22-10-2025, 07:43 PM
(18-10-2025, 06:13 PM)sarkardibyendu Wrote:ভারতে ক্রীতদাস প্রথা ছিল না। ক্রীতদাস ব্যাপারটা মধ্যপ্রাচ্যের থেকে আমদানী। সহস্র এক আরব্য রজনীতে এর দেখা মেলে। তাই কেতকী নামটা বেমানান লাগল। সায়রা, কিম্বা জুবেদা হলে মানানসই হত।চন্দ্রপুরে রূপেন্দ্র
প্রভাতের আলো ফুটতেই বৃদ্ধ রুপেন্দ্রর কাছ থেকে বিদায় নিয়ে নদী পার হয়ে চলে যান অজানা গন্তব্যের দিকে। রুপেন্দ্র কিছুক্ষন ভারাক্রান্ত মনে সেদিকে তাকিয়ে থেকে রওনা দেয় চন্দ্রপুরের উদ্দেশ্যে।
মূল প্রবেশপথের বাইরে বিরাট চওড়া পরিখা। সেখানে কুমীর গিজগিজ করছে। তার ওপারে অনেক উঁচু পাথরের প্রাচীর। প্রাচীরের গায়ে বিশাল দরজা। ওপারে প্রবেশের একমাত্র সেতু ফটকের সামনে, আর কোন জায়গা দিয়ে প্রবেশ করা মানে মৃত্যু।
রুপেন্দ্র ঝলমলে পোষাকে কাঁধে বিরাট থলি নিয়ে সেখানে দাঁড়াতেই দরজা খুলে একজন প্রহরীর পোষাক পরা ব্যাক্তি সেতু পেরিয়ে ওর সামনে হাজির হয়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)