Thread Rating:
  • 9 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
প্রতিশোধ(Complete)
#11
নবম অধ্যায়

আমার বাবা অরুণ চ্যাটার্জী সেদিন দ্বিধা করেননি। মায়ের চোখের সেই শীতল আগুন দেখে তিনি কিছু বুঝেতে পেরেছিলেন। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। দুঘন্টার মধ্যেই আমরা হাত নীরবে ট্যাক্সিতে উঠলাম। গাড়িটা আমাদের গন্তব্যের উল্টো দিকে, অর্থাৎ এয়ারপোর্টের দিকে ছুটে চললো। পেছনে ফেলে আসা সেই প্রাসাদ, আমার চোখে তখন নরকের দ্বার বলেই মনে হচ্ছিল। আমি জানতাম, মা সেখানে একা রয়ে গেলেন সেই নরকের কীটের সাথে, কিন্তু আমার মনে কোনো ভয় ছিল না। আমার মনে কোন অনুভূতিই আসছিল না। কেন যেন মনে হচ্ছিল এই আমার মায়ের সঙ্গে শেষ দেখা।

অরুণ আর তার ছেলে যখন ফেরার প্লেন ধরতে যাচ্ছে, তখন সেই প্রাসাদের ভেতরের এক বিশাল ঘরে বিদিশা একা দাঁড়িয়ে ছিল। পরনের সেই সাদা সালোয়ার কামিজটা ওর চোখের শান্তভাবের সঙ্গে মানিয়ে যাচ্ছিল। ওর চোখে ছিল না কোনো অস্থিরতা, ছিল শুধু এক অপার, মধুর শান্তি।

বনগানির ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ফিরেই সে ঘরে প্রবেশ করলো। সে পরিপাটি, দামী পোশাকে সেজেছিল। তার চোখে চূড়ান্ত বিজয়ের ঔদ্ধত্য। সে হেঁটে এসে বিদিশার সামনে দাঁড়ালো।

“রানী,” তার গলায় ছিল নোংরা উল্লাস, “আমি জানতাম তুমি আমার কথা শুনবে। তুমি এখন আমার। এবার চলো, তোমায় বেডরুমটা দেখিয়ে দিই।"

বিদিশা এক পা পিছিয়ে গেল। তাঁর চোখ বনগানি'র চোখের গভীরে নিবদ্ধ হলো। এই দৃষ্টিতে ছিল না কোনো বিদ্রোহ, ছিল শুধু এক গভীর, অচঞ্চল স্বীকারোক্তি।

“আমি তোমার অফার গ্রহণ করলাম, বনগানি,” বিদিশা বলল। তার কণ্ঠস্বর ছিল পরিষ্কার, স্বাভাবিক, কিন্তু তাতে কোনো আবেগ ছিল না। "আমি তোমার রানী হবো আর আমার স্বামী-সন্তান তোমার দাসত্ব করবে না; তারা মুক্ত থাকবে, এটাই আমার শর্ত ছিল।”

বনগানি হো হো করে হেসে উঠলো। এই হাসি ছিল বিজয়ের, চূড়ান্ত ক্ষমতা দখলের। “হাঃ! জানতাম, এই বিলাসবহুল জীবন তুমি ত্যাগ করতে পারবে না, সুন্দরী! তোমার রূপের অহংকার তোমার সতীত্বের দম্ভকে হার মানালো। যাই হোক, তুমি এখন আমার।”

বনগানি এগিয়ে এসে বিদিশার হাত ধরলো। বিদিশা এবার পিছিয়ে গেল না, কোনো প্রতিরোধ দেখাল না। বনগানি তাঁর হাত ধরে চুমু খেলো। বিদিশার মুখটা ছিল ভাবলেশহীন, যেন এক জীবন্ত প্রতিমা।

“তবে একটা কথা, বনগানি,” বিদিশা বলল। “তুমি আমার দেহ কিনে নিয়েছো, কিন্তু আমার মন নয়। আমার এই শরীর তোমার, কিন্তু আমার অন্তরের সতীত্ব এখনও তোমার নাগালের বাইরে। আমি তোমার রানী হবো, তোমার শয্যাসঙ্গিনী হবো, কিন্তু আমার আত্মা কোনোদিনও তোমার হবে না। আমার পবিত্রতা আমার স্বামীর জন্যই সংরক্ষিত থাকবে, যদিও আমার শরীর তুমি ভোগ করবে।"

বনগানি আবার হাসলো। “কথা দিয়ে কী হবে, রানী? তোমার মন এখন যেখানেই থাকুক, তোমার শরীর তো আমার। আর এই শরীর ততদিন আমার থাকবে, যতদিন আমি চাইবো। চলো,” বলে সে বিদিশার হাত ধরে তাঁকে ঘর থেকে টেনে বের করে বেডরুমের দিকে টেনে নিয়ে গেল।

বিদিশা চলল, তার পদক্ষেপে কোনো জড়তা ছিল না। সে যেন এক কঠিন ব্রতের পথে এগিয়ে চলেছে। তাঁর এই আত্মসমর্পণ কোনো দুর্বলতা ছিল না, ছিল এক কৌশল।





পরের দিন সকালে আফ্রিকান মেয়েটা অনেক বেলা অবধি বনগানির বেডরুম থেকে কেউ বেরোচ্ছে না দেখে দরজায় টোকা দিল। কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হতে গার্ডদের বলে দরজা ভাঙতে শুরু করল। দরজা ভেঙে ঘরে ঢুকে সে আতঙ্কে চিৎকার করে উঠল।

ঘরের ভিতর এক বীভৎস দৃশ্য। বনগানি উলঙ্গ হয়ে বিছানায় পড়ে আছে, গলায় ছুরি গাঁথা, চোখদুটো যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বিছানাটা রক্তে ভেসে গেছে। বিদিশার বডিটা ঘরে ছিল না। পিছনের বাগান থেকে মিলেছিল। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা।

পোস্টমর্টেম হল, ফরেন্সিক পরীক্ষাও হল। জানা গেল সঙ্গমের সময় অথবা তার পরেই ছুরিটা গলায় মারা হয়েছিল। তাই বাধা দেবার সুযোগ মেলেনি। আঘাত গভীর হওয়ায় অত রক্ত বেরোয়। বনগানি বেশিক্ষণ বাঁচেনি, চিৎকার করে থাকলেও অত বড় বাড়িতে কেউ শুনতে পায়নি। রাতের বেলা দোতলায় কেউ থাকে না। যদিও সবাই জানত ছুরিটা কে মেরেছে তবুও নিশ্চিত হবার জন্য বিদিশার শরীরের পোস্টমর্টেম রিপোর্ট করতেই হত। রিপোর্টে জানা গেল মৃত্যুর অল্প আগেই বিদিশাও সেক্স করেছিল। দুজনেই রাত আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে মারা গেছে।
[+] 6 users Like RockyKabir's post
Like Reply


Messages In This Thread
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:05 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:06 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:07 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:08 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:10 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:12 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:28 AM
RE: প্রতিশোধ - by Momcuc - 25-10-2025, 06:33 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 06:49 AM
RE: প্রতিশোধ - by RockyKabir - 25-10-2025, 07:17 AM



Users browsing this thread: 2 Guest(s)