18-10-2025, 09:44 AM
তিন
পরদিন সকালে কলেজে পৌঁছে গণেশের কাছে জানতে পারলাম রনি তাদের ফটোশুটের জন্য শহরের বাইরে যেই ছোট্ট গ্রামে যাওয়ার পরিকল্পনা করেছে সেখানে থাকার জন্য গত রাতেই সে অনলাইনে একটা মনোরম পরিবেশের কটেজ বুক করে ফেলেছে আর কাল সকাল করেই মাকে নিয়ে তারা সেই গ্রামের উদ্দেশে রওনা দেবে।
গণেশের কথা শুনে আমি বললাম, তাহলে বাড়ি গিয়ে মাকে বলে দেবো যে তোরা পরশু সকাল করেই বের হচ্ছিস।
গণেশ হেসে জবাব দিলো, হ্যাঁ..তবে আন্টি সব জানেন..রনি তো গত রাতেই আন্টিকে মেসেজ করে সব জানিয়ে দিয়েছে।
তার কথায় আমি একটু অবাক হলাম। রাতে রনির সঙ্গে মায়ের মেসেজে কথা হয়েছে, অথচ মা আমাকে কিছুই বলেনি। হয়তো ভুলে গেছেন। তাই বেশি কিছু না ভেবে আমি ক্লাসে মন দিলাম। কলেজ শেষ করে বাড়ি ফিরে দেখি মা ড্রয়িং রুমে বসে টিভিতে মডেলদের র্যাম্প ওয়াকের শো দেখছেন। তার চোখে একটা চকচকে উৎসাহ, যেনো সে নিজের আসন্ন ফটোশুটের জন্য মানসিকভাবে তৈরি হচ্ছে আর মনে হচ্ছিলো এক সপ্তাহের জন্য মডেল হওয়ার এই সুযোগটা তাকে বেশ উত্তেজিত করে তুলেছে।
আমি মুচকি হেসে বললাম, “মা তুমি তো দেখছি একেবারে মডেল হওয়ার প্রস্তুতি নিচ্ছো।
মা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললেন, ধ্যাট..কি যে বলিস না বাবু..চ্যানেল বদলাতে গিয়ে চলে এলো তাই দেখছি।
তারপর মাকে জিজ্ঞেস করলাম, “মা তোমার রনির সাথে কথা হয়েছিলো..কখন বের হবে কালকে?
আসলে আমি দেখতে চাইছিলাম মা রনির সঙ্গে রাতের মেসেজের ব্যাপারটা সত্যি বলে কি না। যদিও এর পেছনে কোনো বড় কারণ ছিলো না। মা আগেও বহুবার দরকারে রনির সঙ্গে ফোনে বা মেসেজে কথা বলেছে। কিন্তু তবুও এই ফটোশুটের ব্যাপারটা মাথায় ঢুকতেই আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি আর কৌতূহল মিশে যাচ্ছিলো। যেনো মায়ের এই নতুন অভিজ্ঞতার সঙ্গে কিছু একটা লুকানো রহস্য জড়িয়ে আছে।
মা টিভি থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন। তারপর মুখে একটা হালকা হাসি নিয়ে বললেন, হ্যাঁ বাবু রনি কাল রাতে মেসেজ করেছিলো..সে কাল ভোর ছটায় গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে আসবে..তারপর আমি, রনি আর গণেশ একসঙ্গে রওনা দেব।
তার কথার মধ্যে একটা উৎসাহ ছিলো। কিন্তু আমার মনে হলো যেনো সে কিছুটা ইতস্তত করছে।
তাই আমি ভ্রু কুঁচকে বললাম, মা তুমি ঠিক আছো তো..মানে এই ফটোশুটের ব্যাপারে তুমি সত্যিই রাজি নাকি রনির জন্য জোর করে মানিয়ে নিচ্ছো?
মা হেসে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, আরে বাবু এরকম কেনো মনে হচ্ছে তোর? রনি আমাদের পরিবারেরই একজন..তার ভবিষ্যতের জন্য এটুকু তো আমি করতেই পারি..তাছাড়া গণেশও তো থাকবে..তাই কোনো চিন্তা নেই।
তার কথায় আশ্বাস ছিলো। কিন্তু আমার মনের কোণে একটা অস্পষ্ট অস্বস্তি ঘুরপাক খাচ্ছিলো। রনি আর গণেশের সঙ্গে মা একা এক সপ্তাহ কাটাবে দূরের এক গ্রামে। আমার কেন যেনো মনে হচ্ছিলো এই ফটোশুট শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কিন্তু রনির উপর অগাধ বিশ্বাস থাকার ফলে সেসব আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বাধ্য হলাম।
তারপর আবার মা বললেন, তাহলে বাবু তুই এখন ফ্রেশ হয়ে নে আর আমিও গোসলটা সেরে আসি..তারপর একসঙ্গে লাঞ্চ করবো।
এই বলে মা বাথরুমের দিকে চলে গেলেন। আমি জানি মায়ের গোসল সারতে প্রায় আধা ঘণ্টার মতো সময় লাগে। তাই আমি হালকা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। সোফায় বসে দেখলাম টিভির পর্দায় এখনো মডেলদের র্যাম্প ওয়াক চলছে। হঠাৎ চোখ পড়লো সামনের সোফার উপর। সেখানে চার্জারে লাগানো অবস্থায় মায়ের মোবাইলটা পড়ে রয়েছে।
আমি সাধারণত মায়ের ফোনে হাত দিই না। মা-বাবার প্রাইভেসির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু সকালে যখন গণেশের মুখে শুনেছিলাম কাল রাতে রনির সঙ্গে মায়ের মেসেজে কথা হয়েছে তখন থেকেই মনের ভেতর একটা অদ্ভুত কৌতূহল ঘুরপাক খাচ্ছিলো আর এখন আমার কাছে সুযোগ রয়েছে কাল রাতে তাদের কথোপকথন গুলো দেখে কৌতুহলটা শেষ করার। এটা ঠিক না জানি। তবুও মনের অস্থিরতা আমাকে ঠেলে দিলো যে মা তো গোসল করছে। তার গোসল শেষ হতে এখনো অন্তত বিশ-পঁচিশ মিনিট সময় আছে। এই সুযোগে একটু দেখে নিলে কী হয়?
তো মনে দ্বিধা করতে করতে ফোনটা হাতে নিলাম। মায়ের ফোনের পাসওয়ার্ড আমি জানি। কারণ জরুরি প্রয়োজনে মা আমাকে বলে রেখেছেন। তারপর ফোন খুলে মায়ের সোশাল মিডিয়া অ্যাপে ঢুকলাম। সেখানে মেসেজ লিস্টের একদম উপরে রনির নাম ভেসে উঠলো। আমার হৃৎপিণ্ডটা একটু জোরে ধক করে উঠলো। কী লিখেছে রনি? মা কী জবাব দিয়েছে? এগুলো ভেবে আঙুলটা কাঁপছিলো। তবুও ক্লিক করে চ্যাটটা খুললাম। কাল রাতের মেসেজগুলো স্ক্রল করে পড়তে শুরু করলাম।
রনিই প্রথম মেসেজ করেছিলো রাত ৯:৩০ মিনিটে। তখন মা ডিনার করে সবে রুমে গেছে। তা সেই সময় রনি মেসেজে মাকে জিজ্ঞেস করেছিলো, কি করছো গো আন্টি?
মা হয়তো তখন ব্যাস্ত ছিলো। কারণ মা রনিকে প্রায় ৩০ মিনিট পর উত্তর দিয়েছিলো যে, এইতো ডিনার করে রুমে আসলাম..তা তুই কি করছিস?
রনি সাথে সাথে উত্তর দিলো, আমিও ডিনার শেষ করলাম।
হয়তো রনি মায়ের উত্তরের অপেক্ষায় ফোন নিয়েই বসেছিলো। রনির তাড়াতাড়ি জবাব দেওয়া দেখে আমার কৌতুহল আরো বেড়ে গেলো।
মা তখন নিজে থেকেই জিজ্ঞেস করলো, তা কি করছিস এখন?
রনি, সবেমাত্র অনলাইনে একটা কটেজ বুক করে তোমার সাথে চ্যাট করছি।
মা, ওহ কটেজ..আমরা যেখানে শুটিং করতে যাবো সেখানে থাকার জন্য কটেজ ঠিক করেছিস বুঝি?
রনি, হ্যা গো আন্টি..নদীর ধারে এক মনোরম পরিবেশে কটেজটা অবস্থিত..তুমি দেখলে একবারে মুগ্ধ হয়ে যাবে।
মা, বেশ ভালো..তা পরশু কখন বের হবি শুনি।
রনি, পরশু ভোর ছ'টায় আমি গাড়ী নিয়ে তোমার বাসার নিচে হাজির হয়ে গণেশ আর তোমাকে নিয়ে রওনা দিবো..তুমি তৈরী থেকো।
মা, আচ্ছা..তবে এতো সকাল করে কেনো?
রনি, আসলে আন্টি ওখানে পৌঁছে আমাদের ফটোশুটের জন্য জায়গাগুলো বেছে নিতে হবে আর সেখানকার মাতব্বরের কাছ থেকে শুটিংয়ের অনুমতি নিতে হবে..তাই একটু তাড়াতাড়ি যাওয়া দরকার।
মা, ওহ..আচ্ছা আমি ঠিক সময়ে তৈরী হয়ে যাবো..তবে একটা কথা।
রনি, কি কথা আন্টি?
মা, এই যে এই প্রথম ঘরবাড়ি ছেড়ে প্রফেশনাল শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছি..তাই মনের ভিতর অদ্ভুত অনুভূতি তৈরী হচ্ছে।
রনি, এটাই স্বাভাবিক..তোমার মতো ঘরোয়া গৃহবধূর কাছে জিনিসটা প্রথম..তাই একটু অস্বাভাবিক লাগছে..শুধুমাত্র এক সপ্তাহেরই তো ব্যাপার।
মা, হু..শুধুমাত্র তোর ভালোর কথা চিন্তা করেই রাজি হয়েছি..নতুবা হতাম না।
রনি, ধন্যবাদ আন্টি আমার কথা চিন্তা করার জন্য..তোমাকে কেনো মা হিসেবে পেলাম না সেজন্য আফসোস হয়।
মা, আমি তো তোর মা'ই..তা রনি আর একটা ব্যাপারে খটকা লাগছে।
রনি, কোন ব্যাপারে?
মা, তুই চলে যাওয়ার পরে আমি কিছু শাড়ীর মডেলদের ভিডিও দেখেছি..সেখানে তো অনেককেই দেখলাম বেশ নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে।
রনি, ধ্যাট ওইসব ভিডিও দেখে ভয় পেয়ো না গো..ওগুলো ভিউ বাড়ানোর জন্য করা..কিন্তু আমাদের এটা বড়ো কোম্পানি..একদম প্রফেশনাল ভাবেই সব করা হবে..তাছাড়া আমার প্রতি বিশ্বাস রাখো।
মা, তোর প্রতি বিশ্বাস আছে বলেই তো রাজি হয়েছি।
রনি, ধন্যবাদ আন্টি..তবে হ্যাঁ কিছু পোশাক একটু টাইট বা শাড়ির সাথে লো-কাট ব্লাউজ হতে পারে..যাতে তোমার ফিগারটা ফুটে ওঠে..ঠিক যেমনটা বিবাহবার্ষিকী পার্টিতে পরেছিলে।
মা, সবই বুঝলাম..তোর ভালোর জন্য তুই যেমন বলবি সেভাবেই করবো..তবে সেগুলো দয়া করে যেনো পাবলিক না করা হয়।
রনি, ধ্যাট তুমি অযথা টেনশন করছো..বলেছি না সব কিছু প্রফেশনাল হবে..তবে এইটুকু গ্যারান্টি সহকারেে বলতে পারি তোমার সামনে বড়ো বড়ো সুন্দরীরাও হার মেনে যাবে।
মা লজ্জার ইমোজি দিয়ে, ধ্যাট কি যে বলিস না।
রনি, সত্যি বলছি আন্টি..দাঁড়াও একটা ছবি পাঠাচ্ছি।
ঠিক সেকেন্ডর ভিতর রনি একটা ছবি সেন্ড করলো আর সেটা দেখে আমার শরীরের তাপমাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেলো। ছবিটা ছিলো মায়ের, যেদিন নিশা আন্টিদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। মা তার গোলাপি শাড়ীর আঁচলটা হাওয়ায় উড়িয়ে দেওয়ার পোজে দাঁড়িয়ে ছিলো আর তার পুরো পেট উন্মুক্ত হয়ে গেছিলো। এক পাশের ব্লাউজ ঢাকা ডাসা দুধ সহ পুরো পেট পুরো উন্মুক্ত হয়ে রয়েছে। মায়ের পেটের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর গভীর নাভীটা ভালোভাবেই ক্যামেরার ফোকাসে এসেছে। মাকে ছবিটাতে অসম্ভব রকমের সেক্সি লাগছে।
তো ছবিটা পাঠানোর পর মা আর কোনো মেসেজ করলো না। তাই রনিই মেসেজ করে বললো, কি গো আন্টি চুপ কেনো..দেখেছো তো কিরকম হট লাগছে তোমাকে?
মায়ের উত্তর এলো, চুপ শয়তান..এরকম ছবি কেউ রেখে দেই..ডিলিট করে দে।
রনি, কেনো গো আন্টি..আমার ছবি তোলা তোমার পছন্দ হয় নি?
মা, কেনো হবে না..কিন্তু দেখ বাবা পুরো পেট উন্মুক্ত হয়ে পড়েছে..যদি কেউ ছবিটা দেখে..তাহলে কি ভাববে বল তো?
রনি, তোমার ছেলের প্রতি কি এইটুকু বিশ্বাস নেই..আমার ফোনে কেউ হাত দেই না আর আমি নিজে থেকে তো কাউকে দেখাবো না..তোমার সন্মান রক্ষা আমার দায়িত্ব।
মা, ধন্যবাদ।
রনি, তবে একটা কথা বলতেই হয়..এই বয়সেও তুমি হটনেসে সবাই ফিদা হয়ে যাবে..পুরো সেক্সবম্ব দেখতে তুমি।
মা রাগ ও হাসির ইমোজি দিয়ে, মার খাবি কিন্তু দুষ্ট..ভুলে যাস না আমি তোর মায়ের মতো আর মায়ের সাথে এরকম দুষ্টামি কথাবার্তা বলতে নেই।
রনি, মা যদি তোমার মতো সেক্সবম্ব হয়..তাহলে তো দুষ্টামি আপনাআপনি চলে আসে।
মা, এইবার সত্যিই মার খাবি দুষ্ট..এখন ঘুমা আর আমাকেও ঘুমাতে দে..শুভ রাত্রি।
রনি, অশুভ রাত্রি..তা পরশু ভোরে তৈরী থেকো..আমি ছ'টার সময় গাড়ী নিয়ে হাজির হবো।
মা, আচ্ছা।
চ্যাটটা এখানেই শেষ। আমি ফোনটা হাতে ধরে বসে রইলাম। রনির এই হাবভাব আমাকে পুরোপুরি অবাক করে দিয়েছে। সে তো আগে এমন ছিলো না। এই ফ্লার্টি কথাবার্তা কি শুধুই দুষ্টুমি? নাকি এর পেছনে আরও কিছু আছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। মা কি সত্যিই এই কথাগুলো উপভোগ করছে? নাকি শুধু রনির প্রজেক্টের জন্য সহ্য করছে? আর ছবিটা? রনি কেনো এমন একটা ছবি নিজের কাছে রেখে দিয়েছে, যেখানে মায়ের শরীর এতো উন্মুক্ত? আমার বুকের ভেতর একটা ঝড় উঠলো এবং সেই সাথে রাগ, জ্বলন আর একটা অদ্ভুত উত্তেজনার মিশ্রণের সৃষ্টি হলো।
ঠিক তখনই বাথরুম থেকে জল পড়ার শব্দ বন্ধ হলো। তার মানে মায়ের গোসল শেষ। আমি তাড়াতাড়ি ফোনটা চার্জে লাগিয়ে সোফায় রেখে দিলাম। যেনো মা বুঝতে না পারে আমি তার চ্যাট পড়েছি। কিছুক্ষণ পর মা বাথরুম থেকে বেরিয়ে এলেন। একটা পাতলা সুতির মেক্সি পরা, ভেজা চুল কাঁধে ছড়ানো। ম্যাক্সিটা ঘামে আর জলে ভিজে তার শরীরের সাথে লেপটে গেছে। তার দুধজোড়ার আকৃতি স্পষ্ট আর কোমরের নরম বক্রতা যেনো আমাকে ডাকছে। আমি চোখ সরিয়ে নিলাম। কিন্তু শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। রনি দুষ্টামি করলেও একটা কথা সত্যি বলেছিলো যে মায়ের সামনে বড়ো বড়ো সুন্দরীরাও হার মেনে যাবে।
[b]তো তারপর মা ও আমি একসাথে লাঞ্চ সেরে যে যার রুমে চলে গেলাম। সারাটাদিন নরমাল ভাবেই কাটলো। রাতের বেলা বাবা ফোন দিলে মা কাল থেকে শহরের বাইরে শ্যুট হওয়ার ব্যাপারটা জানিয়ে দিলো। বাবাও তেমন একটা আপত্তি জানালো না।[/b]


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)