হবে। কিন্তু আমাদের গীতা ডাকল।
গীতা: এদিকে আয়
আমরা ওর পিছন পিছন গেলাম। কম্পাউন্ডের পিছনে কয়েকটা অ্যাসবেস্টর দেওয়া ঘর। বুঝলাম বাড়ীর কাজের লোকদের। একটা ঘর আমাদের দেখালো।
গীতা: এটা তোদের যা।
গীতা চলে গেল। মোট দশটা ঘর। চারটে খোলা। একটায় আমরা। আর তিনটেতে তিনজন কাজের লোক। অনিমা, সন্ধ্যা, আর পরেশ।
বুঝলাম বড়পিসির বাড়ীতে আমাদের কি স্ট্যাটাস।
অনিমা: কি রে তোর নাম কি?
মামী: চন্দনা
সন্ধ্যা: আর তোর?
আমি: টুবাই
অনিমা: বোস। কখন কাজে ডাকে দ্যাখ।
অনিমাদি,সন্ধ্যাদি মামীর থেকে বড়।
অনিমা: তোর ছেলের তো?
মামী: না ননদের ছেলে। আমার কাছেই থাকে।
অনিমা: ও। তা এখানে কে ডাকল?
আমি: আমার বড়পিসির বাড়ী তো এটা।
অনিমা: ও অঞ্জনা ম্যাডাম তোর বড়পিসি। তার মানে তোদের পয়সা নেই। তাই এই ঘর। বড়লোক আত্মীয়রা এলে বাড়ীতে থাকবে।
আমি আর মামী চুপ করে গেলাম।
সন্ধ্যা: কখন বেরিয়েছিস?
মামী: চারটে
অনিমা: খাসনি তো কিছু। দাঁড়া ডাকবে।
[+] 2 users Like Ranaanar's post
Like Reply


Messages In This Thread
RE: পিসির ছেলের বিয়েতে - by Ranaanar - Yesterday, 09:50 AM



Users browsing this thread: 2 Guest(s)