Thread Rating:
  • 10 Vote(s) - 2.9 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Thriller স্বামীর চাকরি বাঁচাতে গিয়ে হলো নববধূর সর্বনাশ
#8
                                       পর্ব -২


এবার আদিত্য আর মধুশ্রী সোফা থেকে উঠে পাশের একটা ঘরে গেল। এদিকে আদিত্যর বাবা অবিনাশ বাবু মধুশ্রীর বাবা মৃন্ময় বাবুকে জিজ্ঞাসা করলেন, “আমাদের ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো??” মধুশ্রীর বাবা মা বললেন, “হ্যাঁ দাদা, আদিত্য ভীষণ ভালো ছেলে। আমাদেরও ওকে পছন্দ হয়েছে।” এদিকে পাশের ঘরে মধুশ্রী ঢুকে গেল আদিত্যকে নিয়ে। আদিত্য আর মধুশ্রী কিছুক্ষন এক অপরের দিকে তাকিয়ে থাকলো, দুজনেই পুরো নির্বাক। কিছুক্ষন পর আদিত্য মুখ খুললো। আদিত্য বললো, “তুমি এর আগে কোনোদিন প্রেম করো নি মধুশ্রী??” মধুশ্রী বললো, “না, আসলে আমার বাড়িতে এসব দিকে খুব রেস্ট্রিকশন ছিল, বাবা মা পছন্দ করতো না এসব তাই করি নি।” আদিত্য বললো, “তুমি এতো সুন্দরী হয়েও প্রেম করো নি এটা ভাবতেই কেমন লাগছে!” মধুশ্রী বললো, “সুন্দরী হলেই যে প্রেম করতে হবে এরম কোনো বাধ্য বাধকতা আছে নাকি??” আদিত্য বললো, “না তা নেই ঠিক। তা কেউ কোনোদিন প্রপোজ করে নি তোমায়??” মধুশ্রী বললো, “হ্যাঁ সেতো অনেকেই করেছে। তবে আমি পাত্তা দিতাম না।” আদিত্য বললো, “কেন? পাত্তা দিতে না কেন??” মধুশ্রী বললো, “কারণ প্রথমত সেরম কাউকে পছন্দ হতো না আর হলেও বাড়ির কথা ভেবে আর যেতাম না ওই সম্পর্কে।” আদিত্য বললো, “তা আমাকে কি পছন্দ হয়েছে তোমার?? নাকি আমাকেও পছন্দ হয় নি??” মধুশ্রী বললো, “দেখুন আমরা বাবা মা যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করবো। সে যদি তারা আজ কোনো রাস্তার ভিখারির সাথে আমায় বিয়ে দিতো তালেও আমি সেটাই করতাম। তবে এটুকু বলবো আপনাকে আমার পার্সোনালিও পছন্দ হয়েছে।” এই বলে মধুশ্রীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। মধুশ্রী ওর মাথাটা নামিয়ে নিলো। মধুশ্রী এবার আদিত্যকে জিজ্ঞাসা করলো, “আপনি প্রেম করেন নি??” আদিত্য বললো, “আমি যদি কাউকে প্রেম করতাম তাহলে তাকেই বিয়ে করতাম, আজ তোমাকে এই বাড়িতে হয়তো দেখতে আসতাম না।” মধুশ্রী বললো, “প্রেম না করার কারণ জানতে পারি?? আমার মতো বাড়ির লোকের কথায় নাকি কাউকে পছন্দ হয় নি।” আদিত্য বললো, “দেখো আমি ছেলে তাই এসব সমস্যা আমার ছিল না, আমি চাইলেই প্রেম করতে পারতাম। কাউকে যে পছন্দ হয় নি সেটাও বলবো না। আসলে আমি আমার ক্যরিয়ার এর দিকে খুব বেশি ফোকাস করেছিলাম। তাই এসব সেভাবে করা হয়ে ওঠে নি। তবে এবার তোমার সাথে জমিয়ে প্রেম করবো।” মধুশ্রী আদিত্যর মুখে এই কথা শুনে খিলখিল করে হাসতে লাগলো। উফঃ মধুশ্রীর হাসিতে যেন মুক্ত ঝরছে। মধুশ্রী এবার আদিত্যকে জিজ্ঞাসা করলো, “তুমি নেশা ভান করো?? মানে স্মোক ড্রিংক??” আদিত্য বললো, “না ওসব করি না। আমার নেশা বলতে বই পড়া। আসলে আমি বই পড়তে খুব ভালোবাসি।” মধুশ্রী বললো, “বাহ্ খুব ভালো। আমারো বই পড়তে খুব ভালো লাগে। তবে স্মোক, ড্রিংক এগুলো আমিও একদম পছন্দ করি না।” আদিত্য আর মধুশ্রী নিজেদের মধ্যে আরো কিছু কথা বলে ঘর থেকে বেরিয়ে এলো। ততক্ষণে মধুশ্রীদের বাড়ি ঘর সব দেখলো আদিত্যর বাবা মা। তারপর ঠিক সন্ধে সাতটায় ওরা মধুশ্রীদের বাড়ি থেকে বেরিয়ে গেল।

এর একসপ্তাহ পরের কথা।

তারিখ :- ২৮ শে এপ্রিল, ২০২৪ রবিবার
সময় :- বিকাল ৫ টা বেজে ৩০ মিনিট

মধুশ্রীর বাড়ির লোক যায় আদিত্যর বাড়ি। মধুশ্রীর বাবা, মা এবং সঙ্গে আরো কিছু আত্মীয়। ওরা সেদিন গিয়ে আদিত্যদের ঘর বাড়ি দেখে আসে। আদিত্যর বাবা মা ওদের আপ্যায়ন করে। মধুশ্রীর বাড়ির লোক পাশাপাশি খোঁজ খবর নেয়। সবাই আদিত্যর ব্যাপারে ভালোই বলে। মধুশ্রীর বাড়ির লোক বিয়ে ফাইনাল করে দেয় সেদিনই। শুধু একদিন পাকাকথার জন্য দিন ঠিক করে ওরা। সেটা প্রায় একমাস পর। সেদিনের মতো মধুশ্রীর বাড়ির লোকও সন্ধে সাথে আদিত্যদের বাড়ি থেকে ফিরে পড়ে।



                      তৃতীয় অধ্যায় - নৃশংস হত্যা


তারিখ :- ২০ শে ডিসেম্বর, ২০২৫ শুক্রবার
সময় :- রাত ১১ টা

কলকাতার এন্টালি এলাকায় খুন হয় এক নামকরা প্রোমোটার। যদিও প্রাথমিক তদন্ত বলছে খুনটা খুব বেশি আগে হয়নি। বাড়ির সামনে প্রচুর মানুষের ভিড়। পুলিশ জিপ দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। ইন্সপেক্টর সমাদ্দার, ক্রাইম ব্রাঞ্চের অফিসার আর তার সাথে রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট এস. আই বরুন দত্ত। সঙ্গে কিছু কনস্টেবল, ফরেনসিক ডিপার্টমেন্ট এর লোক, ক্যামেরাম্যান ও এসেছে। বাড়ির দোতলার একটা ঘরে পড়ে আছে সেই প্রোমোটারের ক্ষত বিক্ষত মৃত দেহ। খুনি সাত টুকরো করেছে বডিটাকে। রক্তে ভেসে গেছে সারা ঘর। সাতটা টুকরোর মধ্যে একটা ভিক্টিমের মাথা, দুটো হাত, দুটো পা, একটা মুন্ডুহীন ধর আর সপ্তম খন্ড টা হলো ভিক্টিমের পুরুষাঙ্গ। এছাড়াও সারা শরীরে ক্রস মার্কের মতো করে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা। ইন্সপেক্টর ঘরে উপস্থিত সকলকে জিজ্ঞাসা করলেন, “বডি প্রথম কে দেখতে পেয়েছিলেন??” বাড়ির চাকর জগা বললো, “আমি স্যার।” ইন্সপেক্টর সমাদ্দারের প্রশ্ন, “কি দেখলেন আপনি এসে ঠিক করে বলুন??” জগার চোখে তখন জল। ও চোখের জল মুছে বললো, “আপনি তো বাড়িটা দেখছেন অনেক বড়ো বাড়ি। বাবু মাঝে মধ্যেই এদিকে এসে তার পছন্দের ঘরে একাই থাকেন।” ইন্সপেক্টর সমাদ্দার জগাকে জিজ্ঞাসা করলেন, “কেন ওনার স্ত্রী আর পুত্র?? ওদের সাথে থাকে না তোমার বাবু?” জগা বললো, “আসলে বৌদিমনি ওনার ছেলেকে বাপের বাড়ি গেছেন, উনি আসছেন। উনি না থাকলে তখন বাবু এসে এই ঘরেই রাত্রে ঘুমান।” আচ্ছা তারপর বলুন, “কি দেখলেন আপনি??” জগা বললো, “আসলে বাবু একটু মাঝেসাঝে মদের নেশা করে। তাই আমায় মদ কিনতে পাঠিয়ে ছিলেন। মদের দোকান এখান থেকে হাঁটা পথে কুড়ি মিনিট। আমি ফিরে এসে দেখি এই অবস্থা। আর হ্যাঁ খুব জোরে এই বক্সটায় গান চলছিল। তারপর আমিই পাড়া থেকে লোক ডাকি।” ইন্সপেক্টর সমাদ্দার এবার বললেন, “গানটা চলছিল বলেই খুনি যখন ওনাকে আক্রমণ করেছিলো তখন ওনার চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় নি। আচ্ছা আপনার বাবু কি আজ একাই মদ খেতেন নাকি আরো কারোর আসার কথা ছিল??” জগা বললো, “হ্যাঁ ঠিক বলেছেন, বাবুর এক বন্ধুর আজ আসার কথা। ওই ব্যাবসায়িক বন্ধু। কিন্তু উনি তো এখনো আসেন নি।” ইন্সপেক্টর সমাদ্দার আবার জগাকে প্রশ্ন করলেন, “কটার সময় আসার কথা ছিল ওনার??” জগা বললো, “এই সাড়ে এগারোটার দিকে। হয়তো এবার এসে যাবে। আসলে আজ রাতটা ওনার বন্ধুর ও এখানেই থাকার কথা।” বলতে বলতেই ভিক্টিমের বন্ধু চলে আসে। সে এসেই ভিক্টিমের এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভিক্টিমের বন্ধুকে ইন্সপেক্টর সমাদ্দার প্রশ্ন করে, “আপনার বন্ধু খুন হয়েছেন?? কে খুন করেছে বলে আপনার মনে হয়?? ভিক্টিমের বন্ধু ইন্সপেক্টরকে বললেন, “সে তো খুনিকে খুঁজে বের করা আপনাদের দায়িত্ব। আমি তো আমার এক বন্ধুকে হারালাম।” ইন্সপেক্টর ভিক্টিমের বন্ধুকে বললেন, “সে তো আমরা খুনিকে ধরবোই। তবে একটু আপনাদের থেকে একটু সাহায্য পেলে ভালো হতো। খুনিকে ধরতে সুবিধা হতো। কিছু জানলে দয়া করে লুকাবেন না। সব সত্যি বলবেন।” ভিক্টিমের বন্ধু বললেন, “না সত্যি সেরম কিছু জানি না। আসলে একটা নতুন ফ্ল্যাট তোলার ব্যাপারে ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। কাজের চাপে একটু দেরীই হলো। যদিও আজ রাতটা ওর বাড়িতেই কাটানোর কথা। এখানে আসার আগে ওকে কল করছিলাম কিন্তু ফোনটা সুইচড অফ পেলাম। তারপর এখানে এসে দেখি এই অবস্থা।” ইন্সপেক্টর সমাদ্দার বললেন, “হ্যাঁ ওনার ফোনটা পাওয়া যাচ্ছে না। হয়তো খুনি ওটা নিয়ে গেছে সঙ্গে করে বা কোথাও ফেলে দিয়েছে প্রমান লোপাট এর জন্য। এদিকে ভিক্টিমের স্ত্রী, পুত্র আর ভিক্টিমের শ্বশুর বাড়ির দুজন এসেছেন। ভিক্টিমের স্ত্রী মনীষা দেবী এসেই তার স্বামীর এই বীভৎস মৃতদেহ দেখে আঁতকে উঠলেন আর ওনার হাত দিয়ে ছেলের চোখ চাপা দিলেন। মনীষা দেবী ওনার পুত্রকে নিজের ভাইয়ের কাছে দিয়ে বললেন, “যা বুবান মামার সাথে একটু ঘুরে আয়। আমি এই পুলিশ আঙ্কেলের সাথে একটু কথা বলবো।” বুবান ওর মামার সাথে বাইরে গেল। পুলিশ মনীষা দেবীকে জিজ্ঞাসা করলেন, “আপনার কি মনে হয়?? কে বা কারা খুন করতে পারে আপনার স্বামীকে??” মনীষা দেবী বললেন, “তা তো আমি বলতে পারবো না স্যার, তবে ও খুব উশৃঙ্খল জীবন যাপন করতো। মদ আর মেয়েছেলের নেশাও পাগল হয়ে থাকতো ও। এক নারীতে তার পোষায় না। আমি অনেক মানা করেছি জানেন, কিন্তু কিছুতেই শুনতো না আমার কথা। এই বলে মনীষা দেবী ঝরঝর কাঁদতে লাগলেন। মাঝে সাঝে ঝগড়া করে আমি বাপের বাড়ি চলে যেতাম। এইতো দুদিন আগেই ভীষণ ঝামেলা করলো আমার সাথে মদ খাওয়া নিয়ে কথা বলেছি বলে।” ভিক্টিমের বয়স ৪০ বছরের এর কাছাকাছি, মনীষা দেবীর বয়স ৩২ বছর আর ওনার পুত্রের বয়স ৮ বছর।

এদিকে ফরেনসিক টীম সব রেডি করে বডিটা পোস্ট মর্টেম এর জন্য পাঠিয়ে দিলো। ক্যামেরাম্যান সব ছবি তুলে নিয়েছে। এস.আই দত্ত সবার বক্তব্য মোবাইলে নোট প্যাড এ নোট করে রেখেছেন। ঘটনা স্থল থেকে কোনো মার্ডার উইপন পাওয়া যায় নি। খুনি সেরম কোনো ক্লু ফেলে রেখে যায় নি। তবে হ্যাঁ ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল “প্রথম রিপু”। আর চারটে গোল চিহ্ন এঁকে তার মধ্যে একটাকে ক্রস করে দিয়েছে। ইন্সপেক্টর সমাদ্দার বাড়ির সবাইকে এবং ভিক্টিমের বন্ধুকে বললেন, “আপনারা কেউ এই ঘরটায় আর ঢুকবেন না। ক্রাইম সিন এই ঘরটা। সিল করা থাকবে। আমাদের আবার প্রয়োজনে আসতে হবে। আর আপনারা কেউ আমায় জিজ্ঞাসা না করে এখান থেকে স্টেশন লিভ করবেন না।”

ইন্সপেক্টর বাইরে এসে মনীষা দেবীকে বললেন, “আপনার স্বামী কোনো মেয়ে ঘটিত কারণেই খুন হয়েছেন।” মনীষা দেবী বললেন, “আপনি কি করে বুঝলেন??” ইন্সপেক্টর সমাদ্দার বললেন, “ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল ‘প্রথম রিপু’। আর ষড়রিপুর প্রথম রিপু হলো কাম। আর তাছাড়া আপনার স্বামীর পুরুষাঙ্গ কাটা ছিল। তাই আমার দৃঢ় বিশ্বাস উনি সিওর কোনো মহিলাকে বলপূর্বক সেক্স করেছেন অথবা তাকে বাধ্য করেছেন সেক্স করতে। আর এরসঙ্গে আরো তিন জন ছিল তাই চারজনের মধ্যে একজনকে খুন করে চারটে বৃত্তের মধ্যে একটা বৃত্তকে ক্রস মার্ক করেছে।” ইন্সপেক্টর সমাদ্দারের কথাটা শুনে ভিক্টিমের বন্ধুর মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ে গেল। ইন্সপেক্টর সমাদ্দার বললেন, “খুনের মোটিভ আমি মোটামুটি বুঝে গেছি। এবার মোডাস ওপারেন্ডি মানে খুন করার কৌশলটা জানতে হবে আর জানতে হবে খুনি কে এবং খুনির পরবর্তী তিনজন শিকার কারা কারা??”

চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন...

ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন...

আর হ্যাঁ এই গল্পের ক্ষেত্রে তারিখ আর সময় গুলো একটু দেখে নেবেন... ওগুলো খুব গুরুত্ব পূর্ণ।।।
[+] 5 users Like Subha@007's post
Like Reply


Messages In This Thread
RE: স্বামীর চাকরি বাঁচাতে গিয়ে হলো নববধূর সর্বনাশ - by Subha@007 - 11-10-2025, 09:59 AM



Users browsing this thread: 1 Guest(s)