16-10-2025, 01:15 AM
(14-10-2025, 06:27 PM)sarkardibyendu Wrote:চিত্রা ও মিত্রার কুমারীত্ব মোচন
য় যাবে সেটা ভেবে পায় না ও। আশে পাশে কোথাও লোকানোর মত স্থান নেই। ও পাগলের মত এদিক ওদিক দেখে বেড়ায়, কিন্তু দেরী হয়ে যায়...... সূর্য্য উঠে যেতেই নিজের রুপে ফিরে আসে ও। ঠিক তখনি একজন পরিচারিকার নজরে পড়ে যায় ও। সে ওলে দেখে চিৎকার করে ওঠে। বিপদ বুঝে প্রাসাদ থেকে বেরিয়ে দৌড়াতে থাকে রুপেন্দ্র..... কিন্তু এই পরিচারিকারা শুধু প্প্রিচারিকাই নয়, অত্যন্ত ভালো অস্ত্রচালক, রুপেন্দ্রকে লক্ষ্য করে তীরের ঝাঁক ছুটে আসে..... পিঠে আর পায়ে এসে বেঁধে তীর, যন্ত্রনায় পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় রুপেন্দ্র..... সামনে গভীর খাদ, তার নীচ দেখা যাচ্ছে না..... আর পিছনে তেড়ে আসছে ওরা..... রুপেন্দ্র কিছু না ভেবেই খাদের ধোঁয়াটে গভীর অন্ধকারে লাফ দেয় ..........
তীর বিষাক্ত নয়ত?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)