Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
কিছু সম্পর্কঃ ৮ (



 
জান্নাত দৌরে রানীদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে । এই বয়সি একটা মেয়ে সুধু টিশার্ট আর পাজামা পরে রাস্তায় দউরাচ্ছে সেটা মানুষজন ভালো নজরে দেখে না । কিন্তু জান্নাতের সেদিকে খেয়াল নেই । জয় যখন কল করে তখন মোবাইল ওর হাতেই ছিলো, কিন্তু ইচ্ছে করেই ধরেনি । আজকে জয় ওর চ্যানেল নিয়ে যেটা করেছে সেটা নিয়ে জান্নাত খুব রাগান্বিত । কারন এই কাজটি ওর জন্য খুব গুরুত্বপূর্ণ , এই কাজের সাথে কোন ধরনের দুষ্টুমি ফাইজলামি ও বরদাস্ত করবে না । কিন্তু যখন টেক্সট পেলো , তখন ওর হুঁশ উড়ে গেলো । এক মুহূর্ত দেরি করলো না , এমন কি শীতের পোশাক পরতেও ভুলে গেছে ।  
 
দরজায় কলিং বেল বাজাতেই জয় সেটা খুলে দিলো । আর জন্নাতের বোঝার কিছু বাকি রইলো না, জয় আর রানীর মাঝে কিছু হয়েছে , এবং ব্যাপারটা বেশ সিরিয়াস , মনে মনে ভয় পেয়ে যায় । জয়ের টেক্সট পেয়ে এমন কিছুই ধারনা করেছিলো ও । জয় যখন ইশারায় রানী ঘর দেখালো । এক বাড়ে দুটো সিঁড়ি ভেঙ্গে  জান্নাত প্রায় উড়ে রানীর ঘরে  চলে আসে  । এসে যা দেখলো তাতে ওর হাত পা ঠাণ্ডা হয়ে গেলো । ঘুরে তাকালো জয়ের দিকে , যেন জয় কে চোখের লেজার লাইট দিয়ে ভস্ম করে দেবে । কি করেছিস?”   
 
পানি ছিটা দিয়েছি , ডেকেছি কাজ হয় নাজয় তড়িঘড়ি করে উত্তর দিলো , ও বেশ ঘাবড়ে গেছে ।
 
আমি জিজ্ঞাস করেছি এমন হলো কেনো? কি করেছিস?” জান্নাত চিবিয়ে চিবিয়ে জিজ্ঞাস করলো ,
 
এবার আর জয় কিছু বলল না , চুপ করে রইলো ,
 
মেরেছিস ? এখনো কি ছোট………”
 
কি বলিস তুই, আমি ওকে মারবো কেন?” জয় বাক্য শেষ হওয়ার আগেই ব্যাথিত কণ্ঠে বলে , মনে মনে ভাবে , সবাই ওকে কি ভাবে?  
 
হঠাত জান্নাতের মনে পরলো , রাজীব ওকে বলেছিলো রানীর অ্যানিমিয়া low blood presure থাকার কারনে এরকম হয়েছে আগেও।  জান্নাত দ্রুত নিজের মোবাইল বের করে , রাজীব কে কল করে , রাজীব কল রিসিভ করে ।
 
রাজীব রানী অজ্ঞান হয়ে গেছে , এখন কি করবোজান্নাত ভনিতা না করে সোজা টপিকে চলে আসে ।
 
অপর দিক থেকে রাজীব কিছু একটা বলে । সেটা শুনে নিয়ে জান্নাত বলে , “ আচ্ছা ঠিক আছে এই বলে জন্নাত কল কাটে , তারপর জয় কে রানীর সামনে থেকে সরে যেতে বলে , জয় প্রথমে রাজি হয় না , কিন্তু জান্নাতের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে সরে যায় । ভাবে এখানে ও থেকেও কোন হেল্প করতে পারছে না ।
 
জান্নাত এ্যাম্বুলেন্স কল করে , তারপর রাজীব কে ভিডিও কল করে , রাজীব ইন্সট্রাকশন দিতে থাকে , সেই অনুযায়ী জান্নাত রানীর সোয়েটার খুলে দেয় , জয় হেল্প করতে চায় কিন্তু জান্নাত ইশারায় বলে দেয় যেন ক্যামেরার সামনে না আসে । তারপর রানী কে সোজা শুইয়ে দেয় , এর পর  পা দুটো এক ফুটের মত উপরে তুলে নিচে বালিস দিয়ে দেয় ।
 
একেবারে শেষে রাজীব বলে  ,  “এক কাজ কর তুই ওর ড্রেস খুলে দে আমি ফোন রাখছি , আমার আসতে ১৫ মিনিট লাগবে, আর হ্যা জ্ঞান ফিরলে  দ্রুত পানি দিবি না, ধিরে ধিরে দিবি , আর প্রেশার টা একটু মেপে দেখবি যদি কম থাকে ঘরে ওরাল স্যালাইন আছে ওটা দিবিএই বলে রাজি কল কেটে দেয় । রাজীব কল কেটে দেয়ার পর জান্নাত জয়ের দিকে তাকায় আর ওকে বের হয়ে যেতে বলে । জয়ের আর কিছু করার থাকে না । জয় বেড়িয়ে যায় , এবার আর ছাদ দিয়ে যায় না । জয়ের কাছে মনে হয় ওর শরীরে আর এক বিন্দু শক্তি নেই , বার বার মনে এই প্রশ্ন আসছে এই আমি কি করলাম?”  
 
বেড়িয়ে গেলেও জয় বাড়িতে যায় না , রানীদের বাড়ির সামনে দাড়িয়ে থকে , এম্বুলেন্সের জন্য অপেক্ষা করে । প্রচণ্ড শীত লাগে জয়ের , মাথার উপর জেকেটের হুডি তুলে দেয় । আধো অন্ধকার শীতের সন্ধ্যায় রাস্তার উপর দাড়িয়ে জয় প্রার্থনা করে রানীর যেন কিছু না হয় । জীবনে এই প্রথম জয় কোন কিছু চেয়ে প্রার্থনা করলো । এর আগে জীবনে কোন কিছু চাইতে হয়নি ওর । বুকের ভেতর একটা অসহ্য চাপ সেই তখন থেকেই সঙ্গি হয়ে আছে ।
 
সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই ভেবে যে , রানীর জন্য ও কিছু করতে পারছে না । যা করার জান্নাত আর রাজীব করছে । ও সুধু অকালকুষ্মাণ্ডের মত দাড়িয়ে আছে । আর এই ব্যাপারটা জয় কে নিজের কাছেই ছোট করে দিচ্ছে । নিজেকে এক অসহায় পতঙ্গের মত মনে হচ্ছে । ঐদিকে নিজের প্রিয় মানুষটি শুয়ে আছে , আর ও এখানে দাড়িয়ে আছে ।
 
 জান্নাত রানীর ড্রেস পুরো খোলে না , কোমরের থেকে বুক পর্যন্ত জামা তুলে দেয় , আর পায়ের নিচ থেকে হাটু পর্যন্ত পাজামা উঠিয়ে দেয় । এর পর জান্নাত ওরাল স্যালাইন খুজতে যায় । সাথে করে রহিমের ঘর থেকে  প্রেশার মাপার ডিজিটাল মেশিন টাও নিয়ে আসবে ভাবে ।
 
জান্নাত ঘর থেকে বেরুবার কিছুক্ষনের মাঝেই রানীর জ্ঞান ফিরে আসে , জ্ঞান ফিরতেই রানী এদিকে অদিকে তাকায় । নিজেকে নিজের ঘরে বিছানার উপর পায় , গায়ে সোয়েটার নেই , জামা উপরে ওঠানো , পাজামা ও গুঁটিয়ে উপরে তোলা । রানীর মনে পরে যায় ও অজ্ঞান হয়ে গিয়েছিলো , এবং কেনো হয়েছিলো সেটাও মনে পরে । তারাতারি  উঠে বসতে চায় , কিন্তু নিজেকে বেশ দুর্বল অবস্থায় পায় । শুয়ে শুয়েই রাই এদিক সেদিন তাকিয়ে , জয় কে খোঁজে । না পেয়ে রানীর হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় । এতো কিছুর পর সব কিছু ঠিক হতে না হতেই আবার শেষ হয়ে গেলো । হু হু করে কেঁদে ফেলে রানী , ভাবে কেন ও এমন করলো ।
 
ঠিক এই সময় জান্নাত ঘরে ঢোকে , রানীর জ্ঞান ফিরতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে । সেই সাথে রাগ ও হয় , “ চুপ একদম চুপ , কাদবি না ”  
 
জান্নাতের গলার স্বর পেয়ে রানীর কান্না এমনিতেই বন্ধ হয়ে যায় ।  ও ভাবে জান্নাত এখানে এলো কি করে ? জয় কি তাহলে জান্নাত কে ডেকে নিয়ে এসেছে ? মনে মনে ভাবে । আর সেই সাথে রানী ভয় পেয়ে যায় , জান্নাত কি সব জেনে ফেলেছে? এই প্রশ্ন আসে ওর মনে । ভয়ার্ত দৃষ্টিতে তাকায় জান্নাতের দিকে । দেখে জান্নাত বেশ রাগান্বিত , চোয়াল শক্ত করে রেখেছে , চখেও রাগান্বিত দৃষ্টি ।
 
রানী ভাবে এখন যদি জান্নাত সবাইকে বলে দেয় , তাহলে কি হবে ? আব্বু কি ভাববে ? বড় আম্মু কি ভাববে? রাজীব নিশ্চয়ই হাসবে? আর জান্নাত ? জান্নাত এখন নিশ্চয়ই ওকে খুব খারাপ মেয়ে ভাবছে , ভাবছে আমি ওর ান্ধবী হয়ে ওর ভাইয়ের সাথে এসব করছি ছিঃ ছিঃ।
 
রানী চুপ হয়ে ভয়ার্ত চোখে জান্নাত কে দেখে , কিন্তু জান্নাত ওকে কিছু বলে না , চুপ করে ওকে উঠে বসতে সাহায্য করে , তারপর বলে , “ তোর প্রেশার মাপবো, হাত সোজা কর
 
রানী রোবটের মত হাত বাড়িয়ে দেয় , ওর খুব পিপাসা পেয়েছে । জিভ দিয়ে যে ঠোঁট ভেজাবে সেই উপায় ও নেই , জিভ পর্যন্ত শুকিয়ে গেছে । জান্নাত প্রেশার মেপে বলে প্রেশার তো অনেক কম , আমি স্যালাইন গুলে দিচ্ছি
 
জান্নাত স্যালাইন গুলে চামচে করে এক চামচ করে রানী কে দেয় । স্যলাইন এর পানি পেয়ে রানীর শুকনো জিভ ভিজে ওঠে , তবে জান্নাত বেশি দেয় না , এক গ্লাসের তিন ভাগের এক ভাগ দেয় ।  গ্লাস টা পাশে রেখে জিজ্ঞাস করে এখন কেমন লাগছে?
 
রানী ছোট্ট করে বলে ভালোজদিও ওর প্রচুর মাথা ব্যাথা করছে
 
তাহলে এবার আমার কথার উত্তর দেজান্নাত বেশ ঝাঁঝের সাথে বলে । জন্নাতের বলার ধরন দেখে রানী আরো ভয় পেয়ে যায় ।
 
জয় তোকে কি বলেছে? বাঁ করেছে?”
 
নাতো কিচ্ছু নারানী একদম সাথে সাথেই বলে দেয় ,
 
জান্নাত চোখ সরু করে তাকায় রানীর দিকে , জান্নাতকে এভাবে তাকাতে দেখেই রানী বুঝে যায় , জান্নাত ওর কথা বিশ্বাস করেনি।
তাহলে জয় এখানে কেন ? তুই অজ্ঞান হলি কেন?” জান্নাত পুলিশের মত জেরা করে ,
 
এই প্রস্নে রানী ঢোক গিলে একবার , কি বলবে ভেবে পায় না , শেষে মিথ্যা বলে আমি এমনি অজ্ঞান হয়ে গিয়েছিলাম , জয় এখানে ছিলো কিনা আমি তো জানি না
 
তাহলে কাঁদছিলি কেন?” সাথে সাথেই জিজ্ঞাস করে জান্নাত ,
 
আমার আম্মুর……”  
 
মিথ্যা বলিস না রানীঝাঝিয়ে ওঠে জান্নাত ,  দেখে রানী কেঁপে উঠেছে , তাই জান্নাত চুপ হয়ে যায় , নিজেকে শান্ত করে , তারপর বলে দেখ রানী তুই মিথ্যা বলতে পারিস না , তাই চেষ্টা করিস না , আমি তোর ভালোর জনই বলছি , আমার কাছে সত্যি বল , না হলে রাজীব এলে আমি সব বলে দেবো , রাজীব আর মিনিট পাচেকের মাঝেই এসে পরবে , আমার সাথে কথা হয়েছে
 
রানী আতংকে নীল হয়ে যায় , জান্নাত কি বলে দেবে বলে হুমকি দিচ্ছে , সেটা ভাবে ।
 
জয় কি তোর সাথে হসপিটালের মত কিছু করেছে?” জান্নাত আরো নরম ভাবে জিজ্ঞাস করে
 
এই কথা শুনে রানীর আত্মা খাঁচা ছাড়ার মত অবস্থা , চোখ দুটো বিস্ফোরিত হওয়ার মত অবস্থা , মুখে সুধু বলতে পারে তুই জানিস?”
 
হ্যা আমি জানি , হসপিটালের সেই দিন থেকেই জানি , তা ছাড়া জয় নিজেও স্বীকার করেছে, তুই কি আমাকে নিজের মত গাধা ভাবিস?”
 
দ্যাখ জান্নাত , আমি সরি , প্লিজ তুই আমাকে……”
 
আরে আরে তুই কেন সরি হতে যাবি?” জান্নাত রানী কে থামিয়ে দেয় , তারপর শান্ত ভাবে বলে  উল্টো আমি ই চিন্তিত  তোর জন্য , আমি তো জানি জয় কি পরিমান ফাজিল একটা ছেলে , তাই আমি চিন্তায় আছি তোর সাথে না উল্টো পাল্টা কিছু করে , যদি জয় এমন কিছু করে , তাহলে আমি ই তোর কাছে লজ্জিত হবো, তুই ভাবিস না আমি জয়ের বোন বলে ওর পক্ষে থাকবো, আমি সব সময় তোর পাশে থাকবো , তুই আমার প্রানের ান্ধবী , তোকে কি আমি দুঃখী দেখতে পারবো”  
 
রানী অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে থাকে , প্রচণ্ড অনুশোচনায় কাতর হয়ে পরে রানী , মনে মনে ভাবে এই মেয়েকে কত কিছু বলেছে ও । নিজেকে বড্ড ছোট মনে হয় জান্নাতের সামনে , মনে মনে ভাবে কবে থেকে ও নিজে এমন হয়ে উঠছে সেটা ও নিজেই জানে না । জান্নাতের মত ওর শুভাকাঙ্ক্ষীকে ও কি ভুল ই না বুঝেছে । এতদিন পর রানীর আবার মনে হতে থাকে , ও একা না , ওর জান্নাতের মত একজন ান্ধবী একজন বোন আছে ।
রানী আবেগে জান্নাত কে জড়িয়ে ধরে , অঝোর ধারায় জল গড়াতে থাকে ওর চোখ থেকে । এই কান্না কিছুক্ষন আগে জয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য , এই কান্না জান্নাত কে ভুল বুঝার জন্য , এই কান্না নিজের এতো দিনের একাকীত্বের জন্য, এই কান্না নিজের ান্ধবিকে ফিরে পাওয়ার আনন্দে ।
 
জান্নাত রানীর পিঠে হাত বুলিয়ে দিতে থাকে , ান্ধবীর পাঁচ মিশালি আবেগ কিছুটা কমার জন্য অপেক্ষা করে । কিন্তু সময় ও বেশি নেই , রাজীব বোধ হয় এলো বলে ।
 
হয়েছে , হয়েছে আমার ছিচ কাঁদুনি , আমাকে বল জয়ের সাথে তোর কি হয়েছে , না হলে আমি যে শান্তি পাচ্ছি নাজান্নাত কিছুটা সময় দিয়ে তারপর বলে ।
 
রানী জান্নাত কে ছাড়ে , বার বার নাক টেনে নাকের পানি নিয়ন্ত্রন করে , তারপর নিচের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে বলে , “ আমি জয় কে চড় দিয়েছি”  কথাটা বলে রানী নিজেকে হালকা বোধ করে , ও আবার বিশ্বাস হতে শুরু করেছে , সব কিছু বলা যায় এমন একজন ওর আছে ।
 
হ্যা……” জান্নাতের চোখ কপালে ওঠে , তারপর অবাক হওয়া কণ্ঠে বলে আমি আরো ভাবছি জয় তোকে মেরেছে , কিন্তু আমি বুঝলাম না , থাপ্পড় মারলি তুই , আবার অজ্ঞান ও হলি তুই, ঘটনা কি , থাপ্পড় মেরেছিস কেনো?”
 
এই প্রশ্ন শুনে রানী চুপ করে থাকে , কান্নার মাঝেও মুচকি হাসে , সেটা দেখে জান্নাত কিছুটা আন্দাজ করতে পারে । তাই আর কিছু বলে না , তবে ওর অংক মিলে গেছে , রানীর হাসি , চড় মারার কথা স্বীকার , আর এখন লজ্জায় লাল হওয়া , আর তখন জয়ের চোখ মুখে উৎকণ্ঠা , ভয় । এসব দেখে জান্নাতের মনে হয় ওদের মিট্মাট হয়ে গেছে ।
 
জান্নাত হেসে জিজ্ঞাস করে তাহলে তোদের সেটিং হয়ে গেছে বলছিস?”
 
রানী লজ্জায় লাল থেকে নীল হতে শুরু করে , নিচের ঠোঁট কামড়ে ধরে সুধু মাথা উপর নিচ করে , মনে মনে ভাবে থাপ্পড় খেয়ে যদি জয় রাগ ও করে তাতে ওর কিছু এসে যায় না , ও জেভাবেই হোক জয়ের সেই রাগ ভাঙ্গিয়ে ফেলবে । এসব রাগ অভিমান ওর কাছে এখন আর কোন সমস্যা নয় । কারন ও জেনে গেছে জয় ওর উপর রাগ করে থাকতে পারবে না , যদিও রাগ করে কোনদিন , তাহলে সুধু সামনে গিয়ে দাঁড়ালেই হবে , আর যদি তাতেও কাজ না হয় , তাহলে তার ঔষধ ও ওর জানা আছে।
 
ঔষধের কথা ভেবেই রানী আরো লজ্জা পেয়ে যায় , লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে যায় । আর সেটা লক্ষ করে জান্নাত বলে , “ এই তুই এমন করছিস কেন রে , পীরিতের সাগরে হাবুডুবু খাওয়ার সময় লজ্জা হয় নাই যখন , এখন লজ্জা পেয়ে লাভ কি?”
 
হ্যা রে এখন থেকে কি তোকে ভাবি ডাকতে হবে?” জান্নাত দুষ্টুমি করে জিজ্ঞাস করে ,
 
যাহ তুই না একটা যা তারানী জান্নাত কে ধাক্কা দেয় ,
আমার কথা মন দিয়ে শোন , তুই কিন্তু ভাবিস না জয় সোজা  হয়ে গেছে , ও কিন্তু কুকুরের লেজ , এর পর যদি কোন গড়বড় করে সুধু থাপ্পড় দিবি না , একেবারে কান টেনে ছিঁড়ে ফেলবি , একা না পারলে আমাকে ডাকবি , দুজনে মিলে ওর কান ছিঁড়ে দেবো, তখন তখন ওর স্লোগান হবেএই বলে জান্নাত স্লোগান দেয়ার ভঙ্গি করে হাত তুলে  
 
আমার ভাই তোমার ভাই কান কাঁটা জয় ভাই
 
স্লোগান দেয়া দেয়া শেষে রানী আর জান্নাত এক সাথে হেসে ওঠে , আর ঠিক তখনি রাজীব দরজার বাইরে থেকে নিজের অস্তিত্ব জানান দেয় ।
 
জান্নাতের হাসি না থামলেও রানীর হাসি সাথে সাথেই থেমে যায় ।
 
****  
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 21-10-2025, 07:44 PM



Users browsing this thread: 1 Guest(s)