11-10-2025, 06:03 PM
অতৃপ্ত যৌবনের গল্প
আশ্রমের পাশ থেকে একটা পায়ে চলা পথ নদীর দিকে চলে গেছে। এই জায়গাটা আগে নদীর মধ্যেই ছিলো। কালক্রমে চর পড়ে নদী দূরে সরে যাওয়ায় এটা পরিত্যক্ত চরে পরিনত হয়েছে। মাঝে মাঝে বড় বড় ঘাসের জঙ্গল, দুই একটা বাবলা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। দূরে কাশ ফুলের সারি দেখা যাচ্ছে, বাতাসে কেমন যেনো মাতাল করা সুবাস। মাটির রাস্তা ক্রমেই নদীর দিকে ঢালু হয়ে গেছে। লেখা আর অমলা দুই বাল্যসখীর মত হাত ধরাধরি করে হেঁটে চলে, মাত্র সাত আট মিনিটের রাস্তা।
" সাবধানে হাঁটিস..... এই সময় এই চরে বিষাক্ত সাপের উপদ্রব খুব...., কেউটে, কালাচ আর গোখরোর ছড়াছড়ি " অমলা সাবধান করে লেখাকে।
" জানি গো দিদি..... মাঠে ঘাটে বড় হওয়া মেয়ে আমি.... সাপ কোথায় থাকে জানবো না? " হাসে লেখা।
সুর্য্য পুরো অস্ত চলে গেছে। একটা হালকা আলো চারিদিকে ছড়িয়ে আছে। একে গোধুলি বলে, পশ্চিম আকাশ একেবারে লাল........ সেই লাল রঙ নদীর জলে পড়ে সেটাকেও রক্তাভ করে তুলেছে। কি অপূর্ব দৃশ্য.... এখানে নদীর পাড় একেবারে ঢালু হয়ে নেমে গেছে..... স্রোত তেমন নেই।
লেখা হাঁটু জলে নেমে দুই হাতে জল তুলে ছিটায়। আজ মনটা ওর বেশ ভালো লাগছে, মনে হচ্ছে নতুন করে আবার সব শুরু করার দরকার। অমলা ওর থেকে বড় হলেও এমন কিছু বয়স না.... চাইলে ও আবার শুরু করতে পারতো, কিন্তু অমলা এই আশ্রমের জীবনেই সুখী.... এই বয়সে শারীরিক চাহিদা ত্যাগ করে একপ্রকার সন্ন্যাস নেওয়াটা কি সত্যি সম্ভব? লেখার মাথায় আসে না। ওর কাছেও আশ্রমের পরিবেশ ভালো লাগে কিন্তু শরীরে উত্তেজনা আসলে ও নিজেকে সন্ন্যাস জীবনের কবলে সঁপে দেওয়ার কথা ভাবতেই পারে না। বিশেষত নুটুর সাথে সঙ্গমের পর ওর চাহিদা অনেক বেড়ে গেছে.... যে কাউকে ও শরীর দিতে পারবে না এটা সত্যি কিন্তু...... নিজের মানুষকে তো ছেড়ে থাকতে মন চায় না।
লেখা বাচ্চাদের মত জল নিয়ে খেলা করে, সেটা দেখে অমলার দীর্ঘশ্বাস পড়ে। বেচারা মেয়েটা একেবারে বাচ্চা..... এই বয়সে এতো আঘাত সহ্য করার মত ক্ষমতা সবার থাকে না, ও যে এসব কাটিয়ে আবার সহজ হতে পারছে সেটা সবাই পারে না।
অমলা দূরে শুকনো জায়গায় দাঁড়িয়ে লেখাকে জরিপ করে। অপূর্ব সুন্দর মেয়েটা। রূপে কোথাও খামতি নেই, অঞ্জুর কথা মনে পড়ে যায় ওর। অঞ্জুও খুব রূপসী ছিলো.... অমলার থেকে তো বটেই। শরীররে কাঁটা দিয়ে ওঠে অমলার। লেখাকে দেখে কি আবার পুরোনো অভ্যাস মাথাচাড়া দিচ্ছে ওর? নারী হিসাবে পূর্ণ যৌবনা ও। যৌবনের মধ্যগগণে বিরাজ করছে..... কিন্তু এতো বছর আশ্রমের পরিবেশে থাকতে থাকতে নিজেকে সংযত করে নিয়েছে। কিন্তু আজ হঠাৎ লেখাকে দেখে শরীর ব্যাকুল হয়ে উঠছে।
" এসো না দিদি.... আসলাম যখন তখন একটা ডুবকি মেরেই যাই " লেখা আবদার করে।
" না না..... এই ভর সন্ধ্যায় ঠান্ডা লেগে যাবে... " অমলা সচকিত হয়।
লেখা নাছোড়বান্দা, " ধুর! কিছু হবে না...... আমি কত স্নান করেছি সন্ধ্যায় " লেখা একটু উঠে এসে অমলার হাত ধরে টানে।
ইচ্ছা না থাকলেও অমলা ওর সাথে জলে নামে, দুজনে কোমর জলে পৌছায়,
" এসো হাত ধরো আমার " লেখা খিলখিল করে হেসে ওঠে।
অমলা ওর হাত ধরে দুজনে একসাথে ডুব মারে, কোন মানে হয় এই সন্ধ্যায় নদীতে স্নান করার? পাগল মেয়েটাকে কে বোঝাবে?
দুটো ডুব মেরে দাঁড়িয়ে যায় অমলা, " আর না.... তুই এবার জ্বর-জ্বারি বাধিয়ে ছাড়বি.... যা,দেখছি। " অমলা প্রতিবাদ করে ওঠে।
লেখা হেসে ওঠে, " ব্যাঙের আবার সর্দিকাশি.....মাঠে ঘাটে বড় হওয়া মেয়ে আমি.... "
অমলার চোখ আটকে যায়, লেখার আঁচল খসে পড়েছে, ভেজা ব্লাউজের ভিতর থেকে পুরুষ্ট বুকের শক্ত বোঁটা জানান দিচ্ছে তার অস্তিত্ব....ব্লাউজের কাটা জায়গা দিয় স্তনের ভাঁজ দেখা যাচ্ছে...... নীচে একেবারে ফর্সা খোলা পেটের মাঝে সুন্দর নাভির গর্ত...... অবিভূত হয়ে যায় অমলা, ওর নিজের বুক ভারী হয়ে আসে, চোখের মণীতে কামনা...... গোধুলির শেষ আলো লেখার শরীরে পড়ে ওকে মায়াবী ক্ক্রে তুলেছে..... স্তনের ভাঁজে বিন্দু বিন্দু জল চকচক করছে, কেমন একটা মোহগ্রস্তের মত অমলা লেখার একেবারে কাছে এগিয়ে আসে, নিজের হাত রাখে লেখার ভরাট বুকে....... লেখা অমলার এই আচরনে হঠাৎ থমকে যায়, অমলার হাত ওর ব্লাউজের হুক খুলে দুটি স্তন আলগা করে দেয়........ ওর ঠোঁট নেমে আসে লেখার স্তনবৃন্তে..... মুহূর্তেত মধ্যে লেখা বুঝে যায় কি হতে চলেছে, ও দুই হাতে অমলার কাঁধ ধরে ওকে আটকে দেয়, অস্ফুট স্বরে বলে " দিদি....!! "
চমকে ওঠে অমলা। লেখার মুখের দিকে তাকিয়ে ঘোর ভাঙে ওর, ছি ছি..... একি করতে যাচ্ছে ও? লজ্জায় অমলার চোখমুখ লাল হয়ে আসে। ও লেখার দিকে আর তাকাতে পারে না..... তাড়াতাড়ি জল থেকে উঠে হাঁটা দেয় ভেজা কাপড়েই, লেখা কোন কথা না বলে ওকে অনুসরন করে।
মুহুর্তের উত্তেজনার বশে করা ভুলে অমলা লজ্জিত হয়ে গোটা পথ আর কোন কথা বলে না। লেখা বুঝতে পারে যে অমলা লজ্জিত নিজের আচরনে, এখন কথা বলা মানে লজ্জা আরো বাড়বে..... থাক পরে দেখা যাবে, অমলার আচরনে ও বিস্মিত হলেও রাগ করে নি। পুরুষের প্রতি বীতশ্রদ্ধ হয়েই অমলা আর অঞ্জু সমকামে নিজেদের তৃপ্তি খুঁজে পায়, কাম নারী পুরুষের বাধা মানে না......যে যাতে তৃপ্ত সে সেই পথেই এগোয়, কেউ বিষমকামী তো কেউ সমকামী, আবার কেউ স্ব-মেহনেই নিজের তৃপ্তি পায়..... এটাকে ভুল ভাবার কোন কারণ নেই, ক বছর আগে হলেও লেখা বিরক্ত হতো, কিন্তু নানা ঘাত প্রতিঘাতে ও এখন আর চমকায় না। সহজ ভাবে নিতে পারে।
অন্ধকার নেমে এসেছে। আশ্রমের গেটের মুখে কোন আলো নেই, দূর থেকে একটা বাইকের হেডলাইটের আলো দেখা যাচ্ছে। অমলা সেদিকে না তাকিয়েই দ্রুতো হেঁটে চলেছে। লেখার কেমন খটকা লাগে, এই রাস্তাটা অন্য কোথাও যায় নি, আশ্রমের কাছেই শেষ হয়েছে, তাহলে এখানে বাইকে করে কে এলো... ও একটু ধীর করে দেয় চলার গতি। হঠাৎ বাইকের ইঞ্জিনের গর্জন বেড়ে যায় আর সেই সাথে হেডলাইটের তীব্র আলো ওর গায়ে এসে পড়ে। বাইকটা বেগে এসে ওর পাশে দাঁড়ায়, তীব্র আলোয় চোখ ধাঁফহিয়ে যায় লেখার, ওর চোখে আলো সইবার আগেই একটা বলিষ্ঠ হাত ওর কব্জি চেপে ধরে...... অমলা তখন সামনে এগিয়ে গেছে, লেখার অস্ফুট আওয়াজে আর বাইকের অস্বাভাবিক আচরনে ও ঘুরে তাকায়।
দুজন লোক বাইকে সওয়ার.... দুজনেরী মুখে কাপড় জড়ানো..... পিছনের লোকটা লেখার হাত চেপে ধরেছিলো, এবার কর্কশ কন্ঠে বলে ওঠে, " খুন করে পালিয়ে বাঁচা যাবে না সুন্দরী...... চুপচাপ বাইকে ওঠো তাহলে এ যাত্রায় বেঁচে যাবে....। "
ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে লেখার। সবে দুদিন হলো ও নিজেকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছিলো..... ওদের কথায় ওর বুকের ধুকপুকানি বেড়ে যায়, হাত পা অবশ হয়ে আসে.... কি করা উচিৎ ভেবে পায় না।
অমলা ঘুরে এই দৃশ্য দেখেই ছুটে আসে, লেখাকে স্থানুর মত দাঁড়িয়ে থাকতে দেখে ও এক ধাক্কায় ওকে সরিয়ে দেয়। লেখা লোকটার হাত ছাড়িয়ে পাশে গড়িয়ে পড়ে, পিছনের লোকটি রেগে গিয়ে একটা ধারালো ছোরা বের করে অমলাকে লক্ষ্য করে কোপ বসায়.... অমলা হাত তুলে নিজেকে বাঁচাতে যাওয়ায় সেই কোপ ওর হাতে এসে পড়ে, মুহুর্তে হাত কেটে গলগল করে রক্ত বেরোতে থাকে.... ও চিৎকার করে ওঠে।
কাজে ভুল হয়ে গেছে বুঝে ওরা দ্রুতো বাইক ঘোরাতে থাকে। ততক্ষণে অমলার চিৎকারে আশ্রমের বাকি সবাই ছুটে এসেছে। দুই বাইক আরোহী দ্রুতো বাইকে স্পীড তুলে সেখান থেকে পালিয়ে যায়।
আকস্মিক এহেন পরিস্থিতিতে সবাই হতবাক হয়ে পড়ে। এমন ঘটনার সরাসরি সাক্ষী এখানকার কেউ এর আগে হয় নি। ঘোর কাটতেই অমলাকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়, লেখা এসে অমলাকে জড়িয়ে ধরে। ওর হাত রক্তে ভেসে যাচ্ছে। লেখা একটা কাপড়ে ওর হাত বেঁধে ওকে নিয়ে তিন চারজন মিলে হাসপাতালে ছোটে। অমলার হাতের তালুতে কোপ পড়েছে, তবে বেশী কাটে নি, আঘাত জোরালো ছিলো না। হাসপাতালে ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে ওরা আবার আশ্রমে ফেরে।
অমলা আর লেখা তখনো ভেজা কাপড়ে। রক্তপাত হওয়ায় আর ভয়ে অমলা একটু দুর্বল হয়ে গেছে। লেখা ঘরে এসে নিজ হাতে অমলাকে কাপড় ছাড়িয়ে দিতে যায়। অমলা ওকে বাধা দেয়, এখনো ওর চোখে সন্ধ্যার ঘটনার লজ্জা কাটে নি। লেখার দিকে না তাকিয়ে এক হাতে ওর হাত চেপে ধরে অমলা " তুই যা..... আমি একাই পারবো, তোর উপরে তো ঝড় বয়ে গেলো। "
লেখা অমলাকে চেপে ধরে, " আমি কিছু মনে করি নি দিদি...... তুমি খামোকা লজ্জা পাচ্ছো.....আজ তুমি আমার জন্য যেটা করলে তার ঋণ বেঁচে থাকতে আমি শোধ করতে পারবো না..... তাই শুধু শুধু আমায় লজ্জা দিও না.....।"
অমলা তাও মাথা নীচু করে রাখে। লেখা ওর চিবুক ধরে ওঠায়.... " তাকাও আমার দিকে..... দেখো আমার চোখে তোমার প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু নেই "
অমলা কেঁদে ফেলে, " এতো বছর পরও আমার শরীর কেনো নিস্তেজ হয়ে গেলো না বলতো? ..... এসব ভাবতে চাই না আমি। "
" সেটা তোমার আমার হাতে নেই দিদি....সময়ের সাথে সব পাল্টাবে, কিন্তু যতদিন থাকার ততদিন তো থাকবেই...... ওসব বাদ দাও... "
লেখা অমলার ভেজা শাড়ী শায়া ব্লাউজ খুলে ওকে নগ্ন করে। অমলা একটু ভারী চেহারা, স্তনের আকার লেখার থেকে বেশ বড়ো, তলপেটে অত্যাধিক না হলেও চর্বি আছে, নিতম্ব বেশ ভারী আর থলথলে..... তবে চেহারার গঠন ভালো হওয়ায় ভারী চেহারাতেও অমলাকে খারাপ লাগে না...... অমলার গা মুছিয়ে দিতে দিতে লেখা মজা করে,
" ইশ..... এখনো কি সুন্দরী গো তুমি, তোমার বয়সী অন্য মেয়েরা তো বেঢপ হয়ে যায়। "
লজ্জা পায় অমলা, " কি যে বলিস..... তোর মত নিটোল শরীর কি আমার আছে? তোর বয়সেও ছিলো না..... "
অমলাকে শায়া, ব্লাউজ, শাড়ী পরিয়ে নিজেও ভেজা কাপড় খোলে লেখা। অমলার সামনেই নিজেকে নগ্ন করে, এবার আর অমলা ওর দিকে তাকায় না, কে জানে..... লেখার পূর্ণ নগ্নতা দেখে যদি আবার কিছু ঘটিয়ে ফেলে, যদিও মানসিক আর শারিরীক অবস্থা তেমন আর নেই।
কাপড় পালটে বাইরে আশ্রমের সবাই এক জায়গায় হয়, মহারাজ নিজে ওদের সাথে না গেলেও প্রচন্ড উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, " শোন মা..... তোরা এভাবে সন্ধ্যায় বা রাতে বাইরে যাবি না, আর লেখা মা..... এখানে যতদিন আছিস একটু সাবধানে থাকিস, দিনেও কোথাও গেলে পুরুষ কাউকে সাথে নিবি..... বুঝলি? "
লেখা মাথা নত করে, " আমি শুধু শুধু আপনাদের বিপদে ফেলছি বাবা..... আমি কাল চলে যেতে চাই। "
" ওরে.... বিপদ কোথায় নেই বলতো? কপালে থাকলে এখানে বসেও বিপদ হতে পারে.... তুই তো উপলক্ষ্য মাত্র... এসব না ভেবে নিজেকে সাবধানে রাখ....যা এখন রাতের খাবারের ব্যাবস্থা কর দেখি। "
আশ্রমের সবাই মহারাজের কথাকেই সমর্থন করে। লেখাকে যেতে দিত রাজী না কেউ। কেনো কে জানে, দুদিনের পরিচয়ে এদের এই ভালোবাসা দেখে চোখ ভিজে আসে লেখার। সত্যি...... এক সর্বহারাই আর এক সর্বহারার সত্যিকারের বন্ধু হতে পারে যেটা আর কেউ পারে না.....সুধা, সুধাময়, রমা, এই আশ্রমের সবাই এটাই প্রমাণ করেছে।
দুই দিন দোকান বন্ধ থাকায় নুটু আজ বাড়িতে। হারাধন তার অসুস্থ পিসেমসাইকে দেখতে নবদ্বীপ গেছে। কাল ফিরবে। হারাধন ছাড়া এই বাড়িতে একেবারে থাকতে ইচ্ছা হয় না ওর। কে জানে রমা কখন কি করে বসে। একের পর এক নুটুকে অপমান করা ছাড়া যেনো রমার আর কাজ নেই। সবসময় একটা ভয় কাজ করে ওর মধ্যে। এই বুঝি কিছু ঘটে গেলো। যতটা পারে নিজেকে দূরে রাখে কিন্তু সেই অঘটন ঘটেই যায়।
যেমন আজ সকালে রমা পায়খানা থেকে বেরিয়ে শুধু শায়াটা দাঁতে চেপে নিজেকে ঢেকে বাথরুমে যাচ্ছিলো, তখন নুটূ ঘুম থেকে উঠে সবে বাথরুম সেরে বাইরে বেরোচ্ছে.... অসাবধানে ওর সাথে রমার ধাক্কা লেগে যায় আর সেই ধাক্কায় রমার দাঁত থেকে শায়া পড়ে যায়.... নুটুর সামনেই রমা একেবারে নগ্ন হয়ে যায়, তাড়াতারী শায়াটা তুলে আবার বুকে ধরে অগ্নিশর্মা হয়ে ওঠে রমা,
" অসভ্য ইতর ছেলে..... বাড়িতে কেউ নেই বলে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছিস তুই? ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরে উলঙ্গ দেখতে চাস না? লজ্জা করে না তোর? যার বাড়িতে আশ্রয় নিয়েছিস তার সাথেই এমন নির্লজ্জ ব্যাবহার করতে? ... "
নুটু ধাক্কা মেরেছে সেটা সত্য তবে একবারের জন্যেও চোখ তুলে রমার নগ্ন শরীরের দিকে তাকায় নি..... রমা নিজেও সেটা জানে, তাই এহেন ডাঁহা মিথ্যা কথায় ও অবাক হয়ে যায়। অপমানে কান ঝাঁ ঝাঁ করে ওর। অথচ এই রমাই নিজের ব্রায়ের স্ট্রীপ আটকানো বা ওর সামনে ছেলেকে দুধ খাওয়ানোর সময় এসব ভাবেনি। ইচ্ছা করে তখনি ওই বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু হারাধনার অবর্তমানে চলে গেলে রমা ওর নামে কি দোষ দেবে সেটা ও জানে না, তাই ঠিক করে হারাধন ফিরলে ওকে কিছু বলে এখান থেকে বিদায় নেবে।
রমা গটগট করতে করতে বাথরুমে ঢুকে যায়।
নুটু ওর ছেলে অখিলকে নিয়ে নিজের ঘরে চলে যায়। বাড়িতে থাকলে বেশীরভাগ সময় ও ওদের ছেলের সাথেই কাটায়। বাচ্চা ছেলে কিছু বোঝে না, নুটু বলতে পাগল ও। ছেলে নুটুর কাছে থাকলে রমাও ওকে তেমন কিছু বলে না। ঘরে এসেও চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছিল নুটুর। ওতো রমাকে কখনো খারাপ চোখে দেখে নি। তবে রমা কেন ওকে সহ্য করতে পারে না? লেখার প্রতি ও যে নজরে তাকাতো সেটা ও কখনো রমার দিকে দেখে নি। তাও এতো কথা শুনতে হয় ওকে। আগে মনে হত রমার চোখেমুখে লেখার মতই কামনার আগুন, কিন্তু সেই কামনার আগুন সময়ের সাথে সাথে এক তীব্র ঘৃণা আর বিদ্বেষে পরিনত হচ্ছে..... এভাবে কেউ থাকতে পারে বলে ওর মনে হয় না, একটা সময় যখন ও একা থাকতো তখন লোকের শত অপমান সহ্য করেও হাসিমুখে ঘুরে বেড়াতো, কিন্তু লেখা ওকে মাত্র কিছুদিনের মধ্যেই যে আত্মমর্যাদা শিখিয়েছে তারপর থেকে ওর চারিত্রিক পরিবর্তন ঘটে গেছে...... নিজের মান-সম্মান বজায় রেখেই ও বেঁচে থাকতে চায়। রমার কাছে সেটা সম্ভব না বলেই মনে হয়। আবার অন্য কোথাও গিয়ে নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করতে হবে।
সেদিন রাতেই রমার ধুম জ্বর আসে। সন্ধ্যা থেকেই গা গরম ছিলো। নুটুকে বলে, " আমার শরীর ভালো না আমি শুয়ে পড়ছি..... তুই বাবুকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিবি। "
নুটু কোন উত্তর করে না। সকালের কথা ওর মনে এখনো বাজছে। সারাদিনে রমার দিকে তাকায়ও নি ও। দুপুরে নিজের ভাতের থালা ঘরে এনে খেয়েছে। এখন কি কতবে বুঝিতে পারে না। রমা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। নুটু অখিলকে ঘরে এনে রাত পর্যন্ত ওর সাথে খেলা করে, তারপর দুপুরের ভাত তরকারী গরম করে ওকে খাইয়ে রমার ঘরে পৌছে দিতে যায়। তখনি দেখে রমা জ্বরের ঘোরে বিড়বিড় করছে, এই ঘরে ও সহজে ঢুকতে চায় না..... কিন্তু আজকের ব্যাপার আলাদা, অসুস্থ মানুষের উপরে রাগ করে থাকার মানে নেই। ও ঘুমন্ত অখিলকে রমার পাশে শুইয়ে দেয়। তারপর একটু অপেক্ষা করে রমার কপালে হাত দেয়। হাতে যেনো ছ্যাকা লাগে ওর..... আগুনের মত গরম কপাল। মুহূর্তে সব রাগ, অভিমান, কষ্ট ভুলে ব্যাস্ত হয়ে পড়ে ও.....প্রবল জ্বরে আক্রান্ত রমাকে দেখে ভয় পেয়ে যায় ও। এখানে দোকান আর বাড়ির বাইরে খুব কম জায়গাই চেনে ও। বড় হাসপাতাল অনেক দুরের রাস্তা আর কাছের ছোট হাসপাতাল বিকালেই বন্ধ হয়ে যায়.... এতো রাতে কি করবে ও? ওর কাছে টাকাও নেই যে গাড়ী ভাড়া করে ১৫ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যাবে। তখনি মনে পড়ে পাড়ার মোড়ের মাথায় একজন ডাক্তার বসেন, ওখানেই তার বাড়ি..... গিয়ে বললে হয়তো তিনি দেখে ওষুধ দিতে পারবেন.... কাল টাকা দিয়ে দিলেই হবে।
এদিকে রমার বিড়বিড় করা বেড়েই চলেছে... নুটু আর অপেক্ষা না করে বাইরে এসে খিড়কির দরজা বন্ধ করে মোড়ের মাথায় আসে। দুবার বেল বাজাতেই ডাক্তারবাবু নিজেই দরজা খুলে দাঁড়ান... নুটুকে তিনি চেনেন...হারাধনের দোকানের নিয়মিত খরিদ্দার ডাক্তারবাবু। একটু অবাক হয়ে বলেন....
" কিরে তুই এতো রাতে? কেউ অসুস্থ নাকি? "
নুটু একটু শ্বাস টেনে বলে, " বৌদির খুব জ্বর ডাক্তারবাবু..... আপনি একটু যাবেন? আমার কাছে টাকা নেই.... কাল দাদা ফিরলে দিয়ে দেবো। "
" ধুর টাকা কে চেয়েছে? তুই দাঁড়া.... আমি ব্যাগটা নিয়ে আসছি ' ডাক্তার ঘরে চলে যান। মিনিট পাঁচেক বাদে বাড়ির পোষাকেই ব্যাগ হাতে বাইরে আসেন। নুটুর সাথে ওদের বাড়িতে ঢোকেন। রমার তখনও জ্বরের ঘোরে ভুল বকা চলছে। ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করে দেখেন.... তারপর নুটুর দিকে তাকিয়ে বলেন, " ভাইরাল জ্বর বলেই মনে হচ্ছে.... এখন এর বেশী কিছু বলা যাবে না, তবে টেম্পারেচার একটু বেশী, আমি একটা ওষুধ দিচ্ছি খাইয়ে দিবি..... আর অবশ্যই মাথাটা ধুইয়ে দিবি আর গা ভেজা কিছু দিয়ে মুছে দিস.... না হলে এতো জ্বর নামবে না। "
নুটু মাথা নাড়ে, ডাক্তারবাবু ফিরে যান। ওনাকে বাড়ি পৌছে দিয়ে ফিরে আসে নুটূ।
রমার বিছানার পাশে বসে ওকে ডাকে, " বৌদি.... বৌদি... একটু উঠে ওষুধটা খেয়ে নাও। " হাত দিয়ে নাড়া দেয় রমাকে। কিন্তু রমার কোন হেলদোল নেই। ও চোখ বুঝে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে।
এমন পরিস্থিতিতে এর আগে কখনো পড়ে নি ও। কি করবে ভেবে পায় না। ওষুধ না খেলে জ্বর কমার কথা না..... কিন্তু রমার তো সাড়াই পাওয়া যাচ্ছে না। রমাকে এর আগে কখনো স্পর্শ করেনি নুটু.... আজ ওকে স্পর্শ করার কথা ভেবে হার্টবীট বেড়ে গেলো ওর। এমনিতেই রমা অকারণে ওকে যাচ্ছেতাই ভাবে অপমান করে, তার উপরে ওর গায়ে হাত দিলে সেটার প্রতিক্রিয়া কি হবে সেটা নুটু জানে না, তবে এসব ভাবার এখন সময় নেই.... ও একটা বালতি করে ঠান্ডা জল এনে রমার বুছানার পাশে রাখে। তারপর ওর মাথাটা বিছানার পাশে এনে ধীরে ধীরে জল ঢালতে থাকে.... রমা যেনো এসবের কিছুই বুঝতে পারছে না, ও চোখ বন্ধ করে ঘোরের মধ্য আছে। প্রায় পনের কুড়ি মিনিট জল ঢালার পর ওর মাথাটা আগের তুলনায় একটু ঠান্ডা মনে হয়। নুটু আবার ডাকে রমাকে....
" বৌদি? ..... একবার একটু তাকাও। '
কিন্তু কোন সাড়া নেই অপর পক্ষ থেকে। বাধ্য হয়ে নুটূ রমার পিঠে হাত দিয়ে ওকে উঠিয়ে বসাতে চেষ্টা করে। এখনো গা থেকে ভালো তাপ বেরোচ্ছে রমার। উঠিয়ে বসানোতে রমা এবার চোখ খুলে তাকায়.... টকটকে জবা ফুলের মত লাল চোখ.... সে তাকিয়ে নুটুকে দেখে আবার চোখ বুজে ফেলে.... নুটু বিছনার এক প্রান্তে বসে রমাকে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখে.... প্রায় ঘোরে থাকা রমা নিজের শরীরের ভার ছেড়ে দেয় নুটুর উপর.... রমার মুখ সামান্য খুলে জ্বরের ওষুধটা দিয়ে ও আবার ডাকে রমাকে..... রমা এবার বোধহয় কিছু বুঝতে পারে, নুটু জলের গ্লাস ঠোঁটের কাছে ধরলে ও আস্তে আস্তে কিছুটা জল খেয়ে নেয়....।
ওষুধ খাওয়ানো হয়ে গেলে নুটু আবার রমাকে বালিসে মাথা দিয়ে শুইয়ে দেয়। রমা আবার চোখ বুজে ফেলে.... এবার কি করা উচিৎ? ডাক্তার বলে গেছে ভেজা কাপড় বা গামছা দিয়ে গা মোছাতে.... কিন্তু সেটা নুটু কিভাবে পারবে? একটা ছেলে হয়ে অন্য কোনো মহিলার শরীরকে এভাবে মোছানো যায়?
নুটু চিন্তায় পড়ে যায়। ডাক্তারবাবু বলে গেছেন, না করলে যদি জ্বর না নামে? আবার রমা যদি টের পায় ওর শরীরে নুটু হাত দিচ্ছে.... তাহলে তো কাল কুরুক্ষেত্র কান্ড বাধিয়ে দেবে..... শেষে কি করতে কি দোষ ঘাড়ে নিতে হবে কে জানে? কিন্তু এভাবে রমাকে কষ্ট পেতে দেখেও ওর ভালো লাগছে না...... নুটু বারবার রমার কপালে হাত দিয়ে দেখে জ্বর নামছে কিনা... নাহ! যা থাকে কপালে একবার রমার সারা গা ভেজা গামছা ফিয়ে মোছালে ও নিশ্চই আরাম পাবে।
বালতির জলে গামছা ভিজিয়ে কাঁপা হাতে রমার পাশে বসে নুটু, অনেক আগেই ওর গা থেকে চাদর সরিয়ে দিয়েছে নুটু.... রমার বুকের উপরের কাপড় সরায় ও.... ভিতরে লাল ব্লাউজ পরা, ব্লাউজের গলার কাছ থেকে ওর ভারী স্তনের আংশিক দেখা যাচ্ছে, ডান দিকের স্তনের উপরে একটা ছোট কালো তিল..... ব্লাউজের নীচে কোমর পর্যন্ত খোলা, নাভীর অর্ধেক ঢেকে আছে কোমরের কাপড়ে, নিশ্বাসের সাথে সাথে ওর বুক আর পেটের ওঠানামা চলছে দ্রুতো.... নুটুর হার্টবীট যেনো রমার থেকেও বেড়ে গেছে, পাতলা ব্লাউজের উপর দিয়ে রমার বড় স্তনবৃন্তের অস্তিত্ব পরিষ্কার বোঝা যাচ্ছে.... হাত না দিয়েও বলে দেওয়া যায় কোথায় ওর স্তনের বৃন্ত আছে।
নুটু ওর ব্লাউজের হুক খুলতে গিয়েও থমকে যায়, ..... না না এটা সম্ভব না..... রমার লজ্জা আবরন তার অনুমতি ছাড়া সরাতে পারে না ও। থেমে যায় নুটু.... হাতের গামছা দিয়ে রমার গলা ঘাড় আর খোলা পেট ভালো করে মুছিয়ে দেয়, এর বেশী কিছু করা ওর পক্ষে অসম্ভব.... গামছা রেখে রমাত মাথায় হাত বোলাতে থাকে, আস্তে আস্তে স্বাভাবিক হিচ্ছে রমা, জ্বরের ঘোরে বিড়বিড় করা বন্ধ হয়ে গেছে..... কপালের উষ্ণতাও অনেক কমেছে.... মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন ও।
নুটু এবার রমার পাশ থেকে উঠতে যেতেই রমা ঘুরে ওর হাত চেপে ধরে, চমকে ওঠে নুটু.... রমার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা জ্বরের ঘোরে না ইচ্ছাকৃত? রমার চোখ বন্ধ, কিছু বুঝতে পারে না। রমার হাত ছাড়াতে গিয়েও পারে না.... রমা আরো শক্ত করর ওকে চেপে ধরে.....এমতবস্থায় কি করা উচিৎ সেটা বুঝতে পারে না নুটু..... কিছুক্ষন অপেক্ষা করেও রমার ওকে ছাড়ার কোন লক্ষণ দেখা যায় না, বাধ্য হয়ে রমার পাশে খাটের প্রান্তে আধশোয়া হয়ে শোয় ও। রমা দুই হাতে ওর বাঁ হাতের কনুইয়ের কাছ জড়িয়ে আছে। নুটু তমার মুখের দিকে তাকায়, একেবারে নিস্পাপ শিশুর মত লাগছে রমাকে। কপালের উপর দিয়ে চুলের গোছা এসে পড়েছে মুখের উপর.... রাজু ডানহাতে ওর চুলের গোছা সরিয়ে দেয়.... রমা ঘুমের ঘোরে আদুরে বিড়ালের মত ওর গায়ের আরো কাছে ঘেঁষে আসে... রমার ভারী স্তন নুটুর বুক স্পর্শ করে আছে.... ওর গায়ের গন্ধ পাচ্ছে নুটু.... লেখা ছাড়া কোন মেয়ের এতো কাছে যায় নি ও। হঠাৎ লেখার সাথে কাটানো সময়গুলো মনে পড়ে যায়, স্মৃতির কোঠায় বিচরণ করে ও পৌছে যায়... মাঠের মাঝে পুকুর পাড়ের সকালে....নিস্তব্ধ দুপুরের নির্জন ঘরে.... ওর বাহুর মাঝে লেখার নগ্ন শরীর, লেখাত হাত খেলে বেড়াচ্ছে ওর একান্ত ব্যাক্তিগত অঙ্গে...... রমার গরম নিশ্বাস নুটুর গলার কাছে এসে লাগছে, ও অনুভুব করে লেখার কথা ভাবতেই ওর প্যান্টের আড়ালে লিঙ্গ শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, রমা একটু চেপে আসলেই তার অস্তিত্ব টের পাবে... ও প্রানপনে চেষ্টা করে আবার স্বাভাবিক হওয়ার কিন্তু পারে না.....প্যান্টের ভিতর থেকে তাবুর মত খাড়া হয়ে আছে সেটা..... রমা আরো শক্ত করে নুটুকে জড়িয়ে ধরতেই ওর খাড়া লিঙ্গ রমার পেট স্পর্শ করে, রমার কোম হুঁশ নেই, ও নিজের একটা পা নুটুর পায়ের উপরে তুলে ওকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে.....
এভাবেই কখন রাতে ঘুমিয়ে গেছে ও জানে না, ঘুম ভাঙে একেবারে সকালে..... চোখ খুলেই ওর বুক ধড়ফড় করে ওঠে, রমা চোখ খুলে ওর দিকে তাকিয়ে আছে, এখনো রমার হাত ওকে জড়িয়ে আছে,,,,,, রমার চোখের দিকে তাকিয়ে বোঝে সেখানে কোন রাগ নেই, ঘৃণাও নেই.... পরিবর্তে একটা কোমল নীরব তৃপ্তি বিরাজ করছে.... নুটুর লিঙ্গ তখনো খাড়া অবস্থাতেই আছে, এটা যে সকালের স্বাভাবিক প্রতিক্রিয়া সেটা নুটু জানে কিন্তু তমার শরীরের সাথে ওর লিঙ্গের স্পর্শেও রমা আজ বিন্দুমাত্র ক্ষুব্ধ হচ্ছে না। নুটু উঠে বস্তে গেলে তমা ওকে চেপে ধরে,
" আহহ..... আমি কি উঠতে বলেছি, ..... চুপ করে শুয়ে থাক..... "
নুটু অপ্রস্তুত হয়, " না মানে...... তুমি কাল জ্বরের ঘোরে... "
" থাম..... আমি জানি সব..... কাল এতো ব্যাস্ত হয়েছিলি কেনো আমার জন্য? এই মুখপুড়ীটা তো তোকে কম কথা শোনায় না সারদিন? ......তাও এতো মায়া? " রমা ঠোঁটের কোনে হাসে।
" না মানে তোমায় দেখে ভয় পেয়ে গেছিলাম..... যদি কিছু হয়ে যায় " নুটু চোখ সরায় রমার চোখ থেকে।
" হলে হতো...... তোর দাদা তো আমার শরীর মনের কোন খোঁজই রাখে না...... তুইও তো একবারো আমার দিকে চোখ তুলে তাকাস না.... এতো খারাপ আমি? "
নুটু চুপ করে থাকে.... কি জবাব দেবে ও এই কথার ভেবে পায় না।
রমা ওর শরীর থেকে হাত সরিয়ে বলে, " যা..... একে ঠান্ডা করে আয়..... সারারাত তো আমাকে অনেক ধাক্কা দিয়েছে ' হেসে ফেলে রমা।
নুটু লজ্জায় মরে যায়। রমা যেওর লিঙ্গের দিকে ইশারা কতছে সেটা বুঝতে আর বাকি থাকে না। ও কোনমতে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে ছুটে যায়। পিছনে রমার খিলখিল হাসি ভেসে আসে। এই প্রথম ব বাড়িতে আসার পর রমাকে এভাবে হাসতে দেখলো ও।
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)