08-10-2025, 03:30 AM
(08-10-2025, 12:31 AM)Ranaanar Wrote: বিয়ের দিন এগিয়ে এল। সকাল বেলা সুনীতা রায় পিসির সাথে ফোনে কথা বলল। কারণ পিসি দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল । মেকাপ গাড়ি তে আর চড়তে হয়নি। সেটা বাড়িতেই হয়েছিল ।ঝরঝরে গল্প।
সন্ধ্যাবেলা সুনীতা রায়ের পাঠানো গাড়িতে সেজেগুজে উঠলাম ।
গাড়ি ওদের বিরাট বাড়ির সামনে দাঁড়াল । বাইরে তাকিয়ে দেখি সবই সুন্দর বেশভূষা করা মহিলা । পরে বুঝেছিলাম মহিলা প্রধান ওই বাড়ি। যাইহোক সুনীতা রায় এসে গাড়ির দরজা খুলে সবার সামনেই আমাকে কোলে তুলে নিল। আমার সেকি অবস্থা । মহিলারা সবাই হো হো করে হাসছে। বিভিন্ন ধরণের কমেন্টস কানে আসছে। কি লজ্জা । সুনীতা রায় আমাকে নিয়ে গিয়ে একটা সুন্দর সাজানো আসনে বসিয়ে দিল। দেখলাম তিন চার জন মহিলা আমার চারপাশে বসল। সেই মামিমা এল।
মামিমা: এইতো নেংটি এসে গেছো ।
মহিলারা সবাই হো হো করে হাসতে লাগল ।