24-10-2025, 10:45 PM
(18-10-2025, 06:10 PM)sarkardibyendu Wrote:খুব সুন্দর গল্প।আবার অজানার পথে রূপেন্দ্র
অতল খাদে ঝাঁপ দেওয়ার পর রুপেন্দ্র এক গহীন অন্ধকারে তলিয়ে যেতে থাকে। এতো ঘুটঘুটে বিভৎস অন্ধকার ও আগে দেখে নি। মনে হচ্ছে চোখে কেউ মোটা কাপড় বেঁধে দিয়েছে। বিন্দুমাত্র আলোর রেখা কোথাও নেই। ওর শরীর ভারহীন হয়ে নীচে তলিয়ে যাচ্ছে। পীঠ আর পায়ে বেঁধা তীরের জায়গায় যন্ত্রনা হচ্ছে। তার থেকেও বেশী চিন্তা যে ও কোথায় পড়ছে? নীচ থেকে ভয়াবহ জলস্রোতের গর্জন ভেসে আসছে। চোখে দেখা না গেলেও ওর শরীর এক তীব্র স্রোতে আঁছড়ে পড়ে সেটা বেশ অনুভব করে ও। মূহুর্তের মধ্যে সেই স্রোত ওকে কোন সুযোগ না দিয়েই ভাসিয়ে নিয়ে যায়, সাঁতারে পটু রুপেন্দ্রর পক্ষেও নিজেকে ভাসিয়ে রাখা কঠিন হচ্ছে। অন্ধের মত ও জল হাতড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। বড়ো বড়ো পাথরে ধাক্কা লেগে শরীরে ক্ষত তৈরী হচ্ছে সেটা বুঝলেও এর থেকে বাঁচতে পারছে না, শুধু নিজের মাথা জলের উপরে রাখার চেষ্টায় ব্যাস্ত ও। মাথায় আঘাত লাগলে খুলি ফেটে চৌচির হয়ে যাবে। মূহুর্তে মারা যাবে ও। উপরের দিকে তাকিয়েও শুধু অন্ধকার ছাড়া আর কিছু নজরে আসে না, এদিকে ওর শরীর ভেসে চলেছে...... একটু পরে স্রোত কিছুটা স্তিমিত হয়ে আসে, এখনো বেগে বইলেও আগের থেকে অনেক কম। সেই সাথে একটা ভয়ানক গুম গুম শব্দ চারিদিকে। এবার অন্ধকার যেনো আরো ঘন হয়ে আসে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)