13-10-2025, 04:58 PM
(12-10-2025, 10:37 PM)ধূমকেতু Wrote: বিভোর ছিলাম পুরো সময়, অনবদ্য লেখা আপনার। প্লটটাও অসাধারণ।
এই ফোরামে ভালো কাজ খুব কম হচ্ছে। তাই বাংলা গল্প তেমন একটা পড়ি না। কিন্তু আপনার দুটো গল্পই বেশ ভালো। বিশেষ করে এটা। এক বারেই পড়ে ফেললাম।
দিনে দিনে বাংলা ফোরামের মহারথী হয়ে উঠছেন আপনি, তাই আগাম শুভেচ্ছা।
আর একটা এ্যাডভাইছ দেবো, ছোটো মানুষ, ধৃষ্টতা মার্জনা করবেন,যে কোনো একটি গল্প কন্টিনিউ করুন,(অন্যটা আপাতত বন্ধ রয়েছে, যেটা ভালো সিদ্ধান্ত) দুইটা একসাথে লিখলে অনেক সময় চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যায়।
গল্পের গতিও বিঘ্নিত হয়, স্বাভাবিক থাকে না।
এই গল্প টি ভালো হচ্ছে, আশা করি রেগুলার আপডেট পাবো। (যা আপনি বরাবর করেন)
ভালোবাসা নেবেন।
অনেক ধন্যবাদ ভাই ধূমকেতু, আপনিও আমার ভালোবাসা নেবেন ।
আপনার এডভাইস কৃতজ্ঞতার সহিত গ্রহন করলাম । ভালো এডভাইস গ্রহন করলে যে ফলাফল ভালো হয় তা আমি এই গল্প দিয়েই প্রমান পেয়েছি । এক বড় ভাই ( বয়সে বড় কিনা জানি না , তবে এই ফরামে তার কাজের দ্বারা সে অবশ্যই আমার অগ্রজ) আমাকে এডভাইস করেছিলেন যেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে লিখি , আমি তার এডভাইস শুনেছিলাম ,অনেকটা গল্প ডিলিট করে দিয়েছিলাম । তবে বড়দের কথা শোনার ফলাফল হাতে নাতে পাচ্ছি । গল্প এখন তরতর করে এগিয়ে যাচ্ছে , বরং আমি যেভাবে লিখছিলাম তাতেই আমার সমস্যা হচ্ছিলো । কিন্তু দুঃখের বিষয় সেই বড় ভাইকে আর এই থ্রেডে দেখতে পাইনি , উনি খুব ব্যাস্ত মানুষ মনে হয় ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)