21-10-2025, 02:54 PM
(20-10-2025, 08:59 PM)gungchill Wrote: গল্পটা কি আপনি নিজে ট্রেন্সলেট করছেন ?প্রথমটার চেয়ে এটা অনেক ভালো ট্রান্সলেট হয়েছে। তবুও আরো একটু সুখপাঠ্য হতো যদি ট্রান্সলেট করার পর একটু এডিট করে দিতেন । আমি জানি বেশ সময় সাপেক্ষ ব্যাপার । তবুও করলাম ,যদি সময় হয় তবেই করবেন , না হলে এভাবেই চলছে , চলবে ।
হ্যাঁ আমার নিজের করা। সেকেন্ড টাইম রিভিউ করা সময় হয়ে উঠেনি। ট্রান্সলেট করা গল্প লিখার চাইতে প্যারা বেশি। চেস্টা থাকতে হয় যাতে মূল গল্প ছাড়িয়ে না যাই। আর আসল লেখক(যদি তারা এই ফোরামের হয়) যারা তাদের অনুমতি দরকার পরে। আর গল্পটি আগের গোসিপ ফোরামের হলে তা দরকার পরেনা। তবে বেশ ধৌর্যের বেপার। যারা লিখেন, তারা কিন্তু সৃষ্ঠা। হাতের আংগুল দিয়ে সৃষ্টি বের করছেন আর মানসিক ভাবে ফিল পাচ্ছেন,
এখানে আমার সেই ফিল টা কিন্তু নাই। এখানে আমি জড়বস্তু। তাই ভাষান্তর জিনিসটা একদম বাজে। আমি করি সখের বসে।
আগের ফোরামের প্রায় ২০টি গল্প(মেগা সিরিজ) আমার হার্ডডিস্কে আছে অনুবাদিত। সবগুলই আমার পছন্দের। গল্প গুলি ফোরামের মডারেটর+কিছু স্বভাষিরাই পড়েছে। যেমন অনেক হিন্ডি সিরিজ আছে। আমরা অনেক বাঙালি হিন্ডি বুঝি, কিন্ত পড়তে বা লিখতে পারেনা। আর পড়তে পারলেও অন্য ভাষাতে পড়ে তেমন মজা পাবেনা। তাই তামিল, হিন্দি, ইংরেজি অনেক সিরিজ ই আমার হার্ডডিস্ক এ অনুবাদিত হয়ে।
কিছু গল্প লেখক শেষ করেন নি। তা আমাকেই নিজ দায়িত্বে শেষ করতে হয়েছে। আবার কিছু গল্পের ফ্লো এলোমেলো। আগের ফোরামের তো। সেটাকেও ঠিক করতে হয়েছে। তাহলে ভাবুন, কতটা প্যারাদায়ক এই কাজ।



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)