15-10-2025, 04:10 AM
(13-10-2025, 03:03 PM)sarkardibyendu Wrote:অতৃপ্ত যৌবনের গল্প
নিজের ৩৬ বছরের জীবনে আর ১১ বছরের কেরিয়ারে গদাধর অনেক কেস দেখেছে। সেখানে খুন, ডাকাতি, চুরি, জচ্চুরি সব। অনেক কেস সমাধান করেছে আবার অনক কেস মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। বেশীরভাগ কেসেই কোথাও না কোথাও কেউ না কেউ তদন্তে মাথা গলাবেই। তবে ডিপার্টমেন্টের চাপ না থাকলে গদাধর আর কোন চাপের কাছে মাথা নোয়ায় না। তবে প্রভাবশালী লোকেরা প্রথমে নিজে চাপ দেওয়ার চেষ্টা করে, যখন বোঝে নিজের চাপে কাজ হচ্ছে না তখন উপরমহলের মাধ্যমে চাপ দেওয়ায়। এই কেসটাতে লোকাল চাপ থাকলেও এখনো উপরমহলের কোন চাপ আসে নি এটাই বাঁচোয়া, সেই চাপের বীপরীতে যাওয়া মানে আবার একটা ট্রান্সফার। আবার নতুন জায়গা, নতুন মানুষ..... তাই গদাধর চাইছে উপরমহলের চাপ আসার আগেই আসল খুনীকে পাকড়াও করতে। বিকাশ এলাকায় প্রভাবশালী হলেও এখনো উপরমহলে যোগাযোগ করে নি, কেনো সেটা জানে না। হয়তো এক্ষেত্রে রাজনৈতিক দল সরাসরি জড়াতে চায় না বলেই বিকাশ তার উপরমহলের সাহায্য পাচ্ছে না। এটা কোন রাজনৈতিক হত্যা না, বিকাশ নিজের স্বার্থে এতে চাপ দিচ্ছে.... ওর দল এটা মঞ্জুর করবে না এটাই স্বাভাবিক, এক্ষত্রে বিকাশের আগেই ওকে খুনীর কাছে পৌছাতে হবে। কিন্তু কিভাবে সেটাই মাথায় আসছে না গদাধরের।
গল্প এগিয়ে চলেছে দ্রুত গতিতে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)