16-10-2025, 03:29 PM
(11-10-2025, 11:27 AM)sarkardibyendu Wrote: আপনার মন্তব্য বরাবর আমাকে এগোতে সাহায্য করেছে, আপনি এবং আরো কয়েকজন অত্যন্ত গঠনমূলক অভিমত ব্যাক্ত করেছেন..... আপনাদের মত অভিজ্ঞ পাঠক পাঠিকা সব লেখকেরই কাম্য.... আসলে নানা কাজে ব্যস্ততার ফাঁকে এমন উপন্যাসের আপডেট তাড়াতাড়ি দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই সেটা অপাঠ্য হয়ে পড়ছে..... তাই এই উপন্যাস আমি সময় নিয়ে লিখতে চাইছি...... এরপর কিভাবে কাহিনী এগোবে সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটা আমার চিন্তাকে প্রভাবিত করবে আশা করি..... অনেক ধন্যবাদ ম্যাডাম।
ধন্যবাদ লেখক। কাহিনী নদীর স্রোতের মত। তার উদ্দেশ্য সাগরে মিশে যাওয়া। কিন্তু কি পথ নেবে সেটি স্থির করে তার আগে কি হয়েছিল, এবং পরবর্তীকালে কি বাধার সম্মুখীন হবে। বাধাই শেষ পর্যন্ত পথ নির্ধারণ করে। গতি পথে যদি পাহাড় পড়ে, নদী পাহাড়কে ঘুরে যায়। যদি স্রোত তীব্র থাকে তাহলে সে পাহাড় কেটে যাওয়ার চেষ্টা করে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)