Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
(22-10-2025, 02:10 AM)ধূমকেতু Wrote: গল্পটা আমার খুব ভালো লাগে। তাই এতো কমেন্ট করি, খেয়াল করলে হয়তোবা দেখবেন এই ফোরামের আর কোনো থ্রেডে আমার কোনো কমেন্ট নেই। বেশির ভাগই আগলি লেখা, না আছে সাহিত্য আর না আছে সঠিক যৌন বর্ননা। তাই ও গুলো আমার ভালো লাগে না, অনেক দিন পর ভালো একটা লেখা হচ্ছে, হয়তো ভিউ আর রেটিং তুলনা মূলক কম তবে তা পাঠকদের ব্যর্থতা ওরা শুধু সেক্স চায়। কিন্তু আমি বলতে চাই, দিস ইজ গোয়িং টু বি এ মাস্টার পিস।
যেহেতু গল্পটা আলাদা আর ইউনিক তাই আমাকে টানে।

আজকেও একটা অনুরোধ করবো, বিরক্ত হন কি না জানি না, দ্বিধান্বিত হয়ে আজকে কমেন্টটি টাইপ করছি, কেননা প্রতিদিনই একটা না অনুরোধ করে ফেলছি, অ্যাডভাইছ ভেবে নিয়েন না দয়া করে কারণ আমি অ্যাডভাইছ দেওয়ার যোগ্য নই। আই এম রিকোয়েস্টিং ইয়ু, ইয়ু ক্যান টেক টাইম হয়েন ইয়ু রাইট দ্যা সিনারিস।
যেমন ডাইলগ গুলো আরো হার্ট টাচিং আর আবেগঘন বানাতে পারেন, যদি বেশি সময় নেন।  বর্ননা গুলো এমনিতেই খুব সাবলীল, ওগুলোতে আরো ভালো অলঙ্কার ব্যবহার করতে পারবেন। শব্দ চয়নে অ্যাডভান্টেজ পাবেন। মোট কথা বেশি সময় নিলে গল্প টা নিয়ে ভাববার অবকাশ বেড়ে যাবে, একটা সিন বারবার ভাবতে পারবেন, ফলে ভুল গুলো ধরা পরবে।
আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও বেশি সময় নিলে ভালো ফলাফল হয়, এটা আমার এক্সপেরিয়েন্স। কারণ চরিত্র গঠনের জন্য গভীর চিন্তা করতে হয় হুয়িচ টেকস টাইমস।

তাই বলছি, আর দ্রুত আপডেট না দিয়ে সপ্তাহে দুইটা কি তিনটা আপডেট দিলেন, কিন্তু তাতে আর কোনো ভুল ক্রুটি থাকলো না, আমরাও বড় আপডেট পেলাম, লেখাটাও আগের থেকে আরো বেশি নিখুঁত হলো, সাহিত্যের দিক থেকেও ভাব গাম্ভীর্যের দিক থেকেও, গল্পের সাইকোলজির দিক থেকে তো অবশ্যই।

জানিনা ঠিক মতো গুছিয়ে বলতে পারলাম কি না, তবে সবার ই আলাদা কায়দা থাকে, থাকে ভিন্ন ধরন। সবশেষে স্বকীয়তা বজায় রাখাই বড় কথা।

ভালোবাসা নেবেন।

আপনিও ভালোবাসা নেবেন ।  একদম বিরক্ত হইনি বরং খুব খুশি হয়েছি । আমি এর আগে অনেকবার বলছি , যে কোন ধরনের সাজেশন এবং ক্রিটিসিজম আমি ওয়েলকাম করবো । তাই এসব এতো ভেবেচিনতে বলার কোন দরকার নেই ,মনের কথা খুলে বলবেন । আমি যা বলি তা মন থেকেই বলি, বলার জন্য বলা নয় ।  তাই অনুরোধ করবো , এর পর থেকে মনে কিছু এলে একদম রাখঢাক রাখবেন না , সরাসরি এবং প্রয়োজনে কঠিন শব্দ  ্রয়োগ করতেও পিছপা হবে না । 

আপনি যে ব্যাপারটা উলেক্ষ করেছেন , সেটা আমিও ফিল করেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি লেখার সময় বুঝতে পারি না । কারন যখন লিখি ওই দৃশ্যটা আমি দেখতে পাই । তাই লেখার দিকে মনোযোগ কম থাকে । কিন্তু পোস্ট করার পর যখন নিজে আবার পড়ি তখন কিছুটা নজরে আসে , তখন আরঠিক করার সময় থাকে না , পোস্ট তো হয়েই গেছে । 

অবশ্যই আমি এর পর থেকে আপনার বলা পয়েন্ট গুলো মাথায় রাখবো ।  

আমি হয়তো বর্ণনা গুলো আরো প্রাণবন্ত করার চেষ্টা করবো , এবং ডায়লগের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সাধারন ভাবে আমরা যেভাবে কথা বলি সেভাবেই রাখবো ( এখানে কঠিন কঠিন কথা না আনার পক্ষে আমি) , কিন্তু ইমোশনাল ডায়লগের ক্ষেত্রে আরো একটু উন্নতি করার চেষ্ট করবো।

আজকে আর কোন আপডেট আসেব না , আমি আজকে খুব বিজি ছিলাম ।
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 22-10-2025, 03:55 PM



Users browsing this thread: 1 Guest(s)