Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
কিছু সম্পর্কঃ ৮()

 
 
 
কলিং বেল বাজতেই রানী অবাক হয় , ভাবে এই সময় আবার কে এলো । ওর আব্বু বা ভাইয়া এলে তো ওদের কাছে চাবিই আছে। রানী একটু ভয় পায় , পরিচিত কেউ এলে আবার উল্টাপাল্টা না ভেবে বসে । তাই একবার বেল বাজতেই তড়াক করে উঠে গিয়ে দরজা খোলে । দরজা খুলেই হাঁপ ছেড়ে বাঁচে । সামনে জান্নাত দাড়িয়ে আছে । রানী জান্নাত কে দেখে খুশিই হয় ।
 
কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থাই হয় না । জান্নাত ভেতরে ঢুকে একদম পারফেক্ট অভিনয় করে । নিজের অভিনয় দেখে নিজেই অবাক হয়ে যায় । জান্নাত একদম অবাক হওয়ার ভান করে বলে এ কে রে রানীবলেই রানীর দিকে এমন ভাবে তাকায় , যেন ওর মাথায় আসমান ভেঙ্গে পরেছে ।
 
রানী খুব বিরক্ত হয় জান্নাতের আচরণ দেখে , কপাল কুঁচকে বলে ও আবরার , আমার ফ্রেন্ড
 
আবরার জান্নাতের দিকে তাকিয়ে হাসে , জান্নাত ও একটু হাসে । তারপর রানীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বিড়বিড় করে জিজ্ঞাস করে এই কি সেই , মিট্মাট হয়ে গেছে?” যদিও জান্নাত জানে এ সেই ছেলে না , সেই ছেলে এলে এখানে ভুমিকম্প হবে।  
 
নাহ আমি সেই ছেলে নইআবরার হাসতে হাসতে বলে ।
 
জান্নাত আবরারের দিকে তাকায় , ভেবে পায় না এই ছেলে বুঝলো কি করে , আবরার হেসে বলে আমি লিপ রিড করতে জানি, আপনি নিশ্চয়ই জান্নাত, আপনার কথা শুনেছি , ইনফেক্ট আমি আপনার ভিডিও ও দেখছি, আমি একজন সাবস্ক্রাইবার
 
শুনে জান্নাত খুব খুশি হয় , একদম সত্যিকারের খুশি , এখন আর ও অভিনয় করছে না , খুশি হয়ে জান্নাত আবরারের পাশে বগিয়ে বসে । অবাক হয়ে জিজ্ঞাস করে সত্যি?”
 
হ্যা, আমি আপনার সবগুলো ভিডিও দেখছি , আপনি বেশ ন্যাচারালআবরার মুচকি হেসে বলে । এই মেয়ে যে এখানে হঠাত এসে পরেনি সেটা আবরার এর অভিনয় দেখেই বুঝেছে । একে কেউ এখানে পাঠিয়েছে । আর সেই কেউ একজন হচ্ছে রানীর ভাই । রানীর ভাইয়ের প্রতি আবরারের ভালো লাগা একটু বেড়ে যায় , ছেলেটা বেশ বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেছে ব্যাপারটা।
 
এদিকে জান্নাত খুশিতে ডগমগ , এই প্রথম এমন একজনের সাথে দেখা হলো , যে ওর পরিচিত নয় , কিন্তু ওর ভিডিও দেখছে । কিন্তু রানী জান্নাতের এমন খুশি হওয়া পছন্দ করছে না । আবরার ওর বন্ধু , এখন জান্নাত এসে এখানে অনধিকার প্রবেশ করুক সেটা ও চায় না ।
 
ভাইয়া বাসায় নেইরানী বিরক্তি সহকারে একটু কঠিন ভাবেই বলে ।
 
কিন্তু জান্নাত সেদিকে পাত্তা দেয় না , আবরার কে বলে , “ ক্যাম্পাসে দেখা হলে আমাকে মনে করিয়ে দেবেন , এক কাপ চা পাওনা রইলো আপনার
 
জান্নাত আমারা এখানে কাজ করছিরানী আরো বিরক্ত হয় ,  
 
তো করনা , কে বাধা দিলোজান্নাত রানীর দিকে তাকিয়ে বলল ।
 
তুই বাধা দিচ্ছিস , আমি তো বললাম , ভাইয়া নেইরানী নিজের আসনে বসতে বসতে বলল ।
 
আমি কই বাধা দিলাম , আমি সুধু বললাম  আবরার কে আমি চা খাওয়াতে চাই, আর আমি কি রাজীবের কথা জিজ্ঞাস করেছি? আমি তোর কাছেই এসেছি”  
 
আমি আর আবরার এক সাথে কাজ করছি , তুই যদি আবরারের সাথে কথা বলিস তাহলে , কাজ করবো কি করে? আর তোর সাথেও কথা বলার সময় আমার নেই , তুই কি ভাবিস , তুই একাই বিজি থাকিস , আর সবাই শুয়ে বসে সময় কাটায়”  রানী ঝাঁঝের সাথে জান্নাত কে খোঁচা দেয় ।
 
কিন্তু জান্নাত সেই খোঁচা গায়ে মাখে না “ আচ্ছা বাবা তোরা কাজ কর , আমি না হয় আবরার কে আজকেই চা বানিয়ে খাওয়াই
 
কে চা বানাবে ? তুই?” রানী ভ্রু কপালে তুলে জিজ্ঞাস করে ,
 
হ্যা , কেনো?” জান্নাত অবাক হয়ে জিজ্ঞাস করে
 
তাহলে আর চা খেতে হবে নারানী হাসতে হাসতে বলে
 
তাহলে এক কাজ কর তুই চা করে নিয়ে আয়জান্নাত রানী কে অবাক করে দিয়ে এই প্রস্তাব করে বসে ।
 
আমি যে কাজ করছি সেটা তোর মাথায় ঢোকে না , তোদের কাজে কি আমি বাধা দেইরানী এবার একটু রেগে গিয়েই বলে
 
আচ্ছা আমি এখন চা খাবো না আবরার দুই ান্ধবীর মাঝে কথা বলে ওঠে । আবরার ওদের দুজনের কথা বার্তা শুনেই বুঝতে পারছে ওরা কতটা ঘনিষ্ঠ । আবার এও বুঝতে পারছে রানী কোন কারনে জান্নাতের উপর রেগে আছে । কারন ও কিছুটা জানে । জান্নাত আর রাজিব এক সাথে জান্নাতের ভিডিওতে কাজ করে , আর রানীকে সময় কম দেয় । এই কারনে রানী কিছুটা রেগে আছে ।
 
আবরারের বাধায় কাজ হয় না , জান্নাত ও কিছুটা রেগে যায় , বলে তুই আসিস আমাদের কাজের সময় কে না করেছে তোকে? , আমরা তোকেও কাজে লাগিয়ে দেবো , আমরা তোকে বাধা মনে করবো না”  
 
আমার তো ঠ্যাকা তোদের ওখানে সেধে যাওয়ার , আমাকে ডেকেছিস তোরা ? তোরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস আমি হলাম দুধভাত”   
 
আবরারের কাছে মনে হয় এই ান্ধবী এখনো দ্বিতীয় শ্রেনির স্টুডেন্ট , কে বলবে এরা দুজন দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রি ।
 
তোকে কি কার্ড ছাপিয়ে দাওয়াত করবো?” জান্নাত বেশ রেগে যায় , তারপর আবার বলে তুয়ি বুঝি সব আমাদের জিজ্ঞাস করে করিস , মনে আছে কি কি করেছিস?” জান্নাত খোঁচা দেয় ।
 
আর সেই খোঁচা খেয়ে রানী তেলে বেগুনে জ্বলে ওঠে কিসের সাথে কি মেলাচ্ছিস , একটা দুর্বলতা পেয়েছিস , তাই এখন সুযোগ পেলেই সেখানে আঘাত করিস , এটাই তোদের স্বভাব , মানুষের দুর্বলতার সুযোগ নেওয়াশেষের কথা বলার সময় রানীর চোখে পানি চলে আসে
 
“ এই খবরদার কেঁদে জেতার চেষ্টা করবি না একদম , আমি রাজিব না যে তোর কান্না  দেখে  ভিজে যাবো , আর তোরা মানে কি বলতে চাস? আমি এখানে একা আছি , আমাকে বল , রাজিব কে টানবি নাজান্নাত একেবারে ফুল ফেজ যুদ্ধের মুডে চলে এসেছে ।
 
টানলে টানবো , তোর কি , রাজিব আমার ভাই , আমি যা খুশি তাই বলবো, তোর কি?”
 
জান্নাতের মাথায় আগুন ধরে যায় , এই অল্প কিছুদিনের মাঝে রানী এই কথটা দ্বিতীয়বার বলে ফেললো , “ রাজিব আমার………” থেমে যায় জান্নাত তারপর খুব ধিরে ধিরে বলে আমারো ভাইয়ের মতকথটা বলতে জান্নাতের খুব কষ্ট হয় ।
 
আবরার এতক্ষণ চুপচাপ বসে ছিলো , জান্নাতের কথা ওর দৃষ্টি আকর্ষণ করে । জান্নাতের দিকে তাকায় , একটু ভালোমত দেখে জান্নাত কে । জান্নাত যে কিছুতেই ভাই বলতে চায়নি সেটা আবরার বেশ বুঝতে পারে ।
 
আবরার আর এই যুদ্ধ হতে দিতে চায় না , তাই উঠে দাড়ায় , বলে প্লিজ একটু থামরানীর দিকে তাকিয়ে বলে ,
 
ওকে থামতে বলরানী চেঁচিয়ে ওঠে
 
প্লিজ থামুনআবরার এবার জান্নাতের দিকে তাকিয়ে বলে ।
 
জান্নাত বেশ লজ্জা পেয়ে যায় , একটা অপরিচিত ছেলের সামনে ওর যে এমন আচরণ করা ঠিক হয়নি । ও বুঝতে পারে , তাই চুপ হয়ে যায় । নিচের দিকে তাকিয়ে থাকে ।
 
রানী আর সেখানে দাড়ায় না , দ্রুত সিঁড়ি ভেঙ্গে উপরে উঠে যায় ।
 
সেটা দেখে জান্নাত মিনমিন করে বলে , “সরি আপনাদের কাজ ভণ্ডুল করে দিলাম
 
না না সমস্যা নেই, তবে একটা কথা বলি , আমি রানীকে চিনি মাত্র কিছুদিন যাবত , আর আপনারা চেনেন সেই জন্ম থেকেই , আপনাদের চেয়ে আমার বেশি চেনার কথা না ওকে , তবুও একটা কথা না বলেই পারছি না , আপনারা ওকে ওর দুর্বল সময়ে একা ছেড়ে দিয়েছেন , আপনি জানেন আপনি ছাড়া ওর কোন ভালো বন্ধুও নেই”  আবরার একবার ভেবেছিলো অনধিকার চর্চা করবে না , কিন্তু রানীর অবস্থা দেখে না করেও পারে না ।
 
জান্নাতের মাথা এখনো নিচু , তবে রাগ এখনো আছে , “ সেটা  ও নিজেই ওর উপর টেনে নিয়েছে”  ঝাঁজের সাথে বলে জান্নাত।
 
হ্যা সেটা আমি কিছুটা বুঝতে পারছি , তবে একটা কথা ওর এমন আচরণের দোষ কিছুটা আপনাদের উপরেও বর্তায়
 
আবরারের কথা শুনে জান্নাত অবাক হয়ে ওর দিকে তাকায় , ওর কথা বুঝতে পারে না ,
 
আবরার জান্নাতের চোখে প্রশ্ন দেখে , হেসে বলে আমি বলছি , আপনি সুধু দেখবেন আমি কিছু ভুল বুঝছি কিনা , রানী আপনার আর ওর ভাই রাজীবের সম্পর্কে আমাকে আগেও ভাসা ভাসা কিছু বলেছে , আজকে আপনাদের দুজনের সাথেই ওর সম্পর্ক দেখলাম। আমার কাছে মনে হয় আপনারা দুজন ছিলেন ওর সবচেয়ে কাছের মানুষ
আমরা এখনো আছি , কিন্তু ও আর আমাদের সহ্য করতে পারছে না, দেখলেন না কেমন করলোজান্নাত আবরারের কথার মাঝখানে ফোঁড়ন কাটল ।
 
নিশ্চয়ই, আপনারা এখনো তাই মনে করেন সেটা আমি জানি, কিন্তু আচরনে কি প্রকাশ পাচ্ছে?” এই বলে আবরার একটু থামে , তারপর বলে দেখুন অনধিকার চর্চা হয়ে যাচ্ছে , তবুও বলছি , আপনি হচ্ছেন ওর সবচেয়ে কাছের বন্ধু , আর ওর ভাইয়ের সাথেও মনে হয় ওর ভালো একটা বন্ডিং ছিলো , কিন্তু ও যখন দেখলো ওর সবচেয়ে ভালো বন্ধু ওকে ছেড়ে ওর ভাইয়ের সাথে বেশি সময় কাটাচ্ছে , আর ওর ভাই ও ওকে প্রাধান্য না দিয়ে ওর ান্ধবীর সাথে কোন একটা কিছু করছে , যা ও আগে জানতো না, একবার ভেবে দেখুন তো ওর মনে কি চলতে পারে তখন , বিশেষ করে ও যখন নিজেও একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে ।
 
আবরার জান্নাতের দিকে তাকায় , তারপর জিজ্ঞাস করে আপনি নিশ্চয়ই জানেন আমি কি সমস্যার কথা বলছি? আর এই ধরনের মানসিক চাপের সময় মানুষ নিজের কাছের মানুষদেরই জ্বালাতন করে , এটা আপনাদের বুঝতে হবে।”  
 
এর পর আবরার হেসে বলে আচ্ছা মিস জান্নাত আজকে আমি যাই , আপনার কাছে চা পাওনা রইলো , যেদিন আপনি যুদ্ধের মুডে না থাকবেন সেদিন চা খাবো
 
আবরার নিজের জিনিসপত্র গোছগাছ করতে থাকে , আবরারের শেষ কথায় একটু লজ্জাই পায় জান্নাত । একটা অপরিচিত ছেলের সামনে আসলেই বাচ্চাদের মত ঝগড়া করে ফেলেছে ও ।
 
 জান্নাত আবরারের দিকে নতুন ভাবে তাকায় , ছেলেটা বেশ বুদ্ধিমান , অনেক কিছুই বুঝে নিতে পারে ছোট্ট কোন হিন্টস থেকে ।
 
আপনার নাম্বার পেতে পারি?” জান্নাত যেচে গিয়েই নাম্বার চায়
 
অবশ্যইএই বলে আবরার নিজের নাম্বার দেয় । তারপর চলে যায় ।
 
 গলি পার হয়ে মেইন রাস্তায় এসে দাড়াতেই একজন মাঝারি  উচ্চতার  সুদর্শন ছেলের সাথে  চোখাচোখি  হয় আবরারের , ছেলেটা বাইকে ভর দিয়ে দাড়িয়ে আছে , রক্ত চক্ষুতে তাকিয়ে আছে ওর দিকে । যদি দৃষ্টির ভস্ম করার শক্তি থাকতো তাহলে ওর হাড়গোড়ও খুজে পাওয়া যেতো না, ছাই হয়ে যেতো। এই ছেলেকে আবরার ক্যাম্পাসে দেখছে , রাজনীতি করে, ভালো ভাষণ দিতে জানে , মেয়েরা এর ভীষণ ভক্ত , স্পোর্টস ক্লাবে এর ছবি দেখছে , গত বছরের টপ স্কোরার ।  
 
আবরার ভেবে পায় না , ভার্সিটির প্লেবয় ওর দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছে । একবার ভাবে সামনে গিয়ে কথা বলবে । শত হলেও ভার্সিটির বড় ভাই , তার উপর প্রায় সেলেব্রেটি । আবরার যায় না , সিদ্ধান্ত বাতিল করে । মনে মনে ভাবে এই এলাকায় ভার্সিটির কয়জন স্টুডেন্ট আছে , আর এরা সবাই একেকজন মহারথি !! একজন বিনোদিনী রাধে , একজন উঠতি ইউটিউবার, আর এই জন উঠতি রাজনৈতিক নেতা ।  আবরার মনে মনে মজা করে ভাবে । সাথে এও ভাবে এই গলিতে আর আসা যাবে না , নিজেকে বড্ড সাধারন মনে হয় , আবরারের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে, নিজের এমন ফানি ভাবনার কারনে ।  
 
আবরার চোখ সরিয়ে নেয় , এমন ঘৃণা পূর্ণ দৃষ্টির সামনে বেশিক্ষণ টিকে থাকা যায় না । কিন্তু এই ছেলে ওর প্রতি এমন ঘৃণা  কেন লালন করছে , সেটাই ভাবে আবরার । ও তো এই বিপরীতে রাজনীতিও করে না । একটা চুনোপুঁটি মানুষ ও , ওর মত নিছক এক সাধারন ছেলের জন্য এই , সুদর্শন , ক্ষমতাধর , মেয়েদের হার্ট থ্রব , পপুলার ছেলেটির  তো কোন ধরনের অনুভুতিই থাকার কথা না । যেমন মানুষের পিপড়ার প্রতি মশার প্রতি থাকে না ।
 
হঠাত আবরারের দিমাগ কি বাত্তি জ্বলে ওঠে , ভাবে আরে এটাই  কেষ্ট  ব্যাটা নয় তো ? আবরারের নিজের প্রতি নিজের অনুকম্পা হতে শুরু করে । এই মহারথীদের মাঝে পরে ওর মত নাচিজের জীবনটাই না যায় এবার । জীবন নিয়ে পরে ভাবা যাবে , হলের সিটটাই না যায় সবার আগে । আবরার ভাবে , হলের সিট তো কন্ট্রোল করে রাজনৈতিক নেতারা , বহু কষ্টে মিছিলে অংশ নিয়ে নিয়ে আবরার এই সিট জোগাড় করেছে । আবরার জানে হিংসায় জলতে থাকা প্রেমিকের চেয়ে ভয়ংকর আর কিছুই হয় না । আবরার আপাতত এখান থেকে মানে মানে কেটে পরাই ভালো মনে করে । নিজে বাচলে বাপের নাম ।  আবরার দূর থেকে বাইসেপের সাইজ যা আন্দাজ করতে পারছে তাতে একটি ঘুষি ই যথেষ্ট । আবরার আর রিক্সার জন্য দাড়ায় না । আর একটু সামনের দিকে হেটে যাওয়ার সিদ্ধান্ত নেয় ।
****  
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 15-10-2025, 03:57 PM



Users browsing this thread: