Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
(17-10-2025, 09:52 PM)ধূমকেতু Wrote: জয় এবার একটু বেশিই ঢং করছে।
উচিত ছিলো সুযোগ লুফে নেওয়া। মেনে নিলাম রানি ওকে অপবাদ দিয়েছে, তাই ওর অভিমান।
কিন্তু জয়ওতো এখন রানিকে অপবাদ দিচ্ছে, তারউপর একেবারে ঢাকঢোল পিটিয়ে।
জান্নাত ওকে বুঝিয়ে গেল, আবরারের সাথে রানির কিছু নেই।
রানিকে কিন্তু কেউ কিছু বোঝায় নি, জয় সম্পর্কে কোনো জাস্টিফিকেশন কেউ দেয় নি ওকে। জান্নাত কয়েক বার জয়কে উল্টো ভুলে যেতে বলেছিলো। বোকাসোকা হয়েও রানি কিন্তু জয়ের সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখে।
তাই ভাবছি জয়ের যখন ভুল ভাঙ্গবে নিজেকে তখন কতো ছোট ভাববে ও? ভালো মন থাকলে ভবিষ্যতে ওর প্রচুর অনুশোচনা হবে।
আর রানী এখন বেশ আত্মভিমানি, আত্মসম্মান বোধ বেশি, রাজীব সামান্য চোখে চোখে রাখছিল, বেচারাকে কি দারুন অপমানটাই না করলো। তো যখন এই টক্সিক আর পোজেসিভ জয় ওকে নিয়ন্ত্রণ করতে চাইবে নিজের একমাত্র সম্পদ, আমি দেখবো আর কেউ দেখবে না, কোনো ছেলে বন্ধু থাকবে না, যেমন আবরার কে নিয়ে করছে, তখন রানির রিয়েকশন টা কি হবে।
আই এম গেটিং ভেরি এক্সাইটেড, ওয়েটিং ইগারলি ফর হুয়াট গোন্না হ্যাপেন নেক্সট।

রানীকে কেউ বোঝায়নি , তবে হিন্টস দিয়েছিলো, জান্নাত সেই হিন্টস দিয়েছিলো , আর রানী সেটাই লুফে নিয়েছিলো । কারন রানীও মনে মনে চাইছিলো কেউ এসে বলুক,  জয় এমন করেনি । ও এই কথা বিশ্বাস করার জন্যই বসেছিলো ।

আর জয়ের ব্যাপারটা হচ্ছে , একে তো অপবাদ পাওয়ার পর বেশ মনকস্টের মাঝে ছিলো ,তার উপর দ্বিতীয় আঘাত পেয়েছে ,তাই রাগটা একটু বেশি হয়েছে ।আমার কাছে মনে হয় এই সব ব্যাপারে ছেলেদের ইগো হার্ট হয় বেশি ।তার উপর দেখেছেন ই তো , জয়ের ইগো কত স্ট্রং ।যদি এই ইগো না কমে  তবে সামনে হয়তো আরো দুঃখ অপেক্ষা করছে । 

আমি স্পয়েলার দিতে চাই না , একটা হিন্টস দিতে চেয়েছিলাম , কিন্তু স্পয়েলার হয়ে যাবে তাহলে ।




(18-10-2025, 12:21 PM)রাত্রী Wrote: ১।জয়নাল-রহিম
২।রাজীব-জয়
৩।রানী-জান্নাত 
৪। বিশেষ করে আয়েশা। 
উপরোক্ত বন্ধনগুলির আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ইশশশ যদি এমন চরিত্রের সাথে বাস্তবে দেখা মিলতো!
গল্পের চরিত্রগুলো জীবন্ত। তবে হ্যাঁ, সেক্সুয়াল কনটেন্টের ইঙ্গিত আছে, সেটা যেন প্লটের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যাই---অনুরোধ। লেখার ধরন খুব সাবলীল, তবে পরবর্তী পোস্টে আরেকটু টুইস্ট বা চমক  আনলে  আরও মুগ্ধ হব। চালিয়ে যান, অপেক্ষায় আছি!

এমন চরিত্র আছে , কিন্তু সবাইকে এক জায়গায় এক সাথে পাওয়া যায় না । আর আয়শার চরিত্রটা প্রথমে এমন ভেবে নেইনি আমি । পরে আমার মাথায় এসেছে , বিশেষ করে রানী আর জান্নাত এই দুজনের মাঝের তফাৎ তুলে ধরার জন্য এভাবে আয়শার আগমন ।জান্নাতের একজন মা আছে যার কাছে নিজের গোপনতম কথাটিও শেয়ার করতে পারে , আর আয়শাও মেয়ের বলার আগেই বুঝে ফেলে মেয়ের মনে কি চলছে । এদিকে রানীর এমন কেউ নেই , নিজের মনের কথা গুলো শেয়ার করতে না পেরে ভতরে ভেতরে গুমরে মরে । 

এডাল্ট কন্টেন্ট গুলো আশা করি গল্পের সাথে স্বাভাবিক ভাবেই আনার চেষ্টা করবো ।টুইস্ট বা চমক বলতে কি বুঝিয়েছেন? যদি একটু খুলে বলতেন তাহলে ভালো হতো । তবে আমি যেটুকু  বুঝেছি , সেই অনুযায়ী বলতে গেলে , আমি বলবো ,টুইস্ট মাঝে মাঝে থাকবে , তবে খুব বেশি ঘন ঘন হয়তো নয় ।মানুষের স্বাভাবিক জীবনে টুইস্ট সাধারণত এতো ঘন ঘন থাকে না ।তবে জীবনের মোড়ে মোড়ে বাকে বাকে , কিছু  টুইস্ট তো থাকবেই ।
কেউ কথা রাখে না 
আসবো বলেও আসে না। 
কথা রাখে সুধু একাকীত্ব , 
কখনো ছেড়ে যায় না।
[+] 1 user Likes gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 18-10-2025, 06:25 PM



Users browsing this thread: