08-10-2025, 05:21 PM
(21-08-2025, 07:11 PM)sarkardibyendu Wrote: পুরোনো ফাঁদে আবার :
গুরুদেব আমাদের এই অবস্থায় দেখে অবাক হন। উনি প্রশ্ন করেন....
কিরে.... তোদের আমি প্রমিলাকে দিয়ে বের করে দিলাম, আর তোরা ন্যাংটো হয়ে বনে বাদারে ঘুরছিস?
আমার গা জ্বলে গেলেও সব কাহিনী গুরদেবকে বললাম। উনি হেসে বললেন....তাই তো বলে.... রাখে হরি তো মারে কে? ..... হা হা হা হা
তারপর এক শিষ্যাকে বললেন, এই এদেরকে স্নান করার জল আর পরনের কাপড় দাও।
আমি দেখলাম ওর লোলুপ চোখ বৌমনিকে চাটছে। শালা এতো কিছুর পরেও স্বভাব গেলো না। আমি আর বৌমনি ওই শিষ্যার সাথে ভিতরের ঘরে গেলাম। সেখানে স্নান করে পরিষ্কার ধুতি আর গেঞ্জি পরে একটা ঘরে বসলাম। বৌমনিকেও দেখলাম স্নান করে একটা শাড়ী পরে বসেছে। ওর মুখ থমথমে। কারনটা অনুমান করা যায়। গুরুদেব যদি আবার রাতে ওকে জ্বালান সেই চিন্তা পেয়ে বসেছে।
ভাল ফ্যান্টাসি রচনা হয়েছে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)