Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
কিছু সম্পর্কঃ ৮ (ছ) এর বাকি অংশ............  


রাজীব কি ভাবে বাইক চালিয়ে এসেছে ও নিজেও জানে না , জীবনে এই প্রথম ফুতপাতে বাইক উঠিয়েছে ও জ্যাম থেকে বাঁচার জন্য । বাসার সামনে এসে এমন কি বাইক বাড়ির ভেতর ধুকানোর প্রয়োজন ও মনে করেনি । ওদের বাড়ির গেটের সামনে হুডি আর শর্টস পরে কে দাড়িয়ে আছে সেটা দেখার প্রয়োজন ও বোধ করে না । দৌরে দরজার সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে , রানীর রুমের সামনে এসে রানী আর জান্নাতের হাসির শব্দ পেয়ে বেশ অবাক ই হয়ে গেছে ।

 
রাজীব নিজের উপস্থিতি জানান দেয় , তারপর জান্নাত ভেতর থেকে বলে আয় ভেতরে আয়
 
ভেতরে গিয়ে রানীকে বসে থাকতে দেখে কিছুটা শান্ত হয় রাজীব , প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলো , খালি বাড়িতে রেখে গিয়েছিলো , জান্নাত কি আগেই ছিলো নাকি অজ্ঞান হওয়ার পরে এসেছে সেটাও জানা ছিলো না , জিজ্ঞাস করতে ভুলে গিয়েছিলো । যদিও বেশ শান্ত ভাবে জান্নাত কে কি কি করতে হবে বলেছিলো । কিন্তু ভেতরে ভেতরে চরম উতকন্ঠায় ছিলো ও । যে কাজে গিয়েছিলো সেটা না করেই ফিরে এসেছে ।
 
তবে এই ভেবে এখন শান্তি পাচ্ছে যে রানী ঠিক আছে , এরকম এটাক থেকে অনেক খারাপ কিছু ও হয়ে যেতে পারে । সেদিন লিভিং রুমে অজ্ঞান হওয়ার পর থেকে রাজীব রানীকে উত্তেজিত হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করে । রানী যা করতে চায় তাই করতে দেয় , কোন কিছুতেই কিছু বলে না । কোন ব্যাপারে পুশ ও করে না ।
 
কি হয়েছিলো?”  রাজীব শান্ত ভাবে জিজ্ঞাস করে
 
এমনি হঠাত করেই হয়ে গেলোরানী মাথা নিচু করে বলে , যেন রাজীব ওর চোখ দেখতে না পারে ।
 
আমি তখন গেলাম না তোদের বাসা থেকে ?  , এর পর বাসায় গিয়ে মনে হলো মোবাইল রেখে গিয়েছি , তখন এসে দেখি এই অবস্থাজান্নাত নিজের হাতে মিথ্যা বলার দায়িত্ব তুলে নেয় ।
 
এর পর রাজীব , এ্যাম্বুলেন্স কে কল করে আসতে মানা করে দেয় , এ্যাম্বুলেন্স কিছু পেমেন্ট দাবি করলে । রাজীব সেটা  অনলাইন পেমেন্ট করে দেয় ।  
 
রাজীব রানীর পড়ার টেবিলের চেয়ার টেনে বসে পরে , তারপর জান্নাতের দিকে তাকায় , “ ভাগ্য ভালো তুই সময় মত এসেছিলি, কি বলে যে ধন্যবাদ দেবো”
 
 “ ধন্যবাদ দিবি মানে? দে দেখি কেমন দেখতে তোর ধন্যবাদ, এখন থেকে রানী আমাদের লোক” কথাটা বলেই জান্নাত মনে মনে জিভে কামড় দেয় , অতি উত্তেজনায় বলে ফেলেছে । আসলে রানী আর জয়ের মাঝে যে একটা আন্ডারস্টেন্ডিং হয়ে গেছে এতে জান্নাত ও ভীষণ খুশি , এই ব্যাপারটা ওকেও সমান ভাবে পীড়া দিচ্ছিলো ।
 
এদিকে রানী ঝট করে জান্নাতের দিকে তাকায় , সুযোগ থাকলে মাথায় হাত দিয়ে বসে পরতো , পাগলী বলছে কি এসব ? মনে মনে ভাবে রানী ,
 
রাজীব ও জান্নাতের দিকে অবাক হয়ে তাকায় , ঘরে ঢোকার পর এই প্রথম জান্নাতের দিকে ঠিক ভাবে তাকিয়েছে ও । জন্নাতের কথা ঠিক বুঝতে পারে না , তবে বেশিক্ষণ জান্নাতের ওই কথা নিয়ে চিন্তা করতে পারে না রাজীব । ওর অজান্তেই ওর চোখ জান্নাতের টি সার্ট পরা শরীরের  তীক্ষ্ণ বাঁক গুলোর দিকে চলে যায় । জান্নাত কিছুটা curvey  হওয়ায় ওর শরীরের বিশেষ অঙ্গ গুলো ও বেশ ভরাট । এক মুহূর্ত রাজীব মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে থাকে , চোখ সরিয়ে নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে ।  
 
কিন্তু অতি দ্রুত নিজের ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রন খুজে পায় রাজীব । আগে থেকেই জান্নাতের শরীর সম্পর্কে ওর আইডিয়া আছে , কারন জান্নাত ওড়না নেয় না , তবে আজকে যেন খুব উগ্র ভাবে প্রকাশ পাচ্ছে জান্নাতের শরীরের curve  গুলো । রাজীব নিজের চোখ সরিয়ে নেয় লজ্জিত হয়ে । কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে , জান্নাত দেখে ফেলেছে ।
 
রাজীবের ফর্সা মুখ লাল হয়ে যায় । দ্রুত ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় বলে , “ আমি রান্না ঘরে যাচ্ছি , তোরা কথা বল” ঘর থেকে বেরিয়েই রাজীব নিজের গালে নিজেই একটা থাপ্পড় বসিয়ে দেয় । নিঃশব্দে কয়েক বার বলে “ ফাক ফাক ফাক”। নিজের উপর এভাবে নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় খুবি অসন্তুষ্ট হয়েছে ও ।
 
জান্নাতের চোখ দুটো ,  রাজীবের চলে যাওয়া নিঃশব্দে অনুসরণ করে । জান্নাতের চোখে কৌতুকবোধ আর অবিশ্বাসের মিশ্রণ। তবে সেখানে লজ্জার লেশ মাত্র নেই । রাজীব যে এমন কাজ করতে পারে সেটা ওর জানা  ছিলো না , আর করে যে পরিমান লজ্জা পেয়েছে সেটা দেখে বেশ কৌতুক বোধ হচ্ছে ।
 
জান্নাতের ঠোঁটে একটা মুচকি হাসি চলে আসে , মনে মনে ভাবে যাক তবুও তো কিছু একটা করেছে । নইলে হয়তো আরো কিছুদিন গেলে রাজীবের পৌরুষ্য নিয়ে ওর মনে প্রশ্ন উঠত ( জান্নাত এটা মজা করে ভেবেছে, এমন কোন প্রশ্ন জান্নাতের মনে উঠত না) ।  
 
সেই সাথে জান্নাতের মনে আশঙ্কার ও জম্ন হয় । জান্নাত মনে মনে ভাবে , লজ্জাবতী লতা যে পরিমান লজ্জা পেয়েছে , না জানি কতদিন সময় লাগে এই লজ্জা ভুলতে ।
এদিকে রানী জন্নাত কে একটা চিমটি কাটে ফিসফিস করে বলে “ এই তুই এইটা কি বললি? ভাইয়া যদি বুঝে যেতো?”
 
জান্নাতের ঠোঁটে সেই হাসি লেগেই থাকে , ওর মন রানীর দিকে নেই , তবুও উত্তর দেয় , “ হলে তো তোর জন্য ভালই হয়, আজকেই তোকে কবুল বলিয়ে আমার সাথে নিয়ে যেতাম”
 
“ যাহ কি বলিস তুই , তোর কোন ইয়ে নেই না” রানী লজ্জায় লাল নীল বেগুনি হয়ে ওঠে । কিন্তু জান্নাত সেটা দেখেও না। মনে মনে এখনো হাসছে ও ।
 
“ আর কোন দিন বলিস না প্লিজ, ভাইয়া কি ভাবল কে জানে”
 
এবার জন্নাত বিরক্ত হয়ে , বিরক্তি নিয়ে বলে “ ন্যাকামি করিস না তো , তোর ভাই এমন জিনিস দেখেছে যে ঐসব কথা ওর মনেই নেই”
 
“ কি দেখছে?” রানী অবাক হয়ে জিজ্ঞাস করে
 
“ তুই বুঝবি না, ছোট মানুষ তুই” জান্নাত হেসে বলে
 
“ ইস ছোট মানুষ , একটু আগে না ভাবি ডাকতে চাইলি” রানী হেসে বলে , মনে মনে বলে , তুই যদি জানতি একটু আগে তোর ভাইয়ের সাথে কি করছিলাম , তাহলে আর ছোট মানুষ বলতি না । তারপর আবার বলে “ বল না কি দেখছে” আসলে রানী সিওর  হতে চাইছে , রাজীব কিছু বুঝতে পেড়েছে কিনা ।
 
“ ভুত দেখছে , এবার হয়েছে” জান্নাত হাসতে হাসতে বলে । এই কথা শুনে রানীও হেসে দেয় । তারপর দুজনের মাঝে রাজীবের ছোট বেলায় ভুতের ভয় নিয়ে আলোচনা হয় । সারাদিন একদম অকুতোভয় ভাব নিয়ে থাকতো , আর রাত হলেই সব বাতাস ফুস করে বেড়িয়ে যেতো । জয় জান্নাত আর রানী মিলে কত যে ভয় দেখিয়েছে তার কোন হিসেব নেই । দুজন কিছু কিছু ঘটনা নিয়ে আলোচনা করে , আর হাসাহাসি করে ।
 
শেষে জন্নাত চলে যাওয়ার সময় রানীর কাছে একটা চাদর চায় । রাজীব দেখছে দেখুক , কিন্তু রাস্তায় তো আর এভাবে যাওয়া যায় না । রানী ওর একটা শীতের চাদর বের করে দেয় , বলে “ বাইরে বেশ শীত পরেছে”
 
রানী জান্নাত কে দরজা পর্যন্ত এগিয়ে দেয় , জন্নাত জখন দরজা দিয়ে বেরুবে তখন আবার নিচু সরে জিজ্ঞাস করে “ সত্যি বছিস ভাইয়া কিছু বোঝেনি “
 
“ বললাম তো বঝেনি , আর যদি বুঝে থাকে , আমার কাছে পাঠিয়ে দিস , সুধু ওই কথা না ওর পুরো গুষ্ঠির নাম ও ভুলিয়ে দিবো” জান্নাত হাসতে হাসতে বলে ,
“ তোর কি মারপিট ছাড়া অন্য কোন কথা নেই” রানী ভাবে জান্নাত মাইর দেয়ার কথা বলেছে ।
 
“ না নাই , তোর ভাই বেশি পাকামো করলেই আমার কাছে পাঠিয়ে দিবি , আমি ঠাণ্ডা করে দেবো” এই বলে জান্নাত আর দাড়ায় না । হাসতে হাসতে চলে আসে ।
 
রানী ও গেট বন্ধ করে নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পরে । এতো খুশি লাগছে যে ও ভাষায় বোঝাতে পারবে না , ওর নাচতে ইচ্ছে হচ্ছে , হঠাত রানীর মনে পরে ও অনেকদিন নাচে না ।
আয়নার সামনে দাড়িয়ে দুই একটা নাচের ভঙ্গি করার পর ই বুঝতে পারে ওর শরীরে শক্তি নেই । কিন্তু খুশি একটুও কমে না।
 
****  
 
গেটের বাইরে আসতেই  আসতেই জান্নাত নিজেই ভুত দেখার মত চমকে ওঠে । মাথায় হুডি দিয়ে জয় দাড়িয়ে আছে , “ তুই এখনো দাড়িয়ে আছিস ? তোর না জ্বর?”
 
“ এ্যাম্বুলেন্স তো এলো না?” জয় জান্নাতের উত্তর না দিয়ে এ্যাম্বুলেন্সের কথা জিজ্ঞাস করে ।
 
জান্নাত জয়ের এমন আকুল হয়ে থাকা দেখে হাসে , অবশ্য মনে মনে খুশি হয় , হেসে বলে “ এ্যাম্বুলেন্স এসে কি হবে , রোগি তো মারা গেছে”
 
“ কি বলছিস জান্নাত , দুষ্টুমির সময় না এটা”
 
“ কই দুষ্টুমি করলাম , যা সত্যি তাই বললাম , আমাদের ওভার থিঙ্কার রোগি মারা গেছে , রানী বেঁচে আছে , তোর কাছে চলে আসার জন্য এক পায়ে দাড়িয়ে আছে , এমন কি আমাকে বলেছে ভাবি ডাকতে” জান্নাত মিথ্যা করে বলে
 
শুনে জয়ের জ্বর ঘাম দিয়ে ছেড়ে যায় , রানীদের বাড়ির গেট দিয়ে ঢুকে যেতে যেতে বলে “ আমি দেখা করে আসি”
 
জান্নাত দ্রুত ধরে ফেলে জয় কে , “ খবরদার এই কাজ করিস না , ভেতরে রাজীব আছে”
 
“ তাতে কি? আমি জাব দেখা করবো আর চলে আসবো”
“ দেখা হলে সমস্যা আছে “ জান্নাত থামিয়ে দেয় জয় কে , ও জয়ের আর রানীর মাঝে যে প্যাশন দখতে পাচ্ছে , তাতে কি না কি হয়ে যায় কে জানে ।
 
“ শোন আমার কথা মনোযোগ দিয়ে শোন” জান্নাত সিরিয়াস টোনে বলে ।
 
জান্নাতের গলায় সিরিয়াস টোন শুনে জয় দাড়ায় , বলে “ বল কি বলবি”
 
“ দেখ তুই যে রানীকে নিয়ে বেশ সিরিয়াস সেটা আমি তোর এই দাড়িয়ে থাকা থেকেই বুঝতে পারছি , ওদিকে রানী ডাবল সিরিয়াস , এখন আমি তোর ছোট বোন হয়ে তোকে একটা এডভাইস দেবো , যদি আমাকে সিরিয়াসলি নিস তাহলে তোদের ই ভালো হবে”
 
জয় চুপ করে থাকে , জান্নাত বুঝতে পারে জয় শুনতে চায় , “ চল ঘরে চল , বলছি”
 
জান্নাতের ঘরে আসে ওরা । জান্নাত জয় কে বসায় । তারপর বলা শুরু করে “ দেখ আজকে যে রানী অজ্ঞান হয়েছে তার পেছনে নিশ্চয়ই একটা কারন আছে , কিন্তু দুজনের একজন ও কিছু বলছিস না , না বল সমস্যা নেই , কারন ওটা আর কোন সমস্যা নয় , তোদের দেখেই বোঝা যাচ্ছে , কিন্তু আমি তোকে বলবো , আরো সময় নে , রানী কে যান বুঝে নে ওকে , এই দেখে আজকে রানী অজ্ঞান হয়ে গেলো তুই বুঝতেই পারলি না কি করতে হবে , সময় নিয়ে এসব কিছু ভালো করে জেনে নে । কারন এখন থেকে রানী সবচেয়ে বেশি তোর উপর ই ভরসা করে থাকবে । আমি যতটুকু ওকে জানি , রানীর সবচেয়ে বড় ভরসার যায়গা হবি তুই। তাই বলবো এই ভরসা কোনদিন ভাঙ্গিস না । তুই এমন একটি মেয়ে কে নিজের সাথে জড়াচ্ছিস যে কিনা ওর পরিবারের সবচেয়ে আদরের মানুষ , বলতে গেলে ওদের পরিবারের প্রান ভোমরা । ওদের পরিবার ওকে ঘিরেই আবর্তিত হয় । কোন কিছু করার আগে সবাই ভাবে ওই কাজটা রানীর উপর কি প্রভাব ফেলবে। বাকি দুজন  মানুষের চলার ফুয়েল হচ্ছে রানী, রানীর ভবিষ্যৎ চিন্তা ওদের চালিত করে ।  জয় তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি , আমি যদি রানীর পরিবারের কেউ হতাম , তাহলে এখন পর্যন্ত তুই যে অবস্থায় আছিস , সে অবস্থায় রানীর জন্য তোকে বেছে নিতাম না, আমার কথায় তুই কিছু মনে করিস না ভাই, কিন্তু এটাই সত্যি”  
 
জান্নাত দেখে জয় মাথা নিচু করে রেখছে , জান্নাত জয়ের কাঁধে একটা হাত রাখে বলে “ তুই আমার ভাই , সেই ছোট বেলা থেকেই এক সাথে দুঃখে সুখে বড় হয়েছি আমরা , তুই যাই করিস না কেন সব সময় আমি তোর পাশে থাকবো , কিন্তু ভাই , আমরা যাকে নিয়ে কথা বলছি সে অন্য কোন মেয়ে নয় , ও হচ্ছে রানী , আমার কত ক্লোজ তুই জানিস? আমি চাই না তোর দ্বারা , আমার ভাইয়ের দ্বারা রানীর কোন ক্ষতি হোক”   জান্নাত ইচ্ছে করেই রাজীবের সাথে জয়ের বন্ধুত্বের কথা এড়িয়ে যায় , কারন এই কথার এখন উল্টো প্রভাব হতে পারে ।
 
কিছুক্ষন পর জয় মাথা তোলে , ওর চোখ দুটো চকচক করছে , দৃঢ় কণ্ঠে জয় বলে “ আমি তোকে ভুল প্রমানিত করে দেবো জান্নাত , আমি দেখিয়ে দেবো , সুধু তোকে না দুনিয়ার সবাই কে , আমি ই রানীর জন্য পারফেক্ট , আর রানী আমার জন্য”  কথা গুলো বলে জয় উঠে চলে যেতে চায় ।
 
“ তুই আমাকে ভুল বুঝলি ভাই , আমি এভাবে বলিনি” জান্নাত জয় কে আটকায় ।
 
“ আমি ভুল বুঝিনি জান্নাত , আমি তোদের দেখিয়ে দেবো , আমি কারো কাছে হারবো না , কেউ আমাকে দেখিয়ে বলতে পারবে না , ওই দেখ জয় যায় । সুধু নামেই জয় , কাজে নয় , দেখিস, আর হ্যা রানীর জন্য আমি সব করতে প্রস্তুত আছি”  এবার আর জান্নাত জয় কে আটকাতে পারে না ।  
 
জান্নাত মনে মনে বলে , এমন হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। জয় রাগ করেনি , সেটা জান্নাত বুঝতে পারছে , কিন্তু জয়ের মাঝে একটা জেদ চেপে গেছে , দেখিয়ে দেয়ার জেদ । জান্নাত চায় জয়ের এই জেদ যেন সত্যি সত্যি জিতে যায় । তবুও মনের কোনে একটা ছোট বিন্দুর মত দ্বিমত থেকেই যায় ।
 
****  
কেউ কথা রাখে না 
আসবো বলেও আসে না। 
কথা রাখে সুধু একাকীত্ব , 
কখনো ছেড়ে যায় না।
[+] 3 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 21-10-2025, 07:45 PM



Users browsing this thread: 2 Guest(s)