15-10-2025, 03:57 PM
কিছু সম্পর্কঃ ৮(খ)
কলিং বেল বাজতেই রানী অবাক হয় , ভাবে এই সময় আবার কে এলো । ওর আব্বু বা ভাইয়া এলে তো ওদের কাছে চাবিই আছে। রানী একটু ভয় পায় , পরিচিত কেউ এলে আবার উল্টাপাল্টা না ভেবে বসে । তাই একবার বেল বাজতেই তড়াক করে উঠে গিয়ে দরজা খোলে । দরজা খুলেই হাঁপ ছেড়ে বাঁচে । সামনে জান্নাত দাড়িয়ে আছে । রানী জান্নাত কে দেখে খুশিই হয় ।
কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থাই হয় না । জান্নাত ভেতরে ঢুকে একদম পারফেক্ট অভিনয় করে । নিজের অভিনয় দেখে নিজেই অবাক হয়ে যায় । জান্নাত একদম অবাক হওয়ার ভান করে বলে “ এ কে রে রানী” বলেই রানীর দিকে এমন ভাবে তাকায় , যেন ওর মাথায় আসমান ভেঙ্গে পরেছে ।
রানী খুব বিরক্ত হয় জান্নাতের আচরণ দেখে , কপাল কুঁচকে বলে ‘ ও আবরার , আমার ফ্রেন্ড”
আবরার জান্নাতের দিকে তাকিয়ে হাসে , জান্নাত ও একটু হাসে । তারপর রানীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বিড়বিড় করে জিজ্ঞাস করে “ এই কি সেই , মিট্মাট হয়ে গেছে?” যদিও জান্নাত জানে এ সেই ছেলে না , সেই ছেলে এলে এখানে ভুমিকম্প হবে।
“ নাহ আমি সেই ছেলে নই” আবরার হাসতে হাসতে বলে ।
জান্নাত আবরারের দিকে তাকায় , ভেবে পায় না এই ছেলে বুঝলো কি করে , আবরার হেসে বলে “ আমি লিপ রিড করতে জানি, আপনি নিশ্চয়ই জান্নাত, আপনার কথা শুনেছি , ইনফেক্ট আমি আপনার ভিডিও ও দেখছি, আমি একজন সাবস্ক্রাইবার”
শুনে জান্নাত খুব খুশি হয় , একদম সত্যিকারের খুশি , এখন আর ও অভিনয় করছে না , খুশি হয়ে জান্নাত আবরারের পাশে বগিয়ে বসে । অবাক হয়ে জিজ্ঞাস করে “ সত্যি?”
“ হ্যা, আমি আপনার সবগুলো ভিডিও দেখছি , আপনি বেশ ন্যাচারাল” আবরার মুচকি হেসে বলে । এই মেয়ে যে এখানে হঠাত এসে পরেনি সেটা আবরার এর অভিনয় দেখেই বুঝেছে । একে কেউ এখানে পাঠিয়েছে । আর সেই কেউ একজন হচ্ছে রানীর ভাই । রানীর ভাইয়ের প্রতি আবরারের ভালো লাগা একটু বেড়ে যায় , ছেলেটা বেশ বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেছে ব্যাপারটা।
এদিকে জান্নাত খুশিতে ডগমগ , এই প্রথম এমন একজনের সাথে দেখা হলো , যে ওর পরিচিত নয় , কিন্তু ওর ভিডিও দেখছে । কিন্তু রানী জান্নাতের এমন খুশি হওয়া পছন্দ করছে না । আবরার ওর বন্ধু , এখন জান্নাত এসে এখানে অনধিকার প্রবেশ করুক সেটা ও চায় না ।
“ ভাইয়া বাসায় নেই” রানী বিরক্তি সহকারে একটু কঠিন ভাবেই বলে ।
কিন্তু জান্নাত সেদিকে পাত্তা দেয় না , আবরার কে বলে , “ ক্যাম্পাসে দেখা হলে আমাকে মনে করিয়ে দেবেন , এক কাপ চা পাওনা রইলো আপনার”
“ জান্নাত আমারা এখানে কাজ করছি” রানী আরো বিরক্ত হয় ,
“ তো করনা , কে বাধা দিলো” জান্নাত রানীর দিকে তাকিয়ে বলল ।
“ তুই বাধা দিচ্ছিস , আমি তো বললাম , ভাইয়া নেই” রানী নিজের আসনে বসতে বসতে বলল ।
“ আমি কই বাধা দিলাম , আমি সুধু বললাম আবরার কে আমি চা খাওয়াতে চাই, আর আমি কি রাজীবের কথা জিজ্ঞাস করেছি? আমি তোর কাছেই এসেছি”
“ আমি আর আবরার এক সাথে কাজ করছি , তুই যদি আবরারের সাথে কথা বলিস তাহলে , কাজ করবো কি করে? আর তোর সাথেও কথা বলার সময় আমার নেই , তুই কি ভাবিস , তুই একাই বিজি থাকিস , আর সবাই শুয়ে বসে সময় কাটায়” রানী ঝাঁঝের সাথে জান্নাত কে খোঁচা দেয় ।
কিন্তু জান্নাত সেই খোঁচা গায়ে মাখে না “ আচ্ছা বাবা তোরা কাজ কর , আমি না হয় আবরার কে আজকেই চা বানিয়ে খাওয়াই”
“ কে চা বানাবে ? তুই?” রানী ভ্রু কপালে তুলে জিজ্ঞাস করে ,
“ হ্যা , কেনো?” জান্নাত অবাক হয়ে জিজ্ঞাস করে
“ তাহলে আর চা খেতে হবে না” রানী হাসতে হাসতে বলে
“ তাহলে এক কাজ কর তুই চা করে নিয়ে আয়” জান্নাত রানী কে অবাক করে দিয়ে এই প্রস্তাব করে বসে ।
“ আমি যে কাজ করছি সেটা তোর মাথায় ঢোকে না , তোদের কাজে কি আমি বাধা দেই” রানী এবার একটু রেগে গিয়েই বলে
“ আচ্ছা আমি এখন চা খাবো না “ আবরার দুই ান্ধবীর মাঝে কথা বলে ওঠে । আবরার ওদের দুজনের কথা বার্তা শুনেই বুঝতে পারছে ওরা কতটা ঘনিষ্ঠ । আবার এও বুঝতে পারছে রানী কোন কারনে জান্নাতের উপর রেগে আছে । কারন ও কিছুটা জানে । জান্নাত আর রাজিব এক সাথে জান্নাতের ভিডিওতে কাজ করে , আর রানীকে সময় কম দেয় । এই কারনে রানী কিছুটা রেগে আছে ।
আবরারের বাধায় কাজ হয় না , জান্নাত ও কিছুটা রেগে যায় , বলে “ তুই আসিস আমাদের কাজের সময় কে না করেছে তোকে? , আমরা তোকেও কাজে লাগিয়ে দেবো , আমরা তোকে বাধা মনে করবো না”
“ আমার তো ঠ্যাকা তোদের ওখানে সেধে যাওয়ার , আমাকে ডেকেছিস তোরা ? তোরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস আমি হলাম দুধভাত”
আবরারের কাছে মনে হয় এই ান্ধবী এখনো দ্বিতীয় শ্রেনির স্টুডেন্ট , কে বলবে এরা দুজন দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রি ।
“ তোকে কি কার্ড ছাপিয়ে দাওয়াত করবো?” জান্নাত বেশ রেগে যায় , তারপর আবার বলে “ তুয়ি বুঝি সব আমাদের জিজ্ঞাস করে করিস , মনে আছে কি কি করেছিস?” জান্নাত খোঁচা দেয় ।
আর সেই খোঁচা খেয়ে রানী তেলে বেগুনে জ্বলে ওঠে “ কিসের সাথে কি মেলাচ্ছিস , একটা দুর্বলতা পেয়েছিস , তাই এখন সুযোগ পেলেই সেখানে আঘাত করিস , এটাই তোদের স্বভাব , মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া” শেষের কথা বলার সময় রানীর চোখে পানি চলে আসে
“ এই খবরদার কেঁদে জেতার চেষ্টা করবি না একদম , আমি রাজিব না যে তোর কান্না দেখে ভিজে যাবো , আর তোরা মানে কি বলতে চাস? আমি এখানে একা আছি , আমাকে বল , রাজিব কে টানবি না” জান্নাত একেবারে ফুল ফেজ যুদ্ধের মুডে চলে এসেছে ।
“ টানলে টানবো , তোর কি , রাজিব আমার ভাই , আমি যা খুশি তাই বলবো, তোর কি?”
জান্নাতের মাথায় আগুন ধরে যায় , এই অল্প কিছুদিনের মাঝে রানী এই কথটা দ্বিতীয়বার বলে ফেললো , “ রাজিব আমার………” থেমে যায় জান্নাত তারপর খুব ধিরে ধিরে বলে “ আমারো ভাইয়ের মত” কথটা বলতে জান্নাতের খুব কষ্ট হয় ।
আবরার এতক্ষণ চুপচাপ বসে ছিলো , জান্নাতের কথা ওর দৃষ্টি আকর্ষণ করে । জান্নাতের দিকে তাকায় , একটু ভালোমত দেখে জান্নাত কে । জান্নাত যে কিছুতেই ভাই বলতে চায়নি সেটা আবরার বেশ বুঝতে পারে ।
আবরার আর এই যুদ্ধ হতে দিতে চায় না , তাই উঠে দাড়ায় , বলে “ প্লিজ একটু থাম” রানীর দিকে তাকিয়ে বলে ,
“ ওকে থামতে বল” রানী চেঁচিয়ে ওঠে
“ প্লিজ থামুন” আবরার এবার জান্নাতের দিকে তাকিয়ে বলে ।
জান্নাত বেশ লজ্জা পেয়ে যায় , একটা অপরিচিত ছেলের সামনে ওর যে এমন আচরণ করা ঠিক হয়নি । ও বুঝতে পারে , তাই চুপ হয়ে যায় । নিচের দিকে তাকিয়ে থাকে ।
রানী আর সেখানে দাড়ায় না , দ্রুত সিঁড়ি ভেঙ্গে উপরে উঠে যায় ।
সেটা দেখে জান্নাত মিনমিন করে বলে , “সরি আপনাদের কাজ ভণ্ডুল করে দিলাম”
“ না না সমস্যা নেই, তবে একটা কথা বলি , আমি রানীকে চিনি মাত্র কিছুদিন যাবত , আর আপনারা চেনেন সেই জন্ম থেকেই , আপনাদের চেয়ে আমার বেশি চেনার কথা না ওকে , তবুও একটা কথা না বলেই পারছি না , আপনারা ওকে ওর দুর্বল সময়ে একা ছেড়ে দিয়েছেন , আপনি জানেন আপনি ছাড়া ওর কোন ভালো বন্ধুও নেই” আবরার একবার ভেবেছিলো অনধিকার চর্চা করবে না , কিন্তু রানীর অবস্থা দেখে না করেও পারে না ।
জান্নাতের মাথা এখনো নিচু , তবে রাগ এখনো আছে , “ সেটা ও নিজেই ওর উপর টেনে নিয়েছে” ঝাঁজের সাথে বলে জান্নাত।
“ হ্যা সেটা আমি কিছুটা বুঝতে পারছি , তবে একটা কথা ওর এমন আচরণের দোষ কিছুটা আপনাদের উপরেও বর্তায়”
আবরারের কথা শুনে জান্নাত অবাক হয়ে ওর দিকে তাকায় , ওর কথা বুঝতে পারে না ,
আবরার জান্নাতের চোখে প্রশ্ন দেখে , হেসে বলে “ আমি বলছি , আপনি সুধু দেখবেন আমি কিছু ভুল বুঝছি কিনা , রানী আপনার আর ওর ভাই রাজীবের সম্পর্কে আমাকে আগেও ভাসা ভাসা কিছু বলেছে , আজকে আপনাদের দুজনের সাথেই ওর সম্পর্ক দেখলাম। আমার কাছে মনে হয় আপনারা দুজন ছিলেন ওর সবচেয়ে কাছের মানুষ”
“ আমরা এখনো আছি , কিন্তু ও আর আমাদের সহ্য করতে পারছে না, দেখলেন না কেমন করলো” জান্নাত আবরারের কথার মাঝখানে ফোঁড়ন কাটল ।
“ নিশ্চয়ই, আপনারা এখনো তাই মনে করেন সেটা আমি জানি, কিন্তু আচরনে কি প্রকাশ পাচ্ছে?” এই বলে আবরার একটু থামে , তারপর বলে “ দেখুন অনধিকার চর্চা হয়ে যাচ্ছে , তবুও বলছি , আপনি হচ্ছেন ওর সবচেয়ে কাছের বন্ধু , আর ওর ভাইয়ের সাথেও মনে হয় ওর ভালো একটা বন্ডিং ছিলো , কিন্তু ও যখন দেখলো ওর সবচেয়ে ভালো বন্ধু ওকে ছেড়ে ওর ভাইয়ের সাথে বেশি সময় কাটাচ্ছে , আর ওর ভাই ও ওকে প্রাধান্য না দিয়ে ওর ান্ধবীর সাথে কোন একটা কিছু করছে , যা ও আগে জানতো না, একবার ভেবে দেখুন তো ওর মনে কি চলতে পারে তখন , বিশেষ করে ও যখন নিজেও একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে ।”
আবরার জান্নাতের দিকে তাকায় , তারপর জিজ্ঞাস করে “ আপনি নিশ্চয়ই জানেন আমি কি সমস্যার কথা বলছি? আর এই ধরনের মানসিক চাপের সময় মানুষ নিজের কাছের মানুষদেরই জ্বালাতন করে , এটা আপনাদের বুঝতে হবে।”
এর পর আবরার হেসে বলে “ আচ্ছা মিস জান্নাত আজকে আমি যাই , আপনার কাছে চা পাওনা রইলো , যেদিন আপনি যুদ্ধের মুডে না থাকবেন সেদিন চা খাবো”
আবরার নিজের জিনিসপত্র গোছগাছ করতে থাকে , আবরারের শেষ কথায় একটু লজ্জাই পায় জান্নাত । একটা অপরিচিত ছেলের সামনে আসলেই বাচ্চাদের মত ঝগড়া করে ফেলেছে ও ।
জান্নাত আবরারের দিকে নতুন ভাবে তাকায় , ছেলেটা বেশ বুদ্ধিমান , অনেক কিছুই বুঝে নিতে পারে ছোট্ট কোন হিন্টস থেকে ।
“ আপনার নাম্বার পেতে পারি?” জান্নাত যেচে গিয়েই নাম্বার চায়
“ অবশ্যই” এই বলে আবরার নিজের নাম্বার দেয় । তারপর চলে যায় ।
গলি পার হয়ে মেইন রাস্তায় এসে দাড়াতেই একজন মাঝারি উচ্চতার সুদর্শন ছেলের সাথে চোখাচোখি হয় আবরারের , ছেলেটা বাইকে ভর দিয়ে দাড়িয়ে আছে , রক্ত চক্ষুতে তাকিয়ে আছে ওর দিকে । যদি দৃষ্টির ভস্ম করার শক্তি থাকতো তাহলে ওর হাড়গোড়ও খুজে পাওয়া যেতো না, ছাই হয়ে যেতো। এই ছেলেকে আবরার ক্যাম্পাসে দেখছে , রাজনীতি করে, ভালো ভাষণ দিতে জানে , মেয়েরা এর ভীষণ ভক্ত , স্পোর্টস ক্লাবে এর ছবি দেখছে , গত বছরের টপ স্কোরার ।
আবরার ভেবে পায় না , ভার্সিটির প্লেবয় ওর দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছে । একবার ভাবে সামনে গিয়ে কথা বলবে । শত হলেও ভার্সিটির বড় ভাই , তার উপর প্রায় সেলেব্রেটি । আবরার যায় না , সিদ্ধান্ত বাতিল করে । মনে মনে ভাবে এই এলাকায় ভার্সিটির কয়জন স্টুডেন্ট আছে , আর এরা সবাই একেকজন মহারথি !! একজন বিনোদিনী রাধে , একজন উঠতি ইউটিউবার, আর এই জন উঠতি রাজনৈতিক নেতা । আবরার মনে মনে মজা করে ভাবে । সাথে এও ভাবে এই গলিতে আর আসা যাবে না , নিজেকে বড্ড সাধারন মনে হয় , আবরারের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে, নিজের এমন ফানি ভাবনার কারনে ।
আবরার চোখ সরিয়ে নেয় , এমন ঘৃণা পূর্ণ দৃষ্টির সামনে বেশিক্ষণ টিকে থাকা যায় না । কিন্তু এই ছেলে ওর প্রতি এমন ঘৃণা কেন লালন করছে , সেটাই ভাবে আবরার । ও তো এই বিপরীতে রাজনীতিও করে না । একটা চুনোপুঁটি মানুষ ও , ওর মত নিছক এক সাধারন ছেলের জন্য এই , সুদর্শন , ক্ষমতাধর , মেয়েদের হার্ট থ্রব , পপুলার ছেলেটির তো কোন ধরনের অনুভুতিই থাকার কথা না । যেমন মানুষের পিপড়ার প্রতি মশার প্রতি থাকে না ।
হঠাত আবরারের দিমাগ কি বাত্তি জ্বলে ওঠে , ভাবে আরে এটাই কেষ্ট ব্যাটা নয় তো ? আবরারের নিজের প্রতি নিজের অনুকম্পা হতে শুরু করে । এই মহারথীদের মাঝে পরে ওর মত নাচিজের জীবনটাই না যায় এবার । জীবন নিয়ে পরে ভাবা যাবে , হলের সিটটাই না যায় সবার আগে । আবরার ভাবে , হলের সিট তো কন্ট্রোল করে রাজনৈতিক নেতারা , বহু কষ্টে মিছিলে অংশ নিয়ে নিয়ে আবরার এই সিট জোগাড় করেছে । আবরার জানে হিংসায় জলতে থাকা প্রেমিকের চেয়ে ভয়ংকর আর কিছুই হয় না । আবরার আপাতত এখান থেকে মানে মানে কেটে পরাই ভালো মনে করে । নিজে বাচলে বাপের নাম । আবরার দূর থেকে বাইসেপের সাইজ যা আন্দাজ করতে পারছে তাতে একটি ঘুষি ই যথেষ্ট । আবরার আর রিক্সার জন্য দাড়ায় না । আর একটু সামনের দিকে হেটে যাওয়ার সিদ্ধান্ত নেয় ।
****
কলিং বেল বাজতেই রানী অবাক হয় , ভাবে এই সময় আবার কে এলো । ওর আব্বু বা ভাইয়া এলে তো ওদের কাছে চাবিই আছে। রানী একটু ভয় পায় , পরিচিত কেউ এলে আবার উল্টাপাল্টা না ভেবে বসে । তাই একবার বেল বাজতেই তড়াক করে উঠে গিয়ে দরজা খোলে । দরজা খুলেই হাঁপ ছেড়ে বাঁচে । সামনে জান্নাত দাড়িয়ে আছে । রানী জান্নাত কে দেখে খুশিই হয় ।
কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থাই হয় না । জান্নাত ভেতরে ঢুকে একদম পারফেক্ট অভিনয় করে । নিজের অভিনয় দেখে নিজেই অবাক হয়ে যায় । জান্নাত একদম অবাক হওয়ার ভান করে বলে “ এ কে রে রানী” বলেই রানীর দিকে এমন ভাবে তাকায় , যেন ওর মাথায় আসমান ভেঙ্গে পরেছে ।
রানী খুব বিরক্ত হয় জান্নাতের আচরণ দেখে , কপাল কুঁচকে বলে ‘ ও আবরার , আমার ফ্রেন্ড”
আবরার জান্নাতের দিকে তাকিয়ে হাসে , জান্নাত ও একটু হাসে । তারপর রানীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বিড়বিড় করে জিজ্ঞাস করে “ এই কি সেই , মিট্মাট হয়ে গেছে?” যদিও জান্নাত জানে এ সেই ছেলে না , সেই ছেলে এলে এখানে ভুমিকম্প হবে।
“ নাহ আমি সেই ছেলে নই” আবরার হাসতে হাসতে বলে ।
জান্নাত আবরারের দিকে তাকায় , ভেবে পায় না এই ছেলে বুঝলো কি করে , আবরার হেসে বলে “ আমি লিপ রিড করতে জানি, আপনি নিশ্চয়ই জান্নাত, আপনার কথা শুনেছি , ইনফেক্ট আমি আপনার ভিডিও ও দেখছি, আমি একজন সাবস্ক্রাইবার”
শুনে জান্নাত খুব খুশি হয় , একদম সত্যিকারের খুশি , এখন আর ও অভিনয় করছে না , খুশি হয়ে জান্নাত আবরারের পাশে বগিয়ে বসে । অবাক হয়ে জিজ্ঞাস করে “ সত্যি?”
“ হ্যা, আমি আপনার সবগুলো ভিডিও দেখছি , আপনি বেশ ন্যাচারাল” আবরার মুচকি হেসে বলে । এই মেয়ে যে এখানে হঠাত এসে পরেনি সেটা আবরার এর অভিনয় দেখেই বুঝেছে । একে কেউ এখানে পাঠিয়েছে । আর সেই কেউ একজন হচ্ছে রানীর ভাই । রানীর ভাইয়ের প্রতি আবরারের ভালো লাগা একটু বেড়ে যায় , ছেলেটা বেশ বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেছে ব্যাপারটা।
এদিকে জান্নাত খুশিতে ডগমগ , এই প্রথম এমন একজনের সাথে দেখা হলো , যে ওর পরিচিত নয় , কিন্তু ওর ভিডিও দেখছে । কিন্তু রানী জান্নাতের এমন খুশি হওয়া পছন্দ করছে না । আবরার ওর বন্ধু , এখন জান্নাত এসে এখানে অনধিকার প্রবেশ করুক সেটা ও চায় না ।
“ ভাইয়া বাসায় নেই” রানী বিরক্তি সহকারে একটু কঠিন ভাবেই বলে ।
কিন্তু জান্নাত সেদিকে পাত্তা দেয় না , আবরার কে বলে , “ ক্যাম্পাসে দেখা হলে আমাকে মনে করিয়ে দেবেন , এক কাপ চা পাওনা রইলো আপনার”
“ জান্নাত আমারা এখানে কাজ করছি” রানী আরো বিরক্ত হয় ,
“ তো করনা , কে বাধা দিলো” জান্নাত রানীর দিকে তাকিয়ে বলল ।
“ তুই বাধা দিচ্ছিস , আমি তো বললাম , ভাইয়া নেই” রানী নিজের আসনে বসতে বসতে বলল ।
“ আমি কই বাধা দিলাম , আমি সুধু বললাম আবরার কে আমি চা খাওয়াতে চাই, আর আমি কি রাজীবের কথা জিজ্ঞাস করেছি? আমি তোর কাছেই এসেছি”
“ আমি আর আবরার এক সাথে কাজ করছি , তুই যদি আবরারের সাথে কথা বলিস তাহলে , কাজ করবো কি করে? আর তোর সাথেও কথা বলার সময় আমার নেই , তুই কি ভাবিস , তুই একাই বিজি থাকিস , আর সবাই শুয়ে বসে সময় কাটায়” রানী ঝাঁঝের সাথে জান্নাত কে খোঁচা দেয় ।
কিন্তু জান্নাত সেই খোঁচা গায়ে মাখে না “ আচ্ছা বাবা তোরা কাজ কর , আমি না হয় আবরার কে আজকেই চা বানিয়ে খাওয়াই”
“ কে চা বানাবে ? তুই?” রানী ভ্রু কপালে তুলে জিজ্ঞাস করে ,
“ হ্যা , কেনো?” জান্নাত অবাক হয়ে জিজ্ঞাস করে
“ তাহলে আর চা খেতে হবে না” রানী হাসতে হাসতে বলে
“ তাহলে এক কাজ কর তুই চা করে নিয়ে আয়” জান্নাত রানী কে অবাক করে দিয়ে এই প্রস্তাব করে বসে ।
“ আমি যে কাজ করছি সেটা তোর মাথায় ঢোকে না , তোদের কাজে কি আমি বাধা দেই” রানী এবার একটু রেগে গিয়েই বলে
“ আচ্ছা আমি এখন চা খাবো না “ আবরার দুই ান্ধবীর মাঝে কথা বলে ওঠে । আবরার ওদের দুজনের কথা বার্তা শুনেই বুঝতে পারছে ওরা কতটা ঘনিষ্ঠ । আবার এও বুঝতে পারছে রানী কোন কারনে জান্নাতের উপর রেগে আছে । কারন ও কিছুটা জানে । জান্নাত আর রাজিব এক সাথে জান্নাতের ভিডিওতে কাজ করে , আর রানীকে সময় কম দেয় । এই কারনে রানী কিছুটা রেগে আছে ।
আবরারের বাধায় কাজ হয় না , জান্নাত ও কিছুটা রেগে যায় , বলে “ তুই আসিস আমাদের কাজের সময় কে না করেছে তোকে? , আমরা তোকেও কাজে লাগিয়ে দেবো , আমরা তোকে বাধা মনে করবো না”
“ আমার তো ঠ্যাকা তোদের ওখানে সেধে যাওয়ার , আমাকে ডেকেছিস তোরা ? তোরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস আমি হলাম দুধভাত”
আবরারের কাছে মনে হয় এই ান্ধবী এখনো দ্বিতীয় শ্রেনির স্টুডেন্ট , কে বলবে এরা দুজন দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রি ।
“ তোকে কি কার্ড ছাপিয়ে দাওয়াত করবো?” জান্নাত বেশ রেগে যায় , তারপর আবার বলে “ তুয়ি বুঝি সব আমাদের জিজ্ঞাস করে করিস , মনে আছে কি কি করেছিস?” জান্নাত খোঁচা দেয় ।
আর সেই খোঁচা খেয়ে রানী তেলে বেগুনে জ্বলে ওঠে “ কিসের সাথে কি মেলাচ্ছিস , একটা দুর্বলতা পেয়েছিস , তাই এখন সুযোগ পেলেই সেখানে আঘাত করিস , এটাই তোদের স্বভাব , মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া” শেষের কথা বলার সময় রানীর চোখে পানি চলে আসে
“ এই খবরদার কেঁদে জেতার চেষ্টা করবি না একদম , আমি রাজিব না যে তোর কান্না দেখে ভিজে যাবো , আর তোরা মানে কি বলতে চাস? আমি এখানে একা আছি , আমাকে বল , রাজিব কে টানবি না” জান্নাত একেবারে ফুল ফেজ যুদ্ধের মুডে চলে এসেছে ।
“ টানলে টানবো , তোর কি , রাজিব আমার ভাই , আমি যা খুশি তাই বলবো, তোর কি?”
জান্নাতের মাথায় আগুন ধরে যায় , এই অল্প কিছুদিনের মাঝে রানী এই কথটা দ্বিতীয়বার বলে ফেললো , “ রাজিব আমার………” থেমে যায় জান্নাত তারপর খুব ধিরে ধিরে বলে “ আমারো ভাইয়ের মত” কথটা বলতে জান্নাতের খুব কষ্ট হয় ।
আবরার এতক্ষণ চুপচাপ বসে ছিলো , জান্নাতের কথা ওর দৃষ্টি আকর্ষণ করে । জান্নাতের দিকে তাকায় , একটু ভালোমত দেখে জান্নাত কে । জান্নাত যে কিছুতেই ভাই বলতে চায়নি সেটা আবরার বেশ বুঝতে পারে ।
আবরার আর এই যুদ্ধ হতে দিতে চায় না , তাই উঠে দাড়ায় , বলে “ প্লিজ একটু থাম” রানীর দিকে তাকিয়ে বলে ,
“ ওকে থামতে বল” রানী চেঁচিয়ে ওঠে
“ প্লিজ থামুন” আবরার এবার জান্নাতের দিকে তাকিয়ে বলে ।
জান্নাত বেশ লজ্জা পেয়ে যায় , একটা অপরিচিত ছেলের সামনে ওর যে এমন আচরণ করা ঠিক হয়নি । ও বুঝতে পারে , তাই চুপ হয়ে যায় । নিচের দিকে তাকিয়ে থাকে ।
রানী আর সেখানে দাড়ায় না , দ্রুত সিঁড়ি ভেঙ্গে উপরে উঠে যায় ।
সেটা দেখে জান্নাত মিনমিন করে বলে , “সরি আপনাদের কাজ ভণ্ডুল করে দিলাম”
“ না না সমস্যা নেই, তবে একটা কথা বলি , আমি রানীকে চিনি মাত্র কিছুদিন যাবত , আর আপনারা চেনেন সেই জন্ম থেকেই , আপনাদের চেয়ে আমার বেশি চেনার কথা না ওকে , তবুও একটা কথা না বলেই পারছি না , আপনারা ওকে ওর দুর্বল সময়ে একা ছেড়ে দিয়েছেন , আপনি জানেন আপনি ছাড়া ওর কোন ভালো বন্ধুও নেই” আবরার একবার ভেবেছিলো অনধিকার চর্চা করবে না , কিন্তু রানীর অবস্থা দেখে না করেও পারে না ।
জান্নাতের মাথা এখনো নিচু , তবে রাগ এখনো আছে , “ সেটা ও নিজেই ওর উপর টেনে নিয়েছে” ঝাঁজের সাথে বলে জান্নাত।
“ হ্যা সেটা আমি কিছুটা বুঝতে পারছি , তবে একটা কথা ওর এমন আচরণের দোষ কিছুটা আপনাদের উপরেও বর্তায়”
আবরারের কথা শুনে জান্নাত অবাক হয়ে ওর দিকে তাকায় , ওর কথা বুঝতে পারে না ,
আবরার জান্নাতের চোখে প্রশ্ন দেখে , হেসে বলে “ আমি বলছি , আপনি সুধু দেখবেন আমি কিছু ভুল বুঝছি কিনা , রানী আপনার আর ওর ভাই রাজীবের সম্পর্কে আমাকে আগেও ভাসা ভাসা কিছু বলেছে , আজকে আপনাদের দুজনের সাথেই ওর সম্পর্ক দেখলাম। আমার কাছে মনে হয় আপনারা দুজন ছিলেন ওর সবচেয়ে কাছের মানুষ”
“ আমরা এখনো আছি , কিন্তু ও আর আমাদের সহ্য করতে পারছে না, দেখলেন না কেমন করলো” জান্নাত আবরারের কথার মাঝখানে ফোঁড়ন কাটল ।
“ নিশ্চয়ই, আপনারা এখনো তাই মনে করেন সেটা আমি জানি, কিন্তু আচরনে কি প্রকাশ পাচ্ছে?” এই বলে আবরার একটু থামে , তারপর বলে “ দেখুন অনধিকার চর্চা হয়ে যাচ্ছে , তবুও বলছি , আপনি হচ্ছেন ওর সবচেয়ে কাছের বন্ধু , আর ওর ভাইয়ের সাথেও মনে হয় ওর ভালো একটা বন্ডিং ছিলো , কিন্তু ও যখন দেখলো ওর সবচেয়ে ভালো বন্ধু ওকে ছেড়ে ওর ভাইয়ের সাথে বেশি সময় কাটাচ্ছে , আর ওর ভাই ও ওকে প্রাধান্য না দিয়ে ওর ান্ধবীর সাথে কোন একটা কিছু করছে , যা ও আগে জানতো না, একবার ভেবে দেখুন তো ওর মনে কি চলতে পারে তখন , বিশেষ করে ও যখন নিজেও একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে ।”
আবরার জান্নাতের দিকে তাকায় , তারপর জিজ্ঞাস করে “ আপনি নিশ্চয়ই জানেন আমি কি সমস্যার কথা বলছি? আর এই ধরনের মানসিক চাপের সময় মানুষ নিজের কাছের মানুষদেরই জ্বালাতন করে , এটা আপনাদের বুঝতে হবে।”
এর পর আবরার হেসে বলে “ আচ্ছা মিস জান্নাত আজকে আমি যাই , আপনার কাছে চা পাওনা রইলো , যেদিন আপনি যুদ্ধের মুডে না থাকবেন সেদিন চা খাবো”
আবরার নিজের জিনিসপত্র গোছগাছ করতে থাকে , আবরারের শেষ কথায় একটু লজ্জাই পায় জান্নাত । একটা অপরিচিত ছেলের সামনে আসলেই বাচ্চাদের মত ঝগড়া করে ফেলেছে ও ।
জান্নাত আবরারের দিকে নতুন ভাবে তাকায় , ছেলেটা বেশ বুদ্ধিমান , অনেক কিছুই বুঝে নিতে পারে ছোট্ট কোন হিন্টস থেকে ।
“ আপনার নাম্বার পেতে পারি?” জান্নাত যেচে গিয়েই নাম্বার চায়
“ অবশ্যই” এই বলে আবরার নিজের নাম্বার দেয় । তারপর চলে যায় ।
গলি পার হয়ে মেইন রাস্তায় এসে দাড়াতেই একজন মাঝারি উচ্চতার সুদর্শন ছেলের সাথে চোখাচোখি হয় আবরারের , ছেলেটা বাইকে ভর দিয়ে দাড়িয়ে আছে , রক্ত চক্ষুতে তাকিয়ে আছে ওর দিকে । যদি দৃষ্টির ভস্ম করার শক্তি থাকতো তাহলে ওর হাড়গোড়ও খুজে পাওয়া যেতো না, ছাই হয়ে যেতো। এই ছেলেকে আবরার ক্যাম্পাসে দেখছে , রাজনীতি করে, ভালো ভাষণ দিতে জানে , মেয়েরা এর ভীষণ ভক্ত , স্পোর্টস ক্লাবে এর ছবি দেখছে , গত বছরের টপ স্কোরার ।
আবরার ভেবে পায় না , ভার্সিটির প্লেবয় ওর দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছে । একবার ভাবে সামনে গিয়ে কথা বলবে । শত হলেও ভার্সিটির বড় ভাই , তার উপর প্রায় সেলেব্রেটি । আবরার যায় না , সিদ্ধান্ত বাতিল করে । মনে মনে ভাবে এই এলাকায় ভার্সিটির কয়জন স্টুডেন্ট আছে , আর এরা সবাই একেকজন মহারথি !! একজন বিনোদিনী রাধে , একজন উঠতি ইউটিউবার, আর এই জন উঠতি রাজনৈতিক নেতা । আবরার মনে মনে মজা করে ভাবে । সাথে এও ভাবে এই গলিতে আর আসা যাবে না , নিজেকে বড্ড সাধারন মনে হয় , আবরারের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে, নিজের এমন ফানি ভাবনার কারনে ।
আবরার চোখ সরিয়ে নেয় , এমন ঘৃণা পূর্ণ দৃষ্টির সামনে বেশিক্ষণ টিকে থাকা যায় না । কিন্তু এই ছেলে ওর প্রতি এমন ঘৃণা কেন লালন করছে , সেটাই ভাবে আবরার । ও তো এই বিপরীতে রাজনীতিও করে না । একটা চুনোপুঁটি মানুষ ও , ওর মত নিছক এক সাধারন ছেলের জন্য এই , সুদর্শন , ক্ষমতাধর , মেয়েদের হার্ট থ্রব , পপুলার ছেলেটির তো কোন ধরনের অনুভুতিই থাকার কথা না । যেমন মানুষের পিপড়ার প্রতি মশার প্রতি থাকে না ।
হঠাত আবরারের দিমাগ কি বাত্তি জ্বলে ওঠে , ভাবে আরে এটাই কেষ্ট ব্যাটা নয় তো ? আবরারের নিজের প্রতি নিজের অনুকম্পা হতে শুরু করে । এই মহারথীদের মাঝে পরে ওর মত নাচিজের জীবনটাই না যায় এবার । জীবন নিয়ে পরে ভাবা যাবে , হলের সিটটাই না যায় সবার আগে । আবরার ভাবে , হলের সিট তো কন্ট্রোল করে রাজনৈতিক নেতারা , বহু কষ্টে মিছিলে অংশ নিয়ে নিয়ে আবরার এই সিট জোগাড় করেছে । আবরার জানে হিংসায় জলতে থাকা প্রেমিকের চেয়ে ভয়ংকর আর কিছুই হয় না । আবরার আপাতত এখান থেকে মানে মানে কেটে পরাই ভালো মনে করে । নিজে বাচলে বাপের নাম । আবরার দূর থেকে বাইসেপের সাইজ যা আন্দাজ করতে পারছে তাতে একটি ঘুষি ই যথেষ্ট । আবরার আর রিক্সার জন্য দাড়ায় না । আর একটু সামনের দিকে হেটে যাওয়ার সিদ্ধান্ত নেয় ।
****
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)