17-10-2025, 07:18 PM
প্যারাগ্রাফের মাঝে স্পেস আরো একটু বেশি হলে পড়তে সুবিধা হবে।
মধুমিতা খুব ইন্টারেস্টিং চরিত্র । সাধারনত আমি পরোকিয়া পছন্দ করি না , আমার মতে একজন স্বাধীন নারী / পুরুষ কেন পরকিয়া করবে । ঠকানোর চেয়ে বিদায় বলা ভালো (যদিও আমাদের সমাজে এটা এতো সহজ নয়, তবে ধিরে ধিরে সহজ হচ্ছে)। মধুমিতা ইন্টারেস্টিং এই কারনে যে , ও রিতমের প্রতি ও টান অনুভব করে ।
আমার কাছে মনে হয়েছে মধুমিতা একিসঙ্গে রিতম আর দিহানে আসক্ত । তাই ব্যাপারটা কমপ্লিকেটেড , আরো কমপ্লিকেটেড হয়েছে রিতম বিবাহিত হওয়ায় । যদি দিহান বিবাহিত না হতো, তাহলে হয়তো এতো কমপ্লিকেটেড হতো না ।
তখন আমি বলতাম , একজন মানুষ দুজন কে একি সাথে চাইতেই পারে । এরকম অনেক উদাহরন আছে , তবে মেয়েদের ক্ষেত্রে নেই , ছেলেদের ক্ষেত্রে আছে । একজন ছেলে বহুগামি হলেও আমরা তাকে মেনে নিতে পারি , এমনকি তাকে পছন্দও করতে পারি, মহান হিরো ভেবে নিতে আমাদের তেমন কষ্ট হয় না । উদাহরনের জন্য বেশিদূর যেতে হবে না , এই ফোরামেই এমন অনেক গল্প আছে । কিন্তু একজন নারী যদি বহুগামি হয় , তখন আমরা তাকে পছন্দ করতে পারি না , হয়তো একেবারে অপছন্দ যে করি এমন নয় ।ব্যাপারটা অনেকটা এমন যে , আমরা তাকে পছন্দ করি , কিন্তু একজন খারাপ মহিলা হিসেবে পছন্দ করি ।
মধুমিতার ক্ষেত্রে কি হয়ে , সেটা দেখার অপেক্ষায় রইলাম ।
মধুমিতা খুব ইন্টারেস্টিং চরিত্র । সাধারনত আমি পরোকিয়া পছন্দ করি না , আমার মতে একজন স্বাধীন নারী / পুরুষ কেন পরকিয়া করবে । ঠকানোর চেয়ে বিদায় বলা ভালো (যদিও আমাদের সমাজে এটা এতো সহজ নয়, তবে ধিরে ধিরে সহজ হচ্ছে)। মধুমিতা ইন্টারেস্টিং এই কারনে যে , ও রিতমের প্রতি ও টান অনুভব করে ।
আমার কাছে মনে হয়েছে মধুমিতা একিসঙ্গে রিতম আর দিহানে আসক্ত । তাই ব্যাপারটা কমপ্লিকেটেড , আরো কমপ্লিকেটেড হয়েছে রিতম বিবাহিত হওয়ায় । যদি দিহান বিবাহিত না হতো, তাহলে হয়তো এতো কমপ্লিকেটেড হতো না ।
তখন আমি বলতাম , একজন মানুষ দুজন কে একি সাথে চাইতেই পারে । এরকম অনেক উদাহরন আছে , তবে মেয়েদের ক্ষেত্রে নেই , ছেলেদের ক্ষেত্রে আছে । একজন ছেলে বহুগামি হলেও আমরা তাকে মেনে নিতে পারি , এমনকি তাকে পছন্দও করতে পারি, মহান হিরো ভেবে নিতে আমাদের তেমন কষ্ট হয় না । উদাহরনের জন্য বেশিদূর যেতে হবে না , এই ফোরামেই এমন অনেক গল্প আছে । কিন্তু একজন নারী যদি বহুগামি হয় , তখন আমরা তাকে পছন্দ করতে পারি না , হয়তো একেবারে অপছন্দ যে করি এমন নয় ।ব্যাপারটা অনেকটা এমন যে , আমরা তাকে পছন্দ করি , কিন্তু একজন খারাপ মহিলা হিসেবে পছন্দ করি ।
মধুমিতার ক্ষেত্রে কি হয়ে , সেটা দেখার অপেক্ষায় রইলাম ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)