10-10-2025, 05:19 PM
(09-10-2025, 04:48 PM)sarkardibyendu Wrote:পাঠকের উদ্দেশ্যে
অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে আমার খুব পছন্দের থ্রেড " এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান " আমি আর আপডেট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি অনেক গুনী পাঠক পাঠিকা এখানে মন্তব্য করেছেন, আমাকে ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক দিকে এগোতে সাহায্যও করেছে ন....তাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু হয়তো আমার আপরিনত চিন্তাধারা নিয়ে এমন গভীর মানসিক টানাপড়েন, নারী কেন্দীক থ্রেড এখনি লেখার সময় আসে নি.... তাই বারবার অনেকের নেগেটিভ রিভিউ পাচ্ছি, কিন্তু যেটালেখা হিয়ে গেছে তাকে আর সংশোধন করার উপায় নেই, তাই এই থ্রেড বন্ধ করে আগামীতে এই একই প্রেক্ষাপটে অন্য একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসবো.... য়বে আমার বাকী দুটি চালু থ্রেড " অতৃপ্ত যৌবনে গল্প " আর " প্রাপ্ত বয়ষ্ক রুপকথার উপন্যাস " নিয়মিত ভাবেই চলবে। আমার এই সিদ্ধান্তে কেউ মনক্ষুণ্ণ হলে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী।
তবে যদি পরে ভাবনা চিন্তা করে এটাকে এগোতে পারি তবে অবশ্যই সেই চেষ্টা করবো। আবার বলছি, এই প্রথম আমি গল্প লেখার শুরু করেছি তাই এরকম ঘটনা থেকেই শিখতে পারছি। আপ্নারা যারা পাশে ছিলেন তাদের ভালোবাসা যেন এর পরেও এভাবেই পাই।
বিষয়টি দুরূহ ছিল সন্দেহের অবকাশ নেই। সেই কারণেই গল্পটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। কিছু ক্ষেত্রে আমি আমার মতামত ব্যক্ত করেছিলাম। আশা করেছিলাম তা লেখকের লেখার সহায়ক হবে ও আমরা একটি সমৃদ্ধতর লেখার উপহার পাব। কিন্তু আমার এবং অন্যান্যদের মতামতকে নেতিবাচক ধরে নিয়ে লেখক যে লেখা বন্ধ করে দেবেন তার আশঙ্কা করিনি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)